Shahadat Udraji Travels & Tours - Page

Shahadat Udraji Travels & Tours - Page ট্রাভল এজেন্ট

29/10/2024

বিরাট বিরাট আর্থিক রোজগারের চিন্তা অনেক আগেই ছেড়েছি, অনেক বিরাট ধনী হয়ে গেলে যে খুব একটা লাভ তা দেখি না (এই পথের অনেক কিছু দেখা হয়েছে)! এখন টার্গেট একটাই উপরওয়ালা যেন বেঁচে থাকতে আর কারো কাছে হাত না পাতান, গায়ে গায়ে বেঁচে পরপারে গেলেই খুশি, নিরোগ দেহ ও টানা যৌবন যেন মৃত্যুর আগেও পাই, সাথে কিছু বেশী দিন বেঁচে আরো কিছু প্রযুক্তির উন্নতি দেখে যেতে চাই! এই তো, ব্যস!🙂(কারো সাথে কখনো কোন বেয়াদপি করেছি বলে মনে হলে বা আপনার মনে কষ্ট দিয়ে থাকলে নিজ গুনে ক্ষমা করে দিয়েন।) - বাৎসরিক ভাবনা

গতকাল সন্ধ্যায়!
29/10/2024

গতকাল সন্ধ্যায়!

আমার ধারনা কর্মে প্রবেশের বা অর্থ উপার্জনের সময়েই ছেলেরা বাবার মর্ম বুঝে যায়, আমাদের এই সময়ে অনেক বাবাই আর দুনিয়াতে বেঁচ...
25/10/2024

আমার ধারনা কর্মে প্রবেশের বা অর্থ উপার্জনের সময়েই ছেলেরা বাবার মর্ম বুঝে যায়, আমাদের এই সময়ে অনেক বাবাই আর দুনিয়াতে বেঁচে থাকে না!🥹

চমৎকার কাজ হয়েছে, যারা গুজব বা মনগড়া কথা ফেইসবুকে বা অনলাইনে লিখে পোষ্ট দেয় তাদের জন্য এবার ঘুম হারাম হবে! আমাদের কাজ হচ...
24/10/2024

চমৎকার কাজ হয়েছে, যারা গুজব বা মনগড়া কথা ফেইসবুকে বা অনলাইনে লিখে পোষ্ট দেয় তাদের জন্য এবার ঘুম হারাম হবে! আমাদের কাজ হচ্ছে এমন পোষ্ট দেখা মাত্র তা স্ক্রিনসট নিয়ে বা লিঙ্ক এই ফ্যাক্টচেকে মেসেজ করে জানিয়ে দেয়া, ব্যস, কাজ হয়ে যাবে! অনেকদিন পরে ভাল বুদ্ধি বের হল! যে এই বুদ্ধি বের করছে উনাকে ধন্যবাদ, এতে জনগণ অনেক ফালতু বা নানান গুজব থেকে রক্ষা পাবে, সাথে যারা এমন করে যাচ্ছে তাদের আইডি শেষ হবে, আর মামলা শাস্তি তো হতেই পারে! ফেক আইডি গুলো এবার ঠেলা বুঝবে, ইচ্ছা করে যারা এমন বিভ্রান্তি করে তাদের বুক কাঁপবেই! রেফারেন্স বা সুত্র না জেনে ফটো বা ভুল কিছু শেয়ার করার ক্ষেত্রেও সবাই সতর্ক হবে। ওয়েল ডান, একদম কাঁটা দিয়ে কাঁটা তোলা!🥹 (লিঙ্ক কমেন্টে, লাইক দিয়ে জয়েন করুন)

(আমাদের ছোট বেলার হিরো টারজান) চলে গেলেন টারজানখ্যাত জনপ্রিয় মার্কিন অভিনেতা রোনাল্ড পিয়ার্স এলি। গত ২৯ সেপ্টেম্বর যুক্...
24/10/2024

(আমাদের ছোট বেলার হিরো টারজান) চলে গেলেন টারজানখ্যাত জনপ্রিয় মার্কিন অভিনেতা রোনাল্ড পিয়ার্স এলি। গত ২৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারার বাড়িতে তাঁর মৃত্যু হয়েছে। প্রায় এক মাস পর গতকাল ২৩ অক্টোবর ইনস্টাগ্রামের এক পোস্টে বাবার মৃত্যুর খবর দেন অভিনেতার মেয়ে ক্রিশ্চেন এলি। রন এলির বয়স হয়েছিল ৮৬ বছর।

১৯৬৬ থেকে ১৯৬৮ সালে এনবিসি টেলিভিশনে প্রচারিত ‘টারজান’ সিরিজটি রন এলিকে তারকাখ্যাতি দিয়েছে। সারা বিশ্বের দর্শকের পাশাপাশি বাংলাদেশেও ব্যাপক জনপ্রিয় হয়েছিল টারজান। এনবিসি টেলিভিশনে দুই সিজনে টারজানের ৫৭টি পর্ব প্রচারিত হয়। শুটিংয়ে এলি তার প্রায় সব স্টান্ট নিজেই করতেন। এসব স্টান্ট করতে গিয়ে একাধিকবার তাঁর কাঁধের হাড় ভেঙেছে, পিঠের পেশি ছিঁড়েছে এবং দুবার সিংহের কামড় খেয়েছেন। (বাকী লিঙ্কে)

23/10/2024

দেশের জনসংখ্যা ৪০ কোটির বেশি, কথাটা গত কয়েকদিন আগে কারা যেন বলল। আমার তো মনে হয় এর চেয়েও বেশী হবে, ছোট একটা জায়গা মানুষে মানুষে গিজগিজ সারাদিন রাত, যেখানেই যাই! যাই হোক, একটা কথা বলি, আমার ধারনা শুধু সৌদিতেই ২ কোটির বেশী বাংলাদেশী আছে! শুধু আমেরিকা কানাডা মিলিয়েও ১ কোটির উপরে হবেই! বাদ বাকী দেশ গুলো নিয়ে আপনারা চিন্তা করেন!😂😁

সাধারন Royal Enfield Classic 350CC এর মাইলেজ কত, মানে ১লিটারে এই মটরসাইকেল কত কিমি চলে! অনুসন্ধান করে জানতে পারলাম, এর ত...
22/10/2024

সাধারন Royal Enfield Classic 350CC এর মাইলেজ কত, মানে ১লিটারে এই মটরসাইকেল কত কিমি চলে! অনুসন্ধান করে জানতে পারলাম, এর তেলের টাঙ্কির ধারন ক্ষমতা ১৩ লিটার, এবং এই টাঙ্কি ফুল করে না থামিয়ে ৩৫৭ কিমি যেতে পারে (নেট থেকে পাওয়া)! মানে ১ লিটারে চলে ২৭ কিমি (কম/বেশি)। এই হিসাব রাস্তাঘাটে যানযট না থাকলে বা কোথায়ও ইঞ্জিন অফ না করলে! তাহলে হিসাবে আসা যাক, বর্তমানে ১ লিটার অকটেনের দাম ১২৫টাকা। ফলে ১ কিমি যেতে খরচ প্রায় ৫টাকা! যারা দিনে এই বাইক ইউজ করে অন্তত ৬০কিমি রান করবেন খরচ প্রায় ২৮০টাকা কম/বেশি। CC যত বাড়ে রেইস তত উঠে কিন্তু তেলও খায় বেশি! এমন একটা মটরসাইকেল কেনা অনেকের পক্ষেই সম্ভব বা পারবেন, কিন্তু তেল খরচ এবং অনুসাঙ্গিক খরচাপাতি, মেন্টেইন্যান্স নিয়েও চিন্তা করতে হবে, বাবার ভাল অর্থ বা নিজের কামাই থাকলে অবশ্য চিন্তা নাই!😁 (আমি বাইকার না, হিসাব করি আরকি! ভুল হলে জানাবেন!)

‘শাওন, তুমি গু খাও’ - হুমায়ূন আহমেদের নামে এই কথাটা কতদুর সত্য তা জানতে নেটে সার্চ করছিলাম, আমার নিজের সন্দেহ হচ্ছিলো, ত...
21/10/2024

‘শাওন, তুমি গু খাও’ - হুমায়ূন আহমেদের নামে এই কথাটা কতদুর সত্য তা জানতে নেটে সার্চ করছিলাম, আমার নিজের সন্দেহ হচ্ছিলো, তিনি কি এটা বলেছিলেন? হ্যাঁ, নেটে প্রমানিত হয় তিনি এটা বলেছিলেন এবং চিঠি আকারে লিখেছিলেন। প্রতিদিনের সংবাদ অনলাইনের একটা প্রত্রিকাতে সোহেল নওরোজ লিখিত 'হুমায়ূন আহমেদের চিঠি' নামক লেখায় স্পষ্ট প্রমান পাওয়া যায়, লেখাটা প্রকাশিত হয়েছিল ০৮ নভেম্বর, ২০১৯ইং তারিখে। হুমায়ূন আহমেদের রুচি চিন্তা চেতনা সত্যি বিরল!🥹

(হুমায়ূন আহমেদ সত্যি বিরল প্রতিভা, তার 'দুই দুয়ারী' সিনেমা দেখেতে গিয়ে একটা চরিত্র পেয়েছিলাম, হুবহু আমার এক পরিচিতের চরিত্র, যাকে হুমায়ূন আহমেদও চিনতেন, আমি নিশ্চিত তিনি তাকেই চিত্রায়ন করেছিলেন, সিনেমা হল থেকে বের হবে ভাবছিলাম, এত নিখুঁত করে তিনি কি করে লিখতে পারলেন, কি করে সিনেমায় ফুটাতে পারলেন! আমি আজো সেই চরিত্র নিয়ে চিন্তা করি!)

19/10/2024

মসজিদে নামাজ পড়তে গেলে যদি মনে হয় 'টাইম ওয়েষ্ট হচ্ছে, হুজুর এত কথা বলে কেন, এত সময় নিয়ে নামাজ পড়ায় কেন?', কবরস্থানে গেলে যদি মনে হয় 'কই কত কোটি মানুষ মাটি হয়ে গেছে, কিসের পরকাল, এত চিন্তার কি আছে'! জ্বি, তা হলে বুঝতে হবে আপনি আর আপনাতে নেই!🥹

মি ইলন/মাস্ক স্যাটেলাইট কানেকশন মোবাইল সংক্রান্ত কোন পোষ্ট বা ছবি দিয়েন না, দিলেই ফেইসবুকের এআই সেই পোষ্ট ডিটেক্ট করবে এ...
18/10/2024

মি ইলন/মাস্ক স্যাটেলাইট কানেকশন মোবাইল সংক্রান্ত কোন পোষ্ট বা ছবি দিয়েন না, দিলেই ফেইসবুকের এআই সেই পোষ্ট ডিটেক্ট করবে এবং একটা অটো শাস্তি দিয়ে দিবে! অনেকের মত খুশি হয়ে আমিও একটা পোষ্ট দিয়ে এখন রিচ ডাউন, এই দায় কবে মুক্তি জানি না!😂😁

কানাডা ও পাশের দেশের সম্পর্ক এখন ভয়াবহ পর্যায়ে, গতকাল রাতে অনেক গুলো খবর ও ভিডিও দেখলাম। তবে এক ভিডিওতে পুরা ঘটনা জানতে ...
16/10/2024

কানাডা ও পাশের দেশের সম্পর্ক এখন ভয়াবহ পর্যায়ে, গতকাল রাতে অনেক গুলো খবর ও ভিডিও দেখলাম। তবে এক ভিডিওতে পুরা ঘটনা জানতে হলে দেশভখত বা আকাশ ব্যানার্জীর ভিডিও যথেষ্ট!🥹 (ভিডিও লিঙ্ক কমেন্টে)

ছবিটার ঘটনা নিশ্চয় জানেন, ভিডিও চোখে পড়ছেই!  ইট সিমেন্ট মিস্ত্রী কাজ করতে এসে বাসার মালিকের স্ত্রী ও তিন সন্তান নিয়ে ভেগ...
13/10/2024

ছবিটার ঘটনা নিশ্চয় জানেন, ভিডিও চোখে পড়ছেই! ইট সিমেন্ট মিস্ত্রী কাজ করতে এসে বাসার মালিকের স্ত্রী ও তিন সন্তান নিয়ে ভেগে যায়, পরে সেই বাসার মালিক মিস্ত্রীর বাড়ি যায় এবং তার স্ত্রীকে দিয়ে মিস্ত্রীকে তালাক দিয়ে, সে সেই মিস্ত্রীর স্ত্রীকে বিবাহ করে নিয়ে আসে! এটাকে বাসার মালিক 'প্রতিশোধের উপর প্রতিশোধ' বলছেন! আমি বলি 'স্ত্রী ভাগ্য'!😂😁

Address

40 Naya Paltan (4th Floor), VIP Road
Dhaka
1000

Telephone

+8801911380728

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shahadat Udraji Travels & Tours - Page posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shahadat Udraji Travels & Tours - Page:

Share