29/10/2024
বিরাট বিরাট আর্থিক রোজগারের চিন্তা অনেক আগেই ছেড়েছি, অনেক বিরাট ধনী হয়ে গেলে যে খুব একটা লাভ তা দেখি না (এই পথের অনেক কিছু দেখা হয়েছে)! এখন টার্গেট একটাই উপরওয়ালা যেন বেঁচে থাকতে আর কারো কাছে হাত না পাতান, গায়ে গায়ে বেঁচে পরপারে গেলেই খুশি, নিরোগ দেহ ও টানা যৌবন যেন মৃত্যুর আগেও পাই, সাথে কিছু বেশী দিন বেঁচে আরো কিছু প্রযুক্তির উন্নতি দেখে যেতে চাই! এই তো, ব্যস!🙂(কারো সাথে কখনো কোন বেয়াদপি করেছি বলে মনে হলে বা আপনার মনে কষ্ট দিয়ে থাকলে নিজ গুনে ক্ষমা করে দিয়েন।) - বাৎসরিক ভাবনা