
17/06/2025
📢
১৫ মাস পর পর্যটকদের জন্য আবারও খুলে দেওয়া হলো নৈসর্গিক রুমা—তবে শর্ত সাপেক্ষে। প্রকৃতি প্রেমীদের জন্য এটি এক সুখবর!
চলুন এক নজরে দেখে নিই রুমা উপজেলার দর্শনীয় স্থানগুলো👇
🌊 ১. বগালেক (Boga Lake)
সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১,২০০ ফুট উঁচুতে এই লেকের নীল পানি ও চারপাশের পাহাড় যেন স্বর্গীয় এক পরিবেশ। রুমা বাজার থেকে প্রায় ১৭ কিলোমিটার দূরে। এখানে ক্যাম্পিং, হাইকিং আর পাহাড়ি সৌন্দর্য উপভোগ করতে পারেন।
🏔️ ২. কেওক্রাডং (Keokradong)
বাংলাদেশের অন্যতম উচ্চ শৃঙ্গ — ৩,১৭২ ফুট! বগালেক থেকে ট্রেকিং করে যেতে হয়, পথে মনোমুগ্ধকর মুনলাই বম পাড়া ও দার্জিলিং পাড়া ঘুরে নেওয়া যায়।
💦 ৩. জাদিপাই ঝর্ণা (Jadipai Waterfall)
বর্ষার পর সবচেয়ে মনোরম এই ঝর্ণা কেওক্রাডং থেকে দেড় কিলোমিটার দূরে। পাশিংপাড়া গ্রাম পেরিয়ে খাড়া পথ ধরে পৌঁছাতে হয়। পরিশ্রমের পর মিলবে স্বর্গের ছোঁয়া!
🌿 ৪. ঋজুক ঝর্ণা (Rijuk Waterfall)
রুমা বাজার থেকে নদীপথে থানচি যাবার পথে ৫ কিমি দূরে অবস্থিত এই ঝর্ণাটি স্থানীয় মার্মারা একে বলে “রী স্বং স্বং” — যার মানে প্রবল বেগে ঝরে পড়া জলধারা।
🚣♂️ ৫. তিন্দু ও নাফাখুম জলপ্রপাত
সাঙ্গু নদীর তীরে অবস্থিত এই স্পটগুলো অ্যাডভেঞ্চারপ্রেমীদের জন্য একেবারে আদর্শ। তিন্দু থেকে নৌকায় রেমাক্রি হয়ে নাফাখুমে পৌঁছাতে হয়। অক্টোবর থেকে ফেব্রুয়ারি ভ্রমণের শ্রেষ্ঠ সময়।
#ভ্রমণবাংলাদেশ #
copy😇