Dhaka Riders Club

Dhaka Riders Club

📢 ১৫ মাস পর পর্যটকদের জন্য আবারও খুলে দেওয়া হলো নৈসর্গিক রুমা—তবে শর্ত সাপেক্ষে। প্রকৃতি প্রেমীদের জন্য এটি এক সুখবর!চলু...
17/06/2025

📢
১৫ মাস পর পর্যটকদের জন্য আবারও খুলে দেওয়া হলো নৈসর্গিক রুমা—তবে শর্ত সাপেক্ষে। প্রকৃতি প্রেমীদের জন্য এটি এক সুখবর!
চলুন এক নজরে দেখে নিই রুমা উপজেলার দর্শনীয় স্থানগুলো👇

🌊 ১. বগালেক (Boga Lake)

সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১,২০০ ফুট উঁচুতে এই লেকের নীল পানি ও চারপাশের পাহাড় যেন স্বর্গীয় এক পরিবেশ। রুমা বাজার থেকে প্রায় ১৭ কিলোমিটার দূরে। এখানে ক্যাম্পিং, হাইকিং আর পাহাড়ি সৌন্দর্য উপভোগ করতে পারেন।

🏔️ ২. কেওক্রাডং (Keokradong)

বাংলাদেশের অন্যতম উচ্চ শৃঙ্গ — ৩,১৭২ ফুট! বগালেক থেকে ট্রেকিং করে যেতে হয়, পথে মনোমুগ্ধকর মুনলাই বম পাড়া ও দার্জিলিং পাড়া ঘুরে নেওয়া যায়।

💦 ৩. জাদিপাই ঝর্ণা (Jadipai Waterfall)

বর্ষার পর সবচেয়ে মনোরম এই ঝর্ণা কেওক্রাডং থেকে দেড় কিলোমিটার দূরে। পাশিংপাড়া গ্রাম পেরিয়ে খাড়া পথ ধরে পৌঁছাতে হয়। পরিশ্রমের পর মিলবে স্বর্গের ছোঁয়া!

🌿 ৪. ঋজুক ঝর্ণা (Rijuk Waterfall)

রুমা বাজার থেকে নদীপথে থানচি যাবার পথে ৫ কিমি দূরে অবস্থিত এই ঝর্ণাটি স্থানীয় মার্মারা একে বলে “রী স্বং স্বং” — যার মানে প্রবল বেগে ঝরে পড়া জলধারা।

🚣‍♂️ ৫. তিন্দু ও নাফাখুম জলপ্রপাত

সাঙ্গু নদীর তীরে অবস্থিত এই স্পটগুলো অ্যাডভেঞ্চারপ্রেমীদের জন্য একেবারে আদর্শ। তিন্দু থেকে নৌকায় রেমাক্রি হয়ে নাফাখুমে পৌঁছাতে হয়। অক্টোবর থেকে ফেব্রুয়ারি ভ্রমণের শ্রেষ্ঠ সময়।

#ভ্রমণবাংলাদেশ #


copy😇

15/06/2025

#থানচি #আলিকদম #রিলসভিডিওシ

13/06/2025

#লামা #আলিকদম #ডিমপাহার। #থানচি।
শাংগু নদি

09/06/2025

#রিলসভিডিওシ

07/06/2025

🌙 ঈদুল আযাহা মোবারক! 🐐

পবিত্র ঈদুল আযাহার এই শুভ মুহূর্তে আপনাকে ও আপনার পরিবারকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
আল্লাহ্‌র রহমত, শান্তি ও ভালোবাসায় ভরে উঠুক আপনার জীবন।
কোরবানির ত্যাগের মহত্ত্বে শুদ্ধ হোক হৃদয়, উজ্জ্বল হোক আগামী দিনগুলো।
ঈদ মোবারক!

আজকের আকাশ ☠️☠️☠️
30/05/2025

আজকের আকাশ ☠️☠️☠️

মাসে মিনিমাম ৩০ হাজার টাকা কামানো রিকশাওয়ালারা কোনোভাবেই গরীব না। এইটা দেশের জিডিপি পার ক্যাপিটা থেকেও বেশি। আপনি তাদের ...
15/05/2025

মাসে মিনিমাম ৩০ হাজার টাকা কামানো রিকশাওয়ালারা কোনোভাবেই গরীব না। এইটা দেশের জিডিপি পার ক্যাপিটা থেকেও বেশি। আপনি তাদের গরীব ভাবেন কারণ আপনার মাথায় এটাই সেট হয়ে আছে যে রিকশাওয়ালা মানেই গরীব। তার উপর আবার ছেঁড়াফাটা লুঙ্গি পরে থাকে, দেখতেও কালো, লেখাপড়াও জানে না, কথা বলে গেঁয়ো ভাষায়।

গরীব তো আপনি! কামান মাসে ১৫ হাজার টাকা, কিন্তু ভাব নেন সিক্স ডিজিটের। খুব ফিটফাট জামাকাপড় পরে থাকেন, দেখতে শুনতে ভালোই, লেখাপড়া জানা গ্র‍্যাজুয়েট, কথাও বলেন স্মার্টলি। আপনারে গরীব ভাবার কোনো উপায় আছে?

সবার আগে ওদের গরীব ভাবা বন্ধ করেন, আর নিজেদেরও বড়লোক দেখানো বন্ধ করেন। তাহলেই দেখবেন অর্ধেক সমস্যার সমাধান হয়ে গেছে।

যে গল্প এখনো লেখা হয়নি, যে স্বপ্ন এখনো দেখা বাকি — নতুন বছর তা পূরণেরই সময়। শুভ নববর্ষ!"
14/04/2025

যে গল্প এখনো লেখা হয়নি, যে স্বপ্ন এখনো দেখা বাকি — নতুন বছর তা পূরণেরই সময়। শুভ নববর্ষ!"

02/04/2025

ঈদ মোবারক
ঈদের দিন সকালে পরোটা সুপার সাথে। 🚘🚗

02/04/2025

ঈদের দিন সকালে, টয়োটা সুপরা না পড়শীর সাথে। 🚗🚘

31/12/2024

Address

Link Road
Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when Dhaka Riders Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share