22/07/2025
✅ আপনার যদি সঠিক কৌশল জানা থাকে তাহলে সাদা পাসপোর্টেও সহজেই আপনি আমেরিকার ভিসা পেতে পারেন!🇺🇸💖
🗽 আমেরিকান ট্যুরিস্ট ভিসার প্রথম তিনটি ধাপ হলোঃ
১। DS-160 ফর্ম ফিলাপ করা।
২। US Travel Docs প্রোফাইল তৈরি করা। (যার মাধ্যমে ভিসা ফি জমা দিতে হবে।)
৩। ভিসা ফি এর রিসিপ্ট প্রিন্ট আউট করে ইস্টার্ন ব্যাংকের (EBL) যে কোনো ব্রাঞ্চে অফলাইনে জমা দেওয়া |আর আপনার যদি (EBL) ব্যাংকে একাউন্ট থাকে তাহলে (EBL) ব্যাংকের APP-এর মাধ্যমে অনলাইন-এ ভিসা ফি জমা দিতে পারবেন।
⚠️এছাড়া, US Portal এর নতুন করে আপডেট এর পর বর্তমানে ভিসা ফি জমা দেওয়ার সময় সীমা হলো মাত্র ০২ দিন।
✨ বর্তমানে জনপ্রতি ভিসা ফি হচ্ছে $১৮৫ ডলার যা বর্তমান বাজারের ডলার মূল্য অনুযায়ী হচ্ছে ২৩,১২৫ +/- টাকা। 💵
✅ আমেরিকান মাল্টিপল এন্ট্রি ট্যুরিস্ট ভিসা বাংলাদেশ থেকে সাধারণত ৫ বছরের জন্য দেওয়া হয় এবং এই ভিসাটি মূলতো ২টি গুরুত্বপূর্ণ বিষয় এর উপর ভিত্তি করে হয়ে থাকে।
✨ প্রথমত : DS-160: Online Nonimmigrant এপ্লিকেশন ফর্ম এর উপর।
✨ দ্বিতীয়ত : ভিসা অফিসারের সাথে একটি শর্ট ইন্টারভিউ এর উপর।
✅ DS -160 ফর্ম কেন গুরুত্বপূর্ণ ?
- যেহেতু আমেরিকান ট্যুরিস্ট ভিসা ব্যক্তিগত তথ্য ও ইন্টারভিউ ভিত্তিক, তাই DS-160 ফর্মে সকল ব্যক্তিগত ও পারিবারিক তথ্য নির্ভুল ও সঠিকভাবে প্রদান করতে হয়। একটা বিষয় মনে রাখবেন, সঠিকভাবে DS-160 এপ্লিকেশন ফর্মটি পূরণ করলে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা ৭০% নিশ্চিত হয়ে যাবে।
✅ ভিসা অফিসারের সাথে ইন্টারভিউ কেমন হবে?
- ভিসা অফিসারদের বেশিরভাগ প্রশ্ন আপনাদের দেওয়া DS-160 ফর্ম এর উপর ভিত্তি করেই হয়ে থাকে। ইন্টারভিউয়ের উপর মূলত বাকী ৩০% সম্ভবনা নির্ভর করে। এছাড়া সাক্ষাৎকারের সময়কাল মূলত ২-৩ মিনিটের হয়ে থাকে (কারো কারো ক্ষেত্রে ৫-১০ মিনিট পর্যন্ত দীর্ঘ হয়)।
এই অল্প সময়ে ভিসা অফিসারগণ মূলত আপনাদের সাইকোলজিকালি পরীক্ষা করে। আপনার বডি ল্যাঙ্গুয়েজ, বাচনভঙ্গি, ড্রেস আপ থেকে শুরু করে আপনি কিভাবে কনসুলার অফিসারদের প্রতিটি প্রশ্নের সু-ব্যাখ্যা সংক্ষেপে দিতে পারছেন সবকিছুর উপর বিবেচনা করে তারা তাৎক্ষণিকভাবে একটি সিদ্ধান্ত নেয়।
এছাড়াও আপনি কেন আমেরিকা যাবেন তার সুনির্দিষ্ট কারণ দেখাতে হবে। ইন্টারভিউ এর সময় ভিসা অফিসারদের বুঝাতে হবে যে, আপনার আমেরিকা যাওয়ার সুনির্দিষ্ট কারণ আছে এবং আপনি আমেরিকায় যাবেন এবং নির্ধারিত সময়ের মধ্যে ফিরে আসবেন, তাহলেই আপনার ভিসা হবে।
➡️এমনকি, বর্তমানে আমেরিকান ট্রাম্প সরকার নতুন ভাবে আসার কারনে, অনেকেই ভয় পেয়ে ভাবছেন ভিসার রেসিও খুব একটা ভালো নয়। কিন্তু, এটি সম্পূর্ণ ভূল ধারনা। কারন, নতুন সরকার আসাতে ভিসার রেসিও কোনভাবে খারাপ হয়নি।
বরং, ভিসার রেসিও সর্বদাই ভালো ছিলো যা এখনো চলমান আছে। মনে রাখতে হবে, ভিসার রেসিওর উপর কখনোই আপনার বা আবেদনকারীর ভিসার পাওয়া বা না পাওয়া নির্ভর করবেনা।
আপনি আপনার ব্যাক্তিগত তথ্য কতটা সুন্দর করে গুছিয়ে ভিসা অফিসারের কাছে আপনার DS-160 ফর্ম এবং Interview এর মাধ্যমে বুঝাতে সক্ষম হলেন তার উপর নির্ভর করবে আপনার ভিসা হবে কি হবেনা।
⚠️এমনকি, আমরা সবাই জানি, Interview Date সাধারনত পূর্বে ২/ ৩ বার রিসিডিউল করা যেতো। যা, বর্তমানে আপডেট হয়ে একাধিক বার রিসিডিউল করা সম্ভব।
আরো একটি সর্তকতামূলক তথ্য হলো,
Appointment Date এর সাথে DS-160 Confirmation এর Code Number যদি না ম্যাচ করে তাহলে Interview Date Cancel হয়ে যায়। তাই, DS-160 ফর্ম অবশ্যই সর্তকতার সাথে ফিলাপ করে DS-160 File Submit করতে হবে।
✅ তাই, আপনি যখন আমেরিকার ট্যুরিস্ট ভিসার (B1+B2) জন্য আবেদন করবেন, তখন অবশ্যই আপনার DS-160 ফর্মটি কোন দক্ষ এবং অভিজ্ঞ হাতে পূরণ করতে হবে। কেননা, DS-160 ফর্ম সঠিকভাবে পূরণ করতে না পারলে এটি শুধুমাত্র আপনার রিফিউজ এর কারণই হবেনা, বরং পরবর্তীতে আবেদন করার সময়েও জটিলতা সৃষ্টি করবে।
💡 ট্যুরিস্ট ভিসা সম্পর্কে বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন!
📞 01614-171770
📞 +8801738061506
📧 Email: [email protected]
ⓕ▶ facebook.com/TravelBeeBDdotcm
🏢 Office 01: 2C-31C,Level 2,Jamuna Future Park,Dhaka.
🏢 Office 02: Shop 06,Ground floor,Jaman Tower,Mazar Crossroads,Uttarkhan,Dhaka.
🏢 Office 03: Shop 156,Lakecity Concord Shopping Complex,Khilkhet,Dhaka.
(Copy Post)
#আমেরিকান #ইউএসএ