
30/04/2025
১. পরীক্ষা তাই কুংফু ক্লাসে আসতে পারব না।
২. রাত জেগে পড়াশুনা করছি তাই সকালে উঠতে পারছি না।
৩. দেশের পরিস্থিতি ভালো না তাই সকালে বের হচ্ছি না।
৪. গতোকাল বাসায় মেহমান এসেছে তাই আজকে আসতে পারছি না।
৫. আমার মাথাটা ব্যাথা করছিল, পেট ব্যথা করছিল।
এইসকল লেইম এক্সকিউজ দেয়া ছাত্রছাত্রীদের কুংফু শিখা কখনো পরিপূর্ণ হয় না। তারা ভালো করে শিখতে পারেনা ও দেখাইতেও পারে না। এদের পরীক্ষা নিলে পাশ করাও মুশকিল হয়ে যায়।
টাইম ম্যানেজমেন্ট করতে পারলে কখনোই কুংফু ক্লাস মিস হবে না।
কুংফু ক্লাসের জন্য Time management করা খুবই জরুরী।