Saudia Hajj Travels / সাউদিয়া হজ্জ ট্রাভেলস

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • Saudia Hajj Travels / সাউদিয়া হজ্জ ট্রাভেলস

Saudia Hajj Travels / সাউদিয়া হজ্জ ট্রাভেলস "তোমরা আল্লাহর উদ্দেশ্যে হজ্ব ও ওমরাহ পরিপূর্ণ ভাবে পালোন করো"(বাকারা-১৯৬)

Your Trusted Partner for Hajj and Umrah.

সাউদিয়া হজ্জ ট্রাভেলস এর পেইজে
আপনাকে স্বাগতম।
"তোমরা আল্লাহর উদ্দেশ্যে হজ্জ ও ওমরাহ পরিপূর্ণ ভাবে পালন কর"।(বাকারা-১৯৬)
Your Trusted Partner for Hajj & Omrah Our Dhaka Office:
Motijheel, Dhaka-1000

Our Rajshahi Office:
122, Star Mansion ( 2nd Floor ) Zeropoint, Shaheb Bazar, Rajshahi-6000

16/02/2025

🕋 ওমরাহ যাত্রীদের কেয়ার সেন্টার ঈমানদীপ্ত
সফরে আপনাদের বিস্তৃত গন্তব্য,
যা অনুসন্ধানের পূর্ণাঙ্গ উত্তর প্রদান করে,
সমস্ত অভিযোগের সমাধান করে এবং
মূল্যবান পরামর্শ গ্রহণ করে।

🔹কথা বলুন কেয়ার সেন্টারের সাথে
মক্কা ও মদিনা আপনাদের জন্য,
অধীর আগ্রহে অপেক্ষা করছে।

♦️আপনার প্রশ্ন,অভিযোগ বা পরামর্শ আছে ?

✔️সৌদি আরবের মধ্যথেকে যোগাযোগ করতে
কল করুন ☎️ 1966 এই নাম্বারে

✔️সৌদি আরবের বাইরে থেকে যোগাযোগ
করতে কল করুন ☎️ +966920002814
এই নাম্বারে

হজ্ব কিংবা ওমরাহ সাউদিয়া হজ্ব ট্রাভেলস এর সাথেই থাকুন।

বিষয় টি সকলের জানা উচিত
16/02/2025

বিষয় টি সকলের জানা উচিত

03/02/2025
02/02/2025

🕋 যে ব্যক্তি আল্লাহর জন্য হজ্জ করে ও অশ্লীল
এবং গোনাহের কাজ থেকে বেঁচে থাকে, সে
হজ্জ থেকে এমতাবস্খায় ফিরে আসে যেন
আজই মায়ের গর্ভ থেকে বের হয়েছে।

হজ্ব ও ওমরাহ বুকিং চলছে,

হজ্জ কিংবা ওমরাহ,
সাউদিয়া হজ্জ ট্রাভেলস এর সাথেই থাকুন।

🏫 অফিস ঠিকানা:
ইউনিসিটি ইব্রাহীম টাওয়ার(৮ম তলা),
রানিবাজার,ঘোড়ামার, বোয়ালিয়া,
রাজশাহী।

📞 যোগাযোগ: 0171- 3991399
(WhatsApp,imo,vaiber)

ই-মেইল: [email protected]

🕋 ২০২৬ সালের জন্য হজ্জ প্রস্তুতি        শুরু হয়েছে! 🕋 পবিত্র হজ্জ পালনের সুযোগ করে দিচ্ছে        সাউদিয়া হজ্জ ট্রাভেলস।♦...
29/01/2025

🕋 ২০২৬ সালের জন্য হজ্জ প্রস্তুতি
শুরু হয়েছে!

🕋 পবিত্র হজ্জ পালনের সুযোগ করে দিচ্ছে
সাউদিয়া হজ্জ ট্রাভেলস।

♦️ সহজ বুকিং প্রক্রিয়া।
♦️ সুবিধাজনক প্যাকেজ।
♦️ সর্বোচ্চ সেবা নিশ্চিতকরণ।

আজই যোগাযোগ করুনঃ
📞 +8801713-991399

অফিসঃ
ইউনিসিটি ইব্রাহীম টাওয়ার (৮ম তলা), রানিবাজার,ঘোড়ামার, বোয়ালিয়া, রাজশাহী।

আপনার হজ্জ যাত্রা সহজ এবং পরিপূর্ণ করতে আমরা প্রস্তুত!

♦️❝হজ্জ/উমরায় ইহরাম অবস্থায় নিক্বাব পরা       যাবেনা❞       এটার অর্থ কি ইহরাম অবস্থায় মুখ খোলা        রাখতে হবে??খুব বে...
22/01/2025

♦️❝হজ্জ/উমরায় ইহরাম অবস্থায় নিক্বাব পরা
যাবেনা❞
এটার অর্থ কি ইহরাম অবস্থায় মুখ খোলা
রাখতে হবে??

খুব বেশি ভুল বোঝাবুঝি এই বিষয়টা নিয়ে। ইহরাম অবস্থায় নিক্বাব পরা নিষেধ, এই কথাটা সত্য। কিন্তু তার মানে এই না যে, মুখ খুলে রাখতে হবে, মুখ ঢাকা লাগবেনা। মুখ ঢাকতে হবে, তবে নিক্বাব ছাড়া অন্য কোন উপায়ে। অথচ হজ্জ-উমরার মত পবিত্র একটা ইবাদাত করতে গিয়ে নিক্বাবী বোনেরা পর্যন্ত ইহরামের সময় যে মুখ খোলা শুরু করেন, তো পুরোটা সফরই মুখ খুলে কাটিয়ে দেন, যেন মক্কা-মদীনায় মুখ ঢাকার জরুরত নেই।

♦️উলামায়ে কেরামদের অধিকাংশের মতে, এই ফিত্নার জামানায় শরয়ী পর্দার জন্য মুখ ঢেকে রাখা জরুরি। যেখানে স্বাভাবিক অবস্থায়ই মুখ ঢেকে রাখা জরুরি বলা হচ্ছে, সেখানে হজ্জ/উমরার মত পবিত্র ইবাদাত, আবার যেখানে কিনা শত শত নারী-পুরুষ একত্রিত হচ্ছেন— এমন জনবহুল জায়গায় একটা ফরজ/নফল ইবাদাত করতে গিয়ে পর্দার বিধান একেবারে শিথিল হয়ে যাবে? এটা কি যুক্তিযুক্ত মনে হয়? আলবৎ না।

♦️ তাহলে "নিক্বাব করা যাবেনা" কথাটার অর্থ
কী?
অর্থ হলো, মুখ ঢেকে যারা নিক্বাব করেন, তাদের মুখ ঢেকেই রাখতে হবে (এবং এটা অতি অবশ্যই মুখ খুলে রাখার চেয়ে উত্তম), তবে ঢাকার পদ্ধতি ভিন্ন হবে। অর্থাৎ, সাধারণ সময় আমরা যেমন বেধে রাখা নিক্বাব পরি, তেমন নিক্বাব পরা যাবেনা, অন্য কোন উপায়ে মুখ ঢেকে চলতে হবে।

♦️এই ভিন্ন উপায়টা কেমন?
- আয়িশা রাদিয়াল্লাহু আনহার এই হাদিসটি দেখি—

عائشة قالت كان الركبان يمرون بنا ونحن مع رسول الله صلى الله عليه وسلم محرمات فإذا حاذوا بنا سدلت إحدانا جلبابها من رأسها على وجهها فإذا جاوزونا كشفناه

"অনেক কাফেলা আমাদের পাশ দিয়ে অতিক্রম করছিল। তখন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে ইহরাম অবস্থায় ছিলাম। তারা আমাদের সামনা-সামনি আসলে আমাদের নারীরা নিজেদের মুখাবরণ মাথা থেকে নামিয়ে নিজ মুখমন্ডল ঢেকে ফেলতেন। অতঃপর তারা অতিক্রম করে চলে গেলে আমরা মুখ খুলতাম।" (সুনানে আবি দাউদ- ১৮৩৩, মুসনাদে আহমাদ- ২৪০৬৭)

হাদিসে যে 'সাদল (سدل)' শব্দটি এসেছে, তার অর্থ হলো, লটকানো বা ঝুলিয়ে দেওয়া। উনারা ইহরাম অবস্থায় নিক্বাব ব্যবহার করতেন না। তবে কোন পুরুষ আশেপাশে চলে আসলে তখন মাথার উপর থেকে চাদর/কাপড় ঝুলিয়ে মুখ ঢেকে নিতেন।

★ দেখুন, যারা বলে মুখ ঢাকা লাগবেনা, তারা এই হাদিসের প্রথম অংশটুকু নিচ্ছেন। অথচ পরের অংশে যেভাবে মুখ ঢাকার কথা বলা হয়েছে, সেভাবে মুখ ঢাকলে চোখটাও ঢেকে থাকে, এটাতো সাধারণ নিক্বাবের চেয়েও বেশি, যেখানে আমরা অধিকাংশ নিক্বাব পরে চোখ খুলে রাখি। এই রেফারেন্স দিয়ে কিভাবে মুখ খোলা জায়েয বানানো যায়?

♦️তাহলে প্রচলিত নিক্বাব ব্যবহার না করে
মাথার উপর থেকে কাপড় ঝুলিয়ে দেয়ার
উপায় কী?

এখানে ২ টি মত আছেঃ

১. আলেমদের একাংশের মতে, এই কাপড়টি এমনভাবে মাথার উপর থেকে ঝুলিয়ে দিতে হবে যেন তা মুখের চামড়ার সাথে লেগে না থাকে। হাদিসে বর্ণিত 'সাদল' শব্দটি মূলত এজন্যই ব্যবহৃত হয়েছে। এভাবে মুখ ঢাকার জন্য একরকম বিশেষ ক্যাপ নিক্বাব কিনতে পাওয়া যায়, যেখানে একটা ক্যাপের উপর দিয়ে কাপড় ঝুলানো থাকে, যাতে করে কাপড়টি মুখ ঢেকে রাখে, আবার মুখের সাথে স্পর্শ করেও না থাকে। (লিসানুল আরব ১১/৩৩৩, তা'জুল উরুস ৭/৩৭৪)

২. আলেমদের আরেকটি অংশের মত হচ্ছে, এই কাপড়টি মাথার উপর থেকে ঝুলিয়ে দিলেই হবে, নাক-মুখের সাথে স্পর্শ করতে পারবেনা, এমন কোন শর্ত নেই। সাদল কথাটি দ্বারা ঝুলিয়ে দেয়াই উদ্দেশ্য, মুখে স্পর্শ করতে পারবেনা, এমন জরুরি নয়। এক্ষেত্রে সাধারণ যে কোন কাপড় বা ওড়না মাথার উপর থেকে ঝুলিয়ে দিলেই হয়, যাতে করে মুখটা ঢেকে থাকে।

সংগৃহিত

অফিসঃ

ইউনিসিটি ইব্রাহীম টাওয়ার (৮ম তলা) রানিবাজার, ঘোড়ামার, বোয়ালিয়া, রাজশাহী।

📞 01713-991399

🕋 "মক্কা আল-মুকার্‌রমা",🟥🟩 পবিত্র ভূমি এবং আল্লাহর কাছে সবচেয়ে       .     প্রিয় ভূমি।🟩🟥 মক্কা ও মদিনা আপনাদের জন্য অধ...
10/01/2025

🕋 "মক্কা আল-মুকার্‌রমা",

🟥🟩 পবিত্র ভূমি এবং আল্লাহর কাছে সবচেয়ে
. প্রিয় ভূমি।

🟩🟥 মক্কা ও মদিনা আপনাদের জন্য অধীর
আগ্রহে অপেক্ষা করছে।

🟥🟩 হজ্ব কিংবা ওমরাহ
. সাউদিয়া হজ্জ ট্রাভেলস এর সাথেই
থাকুন।

🏫 যেগাযোগঃ
ইউনিসিটি ইব্রাহীম টাওয়ার (৮ম তলা),
রানিবাজার, ঘোড়ামার, বোয়ালিয়া,
রাজশাহী।

📞01713-991399.

ওমরাহ হলো এমন একটি সফর  যার মাধ্যমে আমরা সওয়াব লাভ করি এবং পাপ ও গুনাহ মাফের সুযোগ হয়।রাসূল (সাঃ) বলেছেন"তোমরা ধারাবাহি...
06/01/2025

ওমরাহ হলো এমন একটি সফর
যার মাধ্যমে আমরা সওয়াব লাভ করি এবং
পাপ ও গুনাহ মাফের সুযোগ হয়।

রাসূল (সাঃ) বলেছেন
"তোমরা ধারাবাহিক ভাবে হজ্জ এবং ওমরাহ পালন করতে থাক কেননা এ দুটি আমল দারিদ্র এবং গুনাহকে এমন ভাবে দূরকরে যেমনভাবে কামারের হাপর লোহার মরিচা দূরকরে।
(সুনান আন-নাসায়ীঃ২৬২৯)

হজ্ব হয় সুনির্দিষ্ট মাসসমূহে।অতঃপর যে কেউ এমাসগুলোতে হজ্ব করা স্থির করে তার জন্য অশ্লীলতা,অন্যায় আচারণ ও কলহ-বিবাদ নয়।তো...
06/01/2025

হজ্ব হয় সুনির্দিষ্ট মাসসমূহে।

অতঃপর যে কেউ এমাসগুলোতে হজ্ব করা স্থির করে তার জন্য অশ্লীলতা,অন্যায় আচারণ ও কলহ-বিবাদ নয়।

তোমরা উত্তম কাজের যা কিছু করো আল্লাহ তা জানেন এবং তোমরা পাথেয় ব্যবস্থাকরবে,
আত্ম সংযমই শ্রেষ্ঠ পাথেয়।

হে বোধসমপন্ন ব্যক্তিগণ!তোমরা আমাকে ভয় করো। (সূরা বাকার - ১৯৭)

🔹হজ্ব / ওমরাহ সাউদিয়া হজ্ব ট্রাভেলস এর
সাথেই থাকুন।

🤝 সার্বিক যোগাযোগঃ

সাউদিয়া হজ্জ ট্রাভেল্স

🏫 ইউনিসিটি ইব্রাহীম টাওয়ার
(৮মতলা),রানিবাজার,ঘোড়ামার,
বোয়ালিয়া রাজশাহী।

📞 01713-991399

25/12/2024

২০২৫ সালের হজ্জ প্যাকেজের বাকি টাকা দিতে হবে ১৫ জানুয়ারি ২৫ এর মধ্যে।

স্বপ্নের হজ্জ 2025 পালনের শেষ সুযোগ ২৬ডিসেম্বর ২০২৪ রোজ বৃহস্পতিবার।আগ্রহী সামর্থবানেরা দ্রুত যোগাযোগ করুন। 01713 - 9913...
24/12/2024

স্বপ্নের হজ্জ 2025 পালনের শেষ সুযোগ

২৬ডিসেম্বর ২০২৪ রোজ বৃহস্পতিবার।
আগ্রহী সামর্থবানেরা দ্রুত যোগাযোগ করুন। 01713 - 991399

সাউদিয়া হজ্জ ট্রাভেলস

ইউনিসিটি ইব্রাহীম টাওয়ার (৮ম তলা),রানীবাজার, ঘোড়ামার, বোয়ালিয়া রাজশাহী।

15/12/2024

সবাইকে
মহান বিজয় দিবসের শুভেচ্ছা

14/12/2024

আসসালামু আলাইকুম।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ২০২৫ সালের হজ্জের নিবন্ধন ১৫/১২/২০২৪ তারিখে শেষ।

সে মোতাবেক হজ্জযাত্রীগণের নিবন্ধনের অর্থ জমাদানের স্বার্থে,হজ্জ কার্যক্রমে সম্পৃক্ত দেশে হজ্জের টাকা গ্রহণকারী সকল ব্যাংকের শাখা সমুহ অফিস সময়েরও পরে খোলা রাখতে বলা হয়েছে।

২০২৫ সালে হজ্জের জন্য এখনো ৪৫ হাজার
প্রাক নিবন্ধিত আছেন।

২০২৫ এর হজ্জের নিবন্ধের সময়সীমা যৌক্তিক সময় পর্যন্ত আরো বাড়ানো উচিৎ।

প্রাক নিবন্ধদিত অধিকাংশরাই ২০২৫সালে হজ্জে যাবেন।

হয়তো বিভিন্ন সমস্যারকারনে তারা এখনো নিবন্ধিদিত হতে পারেননি।

তাই সময় বাড়িয়ে তাদের সুযোগ
করে দিয়ে সাওয়াবের অংশীদার হওয়া উচিত।

ইউনিসিটি ইব্রাহীম টাওয়ার(৮মতলা),রানিবাজার,ঘোড়ামার, বোয়ালিয়া, রাজশাহী 01713-991399
14/12/2024

ইউনিসিটি ইব্রাহীম টাওয়ার(৮মতলা),
রানিবাজার,ঘোড়ামার, বোয়ালিয়া, রাজশাহী
01713-991399

আল্লাহ'র মেহমান হবার পথে সাউদিয়া হজ্জ ট্রাভেলস এর সাথে।📞01713-991399 WhatsApp,imo,Viber
04/12/2024

আল্লাহ'র মেহমান হবার পথে
সাউদিয়া হজ্জ ট্রাভেলস এর সাথে।
📞01713-991399
WhatsApp,imo,Viber

হজ্জ ২০২৫ প্রি-রেজিস্ট্রেশন চলছে।সাউদিয়া হজ্জ ট্রাভেলস এর সাথে ২০২৫ সালে হজ্জের জন্য প্রি-রেজিস্ট্রেশন করুন।📞বিস্তারিত জ...
04/12/2024

হজ্জ ২০২৫ প্রি-রেজিস্ট্রেশন চলছে।
সাউদিয়া হজ্জ ট্রাভেলস এর সাথে ২০২৫ সালে হজ্জের জন্য প্রি-রেজিস্ট্রেশন করুন।

📞বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ
01713-991399

🏫 ইউনিটি, ইব্রাহিম টাওয়ার(৮মতলা),
রানিবাজার,ঘোড়ামার, বোয়ালিয়া,
রাজশাহী।

03/12/2024

Hajj & Omrah Booking
With
Saudia Hajj Travels
01713-99 13 99

Address

Dhaka
1000

Telephone

+8801713991399

Website

Alerts

Be the first to know and let us send you an email when Saudia Hajj Travels / সাউদিয়া হজ্জ ট্রাভেলস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Saudia Hajj Travels / সাউদিয়া হজ্জ ট্রাভেলস:

Videos

Share

Category