Mizan Tours and Travels

Mizan Tours and Travels It is a government approved Hajj and Travels agency.We serve Hajj pilgrims all over Bangladesh. Hajj license number is 1539.

সৌদি আরব ঘোষণা করেছে যে, ২০২৫ সাল অর্থাৎ চলমান বছরটিই হবে আগামী ১৬ বছরের মধ্যে গ্রীষ্মকালে অনুষ্ঠিত হজের শেষ মৌসুম ইন শা...
22/04/2025

সৌদি আরব ঘোষণা করেছে যে, ২০২৫ সাল অর্থাৎ চলমান বছরটিই হবে আগামী ১৬ বছরের মধ্যে গ্রীষ্মকালে অনুষ্ঠিত হজের শেষ মৌসুম ইন শা আল্লাহ। চন্দ্র মাসের হিসাব অনুযায়ী প্রতি বছর প্রায় ১০ দিন পরিবর্তিত হওয়ার কারণে, হজ ২০২৬ থেকে ২০৪১ সাল পর্যন্ত বসন্ত এবং শীতকালে স্থানান্তরিত হবে।
এই পরিবর্তনের ফলে লক্ষ লক্ষ হাজীদের হজ-যাত্রা সহজ করবে বলে আশা করা হচ্ছে, বিশেষ করে সাম্প্রতিক বছরগুলিতে তীব্র গ্রীষ্মের তাপদাহের পর। ২০২৪ সালে, মক্কার তাপমাত্রা ৫১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল, যার ফলে হাজার হাজার হিটস্ট্রোকের ঘটনা ঘটেছিল।
২০২৫ সালের হজের প্রস্তুতি হিসেবে সৌদি আরব কর্তৃপক্ষ নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করছে, যার মধ্যে রয়েছে আরও শীতলকরণ কেন্দ্র, ছায়াযুক্ত এলাকা এবং আবহাওয়ার উপর নজরদারি উন্নত করা।
আল্লাহ তায়ালা সকল হাজীদেরকে উত্তমভাবে হজ পালনের তাওফিক্ব দিন৷ আমিন ইয়া রব।




.com

ইউএস-বাংলা এয়ারলাইন্স-এর মাধ্যমে ভিজিটর বা ট্যুরিস্ট ভিসায় ট্রাভেল করতে হলে এই তিনটি নিয়ম জেনে নিন:১। একটি টিকিটের অধী...
18/04/2025

ইউএস-বাংলা এয়ারলাইন্স-এর মাধ্যমে ভিজিটর বা ট্যুরিস্ট ভিসায় ট্রাভেল করতে হলে এই তিনটি নিয়ম জেনে নিন:

১। একটি টিকিটের অধীনে রাউন্ড ট্রিপ বুক করতে হবে। বোর্ডিংয়ের সময় আলাদা ওয়ান-ওয়ে টিকেট গ্রহণ করা হবে না।
২। রাউন্ড ট্রিপের টিকিট অবশ্যই একটি পিএনআর (প্যাসেঞ্জার নেম রেকর্ড)-এর অধীনে বুক করা থাকতে হবে।
৩। বৈধ হোটেলে বুকিং এবং পর্যাপ্ত ট্রাভেল ফান্ডের প্রমাণ থাকতে হবে।

টিকিট বুক করার সময় এই পয়েন্টগুলো ভুলবেন না কিন্তু। আর আপনার যেকোনো সহযোগিতায় Mizan Tours and Travels আছে পাশে।

"২০২৬ সালে আল্লাহর মেহমান হোন হজ্বের ময়দানে।" ===================================== আল্লাহর ঘর থেকে আপনাকে ডাকা হচ্ছে। প...
08/04/2025

"২০২৬ সালে আল্লাহর মেহমান হোন হজ্বের ময়দানে।"
=====================================
আল্লাহর ঘর থেকে আপনাকে ডাকা হচ্ছে। পবিত্র কাবার সামনে দাঁড়ানোর সুযোগ আপনার জন্য অপেক্ষা করছে। জান্নাতের পথে এই ছোট্ট যাত্রা জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত হতে পারে। ২০২৬ সালের হজ্ব প্রাক নিবন্ধন শুরু হয়েছে। এই বছর কি আপনি আল্লাহর অতিথি হবেন?

হজ্ব শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটি আত্মাকে পবিত্র করার এক মহান সুযোগ। এই যাত্রায় আপনি নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করবেন, নিজের গুনাহের জন্য ক্ষমা চাইবেন, এবং নিজের অন্তরকে আল্লাহর প্রেমে ভরিয়ে তুলবেন।

যারা এই সুযোগ পাবেন, তারা আল্লাহর বাছাই করা মানুষ। আপনি কি সেই সৌভাগ্যবানদের একজন হবেন? প্রাক নিবন্ধনের এই সময়টি হাতছাড়া করবেন না। এই ডাক আপনার জন্য। সাড়া দিন, নিবন্ধন করুন, এবং আল্লাহর ঘরের পথে পা বাড়ান।

“আল্লাহর ঘর অপেক্ষা করছে। আপনি কি প্রস্তুত?”

👉 যোগাযোগ: মিজান ট্যুরস এন্ড ট্রাভেলস
হজ্ব লাইসেন্স নং:১৫৩৯
৩/৩,বি- পুরানা পল্টন ,সোলেমান প্লাজা (৪র্থ তলা),ঢাকা-১০০০।
📞 01723-490969
📞 01553-490969
https://mizantoursandtravels.com/pre-registration-for-hajj-2026/

আল্লাহ আমাদের সবাইকে এই পবিত্র সফরে অংশগ্রহণের তাওফিক দান করুন। আমিন।









Name: Mizan Tours And Travels A/C No: 405013100000041 Branch: Elephant Road Branch,Dhaka Routing No:190261333 Bank: Shahjalal islami Bank Ltd

📢 গুরুত্বপূর্ণ ঘোষণা: হজ্ব ও ওমরার পবিত্রতা রক্ষা করুন! 🚫প্রিয় হজ্ব ও ওমরা যাত্রীগণ,অনেকে কম খরচে হজ্ব ও ওমরা করানোর প্...
03/04/2025

📢 গুরুত্বপূর্ণ ঘোষণা: হজ্ব ও ওমরার পবিত্রতা রক্ষা করুন! 🚫

প্রিয় হজ্ব ও ওমরা যাত্রীগণ,

অনেকে কম খরচে হজ্ব ও ওমরা করানোর প্রতিশ্রুতি দিয়ে যাত্রীদের মাধ্যমে স্বর্ণ ও অন্যান্য অবৈধ মালামাল পাচারের চেষ্টা করে। এটি ইসলামী বিধান ও দেশের আইনের পরিপন্থী।

⚠ সতর্ক থাকুন!
✅ হজ্ব ও ওমরার জন্য শুধুমাত্র বিশ্বস্ত ও অনুমোদিত এজেন্সির মাধ্যমে যান।
✅ কারও কথায় প্ররোচিত হয়ে কোনও অবৈধ পণ্য বহন করবেন না।
✅ কাস্টমস আইন মেনে চলুন এবং সন্দেহজনক কোনো প্যাকেট বা মালামাল বহন এড়িয়ে চলুন।
✅ এ ধরনের প্রস্তাব পেলে সাথে সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানান।

আসুন, হজ্ব ও ওমরার পবিত্রতা অক্ষুণ্ন রাখি এবং ইসলামের সঠিক আদর্শ অনুসরণ করি।

ধন্যবাদান্তে
মো:মিজানুর রহমান
স্বাত্ত্বাধীকারি
মিজান ট্যুরস এন্ড ট্রাভেলস
হজ্ব লাইসেন্স নং:১৫৩৯

✨ ঈদ মোবারক! ✨সকলকে ঈদুল ফিতরের শুভেচ্ছা! মাসব্যাপী রোজার পর এলো খুশির ঈদ, আনন্দ আর ভালোবাসার এক অপূর্ব উৎসব।এই পবিত্র দ...
30/03/2025

✨ ঈদ মোবারক! ✨

সকলকে ঈদুল ফিতরের শুভেচ্ছা! মাসব্যাপী রোজার পর এলো খুশির ঈদ, আনন্দ আর ভালোবাসার এক অপূর্ব উৎসব।

এই পবিত্র দিনে সবার জীবন ভরে উঠুক শান্তি, সুখ, সমৃদ্ধি ও ঈদের আনন্দে। পরিবার-পরিজন, বন্ধু-বান্ধবের সঙ্গে ভাগ করে নিন ভালোবাসা ও খুশির মুহূর্তগুলো।

🌙 তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুন!!!

✨ মিজান ট্যুরস এন্ড ট্রাভেলস-এর নতুন সেবা! ✨প্রিয় ভ্রমণপ্রেমীরা,আপনাদের জন্য আমাদের সেবার পরিধি আরও বিস্তৃত করতে মিজান ট...
12/03/2025

✨ মিজান ট্যুরস এন্ড ট্রাভেলস-এর নতুন সেবা! ✨

প্রিয় ভ্রমণপ্রেমীরা,

আপনাদের জন্য আমাদের সেবার পরিধি আরও বিস্তৃত করতে মিজান ট্যুরস এন্ড ট্রাভেলস এখন নতুন এয়ার টিকেটিং সেবা নিয়ে এসেছে!

✈️ বিশ্বের যে কোনো গন্তব্যে সাশ্রয়ী মূল্যে এয়ার টিকেট
🔹 দ্রুততম বুকিং ও কনফার্মেশন
🔹 সেরা মূল্য ও আকর্ষণীয় অফার
🔹 নির্ভরযোগ্য ও বিশ্বস্ত সেবা

আপনার ভ্রমণ হোক ঝামেলামুক্ত! আজই যোগাযোগ করুন আমাদের সঙ্গে এবং বুক করুন আপনার পছন্দের ফ্লাইট।

📞 যোগাযোগ: ৩/৩-বি, পুরানা পল্টন, সোলেমান প্লাজা (৪র্থ তলা) ঢাকা-১০০০।
মোবাইল: 01723490969,01553490969,01601490969

মিজান ট্যুরস এন্ড ট্রাভেলস – আপনার বিশ্ব ভ্রমণের সঙ্গী!

11/03/2025

রমজান মাসে মুসল্লি ও ওমরাহ পালনকারীদের বিশাল ভিড় সামলাতে সউদী সরকার জমজমের পানির ব্যবহার নিয়ে কঠোর নির্দেশনা জা....

03/03/2025
শবে বরাতের এই পবিত্র রজনীতে  আসুন আমরা আমাদের প্রিয় সংগঠন হাবের জন্য দোয়া করি। মহান আল্লাহ যেন সৎ,যোগ্য, আমলদার ব্যক্তিদ...
14/02/2025

শবে বরাতের এই পবিত্র রজনীতে আসুন আমরা আমাদের প্রিয় সংগঠন হাবের জন্য দোয়া করি। মহান আল্লাহ যেন সৎ,যোগ্য, আমলদার ব্যক্তিদের হাতে হাবের দায়িত্ব দেন। আমরা আমাদের প্যানেলটি কষ্টিপাথর দ্বারা যাচাই করে খোঁদা ভীরু, এজেন্সী ও হাজী বান্ধব, দূর্নীতিমুক্ত,পরীক্ষিত সাদা মনের মানুষ এবং সফল সৎ হাজ্বীদের সেবক হাব সদস্যদের দ্বারা গঠন করেছি।

আলহামদুলিল্লাহ! আমরা সকল কলঙ্কিত ব্যক্তিদের প্রভাব মুক্ত রেখে সুন্দর প্যানেল দিতে সক্ষম হয়েছি।

মহান আল্লাহ যেন, সত্যের প্রতিক ফারুক আহমেদ সরকারের নেতৃত্বাধীন ,,হাব ঐক্য ফোরম,, কে পূর্ণ প্যানেলে বিজয়ী করে আগামী দুই বছর ২০২৫-২০২৭ হাব সদস্যদের কল্যাণে কাজ করার সুযোগ করে দেন। আমিন!!!

মো: মিজানুর রহমান
স্বত্বাধিকারী
মিজান ট্যুরস এন্ড ট্রাভেলস
হজ লাইসেন্স নাম্বার-১৫৩৯
০১৭২৩-৪৯০৯৬৯

*নিরব নিস্তব্ধ সরকার, বিমান মন্ত্রণালয় ও আটাব*দেখার কেউ নেই। উমরা টিকেট, লেবার টিকেট, বিদেশগামী যাত্রীদের এয়ার টিকেটে নি...
16/01/2025

*নিরব নিস্তব্ধ সরকার, বিমান মন্ত্রণালয় ও আটাব*
দেখার কেউ নেই। উমরা টিকেট, লেবার টিকেট, বিদেশগামী যাত্রীদের এয়ার টিকেটে নিয়ে চলছে হরিলুট। অতীতের সব রেকর্ড ভঙ্গ করে চলছে লুটপাটের মহোৎসব। হাজার হাজার কোটি টাকা ভাগবাটোয়ারা করে নিচ্ছে দেশী বিদেশি মাফিয়া চক্র। নিরব নিস্তব্ধ সরকার, বিমান মন্ত্রণালয় এবং আটাব।

***ভ্যাকসিন কোথায় কোথায় পাওয়া যাচ্ছে***মেনিনজাইটিস (Quadrivalent Neisseria meningitis) এর দুই ধরণের টিকা পাওয়া যায়। ১.⁠ ...
16/01/2025

***ভ্যাকসিন কোথায় কোথায় পাওয়া যাচ্ছে***
মেনিনজাইটিস (Quadrivalent Neisseria meningitis) এর দুই ধরণের টিকা পাওয়া যায়।

১.⁠ ⁠Polysaccharide: মেয়াদ ৩ বছর, Ingovax (ইনসেপ্টা) এর দাম ১০০০ টাকা।
২.⁠ ⁠Conjugate: মেয়াদ ৫ বছর / লাইফটাইম, দাম ৪০০০-৪৫০০ টাকা

যেখানে পাওয়া যাচ্ছে :
১.⁠ ⁠ইবনে সিনা হসপিটাল (শুধু ধানমন্ডি). ১০০০ টাকা / ৪৫০০ টাকা, দুই মানের আছে। যেকোন দিন সকাল ৭টা থেকে রাত ১০ টা
২.⁠ ⁠ICDDR,B, মহাখালী (৪৮০০ টাকা + ১০০ টাকা রেজিস্ট্রেশন)
৩.⁠ স্কয়ার হসপিটাল (৪৫০০ টাকা )
৪.⁠ ⁠Bangladesh Specialized Hospital, মিরপুর, (৪৬০০/৪৮০০)
৫.⁠ ⁠Praava Health, বনানী (১০০০ টাকা + ৩০০ টাকা সার্ভিস চার্জ )

ইংরেজি নববর্ষের শুভেচ্ছা..
31/12/2024

ইংরেজি নববর্ষের শুভেচ্ছা..

Address

3/3-B, Purana Paltan, Soleman Plaza (3rd Floor)
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Mizan Tours and Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mizan Tours and Travels:

Share

Category