
12/12/2022
আমরা এমন একটি সমাজে বাস করি যা নারীদের বিশেষ করে নতুন মায়েদের কোন কিছু 'ভালো না লাগা'র বিষয়ে কথা বলা কঠিন করে ফেলে।
একজন নতুন মা যখন তার নবজাতককে বাঁচিয়ে রাখার যুদ্ধে নেমেছেন, তখন তার চারপাশের জগতটি ক্রমশ ছোট হয়ে আসতে থাকে, তার সব কিছু তখন কেন্দ্র করে সন্তানের লালন পালনের উপর, নিজের দিকে তাকাবার সময়ও নেই। নতুন মা বেশি ঘুমাতে পারেন না, প্রসব বেদনার সাথে পরবর্তী মাসগুলোর মোকাবিলা তো আছেই। তার সকল মনোযোগ তার শিশুর প্রতি এতটাই কেন্দ্রীভূত যে সে তার আগের জীবন থেকে বের হয়ে সম্পূর্ণ নতুন একটি জীবনে চলে আসে।
একজন মা শিশু জন্ম দেয়ার পর তার কেমন অনুভব হতে পারে, শিশুর পরিচর্যায় একটু ভুল হলে তার মনে যে ব্যর্থতার ভাব আসে, আশেপাশের সবার কথা বার্তা কেমন প্রভাব ফেলতে পারে, সে কি আসলেই নিজের শিশুর পরিচর্যা করতে পারবে বা পরিচর্যায় ভুল গুলো কেন হল, সে কি ভালো একজন মা, সন্তান জন্ম দিয়ে কি সে ভুল করল নাকি এমন অনেক চিন্তার সাথে তাকে যুদ্ধ করতে হয়। সবাই সন্তানের কথা জিজ্ঞাসা করে, সন্তানের জন্য সে কিভাবে চলবে এমন পরামর্শ দেয়, কিন্তু সে যে তার পূর্বের স্বত্বাকে বিসর্জন দিয়ে এসেছে, তার ক্যারিয়ার বিসর্জন দিয়ে এসেছে, তার শারীরিক পরিবর্তন এর ভিতর দিয়ে এসেছে, সেগুলোকে স্বীকৃতি দেয় না।
এসব কিছু নিয়েই এই কার্টুন সিরিজ বানাচ্ছি। হয়ত সবার মন মত হবে না, কিন্তু একজন বাবা হিসেবে আমার দেখা এবং ধারনা করা এক্সপেরিয়েন্স শেয়ার করায় কারো কোন উপকার হলে ভালো লাগবে।
আর আমার বউ এর জন্য বলা যে, আমি বুঝার চেষ্টা করছি। তোমার সাথেই আছি। আই লাভ ইউ।