Baraka Aviation Ltd

Baraka Aviation Ltd ALL AIRLINES TICKET AVAILABLE HERE
ALL AIRLINES TICKET DATE CHANGE HERE
ALL VISA VISA PROCESSING HERE

#ঘরে বসে যে কোন দেশের যে কোন বিমানের নতুন টিকেট ক্রয় করতে এবং কম খরচে যে কোন বিমানের টিকেট এর তারিখ দ্রুত পরিবর্তন বা রি কনপার্ম করতে যোগাযোগ করুন বারাকা_এভিয়েশন_ লিমিটেড।

#সৌদি আরবের ভিজিট ও লেবার ভিসা সহ যে কোন ভিসা প্রসেসিং করার জন্য যোগাযোগ করুন বারাকা এভিয়েশন লিমিটেড ।

#দুবাই ভিজিট ভিসা সহ যে কোন ভিসা প্রসেসিং করার জন্য যোগাযোগ করুন বারাকা এভিয়েশন লিমিটেড ।
#যে কোন প্রয়োজনে আমাদের হোয়াটস এফ

নাম্বারে আপনার ডুকুমেন্টস পাঠিয়ে একটি ভয়েস ম্যাসেজ দিন, আমরা অনলাইনে চেক করে যত দ্রুত সম্ভব জানিয়ে দিব।

#বারাকা_এভিয়েশন_লিমিটেড

Aviation_Ltd

২৮/১/সি রহমানিয়া কমপ্লেক্স,
৯ তম তলা, টয়েনবি সার্কুলার রোড,
মতিঝিল, ঢাকা, (ফকিরাপুল পানির ট্যাংকির দক্ষিনে)

ফোন- 02-7192849
মোবাইল- 01810040280 (অনুসন্ধান ডেস্ক)
মোবাইল- 01810040281 (টিকেট কনসাল্টেন্ট)
মোবাইল- 01810040282 (টিকেট কনসাল্টেন্ট)
মোবাইল- 01810040283 (টিকেট কনসাল্টেন্ট)
মোবাইল- 01810040284 (ভিসা কনসাল্টেন্ট)
মোবাইল- 01810040285 (ম্যানেজিং ডিরেক্টর- আলহাজ্ব, সহিদুল ইসলাম)

www.barakaaviationlimited.com
page- Baraka Aviation Ltd

23/06/2025

📢 সৌদি আরব ভিসার গুরুত্বপূর্ণ আপডেট!সৌদি এম্বাসির নতুন নিয়ম অনুযায়ী, হাউজ ভিসা বাদে বাকি সকল ভিসার জন্য তাকামুল ট্রেনিং সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়েছে ✅🔴 তাই আর হেলাফেলা নয়! দ্রুত সব যাত্রীদের ট্রেনিংয়ের ব্যবস্থা করুন।

ট্রেনিং করার ধাপসমূহ:1️⃣ লিংকে যান 👉 https://svp-international.pacc.sa/home

2️⃣ একটি ইমেইল দিয়ে রেজিস্ট্রেশন করুন। (ইঞ্জাজের পেশা অনুযায়ী ও পাসপোর্ট অনুযায়ী)

3️⃣ রেজিস্ট্রেশন শেষে ৫০ ডলার পেমেন্ট সম্পন্ন করুন।
4️⃣ রেজিস্ট্রেশন স্লিপটি ডাউনলোড করে প্রিন্ট করুন।5️⃣ নির্ধারিত তারিখে যাত্রীকে পাসপোর্ট ও রেজিস্ট্রেশন ফর্মসহ ট্রেনিং সেন্টারে পাঠান।📌 বি:দ্র:পরীক্ষায় বসার আগে অবশ্যই ভিসার পেশা অনুযায়ী কী কী কাজ করতে হয় সেই বিষয়ে ভালোভাবে ধারণা নিয়ে যাবেন।❗ ফেল করলে পুনরায় পরীক্ষা দিতে হবে এবং সময় ও টাকা দুটোই নষ্ট হবে।⸻
✅ দয়া করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি অন্যান্য এজেন্ট, যাত্রী এবং স্বজনদের সঙ্গে শেয়ার করুন।📞

Baraka aviation Ltd

এয়ারলাইন্স কর্তৃক পালনীয় সাধারণ বুকিং নীতিমালা (COMMON BOOKING POLICIES PRACTISED BY AIRLINES)1.     চার্নিং (Churning...
29/05/2025

এয়ারলাইন্স কর্তৃক পালনীয় সাধারণ বুকিং নীতিমালা (COMMON BOOKING POLICIES PRACTISED BY AIRLINES)
1. চার্নিং (Churning): কোনো বুকিং বারবার ক্যানসেল ও পুনরায় করা হলে, তা টিকিটিং টাইম লিমিট এড়াতে বা GDS প্রোডাক্টিভিটি পূরণের জন্য হয়ে থাকে। তিনবারের বেশি চর্নিং হলেই (চতুর্থবার থেকে) ADM চার্জ প্রযোজ্য হবে।

2. টিকিটিং টাইম লিমিট (TTL): প্রতিটি PNR-এ একটি সময়সীমা নির্ধারিত থাকবে। এ সময়ের মধ্যে টিকিট ইস্যু করতে হবে বা বুকিং বাতিল করতে হবে। নির্ধারিত সময়ের পর এয়ারলাইন্স নিজেই টিকিটবিহীন বুকিং বাতিল করবে।

3. ভুয়া/কল্পিত নাম (Fake/Fictitious Names): বুকিংয়ে যদি কোনো কল্পিত বা অপ্রামাণ্য নাম পাওয়া যায়, তাহলে এয়ারলাইন্স সেই বুকিং বাতিল করবে।

4. উচ্চ মাত্রার ক্যানসেলেশন (High Cancellation): যদি আন্তর্জাতিক রুটে ৬০% এবং অভ্যন্তরীণ রুটে ৫০% বুকিং একটি মাসে ক্যানসেল হয়, তাহলে সেটিকে উচ্চ মাত্রার ক্যানসেলেশন হিসেবে ধরা হবে।

5. ডুপ্লিকেট বুকিং (Duplicate Booking): একই যাত্রী, রুট এবং তারিখের জন্য একাধিক PNR পাওয়া গেলে, টিকিটবিহীন ডুপ্লিকেট বুকিং এয়ারলাইন্স বাতিল করবে।

6. অপর্যাপ্ত যোগাযোগ তথ্য (Inadequate Contact Address): প্রতিটি PNR-এ যাত্রীর মোবাইল, ফোন, ইমেইল সহ যথাযথ যোগাযোগের তথ্য থাকা আবশ্যক। যদি এই তথ্যের অভাবে যাত্রীর সাথে যোগাযোগ করা না যায়, তাহলে সংশ্লিষ্ট এজেন্সিকে দায়ী করা হবে।

7. অসম্ভব যাত্রা পরিকল্পনা (Impossible Journey): একই তারিখে ভিন্ন রুটে ভ্রমণের বুকিং থাকলে তা যাচাই করা হবে এবং টিকিটবিহীন বুকিং বাতিল ও টিকিটকৃত বুকিংয়ের জন্য সতর্কতা জারি করা হবে।

8. পরীক্ষামূলক বা প্রশিক্ষণ PNR (Test/Training PNRs): শুধুমাত্র পরীক্ষার জন্য তৈরি বুকিং বাতিল করা হবে।

9. নো-শো (No-Show): যাত্রী যদি নির্ধারিত ফ্লাইটে না ওঠেন বা আগেভাগে ক্যানসেল না করা হয়, তাহলে তা নো-শো হিসেবে গণ্য হবে। পরবর্তী সেগমেন্টগুলো বাতিল করে দেওয়া হবে। বিভিন্ন এয়ারলাইন্সের নীতিমালার ওপর ভিত্তি করে ২৪ থেকে ৭২ ঘণ্টা আগেই ক্যানসেল করতে হবে।

10. ওয়েটলিস্টেড বুকিং (Waitlisted Bookings): ফ্লাইট ছাড়ার ৭২ ঘণ্টা আগে সমস্ত WL/HL সেগমেন্ট ক্যানসেল করা বাধ্যতামূলক। অন্যথায় এয়ারলাইন্স টিকিটবিহীন বুকিং ও সংশ্লিষ্ট কনফার্ম সেগমেন্ট বাতিল করবে।

11. মিনিমাম কানেক্টিং টাইম (MCT): ট্রাভেল এজেন্টদের উচিত এমন বুকিং না করা যাতে কানেক্টিং টাইমের ন্যূনতম সীমা লঙ্ঘিত হয়।

12. ডুপ্লিকেট টিকিট (Duplicate Ticket): একই টিকিট নাম্বার যদি একাধিক PNR-এ ব্যবহৃত হয়, তাহলে সতর্কবার্তা পাঠানো হবে।

13. আংশিকভাবে টিকিটকৃত PNR (Partially Ticketed PNRs): যদি গ্রুপ বুকিংয়ের মধ্যে সব যাত্রীর টিকিট ইস্যু না হয়, তাহলে সতর্কবার্তা পাঠানো হবে। সময়মতো ব্যবস্থা না নিলে PNR ভাগ করে অবিক্রিত নামগুলো বাতিল করে দেওয়া হবে।

14. নিষ্ক্রিয় সেগমেন্ট (Inactive Segments): HX, UN ইত্যাদি স্ট্যাটাসযুক্ত সেগমেন্ট ৭২ ঘণ্টা আগে না মুছে ফেললে তা ADM-জনিত অপরাধ হিসেবে ধরা হবে।

15. APIS লঙ্ঘন (APIS Violation): আন্তর্জাতিক যাত্রার জন্য IATA কর্তৃক নির্ধারিত নিম্নোক্ত তথ্য থাকা বাধ্যতামূলক —
i. পরিচয়ের ধরন (FOID)
ii. জন্মতারিখ (DOB)
iii. লিঙ্গ (Gender)
iv. অন্যান্য প্রাসঙ্গিক তথ্য
তথ্য অসম্পূর্ণ থাকলে সতর্কবার্তা এবং পরবর্তীতে বুকিং বাতিলও করা হতে পারে।

16. গ্রুপ বুকিং (Group Bookings): নির্ধারিত চুক্তি/নীতিমালার যে কোনো ব্যত্যয়ে এয়ারলাইন্স ব্যবস্থা গ্রহণ করবে।

17. লুকানো গ্রুপ (Hidden Group): এজেন্টের কাছ থেকে পৃথকভাবে করা বৃহৎ সংখ্যক বুকিংকে গোপন গ্রুপ হিসেবে চিহ্নিত করে সতর্কবার্তা পাঠানো হবে।

18. প্যাসিভ বুকিং (Passive Bookings): শুধুমাত্র টিকিট ইস্যুর উদ্দেশ্যে ব্যবহৃত প্যাসিভ সেগমেন্ট টিকিট ইস্যুর পরেই মুছে ফেলতে হবে। অন্য কোনো কারণে প্যাসিভ সেগমেন্ট ব্যবহার করা যাবে না। যেমন –

· GDS প্রোডাক্টিভিটি পূরণ

· ফেয়ার রুলস এড়ানো

19. অবৈধ নাম পরিবর্তন (Invalid Name Changes): শুধুমাত্র বানান সংশোধনের জন্য নাম পরিবর্তন অনুমোদিত। ভুল বানান থাকলে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের রিজার্ভেশন সেন্টারে যোগাযোগ করতে হবে।

20. কুপনের ধারাবাহিকতা (Coupon Sequence): যাত্রীর টিকিটে প্রদত্ত কুপন ও যাত্রাপথ অনুযায়ী ধারাবাহিকভাবে ভ্রমণ করা বাধ্যতামূলক। এটি ভঙ্গ করা যাবে না।

21. সঠিক টিকিট ইস্যু (Proper Ticket): ভিজিট ভিসাধারী যাত্রীর জন্য রিটার্ন বুকিং থাকা সত্ত্বেও শুধুমাত্র একমুখী টিকিট ইস্যু করা যাবে না।

22. OD বা POC লঙ্ঘন (OD or POC Violation): যাত্রাপথ অনুযায়ী নির্ধারিত বুকিং ক্লাস অনুসারে বুকিং ও টিকিট করা বাধ্যতামূলক। উদাহরণস্বরূপ, যদি Emirates Airlines-এ ঢাকা থেকে সিঙ্গাপুর যাত্রায় DXB-SIN সেগমেন্ট বাতিল করা হয়, তাহলে সেটি OD লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং ADM ইস্যু করা হবে।

যদি টিকিট ইস্যু বা ভাড়ার শর্তাবলি নিয়ে কোনো প্রশ্ন থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করুন – টিকিট ইস্যুর আগে স্পষ্টতা পাওয়াটাই সঠিক পথ।

19/05/2025

আলহামদুলিল্লাহ ও শুকরিয়া জানাই মহান আল্লাহর কাছে -

কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের মাননীয় উপদেষ্টা ড. আসিফ নজরুল ও মাননীয় সচিব ড. নেয়ামত উল্যা ভুঁইয়া, বিএমইটির মহাপরিচালক জনাব সালেহ আহমদ মোজাফফর , অতিরিক্ত মহাপরিচালক জনাব মোহাম্মদ আবদুল হাই বিপিএএ ও প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের উপদেষ্টা মহোদয়ের একান্ত সচিব মো: সারওয়ার আলম সহ মন্ত্রনালয় ও বিএমইটির কর্মকতা বৃন্দের কাছে উনাদের আন্তরিক সহযোগিতায় সৌদি শ্রম বাজার বিএমইটি ক্লিয়ারেন্স জটিলতা নিরসনের সিদ্ধান্ত দেওয়ার জন্য ।

সিদ্ধান্ত সমুহ -

০১. এটেস্টেশন বিহীন কর্মীর জন্য প্রতি কর্মী বাবদ ১০০০/- টাকা অতিরিক্ত ফি দিয়ে বিএমইটি ক্লিয়ারেন্স দেওয়া হবে।

০২. আগামী ২০ শে মে ২০২৫ হতে ৩০ জুন ২০২৫ পযর্ন্ত এই প্রক্রিয়া চলমান থাকবে।

০৩. আগামী ০১ লা জুলাই ২০২৫ হতে এটেস্টেশনের পাশাপাশি ভিসার ডিমান্ড লেটার, পাওয়ার অফ এটর্নী, কর্মীর কন্টাক্ট ফরম খারিজিয়া করে অরজিনাল জমা দিয়ে কর্মীর বিএমইটি ক্লিয়ারেন্স নিতে হবে।
০৪. পুরুষ কর্মীর ৩০০ ও মহিলা কর্মীর ৩০০ + ৩০০ মোট ৬০০ টাকার অতিরিক্ত চালান জমা দিতে হবে স্টেন্পের বিপরীতে আর কর্মী ও এজেন্সির অংগীকার নামা সাদা কাগজে দিতে হবে।

আরো বিস্তারিত জানতে বিএমইটিতে যোগাযোগ করার অনুরোধ করছি।

21/04/2025

সৌদি আরবের রাজধানী রিয়াদে আজ ২১ এপ্রিল সোমবার থেকে সরাসরি ফ্লাইট শুরু করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
আজ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুপুর ২টা ১০ মিনিটে ৪২৩ জন যাত্রী নিয়ে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১৪তম আন্তর্জাতিক গন্তব্য রিয়াদের উদ্দেশ্যে যাত্রা করে।

প্রাথমিক ভাবে সপ্তাহে পাঁচদিন ৪৩৬ আসনের এয়ারবাস ৩৩০-৩০০ দিয়ে সরাসরি ঢাকা থেকে রিয়াদে ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা।

ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা থেকে রবি, সোম, মঙ্গল, বুধ ও শুক্রবার দুপুর ১টা ২০ মিনিটে রিয়াদের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং রিয়াদে স্থানীয় সময় বিকাল ৫টা ১০ মিনিটে অবতরণ করবে। পুনরায় রিয়াদ থেকে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ছেড়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভোর ৪টায় অবতরণ করবে।

দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে প্রবাসী বাংলাদেশীদের সেবা দেয়ার উদ্দেশ্যে সৌদি আরবে জেদ্দার পর ইউএস-বাংলা এয়ারলাইন্স সরাসরি ঢাকা থেকে রিয়াদে ফ্লাইট শুরু করেছে। এছাড়া রেমিট্যান্স যোদ্ধারা যেন সৌদি আরব থেকে বাংলাদেশের অভ্যন্তরীণ যেকোনো গন্তব্যে স্বল্পতম সময়ে গমণ করতে পারে সে ব্যাপারে যত্নশীল থাকবে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

10/04/2025

🩸Bismillahir Rahmanir Raheem🩸
🩸 BARAKA Special Fare Update 🩸10 APRIL🩸

✅✅Dhaka-Riyadh✅✅
👉 Dhaka-Riyadh> 64600 Taka, US BANGLA * 29-30 April *19000 Infant, Direct Flight, With Food.
☄️☄️☄️☄️☄️☄️
👉 Dhaka-Riyadh >64600 Taka, BANGLADESH BIMAN * 29-30 April *19000 Infant, Direct Flight, With Food.
☄️☄️☄️☄️☄️☄️
👉 Dhaka-Riyadh ^ 65400 Taka, Saudi Airlines * 11-12 April *19000 Infant, Direct Flight, With Food.
☄️☄️☄️☄️☄️☄️
👉 Dhaka-Riyadh * 67000 Taka, Saudi Airlines * 13-20 April *19000 Infant, Direct Flight, With Food.
✅✅RUH-TRANSIT✅✅
👉 Dhaka-Riyadh> 52000 Taka, INDIGO AIR , 29-30 APRIL * 11:40 Hours Transit,
☄️☄️☄️☄️☄️☄️
👉 Dhaka-Riyadh% 56000 Taka, INDIGO AIR , 13-14 APRIL * 3:00 Hours Transit, With Food
☄️☄️☄️☄️☄️☄️
👉 Dhaka-Riyadh% 56000 Taka, AIR ARABIA , 13-14 APRIL * 5:00 Hours Transit, With Food
☄️☄️☄️☄️☄️☄️
👉 Dhaka-Riyadh> 57000 Taka, SRILANKA AIR , 29-30 APRIL * 2:20 Hours Transit, With Food.
✅✅Chittagong-Riyadh✅✅
☄️☄️☄️☄️☄️☄️
✅✅Dhaka-Dammam✅✅
👉 Dhaka-Dammam % 42000 Taka, AIR ARABIA, 12,13,14 April. 4:50 Transit, WITH food.
☄️☄️☄️☄️☄️☄️
👉 Dhaka-Dammam % 42000 Taka, AIR ARABIA, 12,13,14 April. 2:10 Transit, WITH food.
☄️☄️☄️☄️☄️☄️
👉 Dhaka-Riyadh> 57000 Taka, BANGLADESH BIMAN * 22-30 April *18000 Infant, Direct Flight, With Food.
☄️☄️☄️☄️☄️☄️
✅✅Chittagong-Dammam✅✅
👉 Chittagong-Dammam @ **** Taka, air arabia,**** March. 0:15 Transit, with food.
☄️☄️☄️☄️☄️☄️
✅✅Dhaka-Jeddah✅✅
👉 Dhaka-Jeddah> 47000 Taka , INDIGO AIR, 23-30 April * 6:00 TRANSIT.
☄️☄️☄️☄️☄️☄️
👉 Dhaka-Jeddah> 56100 Taka US BANGLA 15-20 April * Direct Flight, With Food.
☄️☄️☄️☄️☄️☄️
👉 Dhaka-Jeddah & 59600 Taka, BANGLADESH BIMAN 3-10 MAY * Direct Flight, With Food.
✅✅Chittagong-Riyadh✅✅
☄️☄️☄️☄️☄️☄️
✅✅Dhaka-AL Qasim✅✅
👉 Dhaka-AL Qasim % 60000 Taka, AIR arabia , 16 APRIL. 03:20 Transit, with food.
☄️☄️☄️☄️☄️☄️
✅✅Chittagong-AL Qasim✅✅
☄️☄️☄️☄️☄️☄️
✅✅Dhaka-Madina✅✅
👉 Dhaka-Madina & 00000 Taka, indigo air, 00 APRIL *3:15 Transit,
☄️☄️☄️☄️☄️☄️
✅✅Dhaka-Abha✅✅
👉 Dhaka-Abha% 52000 Taka, AIR ARABIA,12 APRIL 3:15 Transit, with food.
☄️☄️☄️☄️☄️☄️
👉 Dhaka-Abha% 53000 Taka, AIR ARABIA,13 APRIL 3:15 Transit, with food.
✅✅Chittagong-Abha✅✅
☄️☄️☄️☄️☄️☄️
✅✅Dhaka-Hail✅✅
👉 Dhaka-Hail % 50000 Taka, AIR ARABIA, 15 APRIL ,2:15
✅✅Chittagong-Hail✅✅
☄️☄️☄️☄️☄️☄️
✅✅Dhaka-Tabuk✅✅
👉 Dhaka-Tabuk %59000**Taka, AIR ARABIA, 15 APRIL* 4:15 Transit, with food.
✅✅Dhaka-Jizan✅✅
👉 Dhaka-Jizan % 62000 Taka, air arabia, 18 APRIL * 2:15 Transit, with food.
✅✅Dhaka-Taif✅✅
👉 Dhaka-Taif % 47000*** Taka, air arabia,14 APRIL *5:15 Transit, with food.
✅✅Chittagong-Taif✅✅
👉Chittagong-Taif 000Taka, air arabia, *- April ,5:00 Transit, with food.
✅✅Dhaka-AL Joup✅✅
👉 Dhaka-AL Joup & 57000 **TAKA, fly dubai, **23 APRIL 6:05 Transit, with food.
☄️☄️☄️☄️☄️☄️
👉 Dhaka-AL Joup % 58000 TAKA, AIR ARABIA * 17 APRIL 5:05 Transit, with food.
✅✅Dhaka-Najran✅✅
👉 Dhaka-Najran& 56000 Taka, FLY DUBAI*16 APRIL* 9:15 Transit, with food.
✅✅Dhaka-Yanbu✅✅
☄️☄️☄️☄️☄️☄️
✅✅Dhaka-Hafar al Batin✅✅
☄️☄️☄️☄️☄️☄️
✅✅Dhaka-Doha✅✅
👉 Dhaka-Doha * 000 Taka, Qatar air, 10 april * direct flight, With Food.
✅✅Dhaka-Kuwait✅✅
👉 Dhaka-Kuwait% **** Taka, ZAJIRA AIR, **March *8:25 Transit, with food.
✅✅Dhaka-Mascot✅✅
✅✅Dhaka-Salalah✅✅
👉 Dhaka-Salalah ^ *** Taka, air arabia, ** March *7:25 Transit, with food
✅✅Dhaka-Bahrain✅✅
✅✅Dhaka-Sharjah✅✅

✅✅Important Note✅✅
👉 All the above group tickets are no void, no refund, no change ( If airlines agree can change ,void and refund)
👉 Group ticket bag 20 kg + 7 hands.
👉 All the above group Fare, Any Time can change fare.
👉 Sri Lanka airlines not allowed group ticket,and one way ticket.
👉 umrah not allowed group ticket,(If airlines agree than ok)

✅✅Our other services✅✅
👉 Any Airlines ticket Date Change.
👉 Visit visa file processing.
👉 Umrah visa.
👉 Amel Aydi visa processing.
👉 House driver visa processing.
👉 Khaddama visa processing.

✅✅Baraka Aviation Limited✅✅
💥 28/1/C Rahmania International Complex,Lift 8 (culvert road Corner), Toynbee Circular Road, Motijheel, Dhaka.
💥 IATA BD —42341261

💥 TELL- +880241070752

🩸Managing Director – Shaheedul islam. +8801810040285
* Duty time bd 10.00 AM to 1.00 AM🩸

27/02/2025

ঘরে বসেই বিভিন্ন দেশের ভিসা চেক করুন:

১। তানজানিয়া www.tanzania.go.tz
২। কাতার www.moi.gov.qa/site/english
৩। কুয়েত www.moi.gov.kw
৪। পাকিস্তান www.moitt.gov.pk/
৫। সৌদি আরব www.moi.gov.sa/
৬। দুবাই/আরব আমিরাত www.moi.gov.ae
৭। মিশর www.moiegypt.gov.eg/english/
৮। বাংলাদেশ www.moi.gov.bd
৯। সাইপ্রাস http://moi.gov.cy/
১০। নেপাল http://www.moic.gov.np/
১১। আলবেনিয়া http://www.moi.gov.al/
১২। জামবিয়া http://www.moi.gov.gm/
১৩। জর্দান http://www.moi.gov.jo/
১৪। ইন্ডিয়া http://labour.nic.in/
১৫। কেনিয়া www.labour.go.ke/
১৬। ইটালী https://www.visaservices.org.in/Italy-Bangladesh-Tracking/
১৭। সিংগাপুর: www.mom.gov.sg/
সিঙ্গাপুরের ভিসা চেক করতে: http://singapore.embassyhomepage.com/
১৮। গ্রীস www.mddsz.gov.si/en
১৯। শ্রীলংকা: www.labourdept.gov.lk/
২০। দক্ষিণ আফ্রিকা www.labour.gov.za/
২১। ইরান: www.irimlsa.ir/en
২২। গানা www.ghana.gov.gh/
২৩। থাইল্যান্ড: www.mfa.go.th
২৪। বাহরাইন: www.mol.gov.bh
২৫। ভূটান www.molhr.gov.bt/
২৬। কলমবিয়া www.labour.gov.bc.ca/esb/ www.gov.bc.ca/citz
২৭। কানাডা: www.labour.gov.on.ca/english/
২৮। বারবাডোস www.labour.gov.bb/
২৯। কোরিয়া: www.moel.go.kr/english
৩০। জাপান www.mhlw.go.jp/english/
৩১। সাইপ্রাস www.mfa.gov.cy/
৩২। ভিয়েতনাম english.molisa.gov.vn/
৩৩। নিউজিল্যান্ড www.dol.govt.nz/
৩৪। নামিবিয়া www.mol.gov.na/
৩৫। মালদ্বীপ mhrys.gov.mv/
৩৬। মায়ানমার www.mol.gov.mm/
৩৭। লেবানন www.labor.gov.lb/
৩৮। পোল্যান্ড www.mpips.gov.pl/en
৩৯। ইংল্যান্ড www.ukba.homeoffice.gov.uk
৪০। বুলগেরিয়া www.mlsp.government.bg/en
৪১। আমেরিকা www.dvlottery.state.gov/ESC www.dol.gov/
৪২। স্পেন: www.mtin.es/en
৪৩। ইউক্রেইন www.mlsp.gov.ua/
৪৪। উগান্ডা www.mglsd.go.ug/
৪৫। পেলেস্তাইন www.mol.gov.ps/
৪৬। ব্রুনাই: www.labour.gov.bn/
৪৭। ইয়ামেন: www.dol.gov/
৪৮। নেদারল্যান্ড: english.szw.nl/
৪৯। জামবিয়া: www.mlss.gov.zm
৫০। অষ্ট্রেলিয়া: www.workplace.gov.au/
৫১। জিমবাবুয়ে www.dol.gov/
৫২। ফিলিফাইন: www.dole.gov.ph/
৫৩। মালয়েশিয়া: www.mohr.gov.my
৫৪। রাশিয়া: www.labour.gov.on.ca/
৫৫। ভারতীয় ভিসা আবেদন: www.indianvisaonline.gov.in/visa/
http://indianvisaonline.gov.in/visa/indianVisaReg.jsp
৫৬।UAE ভিসা চেক: http://united-arab-emirates.visahq.com/
৫৭।কানাডা : www.cic.gc.ca/english/index.asp
৫৮।ওমান : www.rop.gov.om/english/onlineservices-visastatus.asp
৫৯। ওমানের ভিসা : www.rop.gov.om/
৬০। Entry Permit চেক করার জন্য www.moi.gov.ae/
৬১। বাহরাইন www.markosweb.com/www/mol.gov.sa/
৬২। সৌদি আরব: www.saudiembassy.net/
৬৩। হাঙ্গেরী: www.huembwas.org/

এয়ারলাইন্স ও  কিছু অসাধু ব্যবসায়ীদের লাফ যাপ কিছু কমবে। কমবে বিমান টিকেটের দাম।
11/02/2025

এয়ারলাইন্স ও কিছু অসাধু ব্যবসায়ীদের লাফ যাপ কিছু কমবে। কমবে বিমান টিকেটের দাম।

08/02/2025

ওমরাহ ও ভিজিট ভিসা যাত্রীদের টিকা সনদ লাগবে না

05/02/2025

🔥🔥*HOT OFFER*🔥🔥

টিকার জন্য আবেদন করে টিকা কার্ড পি ডি এফ দেয়া, প্রতিজন ২০০ টাকা,

ডুকুমেন্টস লাগবে.....
পাসপোর্ট ও ভোটার আইডি বা জম্ম নিবন্ধন কপি

টিকা কার্ড নিয়ে যে কোন সরকারি হাসপাতালে যোগাযোগ করে টিকা দিতে হবে, টিকা দেয়ার পরে, অনলাইন থেকে সার্টিফিকেট তুলে নিতে পারবেন, অথবা আমাদেরকে জানালে আমরা অনলাইন থেকে সার্টিফিকেট পি ডি এফ করে দিতে পারবো।

টিকা সংক্রান্ত যেকোন পরামর্শ পেতে যোগাযোগ করুন

বারাকা এভিয়েশন লিমিটেড
রাহমানিয়া কমপ্লেক্স, লিফট ৮
মতিঝিল, ঢাকা

🔥Managing Director 01810040285 ( Bkash & WhatsApp)🔥

15/01/2025

🔥 উমরাহ ও ভিজিট ভ্যাকসিন আপডেট 🔥
মেনিনজাইটিসের ভ্যাকসিন সম্পর্কিত তথ্য:

গত ২-৩ দিন ধরে মেনিনজাইটিস ভ্যাকসিনের ব্যাপারে খোঁজ নিয়ে যা জানেছি, তা শেয়ার করছি যাতে সবাই উপকৃত হতে পারে:

মেনিনজাইটিস ভ্যাকসিনের ২ ধরণ:

1. পলিস্যাকারাইড ভ্যাকসিন (Polysaccharide):
- ইনগোভ্যাক্স (IngoVax) - ইনসেপ্টা কোম্পানি তৈরি করে
- মূল্য: ১০০০ টাকা
- মেয়াদ: ৩ বছর

2. কনজুগেটেড ভ্যাকসিন (Conjugated):
- বিদেশী কোম্পানির তৈরি ভ্যাকসিন
- মূল্য: ৪২০০ - ৪৫০০ টাকা

ভ্যাকসিন পাওয়ার স্থানসমূহ:

1. পিজি (BSMMU) হাসপাতাল:
- IngoVax (১০০০ টাকা), Nimenrix (৪৩০০ টাকা)
- লোকেশন: শাহবাগ, ঢাকা
- ভ্যাকসিন সার্টিফিকেট প্রদান করা হয় না, ভ্যাকসিন কার্ড প্রদান করা হয়।
- স্টক সম্পর্কে জানার জন্য কল করে নিশ্চিত হয়ে নেবেন।

2. BRB হাসপাতাল:
- Nimenrix (৪৫০০ টাকা)
- লোকেশন: 77/A পন্থপথ, ঢাকা
- ভ্যাকসিন সার্টিফিকেট প্রদান করা হয় না, ভ্যাকসিন কার্ড প্রদান করা হয়।

3. Radda MCH-FP Centre, ঢাকা:
- Menectra (৪২০০ টাকা)
- লোকেশন: মিরপুর ১০
- ভ্যাকসিন সার্টিফিকেট প্রদান করা হয় (৫০০ টাকা এক্সট্রা চার্জ)।

4. প্রাভা হেলথ:
- IngoVax (১০০০ টাকা) + সার্ভিস চার্জ ৩০০ টাকা
- লোকেশন: ব্লক সি, প্লট ৯ রোড ১৭, বনানী, ঢাকা
- ভ্যাকসিন সার্টিফিকেট প্রদান করা হয় না, ভ্যাকসিন কার্ড প্রদান করা হয়।
5. কুর্মিটোলা জেনারেল হাসপাতাল:
- ভ্যাকসিন নেই।

6. অলোক হাসপাতাল:
- ভ্যাকসিন নেই।
আমাদের সিদ্ধান্ত:
আমরা Radda MCH-FP Centre থেকে Menactra (Synovia Company, France) ভ্যাকসিন নিয়েছি, কারণ IngoVax ভ্যাকসিনটি গ্লোবালি রিকগনাইজড কিনা নিশ্চিত ছিলাম না, তাই আমরা Menactra বা Nimenrix দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
উল্লেখ্য:
যারা উমরাহ ও ভিজিট করার পরিকল্পনা করছেন, তাদের জন্য এই ভ্যাকসিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি, এই তথ্য আপনাদের কাজে আসবে।
নোট… কিছু কিছু এয়ারলাইন্স জানিয়েছেন ভেকসিন শুধুমাত্র ওমরাহ যাত্রীদের জন্য, আবার অনেকে জানিয়েছেন, ভিজিট ও ওমরাহ দুই ধরনের ভিসার জন্য লাগবে।
---------
ধন্যবাদ,
🩸 বারাকা এভিয়েশন লিমিটেড 🩸 🩸
💥 IATA BD —42341261
💥 ২৮/১/সি রহমানিয়া ইন্টান্যশনাল কমপ্লেক্স ,লিফটের ৮ (দৈনিক বাংলা মোড়) ,টয়েনবি সার্কুলার রোড়, মতিঝিল, ঢাকা।
💥 TELL- +880241070752
🩸 Managing Director – Shaheedul islam 01810040285
* Duty time 10.00 AM to 1.00 AM

31/12/2024

💥💥💥বারাকা এভিয়েশন লিমিটেড পক্ষ নববর্ষের শুভেচ্ছা ও মোবারকবাদ💥💥💥

🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋
হে আল্লাহ আমাদের পেছনে রেখে আসা জানা অজানা সকল গুনাহ আপনি ক্ষমা করে দিন।
আগামী দিন গুলো গুনাহমুক্ত জীবন দান করুন ।

আমাদের সকলের নতুন বছর কাটুক সুখে শান্তিতে।
এই প্রত্যাশা মহান রবের নিকট।

🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋
💥আমাদের সেবা সুমুহ💥
💥 সকল এয়ারলাইন্সের টিকেট
💥 সকল এয়ারলাইনসের টিকেট ডেট চেঞ্জ
💥 সোয়াক খাচ ও আমেল মঞ্জিল ভিসা সহ যে কোন ভিসা প্রসেসিং,
💥 ওমরাহ ভিসা ও সম্পুর্ন প্যাকেজ
💥 বারাকা এভিয়েশন লিমিটেড
২৮/১/সি রহমানিয়া ইন্টান্যশনাল কমপ্লেক্স
লিফটের ৮, (দৈনিক বাংলা মোড়) মতিঝিল, ঢাকা।
GLOBAL IATA 42341261
💥 TELL- +880241070752
✈️ Managing Director 01810040285 Shaheedul Islam💥

♥️♥️জেজাকুমুল্লাহ খাইরান ♥️♥️

27/12/2024

সেকেন্ড কান্ট্রি ট্রানজিট হয়ে থার্ড কান্ট্রিতে ফ্লাই করতে যাবেন।
ঢাকা এয়ারপোর্ট থেকেই ফিরিয়ে দিয়েছে?
বোডিং দেয় নাই?
আপনি অবাক হয়ে গেছেন...হিসাব মেলাতে পারছেন না।

বিস্তারিত 👇

যে কোন দেশেই ট্রানজিট নিয়ে থার্ড কান্ট্রিতে যাওয়ার সময় সেকেন্ড কান্ট্রির ট্রানজিট ভিসা লাগে।
তবে যদি টিকিট কাটার সময় সেম পি এন আর এর সেম এয়ারলাইনসে সর্ট ট্রানজিট এ টিকিট নেন তখন লেয়বিলিটি এয়ারলাইন্স এর উপরে বর্তায়।

যেমন আপনি ঢাকা থেকে কুয়ালালামপুরে যাবেন।ইন্ডিগো এয়ারলাইনসের টিকিট নিলেন।ট্রানজিট দিল্লিতে।
আপনার টিকিটে লেখা আছে self Transfer এই ক্ষেত্রে ঢাকা থেকে আপনি বোডিং পাবেন না যদি ইন্ডিয়ার ভিসা না থাকে।

কেনো পাবেন না? 👇
self transfer হলে আপনার লাগেজ চলে যাবে বেল্টে।লাগেজ সংগ্রহ করার জন্যেও আপনাকে ইমিগ্রেশন ক্রোস করতে হবে।ভিসা নাই তাই ইমিগ্রেশন হবে না আপনার।
আপনি বলতে পারেন আমার লাগেজ নাই।
এই ক্ষেত্রে দিল্লি - কুয়ালামাপুরের বোডিং নেয়ার জন্যে হলেও আপনাকে কাউন্টারে যেতে হবে।এর জন্য আপনাকে ইমিগ্রেশন ক্রোস করতে হবে।

সো এই জটিলতার জন্য ঢাকা থেকেই আপনাকে দিল্লির বোডিং দিবে না।

তাই সেকেন্ড কান্ট্রি ট্রানজিট হয়ে থার্ড কান্ট্রিতে ফ্লাই করতে হলে টিকিট ইস্যু করার সময় self transfer এর ব্যাপার টা খুব ভালো ভাবে লক্ষ্য করতে হবে।

কোন কোন ক্ষেত্রে সেম এয়ারলাইনস না হলেও সেম পি এন আর হয় যদি দুইটা এয়ারলাইন্স তাদের কোড শেয়ার করে যাত্রী পরিবহন করে.....

নোট- পোস্ট টা নিজের ওয়ালে শেয়ার করে রাখলে আপনার মত অনেকেই এই গুরুত্বপূর্ণ ইনফরমেশন টি জানতে পারবে।

Address

Toyenbee Circular Road, Motijheel
Dhaka
1222

Alerts

Be the first to know and let us send you an email when Baraka Aviation Ltd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Baraka Aviation Ltd:

Share

Category