গ্লোবাল ট্যুরিজম : Global Tourism

গ্লোবাল ট্যুরিজম : Global Tourism ভিসা • টিকিট • ট‍্যুর ✈️ Visa • Ticket • Tour

🌍 বিভিন্ন দেশের ট্যুরিস্ট ভিসার বর্তমান হালচাল | জুলাই ২০২৫বাংলাদেশ থেকে অনেক দেশেই আগে খুব সহজে ট্যুরিস্ট ভিসা পাওয়া যে...
02/07/2025

🌍 বিভিন্ন দেশের ট্যুরিস্ট ভিসার বর্তমান হালচাল | জুলাই ২০২৫

বাংলাদেশ থেকে অনেক দেশেই আগে খুব সহজে ট্যুরিস্ট ভিসা পাওয়া যেত। কিন্তু এখন বেশ কয়েকটি দেশের ক্ষেত্রে ভিসা পাওয়া কঠিন হয়ে গেছে বা একেবারেই বন্ধ হয়ে গেছে। আজকে বাস্তব অভিজ্ঞতা ও তথ্যের ভিত্তিতে সেই দেশগুলো সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করছি।

🇮🇳 ভারত (India)

২৪ জুলাইয়ের আন্দোলনের সময় থেকে ট্যুরিস্ট ভিসা বন্ধ রয়েছে।
✅ চালু: মেডিকেল ও কিছু নির্দিষ্ট ক্যাটাগরি
❌ বন্ধ: ট্যুরিস্ট ভিসা

🇦🇪 দুবাই (UAE)

গত বছরের মাঝামাঝি থেকে বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা বন্ধ।
✅ চালু: কিছু কার্টেসি ভিসা (সাধারণ পর্যটকদের জন্য নয়)
❌ বন্ধ: ট্যুরিস্ট ভিসা

🇻🇳 ভিয়েতনাম (Vietnam)

২০২৫ সালের জানুয়ারি থেকে বাংলাদেশিদের ট্যুরিস্ট ভিসা বন্ধ।
🔹 অনেকে ভিসার মেয়াদ শেষেও দেশে না ফেরায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

🇺🇿 উজবেকিস্তান (Uzbekistan)

আগে E-visa দিতো, এখন আগস্ট ২০২৪ থেকে তা পুরোপুরি বন্ধ।

🇪🇬 মিশর (Egypt)

আগে Okay to Board এর মাধ্যমে On Arrival ভিসা পাওয়া যেত।
❌ এখন তা বন্ধ।
✅ এম্বাসি থেকে আবেদন করা যাচ্ছে, তবে সময়সাপেক্ষ।

🇹🇷 তুরস্ক (Turkey)

❌ অফিসিয়ালি বন্ধ না হলেও ট্যুরিস্ট ভিসা কার্যত বন্ধ।
📉 রিজেকশন রেট প্রায় ৯৭%
✅ ইনভাইটেশন থাকলে বিজনেস ভিসা সম্ভব।

🇮🇩 ইন্দোনেশিয়া (Indonesia)

আগে On Arrival ভিসা ছিল, এখন কেবল স্টিকার ভিসা।
⏳ সময় লাগে প্রায় ২ মাস, অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম চালু।

🇵🇭 ফিলিপাইন (Philippines)

✅ ভিসা পাওয়া যায়, কিন্তু:
🔸 এপয়েন্টমেন্ট পেতে সময় লাগে
🔸 তারপর প্রসেসিং – মোট সময় প্রায় ৩০ দিন

🇹🇭 থাইল্যান্ড (Thailand)

⏳ বর্তমানে ভিসা পেতে ৪৫–৫০ দিন সময় লাগে
📉 রিজেকশন রেট অনেক বেড়ে গেছে
❌ আগের মতো সহজ নয়

🇸🇬 সিঙ্গাপুর (Singapore)

আগে ৩–৪ দিনে ভিসা মিলতো
✅ এখনো দ্রুত ফলাফল আসে
❌ কিন্তু রিজেকশন রেট অনেক বেশি

🇨🇳 চায়না (China)

✅ ভিসা এখনো মিলছে, তবে কনফার্ম এয়ার টিকিট ও হোটেল বুকিং দিতে হয়
📈 অ্যাপ্রুভালের হার ভালো

❗ সার্বিক চিত্র:

দিন দিন বাংলাদেশের পাসপোর্টধারীদের জন্য ট্যুরিস্ট ভিসা পাওয়া কঠিন হয়ে যাচ্ছে।
📌 কারণ কী হতে পারে?
• অতীত ভিসা মিসইউজ
• অনেকে ফিরে না আসা
• অনিয়মিত ডকুমেন্ট
• কিছু কিছু দালালচক্রের অপব্যবহার

✅ সমাধান কী হতে পারে?
1. ভিসা ব্যবস্থায় ট্রান্সপারেন্সি বজায় রাখা
2. অতীত ভ্রমণ রেকর্ড পরিষ্কার রাখা
3. ফেক ডকুমেন্ট এড়িয়ে চলা
4. দেশীয় পর্যায়ে ভিসা এজেন্টদের ওপর নিয়মিত নজরদারি
5. নিজ নিজ প্রোফাইল ও ফিনান্সিয়াল ডকুমেন্ট শক্ত করা


📚 তথ্যসূত্র ও অভিজ্ঞতা: Engr. SI Nadim

জাপান যাওয়ার সুবর্ণ সুযোগ
02/07/2025

জাপান যাওয়ার সুবর্ণ সুযোগ

01/07/2025

স্যালাইন কিনতে ফার্মেসিতে গেছিলাম। পথে হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলছি মাত্র সাথে সাথে আট-দশ জন দৌড়ে এসে জিজ্ঞেস করতেছে " ভাই ফরেন না অ্যাডমিন ক্যাডার? "

©Rifat Turzo 😍

এই বিষয়ে এক লাইন লিখে যান 😄
01/07/2025

এই বিষয়ে এক লাইন লিখে যান 😄

29/06/2025

It has come to our attention that a fake announcement is being circulated regarding hotel booking requirements for Thai e-Visa applications. We would like to clarify that this document is NOT issued by the Royal Thai Embassy, Dhaka.

However, please be informed that the Thai e-Visa system does require a genuine proof of accommodation that clearly states hotel name and full address, guest name and period of stay (check-in and check-out). The booking should be verifiable through the relevant online reservation platforms or the hotel.

Confirmed payment for accommodation is not compulsory.

Any applications with fake documents such as fake hotel bookings, fake tickets, fake bank statements and fake payment receipts will be considered for rejection.

Applicants are advised to refer only to official sources for accurate and updated visa information at Thai e-Visa website: www.thaievisa.go.th and https://dhaka.thaiembassy.org

------------------------------------

**আমাদের দৃষ্টিতে এসেছে যে থাই ই-ভিসা আবেদনের জন্য হোটেল বুকিং সংক্রান্ত একটি ভুয়া বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়েছে। আমরা স্পষ্টভাবে জানাতে চাই যে উক্ত বিজ্ঞপ্তিটি রয়্যাল থাই দূতাবাস, ঢাকা কর্তৃক ইস্যু করা হয়নি।**

তবে, দয়া করে জেনে রাখুন যে, **থাই ই-ভিসা সিস্টেমে একটি সত্যিকারের (genuine) আবাসনের প্রমাণপত্র জমা দেওয়া আবশ্যক**, যেখানে স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে:

* হোটেলের নাম এবং পূর্ণ ঠিকানা
* অতিথির নাম
* থাকার সময়কাল (চেক-ইন ও চেক-আউট তারিখ)

এই বুকিংটি সংশ্লিষ্ট অনলাইন রিজার্ভেশন প্ল্যাটফর্ম অথবা সরাসরি হোটেলের মাধ্যমে যাচাইযোগ্য (verifiable) হতে হবে।

**আবাসনের জন্য অগ্রিম অর্থপ্রদানের প্রমাণ (confirmed payment) আবশ্যিক নয়।**

তবে, **ভুয়া কাগজপত্র** — যেমন ভুয়া হোটেল বুকিং, ভুয়া টিকিট, ভুয়া ব্যাংক স্টেটমেন্ট এবং ভুয়া পেমেন্ট রসিদের ভিত্তিতে করা আবেদন **বাতিল (rejection) করার জন্য বিবেচিত হবে**।

আবেদনকারীদের পরামর্শ দেওয়া হচ্ছে যে তারা শুধুমাত্র **অফিসিয়াল উৎস ** থেকে সঠিক ও হালনাগাদ ভিসা তথ্য গ্রহণ করুন:

👉 www.thaievisa.go.th
👉 https://dhaka.thaiembassy.org

প্রচুর ভিসা হচ্ছে না রিফিউজ?বেশিরভাগ ট্রাভেল এজেন্সি কাস্টমারদেরকে ভিসা হওয়ার মিথ্যা সম্ভাবনার কথা বলে শুধুমাত্র সার্ভি...
28/06/2025

প্রচুর ভিসা হচ্ছে না রিফিউজ?

বেশিরভাগ ট্রাভেল এজেন্সি কাস্টমারদেরকে ভিসা হওয়ার মিথ্যা সম্ভাবনার কথা বলে শুধুমাত্র সার্ভিস চার্জ পাওয়ার আশায়। তার ফলে রিফিউজ হওয়ার পরে মানুষের মন ভেঙ্গে যায়। যেমন:
# ফ্রেশ পাসপোর্টে বা ২-৩ দেশ ট্রাভেল থাকলে উন্নত সকল দেশের ভিসা হবে।
# যখন গণহারে রিফিউজ হচ্ছে , কিন্তু তাদের বিজ্ঞাপনে বলা হচ্ছে প্রচুর ভিসা হচ্ছে।
# আমরা ইনভাইটেশন এনে দিব যার ফলে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। কিন্তু কিছু কিছু দেশে ইনভাইটেশন দিলে উল্টো ভিসা হওয়ার সম্ভাবনা কমে যায়।
# উন্নত দেশে আমাদের অফিস আছে তাই আপনার ভিসা হওয়া প্রায় সুনিশ্চিত।
# আমরা উন্নত দেশের ভিসা প্রসেসিং এ বাংলাদেশে সবচেয়ে বেশি দক্ষ। কিন্তু নিজেকে সবচেয়ে বেশি দক্ষ দাবী করা এজেন্সি অদক্ষ স্টাফদেরকে দিয়ে সম্পূর্ণ ফাইল প্রসেস করায় যে সকল স্টাফের উন্নত দেশের ফাইল প্রসেস করার ৫ বছরের অভিজ্ঞতা নেই।নিজেকে সবচেয়ে বেশি দক্ষ দাবী করা এজেন্সির মালিক বা স্টাফ সকল 1st World Countries আমেরিকা,কানাডা, সেনজেন(ইউরোপের ২৯ টি দেশ)ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড) ভ্রমণ করেনি অথবা কোন 1st World Country ভ্রমণ করেনি, এমনকি অনেকের পাসপোর্ট ও নেই!

# আমরা সুন্দর করে কভার বা ফরওয়ার্ডিং লেটার ও ট্যুর প্ল্যান তৈরি করে দিব। কিন্তু ইংরেজিতে দুর্বল হওয়ায় নিজের থেকে ১টি লাইন ও লিখতে পারে না তাই কাভার লেটার ও টুর প্ল্যান হুবহু কপি করে। অনেকে ইংরেজি লিখতে পারলেও সময় বের করে কাভার লেটার ও ট্যুর প্ল্যান করতে চায় না কারণ তার জন্য প্রচুর সময়ের দরকার হয়। এর জন্যই আবেদন রিফিউজ হয়। তাই অল্প টাকায় যারা অফার করে, তারা দায়সারাভাবে কাজ করে। সামান্য খরচ কমাতে গিয়ে বরং লস হয় পুরো টাকা। তাই যারা খুব যত্ন করে ফাইল প্রসেসিং করে, তাদের কাছেই আপনার ফাইল দিন।
হ‍্যাপি ট্রাভেলিং!

এটি ফেক
28/06/2025

এটি ফেক

✈️ Cathay Pacific দিয়ে ভ্রমণ করছেন? জেনে নিন জরুরি তথ্য!যদি আপনি বাংলাদেশি পাসপোর্টধারী হয়ে Cathay Pacific-এর ফ্লাইটে ঢা...
27/06/2025

✈️ Cathay Pacific দিয়ে ভ্রমণ করছেন? জেনে নিন জরুরি তথ্য!

যদি আপনি বাংলাদেশি পাসপোর্টধারী হয়ে Cathay Pacific-এর ফ্লাইটে ঢাকা থেকে তৃতীয় কোনো দেশে (যেমন: শাংহাই, টোকিও, ভ্যাঙ্কুভার) ভ্রমণের পরিকল্পনা করে থাকেন, তাহলে একটি গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই মাথায় রাখবেন:

🔴 হংকং ট্রানজিট ভিসা আবশ্যক।

তবে, একটি নির্দিষ্ট ক্ষেত্রে এই ভিসা ছাড়াই আপনি হংকং ট্রানজিট করতে পারবেন:

✅ আপনার যদি First World দেশসমূহের (যেমন: USA, UK, Canada, Schengen, Australia, New Zealand, Japan) বৈধ ভিসা থাকে, তাহলে হংকং ট্রানজিট ভিসা লাগবে না, যদি নিচের দুইটি শর্ত পূরণ হয়—

1️⃣ কনেক্টিং ফ্লাইট অবশ্যই সেইম ডে-তে (মধ্যরাত ১২টার আগেই) হংকং থেকে ছাড়তে হবে।

2️⃣ সম্পূর্ণ যাত্রাপথ Cathay Pacific অথবা তাদের পরিচালিত মূল ফ্লাইটে হতে হবে।
🔸 Code-share ফ্লাইট গ্রহণযোগ্য নয়।

🛂 ভিসা প্রসেসিং সংক্রান্ত তথ্য:

Cathay Pacific সাধারণত ট্রানজিট বা ট্যুরিস্ট ভিসা প্রসেসিংয়ে সহায়তা করে, তবে কিছুটা সময়সাপেক্ষ:

📌 ট্রানজিট ভিসা: আনুমানিক ৪ সপ্তাহ
📌 ট্যুরিস্ট ভিসা: আনুমানিক ৬ সপ্তাহ পর্যন্ত লাগতে পারে

🌐 তাই যাত্রার অনেক আগেই পরিকল্পনা করুন, প্রয়োজনীয় ভিসা সুরক্ষিত করুন এবং তারপরে টিকিট বুকিং নিশ্চিত করুন।

---

নিরাপদ ও নির্ভরযোগ্য যাত্রার জন্য প্রস্তুত থাকুন।
Cathay Pacific-এর সঙ্গে আপনার ভ্রমণ হোক স্বাচ্ছন্দ্যময় ও আনন্দদায়ক!

বিনামূল্যে ফ্লাইট অফার করছে জাপান। ✈️তবে আছে শর্ত। বিস্তারিত কমেন্টে…
27/06/2025

বিনামূল্যে ফ্লাইট অফার করছে জাপান। ✈️
তবে আছে শর্ত। বিস্তারিত কমেন্টে…

27/06/2025

১. বাংলা= আমি তোমাকে ভালবাসি
২.ইংরেজি = আই লাভ ইউ।
৩.ইতালিয়ান = তি আমো
৪.রাশিয়ান = ইয়া তেবয়া লিউব্লিউ
৫.কোরিয়ান = তাঙশিনুল সারাঙ হাইয়ো।
৬.কানাডা = নান্নু নিনান্নু প্রীতিসুথিন।
৭.জার্মান = ইস লিবে দিস।
৮.রাখাইন =অ্যাঁই সাঁইতে।
৯.ক্যাম্বোডিয়ান=বোন স্রো লানহ্উন।
১০.ফার্সি = দুস্তাত দারাম।
১১.তিউনিশিয়া = হাহে বাক।
১২.ফিলিপিনো = ইনবিগ কিটা
১৩.লাতিন = তে আমো।
১৪.আইরিশ = তাইম ইনগ্রা লিত।
১৫.ফ্রেঞ্চ = ইয়ে তাইমে।
১৬.ডাচ = ইক হু ভ্যান ইউ।
১৭.অসমিয়া = মুই তোমাকে ভাল্ পাও।
১৮.জুলু = মেনা তান্দা উইনা।
১৯.তুর্কি = সেনি সেভিউর ম।
২০.মহেলি = মহে পেন্দা।
২১.তামিল = নান উন্নাই কাদালিকিরেন।
২২.সহেলি = নাকু পেন্দা।
২৩.ইরানি = মাহ্ন দুস্তাহ্ত দোহ্রাহম।
২৪.হিব্রু = আনি ওহেব ওটচে
২৫.গুজরাটি = হুঁ তানে পেয়ার কার ছু।
২৬.চেক = মিলুই তে।
২৭.পোলিশ = কোচাম গিয়ে।
২৮.পর্তুগিজ = ইউ আমু তে।
২৯.বসনিয়ান = ভলিম তে।
৩০.তিউনেশিয়ান = হা এহ বাদ।
৩১.হাওয়াই = আলোহা ওয়াউ লা ওই।
৩২.আলবেনিয়া = তে দুয়া
৩৩.লিথুনিয়ান = তাভ মায়লিউ।
৩৪.চাইনিজ = ওউ আই নি।
৩৫.তাইওয়ান = গাউয়া আই লি।
৩৬.পার্শিয়ান = তোরা ডোস্ট ডারাম।
৩৭.মালয়শিয়ান =সায়া চিনতা কামু।
৩৮.মায়ানমার = মিন কো চিত তাই।
৩৯.ভিয়েতনামিস = আনাহ ইউই এম
৪০.থাইল্যান্ড = চান রাক খুন
৪১.গ্রিক = সাইয়াগাপো।
৪২.চেক = মিলুই তে।
৪৩.বর্মিজ = চিত পা দে।
৪৪.পোলিশ = কোচাম গিয়ে।
৪৫.মালয়ি = আকু চিন্তা কামু।
৪৬.ব্রাজিল = চিতপাদে।
৪৭.হিন্দি = ম্যায় তুমছে পেয়ার করতাহুঁ।
৪৮.জাপানি = কিমিও আইশিতের।
৪৯.পাকিস্তান = মুঝে তুমছে মহব্বত হায়
৫০.ফার্সি = ইয়ে তাইমে।
৫১.সিংহলিজ = মামা ও বাটা আছরেই।
৫২.পাঞ্জাবী = মেয় তাতনু পেয়ার কারতা।
৫৩.আফ্রিকান = এক ইজ লফি ভির ইউ
৫৪.তামিল = নান উন্নাহ কাদা লিকিরেণ।
৫৫.রোমানিয়া = তে ইউবেস্ক।
৫৬.স্লোভাক = লু বিমতা।
৫৭.নরওয়ে = ইয়েগ এলস্কার দাই।
৫৮.স্প্যানিশ = তে কুইয়েবু।
৫৯.ফিলিপাইন = ইনি বিগকিটা।
৬০.বুলগেরিয়া = অবি চামতে।
৬১.আলবেনিয়া = তে দাসরোজ।
৬২.গ্রিক = সাইয়াগাফু।
৬৩.এস্তোনিয়ান = মিনা আর মাস্তান সিন্দ।
৬৪.ইরান = সাহান দুস্তাহত দোহরাম
৬৫.লেবানিজ = বহিবাক।
৬৬.ক্যান্টনিজ = মোই ওইয়া নেয়া।
৬৭.ফিনিশ = মিন্যা রাকাস্তান সিনোয়া।
৬৮.গ্রিনল্যান্ড= এগো ফিলো সু।
৬৯.আরবি = আনা বেহিবাক
৭০.ইরিত্রয়ান = আনা ফাতওকি।🥺☹️

📢 গুরুত্বপূর্ণ নোটিশ – ট্যুরিস্ট ভিসায় যাত্রীদের জন্য টিকিটিং নির্দেশনাপ্রিয় ট্রাভেল পার্টনার, আপনার যাত্রাকালীন সুবিধার...
26/06/2025

📢 গুরুত্বপূর্ণ নোটিশ – ট্যুরিস্ট ভিসায় যাত্রীদের জন্য টিকিটিং নির্দেশনা

প্রিয় ট্রাভেল পার্টনার, আপনার যাত্রাকালীন সুবিধার্থে মনে করিয়ে দিতে চাই যে US-BANGLA AIRLINES-এর ট্যুরিস্ট ভিসায় যাত্রীদের জন্য কিছু বাধ্যতামূলক নিয়ম আছে, যা এয়ারলাইন্স ও ইমিগ্রেশনের নীতিমালার সাথে মিলিয়ে কঠোরভাবে মেনে চলতে অনুরোধ করা যাচ্ছে।

🔹 ট্যুরিস্ট ভিসায় ভ্রমণকারী সকল যাত্রীর একটি নিশ্চিত রিটার্ন বা অনওয়ার্ড জার্নি টিকিট থাকতে হবে।
🔹 রিটার্ন জার্নির টিকিট (Inbound Segment) বাতিল করে পরবর্তীতে কম দামে (Lower RBD) টিকিট ক্রয় করলে সেটি নীতিমালা লঙ্ঘন করে অগ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হবে।

ভ্রমণে কোনো প্রকার বিঘ্ন এড়াতে অনুগ্রহ করে নিশ্চিত করুন প্রতিটি বুকিং এই নিয়ম অনুযায়ী হয়েছে।

যেকোনো প্রকার সহায়তার জন্য আমাদের সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করুন।

Address

Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when গ্লোবাল ট্যুরিজম : Global Tourism posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to গ্লোবাল ট্যুরিজম : Global Tourism:

Share

Category