Iqra Tourism

Iqra Tourism ইকরা ট্যুরিজম | এয়ার টিকেট | প্যাকেজ ট্যুর | ভিজিট ভিসা | ওয়ার্ক পারমিট | হজ্ব উমরাহ

31/08/2024

১/২ দেশ ভ্রমন করা থাকলে অষ্ট্রেলিয়ার Subclass 600 ভিসা ৩ বছরের করে দেয়া যাবে। ক্লায়েন্ট নিজে বিএফএস গিয়ে ফিংগার দিয়ে ভিসা নিবেন।মাত্র ৩০ দিন লাগবে।
প্রকৃত আগ্রহীরা যোগাযোগ করবেন
Whatsapp
01841661123

21/08/2024

আলহামদুলিল্লাহ
আজকে আমার ক্লায়েন্টদের লুক্সেমবার্গ এর ওয়ার্ক পারমিট পেলাম

21/08/2024

সংবাদ বিজ্ঞপ্তি

বাংলাদেশ সেনাবাহিনীর পরিচয় ব্যবহার করে বিভিন্ন অনাকাঙ্খিত কার্যক্রম প্রসঙ্গে

ঢাকা, ২১ আগস্ট ২০২৪ (বুধবার): ইদানিং পরিলক্ষিত হচ্ছে যে, কতিপয় স্বার্থান্বেষী ব্যক্তি বা গোষ্ঠী বাংলাদেশ সেনাবাহিনীর পরিচয় ব্যবহার করে বেসামরিক পোষাকে সরকারি অফিস, কর্পোরেট অফিস, পারিবারিক বাসস্থান, শপিংমল ও দোকানে তল্লাশী চালাচ্ছে এবং ফোন কলের মাধ্যমে চাঁদাবাজির চেষ্টা করছে। আপনাদের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক পোষাকে এবং অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর (পুলিশ ও র‍্যাব ইত্যাদি) উপস্থিতি ছাড়া এ ধরণের কোন অভিযান পরিচালনা করে না। এপ্রেক্ষিতে, জনসাধারণকে প্রতারিত না হয়ে সতর্ক থাকতে অনুরোধ করা হলো। উল্লেখ্য, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে আপনাদের সার্বিক সহযোগিতা একান্তভাবে কাম্য।

18/08/2024

আলবেনিয়ার ভিসা মাত্র ১৫ দিনে ডেলিভারি দিচ্ছি। আগ্রহীরা যোগাযোগ করুন

13/08/2024

ভিয়েতনাম ভিজিট টু ওয়ার্ক।
🧿 প্রয়োজনীয় ডকুমেন্টস :-
👉 পাসপোর্ট অরিজিনাল কপি।
👉৩৫*৪৫ সাইজের ১ কপি ছবি।
🧿 নো অ্যাডভান্স।
🔥 পেমেন্ট সিস্টেম :-
👉 ভিসা হলে ৫০% ফ্লাইট এর সময় ৫০%.
💫মোট খরচ ৩.২০ লাখ।💫
🔥সময় ১০ দিনে ফ্লাইট ইনশাআল্লাহ।
বিশেষ দ্রষ্টব্য:- বর্তমানে বাংলাদেশ থেকে প্রচুর লোক ভিয়েতনামে যাচ্ছে। ওখানে দীর্ঘমেয়াদী কাজের সুব্যবস্থা আছে। তাই ইউরোপে বিভর না থেকে ভিয়েতনামের মনোযোগী হন।বর্তমানে বাংলাদেশ থেকে প্রচুর লোক ভিয়েতনামে যাচ্ছে। ওখানে দীর্ঘমেয়াদী কাজের সুব্যবস্থা আছে। তাই ইউরোপে বিভর না থেকে ভিয়েতনামের মনোযোগী হন। 👍🏻👍🏻কন্টাক্ট হোয়াটস্যাপ ওর ইনবক্স 01713661120

https://youtu.be/DR-mZMKwwNE?si=N2daVeDIexB1FSRn
09/08/2024

https://youtu.be/DR-mZMKwwNE?si=N2daVeDIexB1FSRn

শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে গতকাল বৃহস্পতিবার দেশে ফিরেছেন। তারপর রাত ন.....

09/06/2024

জি স্যার আপনারা ঠিক ধরেছেন আমার মত জনশক্তি রপ্তানিকারক ( আদম বেপারি) যারা আছে, তাদের বিহাবিয়ার খুব খারাপ। তাদের মধ্যে ভদ্রতার বালাই নাই। কিন্তু কারন কি?
ক) ভিসা আসতে দেরি হলে আপনাদের অনেক সমস্যার কথা শুনতে হয়।
খ) ভিসা দেওয়ার পর আপনাদের কাছে টাকা চাইতে চাইতে গলা বেথা হয়ে যায় তবুও আপনাদের হুশ ফিরেনা।
গ) কোন মতে কিছু টাকা পরিশোধ করার পর ফ্লাইট দিতে ২/৪ দিন দেরি হলে আপনাদের রূপ টা আয়নায় ভেসে উঠে।
ঘ) ৫০ হাজার টাকা এডভান্স চাইলে আপনাদের প্রশ্ন থাকে ভাই স্ট্যাম্প ডিড করবেন? বা আপনি হারিয়ে গেলে খুজবো কোথায়? অথচ ৩০ লক্ষ টাকা খরচ করে লাইসেন্স নিয়ে বসেছি। আর আপনারা আসেন ৫০০০ খরচ করে করা একটা পাসপোর্ট নিয়ে, তাও অনকের ঠিকানা সঠিক থাকেনা।
ঙ) কিছু অতিশয় ওভার স্মার্ট লোকজন আছে আপনাদের মাঝে তারা পৃথিবীর সবকিছু জানে।
বিঃ দ্রঃ
১) আমি চরিত্রহীন মানুষ।
২) আমি অসামাজিক আচরণে কথা বলি।
৩) আমি চরম মাত্রার বদমেজাজি মানুষ।
৪) আমি রাজনৈতিক লোকজনকে তেলবাজী করে চলতে পারিনা।
৫) আমার বাড়ি গাজীপুর জেলার সদর উপজেলা।
এই ৫ টা খারাপ অভ্যাস জেনে এবং মেনে যারা আমার ফ্রেন্ডলিস্টে থাকতে চান থাকবেন যারা আনফ্রেন্ড বা ব্লক করতে চান করবেন। যারা কথা বলতে চান বলবেন, মিশতে চান মিশবেন যারা চলতে বা মিশতে চাননা মিশবেন না। আমি এমনি থাকতে চাই কারো কথায় সংশোধন হওয়ার রুচি বা ইচ্ছে নাই। কারো থেকে চারিত্রিক সনদ নেওয়ার রুচিও আমার নাই।
যদিও লিখা গুলো একজন বড় ভাইয়ের প্রোফাইল থেকে নেয়া,কথা গুলো আমার মনের তাই কপি করে পোস্ট করা। তবে এটা আমার মতো হাজারো মানুষের মনের কথা।

02/05/2024

খিরগিস্তান এর সুলভ মুল্যের ৪/৫/৬ তারিখের টিকেট আছে। লাগলে যোগাযোগ করুন

16/04/2024

Turkey 🇹🇷 E-Visa
Bangladesh Issue
Azerbaijan E visa
Uzbekistan E visa
Kyrgyzstan E visa
Kazakhstan E Visa
Malaysia E visa
Dhaka Issue
Singapore E visa
Georgia 🇬🇪 E visa
Moldova E visa
Egypt E visa
Jordan E visa
Armenia 🇦🇲 E visa
Needs to any people contact my inbox

আল হামদুলিল্লাহ আমার একজন কাস্টমার আজ তুর্কি ভিসা হয়েছে যাদের ই ভিসা প্রয়োজন যোগাযোগ করতে পারবেন।বাংলাদেশিদের জন্য তুরস্...
13/04/2024

আল হামদুলিল্লাহ
আমার একজন কাস্টমার আজ তুর্কি ভিসা হয়েছে
যাদের ই ভিসা প্রয়োজন যোগাযোগ করতে পারবেন।
বাংলাদেশিদের জন্য তুরস্কের ই-ভিসা চালু
# # তুরস্ক ভ্রমণের জন্য বাংলাদেশিদের ই-ভিসা: বিস্তারিত তথ্য

**২০১৩ সাল থেকে তুরস্ক বিদেশি পর্যটকদের আকর্ষণ করতে ই-ভিসা সার্ভিস চালু করেছে।** এটি বিশ্বের ১০০টিরও বেশি দেশের পর্যটকদের জন্য তুরস্কে প্রবেশ করা সহজ করে তুলেছে। **বাংলাদেশের নাগরিকরাও এখন ইন্টারনেটের মাধ্যমে তুরস্কের ভিসার জন্য আবেদন করতে পারবেন।**

**ই-ভিসার মাধ্যমে বাংলাদেশিরা তুরস্কে কী কী করতে পারবেন:**

* **অবকাশ যাপন:** ই-ভিসা ব্যবহার করে পর্যটন ভিসার মাধ্যমে ৩০ দিন তুরস্কে অবস্থান করা যাবে।
* **ব্যবসা:** ব্যবসায়িক ভিসার মাধ্যমে ৯০ দিন তুরস্কে অবস্থান করা যাবে।

**ই-ভিসার বৈধতা:**

* তুর্কি ই-ভিসা দেশটিতে প্রবেশের তারিখ থেকে শুরু করে **১৮০ দিনের জন্য বহাল থাকে।**
* কেউ **অতিরিক্ত সময় অবস্থান করতে চাইলে** একটি পৃথক তুর্কি ভিসার প্রয়োজন হবে।

**ই-ভিসার সুবিধা:**

* **দূতাবাস বা কনস্যুলেটে ব্যক্তিগতভাবে যেতে হবে না।**
* **অনলাইনে দ্রুত এবং সহজে আবেদন করা যাবে।**

**ই-ভিসার জন্য যোগ্যতা:**

* **বাংলাদেশ, ভারত, ইরাক, আফগানিস্তান, নেপাল, ভুটান** ইত্যাদি দেশ শুধু **সিঙ্গেল এন্ট্রি ই-ভিসার জন্য যোগ্য** বলে

🌙"﷽𝐀𝐬𝐬𝐚𝐥𝐚𝐦𝐮_𝐚𝐥𝐚𝐢𝐤𝐮𝐦﷽"-“তাকাবালাল্লাহু মিন্না ওয়া মিনকুম”    🖤ঈদ মোবারক🖤
10/04/2024

🌙"﷽𝐀𝐬𝐬𝐚𝐥𝐚𝐦𝐮_𝐚𝐥𝐚𝐢𝐤𝐮𝐦﷽"
-“তাকাবালাল্লাহু মিন্না ওয়া মিনকুম”
🖤ঈদ মোবারক🖤

আলহামদুলিল্লাহ  ফাইনালি রোমানিয়া এবং বুলগেরিয়া সেনজেন জোনে প্রবেশ করল " ✌️🇪🇺🇷🇴এখন থেকে রোমানিয়া এবং বুলগেরিয়া থেকে ভ...
05/04/2024

আলহামদুলিল্লাহ ফাইনালি রোমানিয়া এবং বুলগেরিয়া সেনজেন জোনে প্রবেশ করল " ✌️🇪🇺🇷🇴

এখন থেকে রোমানিয়া এবং বুলগেরিয়া থেকে ভিসা মুক্ত ভাবে চলাচল করা যাবে সেনজেনের 29 টি দেশে " 🇪🇺🇷🇴
যারা দীর্ঘদিন বৈধভাবে এসব দেশে বসবাস করতেছেন !
তাদের এখন সুফল মিলবে, চাইলেই ঘুরে আসতে পারবেন সুইজারল্যান্ড জার্মানি ফ্রান্স ইতালি থেকে " 🇷🇴🇪🇺✈️

এখন থেকে যারা রোমানিয়া বুলগেরিয়ার ভিসা পাবেন তাদের জন্য ও সুখবর! 🇪🇺🇷🇴

Address

372/1, Level-1, DIT Road, East Rampura
Dhaka
1219

Alerts

Be the first to know and let us send you an email when Iqra Tourism posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Iqra Tourism:

Share

Category