06/04/2025
🕋 ﷽ পরম দয়াময় আল্লাহ তাআলা, পাপীদেরকে পাকড়াও করার আগে কিছু সুযোগ দেন-
🕋 From the light of the Quran Majid:-
কুরআন মাজীদের আলো থেকে:-
🟩أعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم.
🟨 وَرَبُّكَ ٱلۡغَفُورُ ذُو ٱلرَّحۡمَةِۖ لَوۡ يُؤَاخِذُهُم بِمَا كَسَبُواْ لَعَجَّلَ لَهُمُ ٱلۡعَذَابَۚ بَل لَّهُم مَّوۡعِدࣱ لَّن يَجِدُواْ مِن دُونِهِۦ مَوۡئِلࣰا.
🟡 বাংলা অনুবাদ :-
আপনার (হে মহান রাসূলুল্লাহ ﷺ) প্রতিপালক পরম ক্ষমাশীল, সর্বাধিক দয়াময়।
তাদের (পাপীদের) কৃতকর্মের জন্য তিনি তাদেরকে পাকড়াও করলে তিনি তাদের শাস্তি ত্বরান্বিত করতেন; কিন্তু তাদের জন্য রয়েছে এক প্রতিশ্রুত মুহূর্ত; যা হতে তাদের কোন আশ্রয়স্থল নেই।
Surah Al-Kahf 18:58.
🟢 English Translation :-
And your Lord is the Forgiving, the possessor of mercy. If He were to impose blame upon them for what they earned, He would have hastened for them the punishment. Rather, for them is an appointment from which they will never find an escape.
- Tafsir Ibn Kathir (Abridged).
🌟 সংক্ষিপ্ত তাফসীর :-
🟩 এইটাও তো পরম ক্ষমাশীল মহান রব আল্লাহ তাআলার দয়া যে, তিনি পাপের দরুন দ্রুত পাকড়াও করেন না, বরং অবকাশ, সুযোগ দেন।
🔴 যদি এই রকম না হতো, তবে (বদ)আমলের কারণে প্রত্যেক ব্যক্তি আল্লাহর আযাবের শিকলে আবদ্ধ থাকতো। হ্যাঁ, এ কথা বাস্তব যে, যখন অবকাশ শেষ হয়ে যায় এবং আল্লাহ কর্তৃক নির্ধারিত ধ্বংসের সময় এসে যায়, তখন আর পলায়ন করার কোন পথ এবং নিষ্কৃতি পাওয়ার কোন উপায় তাদের জন্য থাকে না।
🟠 مَوْئِلٌ
এর অর্থ, আশ্রয়স্থল, পলায়ন পথ।
📝- সংক্ষিপ্ত তাফসীরে ইবনে কাসীর।
🌼 وصلى الله وسلم على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم.
برحمتك يا أرحم الراحمين.
🌺 صدق الله العظيم وصدق رسوله النبي الكريم سيدنا محمد خاتم النبيين صلى الله عليه وآله الطيبين وأصحابه الطاهرين وعلى علماء أمته أجمعين ونحن على ذالك من الشاهدين و الشاكرين.
(والله تعالى أعلم بالصواب
إليه المرجع والمآب).