Fariel Tours And Travel Ltd.

Fariel Tours And Travel Ltd. Buisness hours : 10:00AM - 6:00PM Saturday To Thursday. Contact +8801552312247

☎️ যোগাযোগ: 019 7331 2247                          019 3101 1089                           019 7064 0536🕋 হজ ও উমরাহ্‌র ...
06/07/2025

☎️ যোগাযোগ: 019 7331 2247
019 3101 1089
019 7064 0536

🕋 হজ ও উমরাহ্‌র জন্য পবিত্র যাত্রা শুরু করুন আমাদের সাথে! 🕋

🕋 আল্লাহর ঘরে প্রথমবারের ডাক – আপনার যাত্রা হোক ভয়মুক্ত, বরকতময়!
ওমরাহ সফর ২০২৫ | স্পেশাল গাইডেড প্যাকেজ

🔸 “ওমরাহ করতে চাচ্ছেন, কিন্তু কখনো যাননি?”

🔸 “ফরজ কিছু ভুলে ফেললে?” এই ভয়টাই কি পিছু টেনে রাখে?”
আমরাও বুঝি। তাই নতুনদের জন্যই এনেছি সম্পূর্ণ গাইডসহ ওমরাহ প্যাকেজ — যেখানে প্রতিটি ধাপে পাশে থাকবেন অভিজ্ঞ মোয়াল্লেম।

👉 আপনি শুধু নিয়ত করুন, বাকিটা আমাদের দায়িত্ব।

✈️ বিশ্বস্ত ও অভিজ্ঞ গাইডের সাথে হজ ও উমরাহ্‌ প্যাকেজ ✈️

🔹 সম্পূর্ণ শরিয়ত অনুযায়ী হজ ও উমরাহ্‌
🔹 এয়ার টিকিট, হোটেল, যাতায়াত ও খাবারের নিশ্চয়তা
🔹 অভিজ্ঞ মুআল্লিম দ্বারা গাইডেড সফর
🔹 গ্রুপ ও একক উভয় প্যাকেজ উপলব্ধ
🔹 বিশেষ ছাড় চলমান!

👉 এই বিশেষ সুযোগ হাতছাড়া করবেন না! এখনই বুকিং করুন, এবং আপনার জীবনকে বদলে দেওয়ার এখনই পদক্ষেপ নিন!

*প্যাকেজে যা কিছু থাকছে*
ভিসা, টিকেট, হোটেল, ট্রান্সপোর্ট জিয়ারাহ ও খাবার সহ সকল খরচ এই প্যাকেজের অন্তর্ভুক্ত।

🕋 *মক্কা মুকাররমার হোটেল*🕋

💥 ইব্রাহিম খলিল রোড- বা কবুতর চত্ত্বরের পাশে

🕋 *মক্কায় জিয়ারাহ (দর্শনীয় স্থান ভ্রমণ):*🕋
১. জাবালে সুর
২. উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়
৩. আরাফার ময়দান
৪. মসজিদে নামিরা
৫. জাবালে রহমত
৬. মুজদ্দালিফা
৭. মিনার তাঁবু
৮. ইসমাইল আ. কুরবানীর স্থান
৯. শয়তানকে পাথর মারার স্থান
১০. মসজিদে খায়েফ
১১. জাবালে নূর / হেরা গুহা
১২. মসজিদে ইজাবা
১৩. জান্নাতুল মোয়াল্লা
১৪. মসজিদে ফাতাহ
১৫. মসজিদে শাজারাহ
১৬. জাবালে আবি কুবাইস

*তায়েফ ও জেদ্দা ভ্রমণ করতে চাইলে নিজ খরচে করতে হবে

💥*মদীনা মুনাওয়ারার হোটেল* 💥

💥মসজিদে বিলালের পাশে।

🕌*মদীনায় জিয়ারাহ (দর্শনীয় স্থান ভ্রমণ)*🕌
💥 *গাড়িতে:*💥

১. মসজিদে কুবা
২. মসজিদে যু-কিবলাতাইন
৩. সাবআ' মাসাজিদ
৪. খন্দক
৫. ওহুদ
৬. খেজুর বাগান
৭. মসজিদে গামামাহ
৮. মসজিদে আবু বকর (রা.)
৯. মসজিদে ওমর (রা.)
১০. মসজিদে আলী (রা.)
১১. মসজিদে বেলাল (রা.)
১২. মসজিদে বুখারী
১৩. জান্নাতুল বাকী
১৪ বাই'য়াতে আবু বকর।

🛑*বদর, জীন পাহাড় ও বীরে শিফা ভ্রমণ নিজ খরচে করতে হবে।*

💥*বিশেষ জ্ঞাতব্য:* ফ্লাইট ডিলে, 💥
বিমানে যান্ত্রিক ত্রুটি ও লাগেজ সহ কোনো অসুবিধা হলে ট্রাভেলস কর্তৃপক্ষ দায়বদ্ধ থাকবেনা।

💥সফরের সময়সীমা💥
মক্কা ৭ দিন
মদিনা ৫ দিন
যাওয়া - আসা ২ দিন
মোট ১৪ দিনের প্যাকেজ।

🛌 *হোটেল রুমের বর্ণনা* 🛌
প্রতি রুমে ৪-৫ জন

*ওমরাহ বুকিং করতে যা কিছু প্রয়োজনঃ*

১. মূল পাসপোর্ট/পাসপোর্ট এর স্ক্যানকপি।

২. ভিসার জন্য বায়োমেট্রিক।

৩. বুকিংয়ের সময় মোট টাকার অর্ধেক টাকা পেমেন্ট।

৪. ফ্লাইটের দশদিন পূর্বে সম্পূর্ণ টাকা পরিশোধ।

📍 আপনার হজ ও উমরাহ্‌র যাত্রা হোক শান্তিময় ও সহজ

🌙 আল্লাহর ঘরে যাত্রা আমাদের সাথে শুরু করুন – নির্ভরতা ও সেবার প্রতিশ্রুতি সহ! 🌙

📞 যোগাযোগ করুন আজই:
📱 019 7331 2247
019 3101 1089
019 7064 0536

📌 অফিস: ফারিয়েল ইন্টারন্যাশনাল, ২৪-২৫ দিলকুশা, মতিঝিল, ঢাকা-১০০০

হজ্জ ২০২৬ প্রি-রেজিস্ট্রেশন ও বুকিং চলছে!

১০,১৪,২০,৩০ থেকে ৪০ দিন পর্যন্ত বিভিন্ন মেয়াদের প্রতিটি প্যাকেজে ইকোনমি থেকে প্রিমিয়াম পর্যন্ত বিভিন্ন হোটেলের অপশন রয়েছে।

👉 প্রি-রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজনীয় তথ্য

- এনআইডি/পাসপোর্ট কপি
- ছবি (পাসপোর্ট সাইজ)
- ৩০,০০০ টাকা

#হজ্জ #হজ্জ_২০২৬ #হজ্জ_২০২৬

30/05/2025
10/03/2025

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মিট অ্যান্ড গ্রিট সার্ভিস
নোট: এই সার্ভিস নেয়া বাধ্যতামূলক নয়। সার্ভিস যাদের প্রয়োজন শুধু তারা ইচ্ছে করলে ব্যবহার করতে পারেন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তরিকতার সাথে মিট এন্ড গ্রিট সার্ভিস দিচ্ছে ট্রাভেল শপ। এটি একটি বেসরকারি প্রতিষ্ঠান। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অনুমোদিত ও নীতিমালা অনুসরণ করে ২৪ ঘন্টা সার্ভিস প্রদান করা হয়।
_____________________________
ট্রাভেল শপের মিট অ্যান্ড গ্রিট সার্ভিস কী?
____________________________
মিট অ্যান্ড গ্রিট সার্ভিস মূলত সহায়তা মুলক সেবা। কিছু দিন আগে আপনার অপারেশন হয়েছে ভারি ব্যাগ নাড়াচাড়া করা মানা, কিংবা সাথে দুটি বাচ্চা আছে- এখন আপনি ব্যাগ সামলাবেন নাকি বাচ্চা সামলাবেন ? মিট অ্যান্ড গ্রিট সার্ভিস প্রতিষ্ঠানের কাস্টমার সার্ভিস এজেন্ট আপনার হয়ে আপনার লাগেজগুলো বহন করে আপনাকে বিমানবন্দরে সহায়তা করবে।
আপনার বয়স্ক মা-বাবা একা একা প্রথমবারের মতো আপনার কাছে বিদেশ আসবেন, বিমানবন্দরের আনুষ্ঠানিকতা কিছু তো তারা বোঝেন না। একজন কেউ যদি পাশে থেকে তাদের লাগেজগুলো সাথে নিয়ে সব কিছু করে দিতো ? মিট অ্যান্ড গ্রিট সার্ভিস প্রতিষ্ঠানের কাস্টমার সার্ভিস এজেন্ট যাত্রীর পাশে থেকে লাগেজগুলো বহন করে বিমানবন্দরের আনুষ্ঠানিকতায় সহায়তা করবে।
বড় একটা প্রজেক্ট নিয়ে কাজ করছেন। বিদেশি বিনিয়োগকারী আপনার প্রজেক্ট দেখতে আসবেন। হোটেল থেকে গাড়ি সবই রেডি তার জন্য। বিমানবন্দরে তাকে যদি কেউ রিসিভ করে লাগেজগুলো সাথে নিয়ে সব কিছু করে দিতো ? হ্যা এখানেও সহায়তা করবে মিট অ্যান্ড গ্রিট সার্ভিস প্রতিষ্ঠানের কাস্টমার সার্ভিস এজেন্ট।
বিশ্বের অন্যান্য দেশের বিমানবন্দরের মতো বাংলাদেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের জন্য মিট অ্যান্ড গ্রীট এর সুবিধা রয়েছে। দীর্ঘ ১৫ বছরের বেশি সময় ধরে বেসরকারি প্রতিষ্ঠান সার্ভিস চার্জের বিনিময়ে সম্মানিত যাত্রীদের প্রটোকল, নির্দেশনামূলক সহায়তা প্রদান করে আসছে। মিট অ্যান্ড গ্রিট টিম সপ্তাহে ৭দিন, ২৪ ঘন্টা সার্ভিস প্রদান করে থাকে।
মিট অ্যান্ড গ্রিট সার্ভিস উপভোগ করতে আপনাকে বিজনেস ক্লাস টিকিট বা অন্য কোন নীতি অনুসরণ করতে হবে না। সার্ভিস চার্জ দিয়ে যে কেউ এ সার্ভিস গ্রহণ করতে পারবেন।
তবে, পাশে থেকে সহায়তা করলেও যাত্রীর এয়ারলাইনের টিকিট, ভিসা, ইমিগ্রেশন, কাস্টমস সংক্রান্ত বৈধতা যাচাই বা আনুষ্ঠানিকতা যাত্রীকেই সম্পন্ন করতে হবে। এ সকল বিষয়ে সংশ্লিষ্ট এয়ারলাইন, ইমিগ্রেশন, কাস্টমসের আইনগত বিষয়ের দায় যাত্রীর, মিট অ্যান্ড গ্রিট সার্ভিসে নয়।
মিট অ্যান্ড গ্রিট সার্ভিস চার্জ কত ?.......................................................................................................
✈ বিদেশ যাওয়ার ক্ষেত্রে ✈
১. টার্মিনাল ভবনের প্রবেশ গেট থেকে রিসিভ করে ইমিগ্রেশন পর্যন্ত পৌছে দেয়ার জন্য সার্ভিস চার্জ জনপ্রতি ৫০০ টাকা
২. ডোমেস্টিক টার্মিনালের অ্যারাইভাল থেকে রিসিভ করে ইমিগ্রেশন পর্যন্ত পৌছে দেয়ার জন্য সার্ভিস চার্জ জনপ্রতি ১০০০ টাকা...............................................................................................................................
✈️ বিদেশে থেকে দেশে আসার ক্ষেত্রে ✈️
১.
ইমিগ্রেশন থেকে যাত্রীকে রিসিভ করে টার্মিনাল ভবনের সামেনের ক্যানোপি অথবা বহুতল কার পার্কিং পর্যন্ত পৌছে দেয়ার জন্য সার্ভিস চার্জ জনপ্রতি ৫০০ টাকা
২.
ইমিগ্রেশন আগে ভিসা অন অ্যারিভাল ডেস্ক পয়েন্ট থেকে যাত্রীকে রিসিভ করে টার্মিনাল ভবনের সামেনের ক্যানোপি অথবা বহুতল কার পার্কিং পর্যন্ত পৌছে দেয়ার জন্য সার্ভিস চার্জ জনপ্রতি ১০০০ টাকা
৩.
ইমিগ্রেশন থেকে যাত্রীকে রিসিভ করে ডোমেস্টিক টার্মিনালের এয়ারলাইনের বুকিং কাউন্টার পর্যন্ত সার্ভিস চার্জ জনপ্রতি ১০০০ টাকা।
৪.
ইমিগ্রেশন আগে ভিসা অন অ্যারিভাল ডেস্ক পয়েন্ট থেকে যাত্রীকে রিসিভ করে ডোমেস্টিক টার্মিনালের এয়ারলাইনের বুকিং কাউন্টার পর্যন্ত সার্ভিস চার্জ জনপ্রতি ১৫০০ টাকা।
_____________________________
নোট:
_____________________________
১. জন প্রতি চার্জ প্রদান করতে হয়। ২ বছর বা ২ বছরের কমবয়সী যাত্রীদের সার্ভিস চার্জ ফ্রি।
২. একজন সম্মানিত যাত্রীর এয়ারলাইনের সাধারণ লাগেজ এলাউন্স থেকে বড় আকারের কিংবা অধিক সংখ্যক লাগেজ থাকলে, তখন যদি ১ জন সম্মানিত যাত্রীর জন্য একাধিক কাস্টমার সার্ভিস এজেন্ট প্রয়োজন হয়, তবে যাত্রীকে অতিরিক্ত সার্ভিস চার্জ দিতে হবে।
_____________________________________
ফ্লাইটের টিকিটের মতো আপনি আগে থেকেই ট্রাভেল শপের মিট অ্যান্ড গ্রিট সার্ভিস বুক করলে নিশ্চিন্ত থাকবেন। বুকিং করতে কিংবা আরও তথ্য জানাতে.

ফোন করুন +880 1675-463343 এই নাম্বারে ।

01/03/2025

📢 ইন্ডিয়ান ভিসা সংক্রান্ত নতুন আপডেট! 🇮🇳

🔹 মোবাইল নম্বর সংক্রান্ত নতুন নিয়ম:

✅ ভিসা আবেদনকারীর মোবাইল নম্বর অবশ্যই তার নিজ নামে নিবন্ধিত হতে হবে (এনআইডি অনুযায়ী)।
✅ OTP ভেরিফিকেশনের জন্য এই নম্বর ব্যবহার হবে, যা ভিসা অফিসার চেক করতে পারেন।
✅ বাবা-মায়ের নামে নিবন্ধিত নম্বর ব্যবহার করলে কারণ জানতে চাওয়া হতে পারে, তবে এটি গ্রহণযোগ্য।

🔹 ব্যাংক স্টেটমেন্ট সংক্রান্ত নিয়ম:
✅ আবেদনকারীর ব্যাংক মেসেজ যাচাই করে ব্যাংক স্টেটমেন্ট গ্রহণ করা হবে।
✅ ভিসা ফরমে অবশ্যই নিজের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে।
✅ IVAC গেটে প্রবেশের সময় কর্তৃপক্ষ একটি মেসেজ পাঠাবে, যা প্রদর্শন করতে না পারলে প্রবেশ করা যাবে না।

🔹 ১৮ বছরের নিচে আবেদনকারীদের জন্য:
✅ ১৮ বছরের কম বয়সী আবেদনকারীরা পিতা-মাতার নামে নিবন্ধিত নম্বর ব্যবহার করতে পারবে।

🔹 গুরুত্বপূর্ণ নোট:
❌ ট্যুরিস্ট ভিসা এখনো বন্ধ রয়েছে, নতুন আপডেট এলে জানিয়ে দেওয়া হবে।
💡 ভিসা প্রসেসিং এজেন্সির মাধ্যমে করলে নিশ্চিত করুন যে আপনার নিজ নামে নিবন্ধিত মোবাইল নম্বর ব্যবহার করা হচ্ছে।

📌 সর্বশেষ ও নির্ভরযোগ্য তথ্যের জন্য IVAC অফিসিয়াল ওয়েবসাইট বা নিকটস্থ ভিসা অফিসের সাথে যোগাযোগ করুন।

🔔 ভিসা সংক্রান্ত যেকোনো আপডেট জানতে Fariel tours & Travels পেজে লাইক দিন!

#ভিসা #ট্রাভেল #ইন্ডিয়া

16/02/2025

বিদেশ আসতে হলে দেশ থেকে স্কিল তৈরি করে নিয়ে আসেন।

১/ড্রাইভিং শিখেন,লাইসেন্স নিয়ে
আসেন
২/কম্পিউটার শিখে আসেন
৩/আন্তর্জাতিক ভাষা ইংরেজি শিখেন(কমিউনিকেশন এর জন্য)
৪/যেই দেশে আসবেন সেই দেশের ভাষা সম্পর্কে ধারণা নিয়ে আসেন
৫/রান্নার কাজ পারলে শিখে আসেন
৬/ইলেকট্রনিক, মোবাইল ডিভাইস ইত্যাদির কাজ জানতে পারলে ভালো
৭/গুগল থেকে সব ধরনের তথ্য বের করায় পারদর্শী হওয়ার চেষ্টা করুন।
৮/কমিনিউকেশন কিভাবে সুন্দর করে করতে হয় ভিডিও দেখে শিখে আসুন।
৯/নিজেকে সুন্দরভাবে প্রেজেন্টেশন করার কৌশল শিখুন।
১০/পরিশ্রমের মনমানসিকতা নিয়ে আসুন

10/02/2025

📣আপডেট
ওয়ার্ক পারমিট ভিসার বর্তমান অবস্থা: কোন দেশগুলো বন্ধ, কোন দেশগুলো খোলা

❤️বর্তমানে ওয়ার্ক পারমিট ভিসার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। নিচে দেশগুলোর বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হলো।

যে দেশগুলোতে ওয়ার্ক পারমিট ভিসা বন্ধ রয়েছে:
1. হাঙ্গেরি:
• বর্তমানে বন্ধ রয়েছে।
• তবে ফেব্রুয়ারি মাসে প্রক্রিয়া পুনরায় শুরু হতে পারে।
• মার্চ থেকে সম্পূর্ণ কাজ শুরু হওয়ার আশা রয়েছে।
2. ক্রোয়েশিয়া:
• ভিসা প্রসেসিং আপাতত বন্ধ মনে হচ্ছে।
3. পোল্যান্ড:
• আনুষ্ঠানিকভাবে খোলা থাকলেও বাস্তবে কার্যত বন্ধ।
• প্রধান কারণ:
• ড্র সিস্টেমে ডেট পাওয়া যাচ্ছে না।
• পারমিটের মেয়াদ শেষ হলেও ডেট মিলছে না।
• ইন্ডিয়ান ভিসা সমস্যার কারণে ভিসা ইস্যু হচ্ছে না।
• সব শর্ত পূরণ করেও ভিসা সাফল্যের হার বাংলাদেশিদের জন্য মাত্র ১০%।

✅যে দেশগুলোতে ওয়ার্ক পারমিট ভিসা চালু রয়েছে:

নন-শেনজেন দেশ:
• সার্বিয়া
• মালদোভা
• রাশিয়া
• বসনিয়া
• কসোভো

শেনজেন দেশ:
• ইতালি
• পর্তুগাল
• বুলগেরিয়া
• রোমানিয়া
• স্লোভেনিয়া
• স্লোভাকিয়া

✅✅পরামর্শ ও ভবিষ্যৎ পরিকল্পনা:
• ধৈর্য ধরুন:
ভিসা প্রসেসিং সাময়িকভাবে বন্ধ হলেও, এটি শিগগিরই আবার শুরু হতে পারে।
• নতুন সুযোগের জন্য অপেক্ষা করুন:
যেসব দেশে ওয়ার্ক পারমিট চালু আছে, সেগুলোতে ফোকাস করুন।
• বিশ্বস্ত মাধ্যম ব্যবহার করুন:
প্রতারণা এড়াতে নির্ভরযোগ্য এজেন্সি বা উৎস থেকে তথ্য সংগ্রহ করুন।
• সময় দিন:
কোনো পরিবর্তনের জন্য ধৈর্য ধরুন এবং নিয়মিত আপডেট নিন।

বর্তমান পরিস্থিতি সাময়িক। যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সঠিক তথ্য যাচাই করুন এবং পেশাদার পরামর্শ নিন। নতুন দেশগুলোতে কাজের সুযোগ তৈরি হচ্ছে, তাই ইতিবাচক থাকুন।

26/01/2025

ক্রোয়েশিয়া ভিসার আবেদন: VFS-এ ফাইল জমা দেওয়ার গাইডলাইন

যারা ক্রোয়েশিয়া যাওয়ার জন্য VFS-এ ফাইল জমা দিতে চান, তাদের জন্য বিস্তারিত নির্দেশনা এখানে তুলে ধরা হলো। সঠিক প্রক্রিয়া অনুসরণ করে সহজেই ভিসার জন্য আবেদন করতে পারবেন।

VFS লোকেশন (বাংলাদেশ)

ঢাকা বনানী (হোটেল শেরাটনের বিপরীত পাশে), রোড #১৭, যা কাকলী থেকে গুলশানের রাস্তায় অবস্থিত।

প্রয়োজনীয় ডকুমেন্টস

ফাইল জমা দেওয়ার সময় নিচের ডকুমেন্টগুলো সঙ্গে রাখতে হবে:

1. মূল পাসপোর্ট (১ কপি রঙিন ফটোকপি)।

2. ছবি: ২ কপি (৩৫×৪৫ মিমি)।

3. অ্যাপয়েন্টমেন্ট ডেট কপি।

4. এপ্লিকেশন ফরম কপি।

5. ওয়ার্ক পারমিট কপি।

6. কোম্পানির হাউজ (আকোমোডেশন) কপি।

7. গ্যারান্টি লেটার।

8. ইনস্যুরেন্স কপি।

9. টিকেট রিজার্ভেশন কপি।

10. টিটি (ভিসা ফি)।

11. পুলিশ ক্লিয়ারেন্সের লিগ্যালাইজড রঙিন ফটোকপি।

VFS ফি

VFS Global সার্ভিস ফি: ১১,৪৪০/- টাকা।

ইন্টারভিউ প্রক্রিয়া

ইন্টারভিউতে ভয়ের কোনো কারণ নেই।

আপনার জমা দেওয়া ডকুমেন্টস অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।

কোনো প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন হবে না।

ক্রোয়েশিয়া ভিসার আবেদন লিংক

VFS Global: Croatia Visa https://visa.vfsglobal.com/

উপসংহার

ক্রোয়েশিয়া ভিসার আবেদন প্রক্রিয়াটি সঠিকভাবে সম্পন্ন করতে হলে সব ডকুমেন্টস সঠিকভাবে প্রস্তুত রাখতে হবে। নির্দেশনা অনুযায়ী কাজ করলে সহজেই আপনার আবেদন জমা দিতে পারবেন।

আরও জানতে VFS Global-এর ওয়েবসাইট ভিজিট করুন বা VFS অফিসে সরাসরি যোগাযোগ করুন।

VFS Global

26/01/2025

সার্বিয়া আসুন সহজ উপায়ে: ভিসার পরে টাকা দিন!

বাংলাদেশ থেকে সরাসরি সার্বিয়া যাওয়ার উপায়

সার্বিয়ার ভিসা এখন বাংলাদেশের নাগরিকদের জন্য বেশ সহজলভ্য। সঠিক গাইডলাইন অনুসরণ করে আপনি নিজেই ভিসার আবেদন করতে পারবেন এবং সফলভাবে সার্বিয়া যেতে পারবেন। এই প্রক্রিয়াটি "ভিসার পরে টাকা" ভিত্তিতে সম্পন্ন করা যায়, অর্থাৎ আপনার ভিসা নিশ্চিত হওয়ার পরেই খরচ পরিশোধ করবেন।

সার্বিয়ার ভিসার ধরণ

1. ট্যুরিস্ট ভিসা (C ভিসা): ৯০ দিনের জন্য বৈধ।

2. ওয়ার্ক ভিসা: চাকরির জন্য আবেদন করে কাজের অনুমতি।

3. স্টুডেন্ট ভিসা: পড়াশোনার উদ্দেশ্যে।

প্রয়োজনীয় নথি

1. পূরণকৃত ভিসা আবেদন ফর্ম।

2. বৈধ পাসপোর্ট (অন্তত ৬ মাসের মেয়াদ)।

3. সাম্প্রতিক ছবি (পাসপোর্ট সাইজ)।

4. ফ্লাইট রিজার্ভেশন (টিকিট নিশ্চিতের প্রয়োজন নেই)।

5. হোটেল বুকিং অথবা আমন্ত্রণপত্র।

6. ব্যাংক স্টেটমেন্ট (অর্থনৈতিক স্থিতিশীলতার প্রমাণ)।

7. ভিসা ফি: সার্বিয়ান দূতাবাসের নির্দেশ অনুযায়ী।

ভিসা আবেদন প্রক্রিয়া

1. অনলাইনে আবেদন ফর্ম পূরণ করুন:
সার্বিয়ান দূতাবাসের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম পূরণ করুন।

2. প্রয়োজনীয় নথি জমা দিন:
ঢাকার সার্বিয়ান দূতাবাসে নথি জমা দিন।

3. ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিন:
দূতাবাসে ইন্টারভিউয়ের সময় আত্মবিশ্বাসী থাকুন।

4. ভিসা অনুমোদনের অপেক্ষা করুন:
সাধারণত ১৫-২০ কার্যদিবসের মধ্যে সিদ্ধান্ত জানা যায়।

খরচ এবং পেমেন্ট প্রক্রিয়া

ভিসার পরে টাকা পদ্ধতি: ভিসা পাওয়ার পরই সমস্ত খরচ পরিশোধ করবেন।

সম্পূর্ণ খরচ (ফ্লাইট, ভিসা ফি, প্রয়োজনীয় নথি তৈরি) আনুমানিক ১.৫-২ লক্ষ টাকার মধ্যে।

সার্বিয়ায় সফলভাবে কাজ পাওয়ার উপায়

1. স্থানীয় এজেন্সির মাধ্যমে কাজের সন্ধান করুন।

2. ওয়ার্ক পারমিট নিশ্চিত করুন।

3. যে কোনো প্রতারণা এড়াতে সরকারিভাবে অনুমোদিত নিয়োগদাতাদের সঙ্গে যোগাযোগ করুন।

গুরুত্বপূর্ণ লিংকসমূহ

সার্বিয়া ভিসা ফর্ম: Serbia Visa Form http://www.mfa.gov.rs

দূতাবাসের তথ্য: Serbian Embassy in Dhaka https://www.embassy-worldwide.com/embassy/serbian-embassy-in-bangladesh

ওয়ার্ক ভিসার সুযোগ: Serbia Work Permit Guide http://www.serbia.gov.rs

শেষ কথা

সার্বিয়া যেতে চাইলে সঠিক তথ্য ও নির্দেশনা মেনে চলুন। নিজে নিজেই ভিসা আবেদন করে খরচ কমান। ভিসার পরে টাকা পরিশোধের এই পদ্ধতি আপনাকে ঝুঁকিমুক্তভাবে এগিয়ে যেতে সাহায্য করবে।

আজই সিদ্ধান্ত নিন এবং আপনার স্বপ্নপূরণের যাত্রা শুরু করুন!

25/01/2025

🇭🇷 যারা ক্রোয়েশিয়া ফাইল VFS জমা দিবেন তাদের জন্য কিছু কথাঃ

🇭🇷 লোকেশনঃ
ঢাকা বনানী ( হোটেল শেরাটনের বিপরীত বিল্ডিং), রোড #১৭, যা কাকলী টু গুলশান রোডে অবস্থিত।
🇭🇷 যে সকল ডকুমেন্টস সাথে রাখা প্রয়োজনঃ
▪️ মূল পাসপোর্ট ( ১ কপি কালার ফটোকপি)
▪️ ছবি ২ কপি (৩৫×৪৫)
▪️ এ্যাপয়েন্টমেন্টডেট কপি
▪️ এপ্লিকেশন কপি
▪️ ওয়ার্ক পারমিট কপি
▪️ কোম্পানির হাউজ ( accommodation) কপি
▪️ গ্যারান্টি লেটার
▪️ ইন্সুইরেন্স কপি
▪️ টিকেট রিজার্ভেশন কপি
▪️ টিটি ( ভিসা ফি)
▪️ পুলিশ ক্লিয়ারেন্স লিগ্যালাইজেশন কালার ফটোকপি
🇭🇷 VFS Global service ফি -১১,৪৪০/-টাকা

🇭🇷 ইন্টারভিউঃ ভয়ের কোন কারণ নেই। কোন প্রকার প্রশ্নের উত্তর দিতে হবে না। যা হবে তা আপনার ডকুমেন্টস অনুযায়ী সিদ্ধান্ত।

24/01/2025

অনেকের কাছেই আমরা শুনে থাকি, আমেরিকায় যাওয়া খুবই কঠিন, এমনকি সহজে ভিসা পাওয়া যায় না! 🤔
👉 আসলে বাস্তবতা হলো আমেরিকার ৫ (পাঁচ) বছরের মাল্টিপল এন্ট্রি ট্যুরিস্ট ভিসা (B1-B2) বাংলাদেশ থেকে পাওয়া খুবই সহজ, যদি আপনি সঠিক পন্থায় এবং সঠিক প্রতিষ্ঠানের মাধ্যমে ভিসা প্রসেসিং করেন! 🇺🇸🇺🇸🇺🇸
✨ আমরা অনেকেই আমেরিকার ভিসার জন্য আবেদন করতে ভয় পাই, কারণ আমরা মনে করে থাকি অন্য সব উন্নত দেশগুলোর মতো ট্যুরিস্ট ভিসা প্রসেসিং এর সময় অনেক ডকুমেন্টস সাবমিট করতে হয়, পূর্বেই বায়োমেট্রিক্স নেয়া হয় এবং পরে ইন্টারভিউ এর মাধ্যমে ভিসা ইস্যু অথবা রিফিউস করা হয়।
কিন্তু আমেরিকান ট্যুরিস্ট ভিসার (B1-B2) ক্ষেত্রে পদ্ধতিটি সম্পূর্ণই ভিন্ন এবং সহজ! 💖
এই ভিসা পাওয়ার জন্য অনেক বেশী কাগজপত্র দরকার নেই! এমনকি আপনার ব্যাংক স্টেটমেন্ট বা এসেট ভ্যালুয়েশনও চাইবে না! এছাড়াও আপনার যদি একাধিক দেশ ভিজিট করা থাকে তাহলে সেটা নিঃস্বন্দেহে ভিসা পাওয়ার ক্ষেত্রে একটা সহায়ক ভূমিকা পালন করবে, কিন্তু এর অর্থ এই নয় যে বিভিন্ন দেশ ভিজিট করা থাকলেই আপনি আমেরিকার ভিসা পেয়ে যাবেন। 🇺🇸 🗽
✅ আপনার যদি সঠিক কৌশল জানা থাকে তাহলে সাদা পাসপোর্টেও সহজেই আপনি আমেরিকার ভিসা পেতে পারেন!🇺🇸💖
🗽 আমেরিকান ট্যুরিস্ট ভিসার প্রথম দুইটি ধাপ হলোঃ
১। সিজিআই প্রোফাইল তৈরি করা।
২। ভিসা ফি এর রিসিপ্ট প্রিন্ট আউট করে ইস্টার্ন ব্যাংকের (EBL) যে কোনো ব্রাঞ্চে অফলাইনে জমা দেওয়া |আর আপনার যদি (EBL) ব্যাংকে একাউন্ট থাকে তাহলে (EBL) ব্যাংকের APP-এর মাধ্যমে অনলাইন-এ ভিসা ফি জমা দিতে পারবেন।
✨ বর্তমানে জনপ্রতি ভিসা ফি হচ্ছে $১৮৫ ডলার যা বর্তমান বাজারের ডলার মূল্য অনুযায়ী হচ্ছে ২১,০৯০ টাকা। 💵
✅ আমেরিকান মাল্টিপল এন্ট্রি ট্যুরিস্ট ভিসা বাংলাদেশ থেকে সাধারণত ৫ বছরের জন্য দেওয়া হয় এবং এই ভিসাটি মূলতো ২টি গুরুত্বপূর্ণ বিষয় এর উপর ভিত্তি করে হয়ে থাকে।
✨ প্রথমত : DS-160: Online Nonimmigrant এপ্লিকেশন ফর্ম এর উপর।
✨ দ্বিতীয়ত : ভিসা অফিসারের সাথে একটি শর্ট ইন্টারভিউ এর উপর।
✅ DS -160 ফর্ম কেন গুরুত্বপূর্ণ ?
- যেহেতু আমেরিকান ট্যুরিস্ট ভিসা ব্যক্তিগত তথ্য ও ইন্টারভিউ ভিত্তিক, তাই DS-160 ফর্মে সকল ব্যক্তিগত ও পারিবারিক তথ্য নির্ভুল ও সঠিকভাবে প্রদান করতে হয়। একটা বিষয় মনে রাখবেন, সঠিকভাবে DS-160 এপ্লিকেশন ফর্মটি পূরণ করলে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা ৭০% নিশ্চিত হয়ে যাবে।
✅ ভিসা অফিসারের সাথে ইন্টারভিউ কেমন হবে?
- ভিসা অফিসারদের বেশিরভাগ প্রশ্ন আপনাদের দেওয়া DS-160 ফর্ম এর উপর ভিত্তি করেই হয়ে থাকে। ইন্টারভিউয়ের উপর মূলত বাকী ৩০% সম্ভবনা নির্ভর করে। এছাড়া সাক্ষাৎকারের সময়কাল মূলত ২-৩ মিনিটের হয়ে থাকে (কারো কারো ক্ষেত্রে ৫-১০ মিনিট পর্যন্ত দীর্ঘ হয়)। এই অল্প সময়ে ভিসা অফিসারগণ মূলত আপনাদের সাইকোলজিকালি পরীক্ষা করে। আপনার বডি ল্যাঙ্গুয়েজ, বাচনভঙ্গি, ড্রেস আপ থেকে শুরু করে আপনি কিভাবে কনসুলার অফিসারদের প্রতিটি প্রশ্নের সু-ব্যাখ্যা সংক্ষেপে দিতে পারছেন সবকিছুর উপর বিবেচনা করে তারা তাৎক্ষণিকভাবে একটি সিদ্ধান্ত নেয়। এছাড়াও আপনি কেন আমেরিকা যাবেন তার সুনির্দিষ্ট কারণ দেখাতে হবে। ইন্টারভিউ এর সময় ভিসা অফিসারদের বুঝাতে হবে যে, আপনার আমেরিকা যাওয়ার সুনির্দিষ্ট কারণ আছে এবং আপনি আমেরিকায় যাবেন এবং নির্ধারিত সময়ের মধ্যে ফিরে আসবেন, তাহলেই আপনার ভিসা হবে।
✅ তাই, আপনি যখন আমেরিকার ট্যুরিস্ট ভিসার (B1+B2) জন্য আবেদন করবেন, তখন অবশ্যই আপনার DS-160 ফর্মটি কোন দক্ষ এবং অভিজ্ঞ হাতে পূরণ করতে হবে। কেননা, DS-160 ফর্ম সঠিকভাবে পূরণ করতে না পারলে এটি শুধুমাত্র আপনার রিফিউজ এর কারণই হবেনা, বরং পরবর্তীতে আবেদন করার সময়েও জটিলতা সৃষ্টি করবে।

For more information
whatsup
01552312247

যারা থাইল্যান্ডের ই-ভিসার জন্য আবেদন ঘরে বসেই করতে চান তাদের জন্য নিচে পুরো প্রক্রিয়াটি ব্যাখ্যা করা হলো:  প্রথম ধাপ:প্...
20/01/2025

যারা থাইল্যান্ডের ই-ভিসার জন্য আবেদন ঘরে বসেই করতে চান তাদের জন্য নিচে পুরো প্রক্রিয়াটি ব্যাখ্যা করা হলো:

প্রথম ধাপ:
প্রথমে আপনাকে নীচের এই ওয়েবসাইট তে ভিজিট করতে হবে:
[https://www.thaievisa.go.th](https://www.thaievisa.go.th)

১. এখান থেকেই আপনাকে রেজিস্ট্রেশন এবং আবেদন সম্পুর্ণ করতে হবে।

২. একটি অ্যাকাউন্ট তৈরি করুন:
- একটি অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ ১০ জনের আবেদন জমা দেওয়া যাবে।
- পাসপোর্ট বায়োডাটা পেজ এবং ছবি আপলোড করুন (jpg File 3 MB এর মধ্যে হতে হবে)।
- পাসপোর্ট থেকে তথ্য স্বয়ংক্রিয়ভাবে ফর্মে আসবে। এর পরেও তথ্য সঠিকভাবে যাচাই করে নিবেন।

৩. তথ্য এবং ডকুমেন্টস আপলোড করুন:
- প্রয়োজনীয় ডকুমেন্টস যেমন ব্যাঙ্ক স্টেটমেন্ট বা বর্তমান অবস্থানের প্রমাণ আপলোড করুন।

৪. ভিসার ধরন নির্বাচন করুন:
ভিসা ফি (টাকা):
- ট্যুরিস্ট ভিসা (সিঙ্গেল এন্ট্রি): 3,500
- ট্যুরিস্ট ভিসা (মাল্টিপল এন্ট্রি): 17,000
আপনি যদি অন্য ধরণের ভিসার আবেদন করতে চান যেমন মেডিকেল / বিজনেস ইত্যাদি তবে সেখানেই অর্থাৎ অন্যান্য সেই সকল ভিসার বিস্তারিত ফি ও তথ্য ওয়েবসাইটে পাবেন।

৫. এম্বেসি নির্বাচন করুন:
- বাংলাদেশ থেকে আবেদনকারীরা শুধুমাত্র ঢাকার রয়্যাল থাই এম্বেসির মাধ্যমে আবেদন করতে পারবেন।

২য় ধাপ: পেমেন্ট প্রক্রিয়া
১. পেমেন্ট ইনফো সামারি (P*S) শীট:
- আবেদন জমা দেওয়ার পর QR কোড এবং রেফারেন্স নাম্বার সম্বলিত একটি শীট পাবেন।

২. পেমেন্ট করুন: [Commercial Bank of Ceylon](https://www.combank.net.bd/thaievisa)-এর ওয়েবসাইটে যান।
- ভিসা ফি জমা দেওয়ার পর P*S শীটটি পেমেন্ট প্ল্যাটফর্মে আপলোড করুন।
- পেমেন্ট নিশ্চিত হলে ই-রিসিপ্ট ই- মেইলে পাঠানো হবে।

৩য় ধাপ: ভিসা অনুমোদন
১. প্রসেসিং সময়:
- আবেদন প্রক্রিয়ার জন্য মিনিমাম ১০ কার্যদিবস সময় লাগবে।
- এম্বাসি প্রয়োজন মনে করলে অতিরিক্ত ডকুমেন্ট চাইতে হতে পারে।

২. ই-ভিসা গ্রহণ:
- যদি আবেদন এপ্রোভাল হয় তবে ই- মেইলের মাধ্যমে অনুমোদিত ভিসা পেয়ে যাবেন।
- ই-ভিসা প্রিন্ট করে থাই ইমিগ্রেশনে দেখান।

আবেদন পত্র সম্পুর্ণ হলো কিনা তা নিশ্চিত হতে পারবেন।

কী প্রাপ্তি ও সময়সূচি (পয়েন্ট আকারে)

★রেজিস্ট্রেশন:
- অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড পাবেন।

★আবেদন জমা দেওয়ার পর:
- P*S শীট (QR কোড এবং পেমেন্ট তথ্য সহ) পাবেন।
★পেমেন্টের পর: ই-রিসিপ্ট
★অনুমোদনের পর:
- ই-ভিসা / অতিরিক্ত তথ্যের অনুরোধ / আবেদন প্রত্যাখ্যান সংক্রান্ত ই-মেইল পাবেন।
সহজেই আবেদন করুন, নিরাপদে ভ্রমন করুন থাইল্যান্ড।

The Thailand eVisa is a convenient electronic visa that enables travelers to apply for entry into Thailand online, eliminating the need for in-person visits to a Thai embassy or consulate. This streamlined process is designed to simplify visa applications and significantly reduce processing times.Ap...

Address

Wari

Telephone

+8801552312247

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fariel Tours And Travel Ltd. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Fariel Tours And Travel Ltd.:

Share

Category