
20/08/2025
আপনি হারাম শরীফে যাচ্ছেন উমরাহ করার জন্য! সাবধান থাকবেন?
আল্লাহর পবিত্র জায়গাতেও বহু মানুষ সামান্য ভুলে বিপদে পড়ে।
প্রথমে একটা কষ্টদায়ক গল্প শুনিয়ে বিস্তারিত জানাচ্ছি!
ঘটনা গত বছরের,বিন মিশাল ট্রাভেলসের ঢাকা অফিস থেকে আগত একজন হাজী এখনো জেলে আছে।
তার অপরাধ গুরুতর কিছু মনে না হলেও প্রমানের কারনে গুরুতর হয়ে দাঁড়ায়,৮ মাসের জেলও হয়েছিল।
তার অপরাধ তিনি এক তাজাকিস্তানের মহিলাকে ধাক্কা মারে,যেটা উমরাহ করতে গেলে প্রায়ই হয়ে থাকে,কেউ ইচ্ছাকৃত অথবা কেউ অনিচ্ছাকৃত দিয়ে থাকে।
তার ধাক্কাটা ওই মহিলা সাধারণভাবে নেয়নি,পুলিশের নিকট অভিযোগ করার পর পুলিশ হাজী সাহেবকে থানায় সোপর্দ করে,কিছুদিন পর আদালতে তুললে আদালত উনাকে ৮ মাসের সাজা দেয়।
যেহুতু মহিলার অভিযোগ,এটা অনেকটা গুরুতর।
হাজী সাহেব ধাক্কার কথা বলেলেও হয়তো মহিলা অন্য কিছু অভিযোগ করেছে।
এমন বহু মানুষ বহু কারনে আটক হয়,আল হারামের নিরাপত্তার জন্য সৌদি প্রশাসন অত্যন্ত কঠোর,তাই উমরাহ করার সময় যথেষ্ট সতর্ক থাকা উচিত।
গত বছর আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম খেয়াল আছে,লোকটা শুধু কারো একটা মানিব্যাগ নীচে পড়া ছিল,সেটা তোলার অপরাধে আটক হয়।
এখনো সে মামলা তার বিরুদ্ধে চলছে,পবিত্র কাবা চত্তরে তাওয়াফের সময় সচেতন হবেন।
নীম্মে দেওয়া বিষয়গুলো মেনে চললে ইনশা আল্লাহ বিপদে পড়বেন না।
১- হারাম শরীফে কারো কিছু পড়ে থাকলে সেটা উঠাবেন না,আল হারাম শরীফে হাজার হাজার ক্যামেরার চোখ ফাঁকি দেওয়া অসম্ভব,বিপদ বলে কয়ে আসে না।
২- মানবতা দেখিয়ে অন্যের হুইল চেয়ার ঠেলতে যাবেন না,হুইল চেয়ার টানার জন্য আলাদা লাইসেন্স করা লোক আছে।
আপনার বাবা,মা হলে অন্য বিষয়,অন্য কারো ক্ষেত্রে সমস্যা হতে পারে।
৩- হারাম শরীফের ভিতরে প্রবেশের সময় ভারী কোন ব্যাগ নিয়ে যাবেন না,অযথা চেকের মধ্যে পড়তে পারেন।
৪-আল হারামের আশেপাশের সেলুনের সামনে বসে থাকবেন না,সেলুনের দা*লাল বলে আটক করে নিয়ে যেতে পারে।
৫- হাজীদের বাসের পাশে দাঁড়িয়ে থাকবেন না,হামলা করেন এমন অপরাধে আটক করে নিয়ে যেতে পারে।
আমার আপন ভাগ্নির জামাইকে একই অপরাধে দেশে পাঠিয়ে দিয়েছে।
৬- আল হারাম শরীফে কোন ব্যাক্তি বা দেশের ছবি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকা,ছবি তোলা,কোন রাজনৈতিক ব্যাক্তির প্রচার করা জঘন্য অপরাধ।
আর কোন পরামর্শ থাকলেও আপনিও কমেন্টে দিতে পারেন।
আমার অভিজ্ঞতা থেকেই তথ্যগুলো দিয়েছি,দীর্ঘ ৮ বছর মক্কায় টেক্সি চালানোর সময় এই ধরনের অনেক ঘটনা চোখে পড়েছে।
ভালো লাগলে শেয়ার করবেন! বিন মিশালের সাথে থাকবেন।