FLY ON TRAVELS

FLY ON TRAVELS এয়ার টিকেটিং, হোটেল বুকিং, ভিসা প্রসেসিং, ট্যুর প্যাকেজ, হেলিকপ্টার সার্ভিস।

01/06/2024
আলহামদুলিল্লাহ। আরও ৬ টি রোমানিয়ার ভিসা ডেলিভারি পেয়ে এয়ার টিকিট ও ম্যান পাওয়ার সহ ফ্লাইট এর জন্য প্রস্তুত করা হলো। যারা...
12/10/2023

আলহামদুলিল্লাহ।
আরও ৬ টি রোমানিয়ার ভিসা ডেলিভারি পেয়ে এয়ার টিকিট ও ম্যান পাওয়ার সহ ফ্লাইট এর জন্য প্রস্তুত করা হলো।
যারা ধৈর্য ধরে আমাদের সাথে ছিলেন আছেন থাকবেন তাদের উত্তম প্রতিদান অবশ্যই আমরা দিব। মহান আল্লাহ তা'আলা সবার রিজিকের রাস্তা প্রশস্ত করে দেক, আমিন।
ফ্লাই অন ট্রাভেলসের সাথে থাকার জন্য ধন্যবাদ।

আলহামদুলিল্লাহ। আমাদের আরও ৯ টি রোমানিয়ার ভিসা ডেলিভারি পেয়ে আগের ১১ জন সহ ২০ জনের ম্যানপাওয়ার ও এয়ার টিকেট  দিয়ে ফ্লাইট...
05/10/2023

আলহামদুলিল্লাহ।
আমাদের আরও ৯ টি রোমানিয়ার ভিসা ডেলিভারি পেয়ে আগের ১১ জন সহ ২০ জনের ম্যানপাওয়ার ও এয়ার টিকেট দিয়ে ফ্লাইট এর জন্য প্রস্তুত করা হয়েছে।
ধৈর্য ধরে ফ্লাই অন ট্রাভেলস এর সাথে থাকার জন্য ধন্যবাদ।

আলহামদুলিল্লাহ।তোমরা ধৈর্য ধারণ করো, ধৈর্যের প্রতিযোগিতা করো এবং যুদ্ধের জন্য প্রস্তুত থাকো। আল্লাহকে ভয় করো, যাতে তোমর...
21/09/2023

আলহামদুলিল্লাহ।

তোমরা ধৈর্য ধারণ করো, ধৈর্যের প্রতিযোগিতা করো এবং যুদ্ধের জন্য প্রস্তুত থাকো। আল্লাহকে ভয় করো, যাতে তোমরা সফলকাম হতে পারো। (পারা: ৪, সূরা-৩ আলে ইমরান, আয়াত: ২০০)। ধৈর্য ধারণকারীর সাফল্য সুনিশ্চিত, কারণ আল্লাহ তাআলা ধৈর্য ধারণকারীর সঙ্গে থাকেন; আর আল্লাহ রাব্বুল আলামিন যার সঙ্গে থাকবেন, তার সফলতা অবধারিত।

এতদিন ধৈর্য ধরে ফ্লাই অন ট্রাভেলসের সাথে থাকার জন্য ধন্যবাদ।

**আগামী ৭ই অক্টোবর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধনের মধ্য দিয়ে আরো একধাপ এগিয়ে যাবে...
14/09/2023

**আগামী ৭ই অক্টোবর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধনের মধ্য দিয়ে আরো একধাপ এগিয়ে যাবে বাংলাদেশ।
এরি মধ্যে তৃতীয় টার্মিনালকে কেন্দ্র করে ঢাকা থেকে বিশ্বের ৩১ টি নতুন এয়ারলাইন্স তাদের ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে ।
1. Lufthansa Airlines ( Germany)
2. ITA Airways ( Italy)
3. Swiss Air ( Switzerland)
4. virgin Atlantic ( UK)
5. British Airline ( UK)
6.American Airlines ( USA)
7. Cyprus Air ( Cyprus)
8. Finn Air ( Finland)
9. Royal Brunei Air ( Brunei)
10. Japan Airlines ( Japan)
11. Korean Air ( South Korea)
12. Azur Air ( Russia)
13.Air Canada ( Canada)
14. ANA air ( Japan)
15.Qantas Airlines ( Australia)
16. Spirit of Australia Airlines ( Australia)
17.Air France ( France)
18. United Air ( USA)
20.Alaska Air ( Alaska)
European Airlines list
21. Wiss air ( Hungary)
22.KLM ( Netherlands)
23.Pegasus Airlines
24. Eurowings Airlines
25.EsyJet
26.LOT polish Airlines ( Poland)
27.Danish Air ( Denmark)
28. Greece Air ( Greece)
29. Austrian Airlines ( Austria)
30. TAROM Air ( Romania)
31.SAS Airlines ( Sweden)
বিশ্বের সকল বিমানের মিলনমেলায় পরিনত হবে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর।

💥 থাইল্যান্ড ভিসা নিয়ে সতর্কীকরণ 😔বরাবরই থাইল্যান্ডের ভিসা নিয়ে আমাদের পেইজে অনেক পোস্ট দেখবেন। একটা সময় থাইল্যান্ডের...
30/08/2023

💥 থাইল্যান্ড ভিসা নিয়ে সতর্কীকরণ 😔

বরাবরই থাইল্যান্ডের ভিসা নিয়ে আমাদের পেইজে অনেক পোস্ট দেখবেন। একটা সময় থাইল্যান্ডের ভিসা পেতে, কোন সমস্যা হতো না। কিন্তুু বর্তমানে থাইল্যান্ডের ভিসা পেতে একটু সমস্যা হচ্ছে। থাইল্যান্ডের এম্বাসির নির্দিষ্ট ওয়েবসাইটে যে ডকুমেন্ট লিস্ট দেওয়া আছে, এগুলা ছাড়াও এম্বাসি চাইলে যেকোন ডকুমেন্ট যে কোন সময় দাবি করতে পারে। ভিসার প্রয়োজন হলে আপনাকে এম্বাসির চাহিদা অনুযায়ী সকল নির্ভুল ডকুমেন্ট দিতে হবে। তা না হলে ভিসা পেতে সমস্যা হতে পারে।

আগে ভিসা পেতে সময় লাগত ৫ থেকে ৭ দিন। আর এখন ভিসা পেতে সময় লাগতেছে ১০ থেকে ১৫ দিন। আমরা অনেকেই আছি যারা কিনা মনে করি এই ডকুমেন্ট ওই ডকুমেন্ট না দিয়েও ভিসা করাতে পারবো, এটা সম্পূর্ণ ভুল। ভিসা পেতে হলে সব ডকুমেন্ট নির্ভুলভাবে জমা দিতে হবে। আর নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে।

আপনার কোন ডকুমেন্ট দেখে যদি, এম্বাসির কাছে মনে হয়, যে ঐ ডকুমেন্টটা অরজিনাল না তার জন্য এম্বাসি চাইলে, আপনার ভিসা না দিয়ে পাসপোর্টে BL দিয়ে দিতে পারে।

🔥 বিঃদ্রঃ Lost passport, BL, VL, WL এসব ফাইল এখন এম্বাসি জমা নিচ্ছে না।

ভিসা সংক্রান্ত যেকোনো তথ্য ও ভিসার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়া এয়ার টিকেট, কাস্টম ট্যুর প্যাকেজ, হোটেল বুকিং এর জন্য ও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

ইতালিতে "FLUSSI"🇮🇹 এর মাধ্যমে আসার আবেদনের সম্ভাব্য "ক্লিক ডে" তারিখ ঘোষনা করা হয়েছে।আগামী বছর ২০২৪ সালে ইতালিতে কর্মী ন...
08/08/2023

ইতালিতে "FLUSSI"🇮🇹 এর মাধ্যমে আসার আবেদনের সম্ভাব্য "ক্লিক ডে" তারিখ ঘোষনা করা হয়েছে।
আগামী বছর ২০২৪ সালে ইতালিতে কর্মী নেয়ার আবেদন শুরু হবে ফেব্রুয়ারি মাসে!
👉 সিজনাল বা এগ্রিকালচার ক্লিক ডে ১২ ফেব্রুয়ারী সকাল ৯ টায় থেকে সম্ভাব্য তারিখ।
👉 নন সিজনাল বা স্পন্সর ক্লিক ডে ৭ ফেব্রুয়ারী সকাল ৯ টা থেকে সম্ভাব্য তারিখ।🇮🇹

এখন থেকে রোমানিয়ার ভিসার জন্য বাংলাদেশিদের দিল্লির (ইন্ডিয়া) দূতাবাসে স্ব-শরীরে  উপস্থিত হয়ে ফিঙ্গার প্রিন্ট ও  বায়োমেট্...
24/05/2023

এখন থেকে রোমানিয়ার ভিসার জন্য বাংলাদেশিদের দিল্লির (ইন্ডিয়া) দূতাবাসে স্ব-শরীরে উপস্থিত হয়ে ফিঙ্গার প্রিন্ট ও বায়োমেট্রিক সহ আবেদনপত্র জমা করতে হবে।

04/04/2023
🇷🇴🇷🇴 রোমানিয়ার কনসুলার অফিসার মিস্টার কশমির জানিয়েছেন 🇷🇴🇧🇩সবাইকে শুভ সন্ধ্যা, আপনারা যারা জানেন না আমি কে, আমি ঢাকায় ...
23/03/2023

🇷🇴🇷🇴 রোমানিয়ার কনসুলার অফিসার মিস্টার কশমির জানিয়েছেন 🇷🇴🇧🇩

সবাইকে শুভ সন্ধ্যা, আপনারা যারা জানেন না আমি কে, আমি ঢাকায় রোমানিয়ান কনস্যুলার দলের সমন্বয়কারী কসমিন উঙ্গুরিয়েনু।
আমি যতটা সম্ভব স্বচ্ছ হতে চাই তাই আমি আপনার সকলের সাথে যোগাযোগ করে, নিয়োগকারী, এজেন্সি এবং প্রার্থীদের সাথে যোগাযোগ করে আমি যেভাবে শুরু করেছি সেভাবেই চালিয়ে যাচ্ছি।
প্রথম সপ্তাহে আমি 120 টিরও বেশি এজেন্টের সাথে অফিসে একটি মিটিং করেছি: আমি বিশেষভাবে বলেছিলাম যে আমরা এখানে ভিসা দিতে এসেছি, প্রত্যাখ্যান নয়, তবে এটি উভয় পক্ষের প্রচেষ্টায় আসে। 2 সপ্তাহ পরে মনে হয় কেউ শোনেনি।
তাই আমি স্পষ্ট করার চেষ্টা করব:
- কোন জাল কাগজপত্র!
- ইংরেজিতে কিছু প্রশ্নের উত্তর দিতে না পারলে ইন্টারভিউতে আসবেন না!
- এমনকি আমাদের অনুবাদক আছে, তারা রোমানিয়ায় প্রার্থীর সাথে যাবে না! প্রার্থীকে জানতে হবে তিনি কোথায় যাচ্ছেন কেন!
- রোমানিয়াতে একটি কোম্পানিকে প্রার্থীকে স্বাগত জানাতে হবে এবং তার ব্যবস্থা করতে হবে। শূন্য কর্মচারী সহ একটি কোম্পানি কাউকে মিটমাট করতে পারে না। আপনি অনলাইনে আপনার রোমানিয়ান কোম্পানির বিবরণ দেখতে পারেন: https://www.listafirme.ro/
- আমাকে বলবেন না আপনি বর্মন যাচ্ছেন এবং একটি ককটেল নাম বলতে পারবেন না!
- জিনিস পরিবর্তন! আমি প্রথম দিন থেকেই এটি আন্ডারলাইন করেছি। আপনার স্বপ্ন ভুয়া এজেন্টদের দ্বারা নষ্ট হতে দেবেন না!
- রোমানিয়ার প্রচুর কর্মী দরকার, পলাতক নয়!
- যারা কাজের অনুমতি নিয়ে জুলাই থেকে অপেক্ষা করছেন এবং ইংরেজি বা রোমানিয়ান ভাষায় 3টি বাক্যাংশ বলতে পারেন না তারা গুরুতর প্রার্থী নন!

সংস্থার জন্য! আমি আন্ডারলাইন করেছি যে সিরিয়াস কোম্পানির বিভিন্ন স্লট থাকবে কারণ আমি এখানে ভিসা দিতে এসেছি।
তবে আমি তাদের প্রাপ্য প্রমাণ করার জন্য সবার জন্য অ্যাপয়েন্টমেন্ট করব।
আজ 4টি এজেন্সির 75 জন, জুন পারমিট নিয়ে ইন্টারভিউতে হাজির হননি! ওই ৩টি এজেন্সি আমাদের সঙ্গে অন্য কোনো অ্যাপয়েন্টমেন্ট পাবে না।
আমাদের কাজকে সম্মান করুন এবং বাংলাদেশের জনগণকে সম্মান করুন যারা একটি স্বপ্নের জন্য বিপুল অর্থ প্রদান করছে! তাদের সাহায্য করুন রোমানিয়ায় কাজ করতে যেতে, সেখানে গিয়ে দৌড়াতে নয়!
অযোগ্য শ্রমিকের জন্য 550 USD এর আবাসন এবং খাবারের বেতন যথেষ্ট বেশি!

Sursă de baze de date conţinând firme româneşti ce activează în diferite domenii. Informaţii de contact, financiare, procese, datorii, apartenenţă la grupuri.

Address

Dhaka

Opening Hours

Monday 10:00 - 18:00
Tuesday 10:00 - 18:00
Wednesday 10:00 - 18:00
Thursday 10:00 - 18:00
Saturday 10:00 - 17:00
Sunday 10:00 - 18:00

Telephone

+8801735414748

Website

Alerts

Be the first to know and let us send you an email when FLY ON TRAVELS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to FLY ON TRAVELS:

Share

Category