মক্কা মদিনার পথে

মক্কা মদিনার পথে আল্লাহর মেহমানদের মক্কা ও মদিনায় সর্বোচ্চ সেবা দানে আমরা প্রতিজ্ঞাবদ্ধ

08/12/2024
08/12/2024
26/10/2024

ওমরা করুন
সাথে থাকবেন শায়খ আবুল খায়ের আল সদর। ইনশাআল্লাহ
 সুযোগ সুবিধা:-
@. ভিসা এবং টিকেটের যাবতীয় কাজ কর্তৃপক্ষ বহন করবে।
@. মক্কা-মদিনার গুরুত্বপূর্ণ স্থানসমূহ সফর করা । ( তবে তায়েফ এবং বদর যেতে চাইলে নিজ খরচে যেতে হবে । গাড়ির ব্যবস্থাসহ যাবতীয় সহযোগিতা কর্তৃপক্ষ করে দিবে)
@ পরিবেশ বান্ধব এবং আরামদায়ক মসজিদে হারাম থেকে কাছাকাছি দূরত্বে হোটেল।
@. রিয়াজুল জান্নাতে প্রবেশের নিশ্চয়তা
♦সময়কাল: ১৪ দিন
🏠 শেয়ারিং রুম।
✅রিটার্ন এয়ার টিকিট
✅ পুরুষ ও মহিলাদের আলাদা রুম।
এছাড়া ব্যক্তিগতভাবে রুম নিলে দৈনিক হিসেবে অতিরিক্ত খরচ যুক্ত হবে।)
✅সকল ট্রান্সপোর্টঃ 🚎
জেদ্দা থেকে মক্কা , মক্কা থেকে মদিনা, এবং মদিনা থেকে এয়ারপোর্টে ট্রান্সপোর্ট (মার্সিডিজ বেঞ্জ এসি বাস)
✅ মক্কা জিয়ারার স্পটসমূহ :
🚌 নবীজির বাড়ী
🚌 জাবালে সাওর
🚌 হেরা গুহা
🚌 আরাফার ময়দান
🚌 মিনা
🚌 মুজদালিফা
🚌 মাক্ববারা মা'আলা
🚌 জিন মসজিদ

✅ মদিনা মনোয়ারা জিয়ারার
স্পটগুলো :
🚌 রিয়াজুল জান্নাহ
🚌 বাকীউল গারকাদ
🚌 খন্দকের ময়দান
🚌 উহুদ পাহাড়
🚌 মাকবারায়ে শোহাদায়ে উহুদ
🚌 মসজিদে কিবলাতাইন
🚌 মসজিদে কুবা।
🚌 মসজিদে বেলাল রাযি.
🚌 মসজিদে আবু বকর রাযি.
🚌 মসজিদে গমামাহ

⭕ বাড়তি সুবিধা:
এক সফরে একের অধিক উমরা করার সুযোগ রয়েছে। এছাড়াও তায়েফ
জিরানা, জেদ্দাহ লোহিত সাগর, হুদাইবিয়া, বদর প্রান্তর, আরব সাগর ইত্যাদি যায়গায় যাওয়ার ব্যবস্থা করে দেয়া যাবে। তবে নিজেদের খরচে যেতে হবে।

⭕ যা যা অন্তর্ভুক্ত নয়:
ব্যক্তিগত হাত খরচ ও প্যাকেজে খাবার মূল্য অন্তর্ভুক্ত নাই। কেউ খাবার নিতে চাইলে ৩ বেলা খাবার নিতে পারেন। বিশেষ করে ✅ বাংলাদেশী খাবার। সে জন্য প্যাকেজের সাথে ১০০০০ টাকা যোগ করতে হবে। এছাড়া বিমান বন্দর ও পথের খাবার অবশ্য নিজ নিজ দায়িত্বে খেতে হবে। তবে বিমান কর্তৃপক্ষ মানসম্মত খাবার পরিবেশন করেন।

📢 সু-সংবাদ:
২০২৫সালের হজ্জের প্রাক নিবন্ধন চলছে..... নিবন্ধন ফি - ৩০০০০
🔴ওমরার জন্য বুকিং দিতে/ পরামর্শের জন্য যোগাযোগ করুন.
☎ মোবাইল নম্বর
+8801889967677 (ইউসুফ)
(হোয়াটসঅ্যাপ)
🏢ঠিকানাঃ
ঢাকার ঠিকানাঃ
৩৭/২ প্রিতম জামান টাওয়ার, ৮ তলা
পুরানা পল্টন, ঢাকা-১০০০

সর্বমোট প্যাকেজ মূল্য
ডাইরেক্ট ফ্লাইট (এক লক্ষ ৩৫ হাজার টাকা)

ট্রানজিট ফ্লাইট এক লক্ষ ২৫ হাজার টাকা।
@ খাবার ছাড়া
ডাইরেক্ট ফ্লাইট
(১২৫০০০)
ট্রানজিট ফ্লাইট
(১১৫০০০)
@ যত বেলা খাবেন নিজের এই বিল দিবে।

𝗨𝗺𝗿𝗮𝗵 ওমরাহ স্পেশাল অফারওমরাহ করার জন্য যারা আগ্রহ নিয়ে বসে আছেন আপনাদের জন্য বিশেষ সুযোগ।লক্ষাধিক টাকা খরচ করে যাওয়া আস...
04/09/2024

𝗨𝗺𝗿𝗮𝗵
ওমরাহ স্পেশাল অফার

ওমরাহ করার জন্য যারা আগ্রহ নিয়ে বসে আছেন আপনাদের জন্য বিশেষ সুযোগ।

লক্ষাধিক টাকা খরচ করে যাওয়া আসার নাম ওমরা নয় । প্রত্যেকের উচিত কাফেলার মুয়াল্লিম এবং গাইড লাইন সম্পর্কে ভালো করে খোঁজখবর নেয়া । না হয় আপনার ওমরাটা শুধুমাত্র ভ্রমণই হবে । তাই আপনাদের জন্য অপূ্র্ব এক সুযোগ নিয়ে আসছে শাইখ আবুল খায়ের আল সদর এর সাথে পবিত্র মক্কা-মদিনায় হজ ও উমরার সাথী হওয়া । তিনিসহ মদিনা বিশ্ববিদ্যালয় এ অধ্যায়ন করা এক ঝাক ইসলামিক স্কলার দ্বারা পরিচালিত । তাই আর দেরি না করে বুকিং করুন।

 সুযোগ সুবিধা:-
১. ভিসা এবং টিকেটের যাবতীয় কাজ কর্তৃপক্ষ বহন করবে ।
২. মক্কা-মদিনার গুরুত্বপূর্ণ স্থানসমূহ সফর করা । ( তবে তায়েফ এবং বদর যেতে চাইলে নিজ খরচে যেতে হবে । গাড়ির ব্যবস্থাসহ যাবতীয় সহযোগিতা কর্তৃপক্ষ করে দিবে)
৩. পরিবেশ বান্ধব এবং আরামদায়ক মসজিদে হারাম থেকে কাছাকাছি দূরত্বে হোটেল।
৪. স্বাস্থ্যকর বাঙ্গালী তিন বেলা খাবারের ব্যবস্থা রয়েছে ।
৫. ওমরা প্যাকেজ জনপ্রতি ১,২০০০০ ( এক লক্ষ বিশ হাজার ) অবস্থাভেদে পরিবর্তন হতে পারে ।
৬. রিয়াজুল জান্নাতে প্রবেশের নিশ্চয়তা ইনশাআল্লাহ
প্রত্যেক সপ্তাহেই আমাদের প্যাকেজ রয়েছে আলহামদুলিল্লাহ।

🔴 প্যাকেজ-
📙প্যাকেজে যা যা থাকছে :
♦সময়কাল: ১৪ দিন
🏣 স্ট্যান্ডার্ড হোটেল-
🏠 শেয়ারিং রুম।
🧆 খাবারঃ প্যাকেজের অন্তর্ভুক্ত নয়।
কেউ চাইলে ব্যবস্থা করে দেয়া হবে*।
📢 সাধারণ জিজ্ঞাসার জবাব: 📢
✅রিটার্ন এয়ার টিকিট 🛍
✈ ফ্লাইট : ঢাকা-জেদ্দা ভায়া দুবাই অন্য কোন দেশ (ট্রানজিট)

✅ পুরুষ ও মহিলাদের আলাদা রুম।
এছাড়া ব্যক্তিগতভাবে রুম নিলে দৈনিক হিসেবে অতিরিক্ত খরচ যুক্ত হবে।)

✅সকল ট্রান্সপোর্টঃ 🚎
জেদ্দা থেকে মক্কা , মক্কা থেকে মদিনা, এবং মদিনা থেকে এয়ারপোর্টে ট্রান্সপোর্ট (মার্সিডিজ বেঞ্জ এসি বাস)

✅গাইড সার্ভিস:
মক্কা ও মদিনা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করা অভিজ্ঞ স্কলার দ্বারা সরাসরি গাইড করা হবে।

✅ মক্কা জিয়ারার স্পটসমূহ :
🚌 নবীজির বাড়ী
🚌 জাবালে সাওর
🚌 হেরা গুহা
🚌 আরাফার ময়দান
🚌 মিনা
🚌 মুজদালিফা
🚌 মাক্ববারা মা'আলা
🚌 জিন মসজিদ

✅ মদিনা মনোয়ারা জিয়ারার
স্পটগুলো :
🚌 রিয়াজুল জান্নাহ
🚌 বাকীউল গারকাদ
🚌 খন্দকের ময়দান
🚌 উহুদ পাহাড়
🚌 মাকবারায়ে শোহাদায়ে উহুদ
🚌 মসজিদে কিবলাতাইন
🚌 মসজিদে কুবা।
🚌 মসজিদে বেলাল রাযি.
🚌 মসজিদে আবু বকর রাযি.
🚌 মসজিদে গমামাহ

⭕ বাড়তি সুবিধা:
এক সফরে একের অধিক উমরা করার সুযোগ রয়েছে। এছাড়াও তায়েফ
জিরানা, জেদ্দাহ লোহিত সাগর, হুদাইবিয়া, বদর প্রান্তর, আরব সাগর ইত্যাদি যায়গায় যাওয়ার ব্যবস্থা করে দেয়া যাবে। তবে নিজেদের খরচে যেতে হবে।

⭕ যা যা অন্তর্ভুক্ত নয়:
ব্যক্তিগত হাত খরচ ও প্যাকেজে খাবার মূল্য অন্তর্ভুক্ত নাই। কেউ খাবার নিতে চাইলে ৩ বেলা খাবার নিতে পারেন। বিশেষ করে ✅ বাংলাদেশী খাবার। সে জন্য প্যাকেজের সাথে ১০০০০ টাকা যোগ করতে হবে। এছাড়া বিমান বন্দর ও পথের খাবার অবশ্য নিজ নিজ দায়িত্বে খেতে হবে। তবে বিমান কর্তৃপক্ষ মানসম্মত খাবার পরিবেশন করেন।

👋 আপনি আমাদের সাথে উমরাতে যেতে আগ্রহী হলে পাসপোর্ট ও পেমেন্ট প্রদান করে আপনার সফর নিশ্চিত করুন।

📢 সু-সংবাদ:
২০২৫সালের হজ্জের প্রাক নিবন্ধন চলছে..... নিবন্ধন ফি - 30000/-

🔴ওমরার জন্য বুকিং দিতে/ পরামর্শের জন্য যোগাযোগ করুন.

☎ মোবাইল নম্বর
+8801889967677 (ইউসুফ)
(হোয়াটসঅ্যাপ)

🏢ঠিকানাঃ
ঢাকার ঠিকানাঃ
৩৭/২ প্রিতম জামান টাওয়ার, ৮ তলা
পুরানা পল্টন, ঢাকা-১০০০

----------------------------------------------
ফেসবুকে উমরাহর প্যাকেজ অনেক সস্তা। এতে যারা আকৃষ্ট হন, তাদের জ্ঞাতার্থে-কিছু কথা........

📌 এক নজরে নিজেদের অভিজ্ঞতা ও অন্যদের মূল্যায়ন জেনে নিন:

📌 দুখ:জনক হলেও সত্য যে, হজ এবং উমরাহর মতো ইবাদতের সফরেও সচরাচর প্রতারণা হয়ে থাকে।

📌 উমরাহর অনেক সস্তা প্যাকেজ দেখে কেউ বিভ্রান্ত হবেন না। অতিরিক্ত সস্তা প্যাকেজ অফার করা হয় মূলত: স্রেফ যাত্রীদের আকর্ষণের জন্য।

📌 এ ধরণের এজেন্সীগুলো বেশিরভাগ ক্ষেত্রেই মক্কা ও মদীনায় গিয়ে কথা রাখে না। সেখানে গিয়ে ভোগান্তিতে পড়া হাজীদের আক্ষেপ ও ঝগড়া করা ছাড়া খুব বেশি কিছু করার থাকে না।

📌 হোটেলের এরিয়া, কোয়ালিটি ও দূরত্বের উপর প্যাকেজের মূল্য অনেকখানি নির্ভর করে। বিগত দিনে দূরের হোটেলে থাকা প্রতিটা যাত্রীই আক্ষেপ করে বলেছেন, আগে জানলে এই টাকার জন্য কখনো হারাম শরীফ থেকে দুরের হোটেলের প্যাকেজ নিতেন না তারা।

📌 হোটেলের মান খারাপ হলে কতো যে ভোগান্তি হয় সেটা বলাই বাহুল্য.

জুলাই, ২০২৪ ইং এর উমরাহ হজ্ব এর প্যাকেজঃ
24/06/2024

জুলাই, ২০২৪ ইং এর উমরাহ হজ্ব এর প্যাকেজঃ

20/06/2024

সম্ভব্য উমরাহ তারিখঃ ০৮.০৭.২০২৪। বুকিং চলছে।

12/06/2024

Join WhatsApp Group of Muhammad Masud.✒ দ্বীনি অডিও/ভিডিও/ক্লাস এবং Question answer এর জন্য whatsapp গ্রুপে জয়েন করুন। 1. গ্রুপের এডমিন শুধু মেসেজ আর পোস.....

Address

37/2, Pritom Zaman Tower, 7th Floor, Box Culvert Road, Paltan
Dhaka
1000

Telephone

+8801889967677

Website

Alerts

Be the first to know and let us send you an email when মক্কা মদিনার পথে posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মক্কা মদিনার পথে:

Share