Muslim Tourister

Muslim Tourister Your trusted companion for Hajj & Umrah Services. Customized Packages. Expert Guidance.

09/05/2025
05/04/2025

সংবাদ: মক্কায় হজ্জযাত্রীদের আগমন শাওয়ালের শেষ সপ্তাহ থেকে শুরু হবে।

সূত্র: ইনসাইড হারামাইন

কাবা শুধু একটি কালো ঘর নয়, এটি মুসলিম উম্মাহর হৃদয়ের স্পন্দন! প্রতিদিন কোটি কোটি মুসলমান এই পবিত্র ঘরের দিকে মুখ করে স...
27/02/2025

কাবা শুধু একটি কালো ঘর নয়, এটি মুসলিম উম্মাহর হৃদয়ের স্পন্দন! প্রতিদিন কোটি কোটি মুসলমান এই পবিত্র ঘরের দিকে মুখ করে সালাত আদায় করেন, হজ ও উমরাহ পালনের সময় এর চারপাশে তাওয়াফ করেন, আর হৃদয় উজাড় করে আল্লাহর কাছে প্রার্থনা করেন।

কিন্তু কখনো কি ভেবে দেখেছেন—এই ঘরটির আধ্যাত্মিক মাহাত্ম্য কী? কেন এটি এত গুরুত্বপূর্ণ?

বিশ্বের প্রতিটি মুসলমান কেবল এক কিবলার দিকে মুখ করে ইবাদত করেন—যা মুসলিম উম্মাহর ঐক্যের এক অনন্য নিদর্শন।

এটি দুনিয়াতে আল্লাহর ইবাদতের কেন্দ্রস্থল, যেখানে হাজিদের চোখের পানি আর হৃদয়ের তৃষ্ণা মিলে যায়।

আপনি কি কখনো কাবার সামনে দাঁড়িয়ে নিজের আত্মাকে খুঁজে পাওয়ার অনুভূতি পেয়েছেন? নাকি এই অভিজ্ঞতা এখনো আপনার স্বপ্নের অংশ?

আপনার অনুভূতি কমেন্টে শেয়ার করুন! যারা কাবা সম্পর্কে জানতে আগ্রহী, তাদের সাথে পোস্টটি শেয়ার করুন!

হিজরি দশম বছরে চারিদিকে ঘোষণা দেয়া হল, রাসূলুল্লাহ ﷺ এ বছর হজ করবেন। সেই ঘোষনা শুনে, অসংখ্য লোক মদীনায় এসে জমায়েত হল। বা...
18/10/2024

হিজরি দশম বছরে চারিদিকে ঘোষণা দেয়া হল, রাসূলুল্লাহ ﷺ এ বছর হজ করবেন। সেই ঘোষনা শুনে, অসংখ্য লোক মদীনায় এসে জমায়েত হল। বাহনে চড়া অথবা পায়ে হাঁটার সামর্থ রাখে এরকম কোন ব্যক্তি অবশিষ্ট রইল না। সকলেই এসেছে রাসূল ﷺ এর সাথে বের হওয়ার জন্য; সকলেরই উদ্দেশ্য হলো রাসূলুল্লাহ ﷺ এর অনুসরণ করে তাঁর মতই হজের আমল সম্পন্ন করা।

জাবের রা. বলেন, আমি আমার দৃষ্টিপথে যতদূর যায় তাকিয়ে দেখলাম, তাঁর সামনে কেবল আরোহী ও পায়ে হেঁটে যাত্রারত মানুষ আর মানুষ। তাঁর ডানে অনুরূপ, তাঁর বামেও অনুরূপ তাঁর পেছনেও অনুরূপ মানুষ আর মানুষ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে অবস্থান করছিলেন এবং তাঁর ওপর পবিত্র কুরআন নাযিল হয়। তিনিই তো তার ব্যাখ্যা জানেন। আর যে আমল তিনি করছিলেন আমরা তা হুবহু আমল করছিলাম।

সাহাবাগণের মধ্যে যারা হাদী সঙ্গে নিয়ে আসেন নি, সেই সব সাহাবিগণ উমরাহ করে হালাল হয়ে গিয়েছিলেন, যাতে তাদের হজ মুশরিকদের বিপরীত হয়। কেননা, মুশরিকরা মনে করতো হজের মাসসমূহে ওমরা পালন জঘন্যতম অপরাধ।

যাদের সাথে হাদী ছিল তাঁরা হলেন, রাসূল সা., তালহা রা., আবু বকর রা., উমর রা., যুল ইয়াসারা রা. ও যুবাইর রা.। সুতরাং তাঁরা কিরান হজ করেছেন। এরা ছাড়া সবাই তামাত্তু হজ করেছেন।

(রাসুলুল্লাহ ﷺ ও তাঁর সাথে সাহাবায়ে কিরাম যেভাবে হজ-উমরা করেছেন, সে বিষয়ে জানতে হলে মুসলিমে বর্ণিত জাবের রা. এর হাদিস যেটা হাদিসে জাবের নামে পরিচিত)

সূত্র: হাদিস জাবির রা.

আবূ যার (রাঃ) বলেন, আমি আল্লাহর রসূল ﷺ কে জিজ্ঞাসা করলাম: পৃথিবীর সর্বপ্রথম মসজিদ কোনটি? উত্তরে তিনি বললেন, হারাম (কা’বা...
14/10/2024

আবূ যার (রাঃ) বলেন, আমি আল্লাহর রসূল ﷺ কে জিজ্ঞাসা করলাম:

পৃথিবীর সর্বপ্রথম মসজিদ কোনটি? উত্তরে তিনি বললেন, হারাম (কা’বার) মসজিদ।

আবূ যার বললেন, তারপর কোনটি? তিনি বললেন, তারপর মসজিদুল আকসা।

আবূ যার বললেন, দুই মসজিদ স্থাপনের মাঝে ব্যবধান কত ছিল? তিনি বললেন, চল্লিশ বছর।

আর শোন, সারা পৃথিবী তোমার জন্য মসজিদ। সুতরাং যেখানেই নামাযের সময় এসে উপস্থিত হবে, সেখানেই নামায পড়ে নেবে।(বুখারি, মুসলিম)
রাসূলুল্লাহ ﷺ বলেছেন, যে জায়গার জন্য সওয়ারীতে সওয়ার হওয়া যায়, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা হল ইব্রাহীম (আঃ)-এর মসজিদ ও আমার মসজিদ।

আমার মসজিদে একটি নামায মসজিদে হারাম ছাড়া অন্যান্য মসজিদে এক হাজার নামায অপেক্ষা শ্রেষ্ঠ।

আর মসজিদে হারামে (কা’বার মসজিদে) একটি নামায অন্যান্য মসজিদে এক লক্ষ নামায অপেক্ষা শ্রেষ্ঠ।

রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি (স্বগৃহ হতে ওযূ করে) বের হয়ে এই মসজিদে (কুবায়) উপস্থিত হয়ে নামায আদায় করে, সে ব্যক্তির একটি উমরাহ আদায় করা সমান সওয়াব লাভ হয়।

কাফন পরে আত্মীয়-স্বজন ছেড়ে আখেরাতের পথে রওয়ানা হওয়াকে স্মরণ করিয়ে দেয়। আর সমস্ত গোনাহ থেকে পবিত্র হয়ে ইহরামের কাপড়ের মতো...
12/10/2024

কাফন পরে আত্মীয়-স্বজন ছেড়ে আখেরাতের পথে রওয়ানা হওয়াকে স্মরণ করিয়ে দেয়। আর সমস্ত গোনাহ থেকে পবিত্র হয়ে ইহরামের কাপড়ের মতো স্বচ্ছ-সাদা হৃদয় নিয়েই পরকালে আল্লাহর কাছে হাজিরা দেওয়ার প্রয়োজনীয়তাকে স্মরণ করিয়ে দেয়।

রাসূলুল্লাহ ﷺ বলেছেন, তাশরীকের দিন হল পানাহার ও আল্লাহর যিকর করার দিন। (মুসলিম)
10/10/2024

রাসূলুল্লাহ ﷺ বলেছেন, তাশরীকের দিন হল পানাহার ও আল্লাহর যিকর করার দিন। (মুসলিম)

হজে যাবেন?  বুঝতে পারছেন না কাদের সাথে যাবেন? - বেসরকারিভাবে নাকি সরকারিভাবে ? - বেসরকারিভাবে গেলে কোন এজেন্সির সাথে যাব...
10/10/2024

হজে যাবেন? বুঝতে পারছেন না কাদের সাথে যাবেন?

- বেসরকারিভাবে নাকি সরকারিভাবে ?
- বেসরকারিভাবে গেলে কোন এজেন্সির সাথে যাবেন?
- হজ এজেন্সিগুলো কীভাবে কাজ করে?
- হজ এজেন্সির লাইসেন্স কেন জরুরি?
- মোয়াল্লেম ও মোনাজ্জেম কারা?
- এজেন্সি ভালো নাকি খারাপ বুঝবেন কীভাবে?
- হজের প্যাকেজ গুলো কেমন হয়ে থাকে?
- কোন প্যাকেজ আপনার জন্য উপযুক্ত?
- কত দিন থাকা ভালো?
- আগে-ভাগে যাবেন, আগে-ভাগে ফিরে আসবেন; নাকি হজের আগ-মুহূর্তে গিয়ে শেষে আসবেন?

এই রকম আরও প্রশ্ন মাথায় ঘুরছে। এজেন্সি নির্বাচন,
প্যাকেজ নির্বাচন করতে দ্বিধায় ভুগছেন। এই সকল বিষয়ে জানতে চাইলে- আপনার জন্য এই ওয়ার্কশপটি 'অর্থবহ হজের জন্য: এজেন্সি ও প্যাকেজ নির্বাচন' কাজে লাগতে পারে ইন শা আল্লাহ।

কী কী টপিক থাকবে?
সেশন ১: হজে কেন যাব?
সেশন ২: এজেন্সি নির্বাচনের আগে কী কী বিষয় লক্ষ্য রাখা উচিত
সেশন ৩: হজ প্যাকেজের রূপরেখা
সেশন ৪: আমি এ বছর হজে যেতে চাই, কী করণীয়

প্রতিটি সেশন শেষে শেয়ার করা হবে টিপস, টেকনিকস আর বাস্তব অভিজ্ঞতা।

কে নিবেন?
রানা শাকুর; পেশায় আইটি কনস্যালটেন্ট আর প্রফেশনাল টেক ট্রেইনার। হজ নিয়ে পরামর্শক হিসাবে কাজ করার পাশাপাশি হজ সংক্রান্ত একটি তথ্য পোর্টাল পরিচালনা করেন।

কবে ও কখন?

১৯ই অক্টোবর ২০২৪ | শনিবার দুপুর ২ টা থেকে ৫ টা

রেজিস্ট্রেশন ফি* ১০০/- (সেশন শেষে উপকারী মনে না হলে, তাৎক্ষণিক ফেরত দেওয়া হবে ইন শা আল্লাহ)

কাদের জন্য?

যারা এ বছর বা পরের বছর হজে যাবেন। নিজে অথবা আপনার আপনজন, কাছেরজন, পাশেরজন সহ দেশ-বিদেশের সবাই এর উন্মুক্ত।

পেমেন্ট ও রেজিস্ট্রেশন করবেন কীভাবে?

এই নম্বরে বিকাশ করে হোয়াটসঅ্যাপ করুন: ০১৮১৫-০০০৯৭৯ (পারসোনাল)। উল্লেখ করবেন: নাম, অফলাইন নাকি অনলাইন।

কীভাবে হবে?

অনলাইন: টেলিগ্রাম চ্যানেল লাইভ হবে।

অফলাইন: লোকেশন ওয়ার্কশপের আগে জানিয়ে দেওয়া হবে। স্ন্যাকস থাকবে ইন শা আল্লাহ।

আরো জানতে চাইলে হোয়াটসঅ্যাপ করুন ০১৮১৫-০০০৯৭৯

মুযদালিফার প্রভাতে রাসুলুল্লাহ ﷺ বললেন, হে বিলাল! জনমণ্ডলীকে নীরব হতে আদেশ কর। অতঃপর তিনি বলেন, অবশ্যই আল্লাহ তোমাদের এই...
08/10/2024

মুযদালিফার প্রভাতে রাসুলুল্লাহ ﷺ বললেন, হে বিলাল! জনমণ্ডলীকে নীরব হতে আদেশ কর। অতঃপর তিনি বলেন, অবশ্যই আল্লাহ তোমাদের এই (মুযদালিফার) অবস্থান ক্ষেত্রে তোমাদের উপর অনুগ্রহ বর্ষণ করেছেন। ফলে তোমাদের মধ্যে সৎশীলব্যক্তির কারণেই গোনাহগারকে প্রদান করেছেন (বহু কিছু)। আর সৎশীল লোকদেরকে তাই প্রদান করেছেন, যা তারা তাঁর নিকট প্রার্থনা করেছে। আল্লাহর নাম নিয়ে (মিনার দিকে) যাত্রা শুরু কর। (ইবনে মাজাহ)

রাসুলুল্লাহ ﷺ বলেন: হাজরে আসওয়াদ ও রুকনে য়্যামানী উভয়কে স্পর্শ পাপ মোচন করে। (আহমাদ)আল্লাহর রসূল ﷺ বলেছেন, ’’অবশ্যই এই প...
06/10/2024

রাসুলুল্লাহ ﷺ বলেন: হাজরে আসওয়াদ ও রুকনে য়্যামানী উভয়কে স্পর্শ পাপ মোচন করে। (আহমাদ)

আল্লাহর রসূল ﷺ বলেছেন, ’’অবশ্যই এই পাথর (হাজরে আসওয়াদ) কে কিয়ামতের দিন আল্লাহ উপস্থিত করবেন; এর হবে দুটি চক্ষু, যদ্দবারা সে দর্শন করবে। এর হবে জিহ্বা, যদ্দ্বারা সে কথা বলবে; সেদিন সেই ব্যক্তির জন্য সাক্ষ্য দান করবে, যে ব্যক্তি যথার্থরূপে তাকে চুম্বন বা স্পর্শ করবে।’’ (তিরমিযী, ইবনে মাজাহ)

Address

House 24 (1st Floor), Road 17, Sector 12, Uttara
Dhaka
1230

Opening Hours

Monday 09:00 - 18:00
Tuesday 09:00 - 18:00
Wednesday 09:00 - 18:00
Thursday 09:00 - 18:00
Saturday 09:00 - 18:00
Sunday 09:00 - 18:00

Telephone

+8801815000979

Alerts

Be the first to know and let us send you an email when Muslim Tourister posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Muslim Tourister:

Share

Category

Muslim Tourister story

Travelling is connected to knowledge and learning. The greatest journeys were undertaken at the beginning of Islam with the aim of seeking and spreading knowledge.

Keeping this in mind, our mission is to connect like minded Muslim travelers of any ages to travel and learn.

We established in 2019

We think that we can improve our Muslim community by doing something every day. Travel is a big part of it.