Zantrik

Zantrik Zantrik is an automobile maintenance platform that ensures transparency, efficiency, and quality
(2)

Use Zantrik/Jantrik app to maintain your vehicle in a smart way:

1) Build a digital health profile of your vehicle and get a predictive maintenance alert

2) Get standard maintenance service at verified garages

3) Verify fuel amount at any fuel station for every refuel

4) Manage service calendar, round the year

5) Live tracking of vehicle/driver without any tracking device

6) Emergency Roadsi

de Assistance, countrywide

7) Online payment

Artificial Intelligence solutions:
Enjoy an experience beyond the boundary

Digital Refuel:
Digitally record and verify Every refueling by your driver

Digital Driver:
Upgrade your fleet drivers
For better visibility and safety



Verified garages with transparent price
Standard Warranty for all troubleshooting work
Service delivery at doorstep

Android App: https://apps.apple.com/us/app/zantrik/id1320366373
Apple App: https://apps.apple.com/us/app/zantrik/id1320366373

Blog Section: https://www.zantrik.com/blog/
Digital Driver: https://driver.zantrik.com/

Know more us at;

Prothom Alo: https://www.prothomalo.com/business/%E0%A6%97%E0%A6%BE%E0%A7%9C%E0%A6%BF-%E0%A6%86%E0%A6%AA%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE-%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0

Daily Star: https://www.thedailystar.net/toggle/news/zantrik-develops-ai-based-driver-monitoring-system-1916649

The Independent Bangladesh: https://www.theindependentbd.com/post/227295

Dhaka Tribune:
https://www.dhakatribune.com/business/2021/08/11/this-startup-is-digitizing-the-automotive-industry

The Business Standard: https://www.tbsnews.net/feature/panorama/zantrik-digitising-automotive-garage-industry-156892

17/07/2025

মাত্র ২৯০ টাকায় কার ওয়াশ! সময় এখনই!

আপনার প্রিয় গাড়িটিকে রাখুন ঝকঝকে — দেশের সেরা দামে!
যান্ত্রিক ডিজিটাল গ্যারেজ দিচ্ছে মাত্র ২৯০ টাকায় কার ওয়াশের বিশেষ অফার!

অফারটি চলবে ৩১ জুলাই, ২০২৫ পর্যন্ত।

দেরি না করে এখনই চলে আসুন Zantrik Digital Garage-এ
Auto Mate | Zantrik Digital Garage
১৭ আরজতপাড়া, মহাখালী, ঢাকা
📍 ম্যাপ: https://maps.app.goo.gl/RTGywgtSrLPRmpzL8

AutoHive | Zantrik Digital Garage
প্লট ২১৭ ও ২১৮, সোনারগাঁও জনপথ, দিয়াবাড়ি, উত্তরা, ঢাকা
📍 ম্যাপ: https://maps.app.goo.gl/5tVnZJttvdn9MmfJ6

📞 সার্ভিস বুকিং: 09606-404040
🌐 বিস্তারিত: www.zantrik.com



15/07/2025

গাড়ি নস্ট হলে ৯০% পর্যন্ত খরচ দিবে যান্ত্রিক!

বিস্তারিত 👇

"আমার যদি একটা নিজের গাড়ির গ্যারেজ থাকতো..." বাংলাদেশের অজস্র শহুরে মানুষ মনে মনে একবার ভাবেন, গ্রামে গিয়ে একসময় একটা খা...
14/07/2025

"আমার যদি একটা নিজের গাড়ির গ্যারেজ থাকতো..."

বাংলাদেশের অজস্র শহুরে মানুষ মনে মনে একবার ভাবেন, গ্রামে গিয়ে একসময় একটা খামার দিবেন।

ঠিক একইরকমভাবে, অজস্র গাড়ির মালিকরা ভাবেন, তিনি নিজে একটা গ্যারেজ দিবেন।

কিন্তু, নানান কারণে সেটা হয়ে উঠেনা।

"প্রজেক্ট আমার গ্যারেজ" আমরা শুরু করেছি ঠিক এই কারণেই।

১)

"নিজের একটা গ্যারেজ থাকবে..."

এই ইনসাইটটা আমরা পেয়েছি অজস্র গাড়ির মালিকদের সাথে কথা বলে।

তবে, গাড়ি নেই, এরকম অসংখ্য মানুষও এই ভাবনাটা ধারণ করেন।

আবার, এদিকে গাড়ির মেইনটেইনেন্স এ একটা স্ট্যান্ডার্ড প্রসেস ও এক্সপিরিয়েন্স আনার জন্য "যান্ত্রিক" এর একটা নিজেদের গ্যারেজ নেটওয়ার্কও দরকার।

এই দুই + দুই = চার মিলিয়েই আমরা শুরু করেছি, প্রজেক্ট "আমার গ্যারেজ"।

যেটি আসলে যান্ত্রিক ডিজিটাল গ্যারেজ এর একটা নেটওয়ার্ক।

যেটিকে ফাইন্যান্স করতে পারবেন যেকেউ।

৩)

গাড়ি থাকলে সেটা মেইনটেইন করতেই হবে।

আর, সেটা নিজের গ্যারেজ এ মেইনটেইন হলে সেই গাড়িটাও ভালো থাকবে।

আর, নিজের গ্যারেজ এর বিজনেস থেকে আয় তো হবেই।

এটা হচ্ছে বেসিক কনসেপ্ট।

কিন্তু এর বাইরেও কথা আছে।

৪)

বাংলাদেশের গাড়ির গ্যারেজগুলোর অজস্র বিজনেস পটেনশিয়াল আছে।

গাড়ি মেইনটেইনেন্স আর রিপেয়ার তো আছেই।

পাশাপাশি আছে,

স্পেয়ার পার্টস কেনাবেচা
পুরনো গাড়ির কেনাবেচা
শর্ট টার্ম/লং টার্ম রেন্টাল
ড্রাইভার জব প্লেসমেন্ট
টেকনিশয়ান ট্রেইনিং

এসব বিজনেস এর হাব হিসেবে গ্যারেজেগুলোর বিজনেসকে স্কেল আপ করা সম্ভব বিপুলভাবে।

কিন্তু, ট্রাডিশনাল চিন্তার জন্য গ্যারেজেগুলো এগুলো করতে পারেনা।

এখানেই আমাদের ইউনিক সেলস পয়েন্ট।

এই সব কিছুর জন্য যে প্রসেস ডিজাইন, বিজনেস মডেলিং, টেকনোলজি প্লাটফর্ম, কাস্টমার বেইস এবং নেটওয়ার্ক দরকার,

তার সবকিছুই করে ফেলেছে যান্ত্রিক।

৫)

আমরা আমাদের ভিত্তিটা বানিয়ে ফেলেছি, তবে বড় হইনি এখনও।

কিন্তু আমাদের ভিশন অনেক বড়।

আমরা সারা দেশে যান্ত্রিক ডিজিটাল গ্যারেজ এর একটা নেটওয়ার্ক বিল্ড করতে চাই।

শত শত গ্যারেজ থাকবে এই নেটওয়ার্ক এ। সবগুলো গ্যারেজ এর বিজনেস প্রসেস অপারেট হবে একটা সিংগেল টেকনোলজি প্লাটফর্ম দিয়ে।

এই গ্যারেজগুলোতে যেসব গাড়ির কাজ হবে, সব হবে "যান্ত্রিক সার্টিফাইড কার"।

ফলে, গাড়ির হেলথ কন্ডিশন ও রিপেয়ার এর খরচ নিয়ে গাড়ির মালিকরা থাকবেন নিশ্চিন্তে, কারণ, সার্টিফিকেট এ উল্লেখিত মেয়াদের ভেতর গাড়ি নস্ট হলে রিপেয়ার এর খরচ দিবে যান্ত্রিক।

৬)

গাড়ি কেনা থেকে বিক্রি, এবং তার মাঝখানে যা কিছুই হবে, সমস্ত কিছুর কেন্দ্র হবে এই গ্যারেজগুলো।

এই গ্যারেজগুলোর টেকনিশিয়ানরা হবে দক্ষ, ওয়েল ট্রিটেড, পাবে সোশ্যাল আইডেন্টিটি ও রেসপেক্ট।

পাশাপাশি, এই গ্যারেজগুলোর মালিকানায় অংশ নিয়ে গাড়ির মালিকরা তৈরি করতে পারবেন স্থায়ী সম্পদ ও আয়ের উৎস।

সবচেয়ে বড় কথা হচ্ছে, ট্রাডিশনাল একটা বিশাল ইন্ডাস্ট্রির আধুনিক ট্রান্সফর্নেশন এর অংশ হবেন তারা।

৬)

বলা হয়, মানুষ তার স্বপ্নের সমান বড়।

আমি বলি, একটা বিজনেস তার "ভিশন" এর সমান বড়।

আমাদের কাজ ভিশন বিল্ড করা, এবং সেটাকে সর্বোচ্চ এফোর্ট দিয়ে এগিয়ে নেয়া।

বাকি সব এমনিতেই হবে।

আমরা দুটা যান্ত্রিক ডিজিটাল গ্যারেজ করে ফেলেছি। আগামী ৫ বছরে ২০০ টা, কিংবা তারও বেশি করে ফেলা খুবই সম্ভব।

আমি জানি, মানুষ এগিয়ে আসবেই। আমাদের এই ভিশন সফল হবেই।

"প্রজেক্ট আমার গ্যারেজ" সম্পর্কে বিস্তারিত জানা যাবে কমেন্ট এ দেয়া ওয়েবসাইট থেকে।

08/07/2025

যান্ত্রিক সার্টিফাইড না হলে আসলেই গাড়ি বিক্রি করা খুব কঠিন!

কারণ, একটা যান্ত্রিক সার্টিফাইড গাড়ির ৯০% রিপেয়ার কভারেজ থাকে, যেটা দেখে নিশ্চিন্তে গাড়ি কেনা যায়।

বিস্তারিত কমেন্ট এ।

গাড়ি আপনার, চিন্তা যান্ত্রিক এর!We fix your drive at Zantrik Digital Garages!Auto Mate | Zantrik Digital Garage১৭ আরজতপা...
08/07/2025

গাড়ি আপনার, চিন্তা যান্ত্রিক এর!
We fix your drive at Zantrik Digital Garages!

Auto Mate | Zantrik Digital Garage
১৭ আরজতপাড়া, মহাখালী, ঢাকা
📍 ম্যাপ: https://maps.app.goo.gl/RTGywgtSrLPRmpzL8

AutoHive | Zantrik Digital Garage
প্লট ২১৭ ও ২১৮, সোনারগাঁও জনপথ, দিয়াবাড়ি, উত্তরা, ঢাকা
📍 ম্যাপ: https://maps.app.goo.gl/RTGywgtSrLPRmpzL8
📞 সার্ভিস বুকিং: 09606-404040
🌐 বিস্তারিত: www.zantrik.com



06/07/2025

ঢাকায় গড়ে উঠছে যান্ত্রিক এর আধুনিক "ডিজিটাল গ্যারেজ নেটওয়ার্ক",

আপনাদের অর্থায়নে।

ইতিমধ্যে দুটি গ্যারেজ চালু হয়েছে, মহাখালি এবং উত্তরায়। আরো ৮ টি চালু হবে সামনে।

আপনি চাইলে ন্যুনতম ২০ হাজার টাকা থেকে শুরু করে ইনভেস্ট করতে পারেন, যথেস্ট বাৎসরিক লাভ, কিংবা গ্যারেজ এর মালিকানার নিয়ে স্থায়ী ও নির্ভরযোগ্য আয়ের জন্য।

যান্ত্রিক এর দেড় লাখ কাস্টমার এবং কর্পোরেট ক্লায়েন্টরাই হবে এই গ্যারেজগুলোর গ্রাহক।

বিস্তারিত দেখুন নিচের ওয়েসাইট এ

amargarage.zantrik.com

06/07/2025

ভদ্রলোক যেটা বলছেন, সেটা কিন্তু আসলেও সত্যি। বিস্তারিত কমেন্ট এ।

আপনার প্রিয় গাড়ির ডেন্ট-পেইন্ট সার্ভিস নিয়ে ভাবছেন? এখানে সেখানে কম দামে করিয়ে বড় ক্ষতির মুখে পড়ছেন না তো?দামের ব্যাপারে...
06/07/2025

আপনার প্রিয় গাড়ির ডেন্ট-পেইন্ট সার্ভিস নিয়ে ভাবছেন? এখানে সেখানে কম দামে করিয়ে বড় ক্ষতির মুখে পড়ছেন না তো?
দামের ব্যাপারে কম্প্রোমাইজ করলে যে সমস্যাগুলো হতে পারে:
- কম দামী পেইন্ট ও নিম্নমানের ক্যামিকেল ব্যবহার করা হয়।
- রঙ করার সময় ময়েশ্চার ও ডাস্ট থেকে যায় রঙের মধ্যে।
- সঠিক তাপমাত্রায় রঙ শুকানো হয় না, দ্রুত কাজ শেষ করার চেষ্টা করা হয়।
- অদক্ষ টেকনিশিয়ান দিয়ে কাজ করানো হয়।
এর ফলে কী হতে পারে?

গাড়ি ডেলিভারি নেওয়ার সময় দেখতে চকচকে মনে হলেও কিছুদিন পর:
- গাড়ির বডির রঙ ফুলে ফুলে ওঠে।
- রঙের মধ্যে ছোট ছোট ছিদ্র দেখা দেয়।
- রঙ দ্রুত ফেইড হয়ে যায় এবং গাড়ির সৌন্দর্য নষ্ট হয়।
তাই আপনার জন্য সেরা সমাধান নিয়ে এসেছে যান্ত্রিক ডিজিটাল গ্যারেজ:
বেস্ট কোয়ালিটি পেইন্ট, পুডিং ও অন্যান্য কেমিকেলস ব্যবহারের নিশ্চয়তা।
ডাস্টফ্রি ও ময়েশ্চার ফ্রি পরিবেশে পেইন্ট বুথে রঙ করা হয়।
হিট চেম্বারের মাধ্যমে সঠিক তাপমাত্রায় রঙ শুকানো হয়।
দক্ষ ও অভিজ্ঞ ডেন্ট-পেইন্ট টেকনিশিয়ানদের দ্বারা কাজ করা হয়।
আপনার গাড়ির রঙ ও সৌন্দর্য ঠিক রাখতে আজই যোগাযোগ করুন যান্ত্রিক ডিজিটাল গ্যারেজে!

Auto Mate | Zantrik Digital Garage
১৭ আরজতপাড়া, মহাখালী, ঢাকা
📍 ম্যাপ: https://maps.app.goo.gl/RTGywgtSrLPRmpzL8

AutoHive | Zantrik Digital Garage
প্লট ২১৭ ও ২১৮, সোনারগাঁও জনপথ, দিয়াবাড়ি, উত্তরা, ঢাকা
📍 ম্যাপ: https://maps.app.goo.gl/5tVnZJttvdn9MmfJ6

📞 সার্ভিস বুকিং: 09606-404040
🌐 বিস্তারিত: www.zantrik.com



আমার গাড়ি নস্ট হলে  ৯০% পর্যন্ত খরচ দেয় যান্ত্রিক! 😊কারণ, আমার গাড়ি যান্ত্রিক সার্টিফাইড!বিস্তারিত কমেন্ট এ 👇
04/07/2025

আমার গাড়ি নস্ট হলে
৯০% পর্যন্ত খরচ দেয় যান্ত্রিক! 😊

কারণ, আমার গাড়ি যান্ত্রিক সার্টিফাইড!

বিস্তারিত কমেন্ট এ 👇

Use Less Plastic Today for a Better Tomorrow!!
03/07/2025

Use Less Plastic Today for a Better Tomorrow!!

আমি একটা ইউজড কার 🚗আমার মালিক একদিন ভাবলেন, আমাকে বিক্রি করে দেবেন।অর্থের প্রয়োজন। মনটা খুব খারাপ হয়ে গেলো। উনি আমাকে যত...
03/07/2025

আমি একটা ইউজড কার 🚗

আমার মালিক একদিন ভাবলেন, আমাকে বিক্রি করে দেবেন।

অর্থের প্রয়োজন।

মনটা খুব খারাপ হয়ে গেলো। উনি আমাকে যত্ন করেই রাখেন। আর, আমিও ভালোই থাকি।

কিন্তু, কি আর করা।

উনি এড দিলেন ওয়েবসাইটে, তার আগে আমার সুন্দর সুন্দর ছবি নিলেন।

এরপর দেখি উনি অনেকের সাথে ফোনে কথা বলেন আমাকে নিয়ে। ঘন্টার পর ঘন্টা কথা হয়, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ।

এর ভেতর কেউ কেউ দেখতে আসেন আমাকে। অনেক কিছু পরীক্ষা করেন। আমার মালিক এর সাথে কথা বলেন। এরপর চলে যান।

যা বুঝলাম, আমার মূল্য অনেক কম বলেন তাঁরা 😭

আর, আমার মালিক মলিন মুখ করে বসে থাকেন।

এভাবে কয়েক মাস পার হয়ে যায়। আমাকে কেউ আর কেনেনা। আর কেউ তেমন আসেও না। আমার মালিকের বিষন্ন মুখ দেখে আমারও খারাপ লাগে।

আচ্ছা, আমার মূল্য কি এতই কম?

-------------------------------

এই পরিস্থিতি হাজারো গাড়ির মালিকের।

যান্ত্রিক সেজন্য নিয়ে এসেছে "কার সেলিং সার্ভিস"।

লিংক এ ক্লিক করে একটা ফর্ম পূরণ করতে হবে, আর গাড়ি বিক্রি করে দেবে যান্ত্রিক।

সঠিক মূল্যে, কম সময়ে।

বিস্তারিত কমেন্ট এ।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Zantrik posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Zantrik:

Share

যান্ত্রিক এর গল্প

কি হবে? রাস্তায় হঠাৎ গাড়ি কিংবা মোটরসাইকেল হঠাৎ নস্ট হয়ে গেলে?

১৮ কোটি মানুষ, ৩০ লক্ষ যানবাহন, হাজার হাজার ওয়ার্কশপ, কিন্তু রাস্তায় গাড়ি কিংবা বাইক নষ্ট হলে মানুষ অসহায়।

যান্ত্রিক এর শুরুটা মূলত হয়েছিল মানুষের ঠিক এই অসহায়ত্বটি দূর করার জন্য। রাস্তায় গাড়ি কিংবা বাইক এর সমস্যা যখন তখনই হতে পারে। এই তথ্যপ্রযুক্তির উৎকর্ষের যুগেও অসহায় হয়ে রাস্তাঘাটে গ্যারেজ খুঁজে বেড়াতে হবে মানুষকে; এটি আমরা মেনে নিতে পারিনি। “যান্ত্রিক” এর শুরুটা হয়েছিল মূলত এজন্যই।

ভীষন ব্যস্ত জীবন সবার। ঢাকার রাস্তায় অসহ্য জ্যাম পার হয়ে গ্যারেজে গিয়ে সেখানে ঘণ্টার পর ঘন্টা বসে থাকার মত সময় এখন যেমন কারো নেই, তেমনি গুরুত্বপূর্ণ কাজ থামিয়ে রেখে রাস্তাঘাটে টেকনিশিয়ান এর পেছনে ঘুরাঘুরিও এখন আর সম্ভব নয়। টেকনোলজির যুগ এটি, সব কিছু থাকা উচিত হাতের মুঠোয়। যান্ত্রিক জানে আমাদের কি প্রয়োজন। সমস্যা যখনই হোক, "যান্ত্রিক" মুঠোফোন App এ গিয়ে সেকেন্ডের মাঝে ঝটপট পাঠিয়ে দেয়া যাবে সার্ভিস অর্ডার। সমাধানের বাকি দায়িত্ব "যান্ত্রিক" এর।