Bagha Tours & Travels

Bagha Tours & Travels All visa processing, Air Ticket, Hajj & Umrah Package service

18/07/2025

খুব শীঘ্রই ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা খুলে দিচ্ছে ইন্ডিয়ান হাই কমিশন🇮🇳
ইতিমধ্যে বিজনেস ভিসা খুলে দিছে, অনেকে ভিসা পাচ্ছে, গতকাল ট্যুরিস্ট ভিসা খুলে দেওয়ার ইঙ্গিত দিয়েছে, আশা করি ২/১ মাসের মধ্যে ট্যুরিস্ট ভিসাও খুলে দিবে বাংলাদেশীদের জন্য।

🇵🇹পর্তুগাল D1 ওয়ার্ক পারমিট ভিসা! ❤️যাদের ভারতীয় ভিসা রেডি আছে অথবা করতে পারবেন তাহলে আপনারজন্য পর্তুগাল D1 ভিসা। 🇵🇹নোট;...
07/07/2025

🇵🇹পর্তুগাল D1 ওয়ার্ক পারমিট ভিসা!

❤️যাদের ভারতীয় ভিসা রেডি আছে অথবা করতে পারবেন তাহলে আপনার
জন্য পর্তুগাল D1 ভিসা। 🇵🇹

নোট; পর্তুগালের মধ্যে ভালো কোম্পানির ডকুমেন্টস পাবেন এবং ভিসার চান্স ৯৯% যারা সময় মতো কাজে লাগতে পারেন তারাই সাকসেস হচ্ছে। 🇵🇹🇪🇺

নোট:আমাদের কাছে ভারতীয় ভিসার জন্য সহযোগিতা করা হয় তবে সীমিত!
যাদের বাজেট নিয়ে কোন সমস্যা নেই অথবা পর্তুগাল গিয়ে কয়েকমাস চলতে পারবেন, বা পরিবারের কোন চাপ নেই তাহলে আপনার জন্য পর্তুগাল।

আমরা পর্তুগালে কোন জব দিতে পারবো না! যাওয়ার পর শুধু TRC কার্ড পাওয়া পর্যন্ত সহযোগিতা করা হবে।
আপনার নিজের জব নিজে খুঁজে নিতে হবে।

Bagha Tours & Travels
যোগাযোগ : 01924-001527 (হোয়াটসঅ্যাপ)

04/07/2025

পর্তুগালের 🇵🇹 নাগরিকত্ব আইনে পরিবর্তন আসতে যাচ্ছে। অভিবাসী বিরোধী যত প্রস্তাব দেওয়া হয়েছিল সবগুলো কার্যকরী হচ্ছেনা।

আশা করছি ভালো কিছু হবে ইনশাআল্লাহ...

দিল্লিতে 🇵🇹 D1 অ্যাপয়েন্টমেন্ট ডেট এখন পাওয়া যাচ্ছে !গতকাল,  কিছু গ্রুপ অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছে। তাই এই মাসের অ্যাপ...
12/06/2025

দিল্লিতে 🇵🇹 D1 অ্যাপয়েন্টমেন্ট ডেট এখন পাওয়া যাচ্ছে !
গতকাল, কিছু গ্রুপ অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছে। তাই এই মাসের অ্যাপয়েন্টমেন্ট ডেট নিশ্চিত করতে এখনই আপনার এজেন্টের সঙ্গে যোগাযোগ করুন এবং ডেট সংরক্ষণের অনুরোধ করুন।
গুরুত্বপূর্ণ বিষয়: ভিএফএস অ্যাপয়েন্টমেন্ট ডেট মোটা টাকা, পর্তুগীজ কোম্পানি, গ্রুপ এবং ইন্ডিয়ান ভিসার উপরে নির্ভর করে নেয়া হয়ে থাকে। তাই এজেন্সিগুলো তাদের সুবিধা অনুযায়ী ডেট গ্রহণ করবে, যা সম্পূর্ণ স্বাভাবিক।

গুজব ও বাস্তবতা:
✔ পর্তুগিজ ভিএফএস ঢাকা কখনোই আসবে না।
✔ ঢাকা থেকে কোনো অ্যাপয়েন্টমেন্ট নেওয়া বা ফাইল জমা দেওয়া সম্ভব নয়।
✔ যারা ঢাকায় জমার কথা বলছে, তারা শুধুমাত্র গুজব ছড়াচ্ছে।
কিছু এজেন্ট দিল্লি ভিএফএস-এর ডেট না পাওয়ায় ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি সৃষ্টি করছে। যদি কোনো ব্যক্তি দাবি করে যে সে ঢাকায় জমা করাতে পারবে, তবে তার সঙ্গে লেনদেন করার আগে সতর্ক থাকুন।

ভারতীয় ভিসা ও ওয়ার্ক পারমিট সংক্রান্ত সতর্কতা:

যারা ভারতীয় ভিসা না করেই ফাইল জমা দিয়ে "ওয়ার্ক পারমিট" পাওয়ার অপেক্ষায় আছেন, তারা একেবারে ভুল পথে রয়েছেন।
➡ পর্তুগালের কোনো ওয়ার্ক পারমিট ইমিগ্রেশন বা পুলিশ স্টেশন থেকে ইস্যু হয় না।
➡ "ওয়ার্ক পারমিট" বলতে শুধুমাত্র কোম্পানির দেওয়া অফার লেটার বোঝানো হয়, যা প্রস্তুত করতে বেশি সময় লাগে না।
➡ তবে ভারতীয় ভিসা পাওয়া বেশ কঠিন এবং সময়সাপেক্ষ। এজন্য ভালো এজেন্সিগুলো ভারতীয় ভিসার বিষয়টি গুরুত্বসহকারে দেখে।
প্রতারকদের ফাঁদ এড়িয়ে চলুন:
❌ কিছু অসাধু চক্র পর্তুগাল ভিসা নিয়ে প্রতারণার ফাঁদ পাতছে, যেখানে তারা ১৪-১৬ লাখ টাকার বিনিময়ে "কাজসহ ভিসা" দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে, যা একেবারেই অবাস্তব।
✔ মার্কেটে যার খরচ বেশি, তার কাজ বেশি নির্ভরযোগ্য।
✔ যদি কম খরচে বিদেশ যেতে চান, তাহলে পর্তুগালের পরিবর্তে অন্য বিকল্প বিবেচনা করুন।
যদি জালিয়াতি ও প্রতারণা বাড়তে থাকে, তাহলে এই বছর শেষের আগেই পর্তুগালের অভিবাসনের দরজা বন্ধ হয়ে যেতে পারে। তাই সচেতন হোন, সঠিক তথ্য অনুসরণ করুন এবং প্রতারণার শিকার হওয়া থেকে বিরত থাকুন।

Bagha Tours & Travels
যোগাযোগ : 01924-001527 (হোয়াটসঅ্যাপ)

পর্তুগাল এম্বাসি ও ভিসা আপডেট 🇵🇹২০২৫ সালে ইউরোপের সর্বোচ্চ ভিসা রেশিও হচ্ছে পর্তুগাল 🇵🇹🇪🇺ইতিমধ্যে যারা অ্যাম্বাসিতে জমা ...
11/06/2025

পর্তুগাল এম্বাসি ও ভিসা আপডেট 🇵🇹

২০২৫ সালে ইউরোপের সর্বোচ্চ ভিসা রেশিও হচ্ছে পর্তুগাল 🇵🇹🇪🇺

ইতিমধ্যে যারা অ্যাম্বাসিতে জমা করেছে মোটামুটি 99% মানুষ ভিসা পেয়েছে, যদি কাগজপত্র ঠিক থাকে !

বেশ কয়েকদিন ধরে পর্তুগাল এম্বাসি ভিসা ডেলিভারি দেওয়া এবং নতুন এপয়েন্টমেন্ট দেওয়া অনেকটাই স্লো ছিল ! কারণ কিছুদিন আগে পর্তুগালে নির্বাচন হয়েছে, যার কারণে অনেকেই নির্বাচনের জন্য ছুটিতে পর্তুগাল ছিলেন !🇵🇹

ইনশাল্লাহ আবারো এই সপ্তাহ থেকে আশা করা যাচ্ছে আগের মত অ্যাপয়েন্টমেন্ট এবং ভিসা ডেলিভারি দেওয়া শুরু হয়ে যাবে 🇵🇹✅✌️

যারা ভিসা ডেলিভারি ও অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চিন্তিত আছেন ইনশাল্লাহ খুব শিগ্রই আপনাদের চিন্তা দূর হয়ে যাবে 🇵🇹🇵🇹

এখনো পর্যন্ত এমব্যাসির রেশিও ঠিক আছে, ভবিষ্যতে কি হয় সেটা কেউ বলতে পারে না, এখন যাদের হাতে ইন্ডিয়ান ভিসা আছে তারা চাইলে সুযোগ নিতে পারেন, কারণ যখন গণহারে মানুষ ইন্ডিয়ান ভিসা পাবে এবং গণহারে পর্তুগালে অ্যাপ্লিকেশন করবে তখন অটোমেটিক রেশিও কমে যাবে ✌️🇵🇹

সবার জন্য শুভকামনা রইল
যারা যারা এম্বাসিতে জমা দিয়েছেন অগ্রিম অভিনন্দন ✅✌️🇵🇹

আজকে জমা টোকেন❤️৪ টা ডাবল এন্ট্রি ২ টা মেডিকেল এর মধ্যে ২ টা ডাবল এন্ট্রি ইন্ডিয়ান হাই কমিশন থেকে কল পেয়ে জমা আর বাকিগুল...
11/06/2025

আজকে জমা টোকেন❤️
৪ টা ডাবল এন্ট্রি ২ টা মেডিকেল
এর মধ্যে ২ টা ডাবল এন্ট্রি ইন্ডিয়ান হাই কমিশন থেকে কল পেয়ে জমা আর বাকিগুলা নরমাল ডেট তুলে জমা হয়েছে🖤

ইন্ডিয়ান ভিসার কাজ চলছে ইনশাআল্লাহ💗💯

বাঘা ট্যুরস এন্ড ট্রাভেলস
যোগাযোগ : 01924-001527 (হোয়াটসঅ্যাপ)

দেশ এবং প্রবাসের সবাইকে পবিত্র ঈদ-উল-আজহার শুভেচ্ছা । ঈদ মোবারক❤️✨
06/06/2025

দেশ এবং প্রবাসের সবাইকে পবিত্র ঈদ-উল-আজহার শুভেচ্ছা ।
ঈদ মোবারক❤️✨

আগামীকাল যাদের ফ্লাইট আছে তারা ১০ টার মধ্যে চেক-ইন করে ফেলবেন, কালকে দুপুর ১ টা থেকে ৪ টা পর্যন্ত এয়ারপোর্টের চেক-ইন কাউ...
02/06/2025

আগামীকাল যাদের ফ্লাইট আছে তারা ১০ টার মধ্যে চেক-ইন করে ফেলবেন, কালকে দুপুর ১ টা থেকে ৪ টা পর্যন্ত এয়ারপোর্টের চেক-ইন কাউন্টারের ইন্টারনেট কানেকশন বন্ধ থাকবে❌

ঢাকা থেকে মেডিকেল ভিসা করে দিলাম হবিগঞ্জের এক ভাইকে আর তার ওয়াইফকে ❤️ভাই পুর্তগাল থাকে উনার ওয়াইফ কে নিয়ে যাবে পুর্তগাল ...
01/06/2025

ঢাকা থেকে মেডিকেল ভিসা করে দিলাম হবিগঞ্জের এক ভাইকে আর তার ওয়াইফকে ❤️

ভাই পুর্তগাল থাকে উনার ওয়াইফ কে নিয়ে যাবে পুর্তগাল কিন্তু ডাবল এন্ট্রি ডেট পাচ্ছে না তাই আমরা তাকে মেডিকেল ভিসা করে দিলাম, ইনশাআল্লাহ ঈদের পরে ভাই ইন্ডিয়া যাবে ভাবিকে নিয়ে এম্বাসি এটেন্ড করার জন্য, ভাই ও ভাবির জন্য সর্বচ্চ দোয়া রইলো💗

কারো ইন্ডিয়ান মেডিকেল, ডাবল এন্ট্রি, এন্ট্রি এবং স্টুডেন্ট ভিসা বা এম্বাসি এপোয়েন্টমেন্ট ডেট লাগলে যোগাযোগ করুন আমাদের সাথে। 👇

বাঘা ট্যুরস এন্ড ট্রাভেলস
যোগাযোগ: 01924-001527 (হোয়াটসঅ্যাপ)

আগামীকাল যাদের যাদের INTERNATIONAL OR DOMESTIC FLIGHT আছে তারা কমপক্ষে ২/৩ ঘন্টা আগে এয়ারপোর্টে উপস্থিত থাকবেন।
05/05/2025

আগামীকাল যাদের যাদের INTERNATIONAL OR DOMESTIC FLIGHT আছে তারা কমপক্ষে ২/৩ ঘন্টা আগে এয়ারপোর্টে উপস্থিত থাকবেন।

Eid Mubarak from Bagha Tours & Travels ! 🌙Wishing you and your loved ones a very happy and blessed Eid ul Fitr. May this...
30/03/2025

Eid Mubarak from Bagha Tours & Travels ! 🌙

Wishing you and your loved ones a very happy and blessed Eid ul Fitr. May this special occasion bring peace, joy, and prosperity to all.

Eid Mubarak! 🕌🌙

বাঘা ট্যুরস এন্ড ট্রাভেলস এর পক্ষ থেকে ঈদ মোবারক! 🌙

আপনাদের সবাইকে ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানাই, ঈদ বয়ে আনুক সবার জীবনে শান্তি, আনন্দ এবং সফলতা।

ঈদ মোবারক! 🕌🌙

যারা মনে করেন, যে কোনভাবে ইউরোপ যেতে পারলেই সব সমস‍্যার সমাধান তাদের জন‍্যঃ ২০২৪ সালে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (EU) দেশগুলোতে...
05/03/2025

যারা মনে করেন, যে কোনভাবে ইউরোপ যেতে পারলেই সব সমস‍্যার সমাধান তাদের জন‍্যঃ

২০২৪ সালে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (EU) দেশগুলোতে আশ্রয় চেয়ে আবেদন করেছেন বাংলাদেশের ৪৩ হাজার ২৩৬ নাগরিক। তবে সাড়া মিলেছে মাত্র ৩ দশমিক ৯ শতাংশ। গত সোমবার ইউরোপের আশ্রয় সংস্থা ইউরোপীয় ইউনিয়ন এজেন্সি ফর অ্যাসাইলাম (ইইউএএ) প্রকাশিত এক পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়।

ইইউ ভুক্ত দেশগুলোতে আশ্রয়ের জন্য যে পরিমাণ বাংলাদেশি আবেদন করেছেন, সে হিসাবে আশ্রয় চাওয়া দেশের তালিকায় বাংলাদেশ আছে ছয় নম্বরে। বাংলাদেশিদের করা ৯৬ শতাংশেরও বেশি আবেদন প্রত্যাখ্যাত হয়েছে।

পর্তুগালে SEF এন্ট্রি করা আর ২০ থেক ৩০টা ট‍্যাক্স দিয়ে (জানুয়ারী ২০২৫ থেকে ন্যূনতম বেতন ৮৭০ ইউরো ধরে প্রায় ৩০০ ইউরো প্রতিমাসে) বায়োমেট্রিক দিয়ে যখন কয়েকমাস ধরে TRC বা অস্থায়ী রেসিডেন্ট কার্ডের জন‍্য মাসের পর মাস অপেক্ষা করছেন তখন AIMA অনেককে ১০ দিনের সময় দিয়ে ধরিয়ে দিচ্ছে SIS (Schengen Information System) এর চিঠি। এনাদের অন‍্য দেশে কোন না কোন কারনে বায়োমেট্রিক দেয়া আছে। মাথায় বাজ পড়ার মতো অবস্থা। অনেকে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছেন। বছরের পর বছর অপেক্ষা, বিপুল অর্থ খরচের পর এই SIS এর মেইল পেয়ে দিশেহারা অবস্থা।

ইউরোপে গেলে বুঝেশুনে যান। দালাল বা এজেন্সীর খপ্পরে পড়ে গেম মারবেন না দয়া করে। চেষ্টা করেন বৈধভাবে ওয়ার্ক পারমিট নিয়ে যেতে। সেক্ষেত্রে কয়েক মাসের মধ‍্যে TRC পাবেন। ২০২৫ সালের নভেম্বর নাগাদ EES (Exit/Entry System) চালু হওয়ার পর একদেশ থেকে অন‍্য দেশে যাওয়া আরো কঠিন হয়ে যেতে পারে। প্রতারক আর দালাল থেকে সতর্ক থাকবেন।

Address

Golar Bazar, Naria, Shariatpur
Dhaka
8020

Telephone

+8801924001527

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bagha Tours & Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bagha Tours & Travels:

Share

Category