Travel Mentor

Travel Mentor Travel & Tour operator in Bangladesh.

05/06/2024

শিলং, চেরাপুঞ্জি ভ্রমণে যেতে চাউলে কন্টাক্ট করতে পারেন।

টাঙ্গুয়া হাওর ভ্রমণ করুন নিশ্চিন্তমনে!⛈️যারা ভ্রমণ পিপাসু এবং এখনো বাংলাদেশের ২য় বৃহত্তম জলাধার টাঙ্গুয়া হাওরে যাননি তাদ...
27/05/2024

টাঙ্গুয়া হাওর ভ্রমণ করুন নিশ্চিন্তমনে!⛈️
যারা ভ্রমণ পিপাসু এবং এখনো বাংলাদেশের ২য় বৃহত্তম জলাধার টাঙ্গুয়া হাওরে যাননি তাদের জন্য এটি একটা চমৎকার প্যাকেজ হতে পারে। কেননা এটি একটি ফ্যামিলি ও ফিমেল ফ্রেন্ডলি ট্যুর প্যাকেজ।
এবং এটি একটি এক্সক্লুসিভ প্রিমিয়াম ট্যুর প্যাকেজ। এই প্যাকেজে সাজানো হয়েছে আরামদায়ক এসি ট্যুরিস্ট বাস ও বিলাসবহুল হাউস বোটের ভ্রমণ সুবিধা দিয়ে। সাধারণত এমন একটা ভ্রমণ প্যাকেজের খরচ পরে ১০ থেকে ১১০০০ টাকা। শুধু মাত্র প্রমোশনাল প্যাকেজ হওয়ায় এটির ভ্রমণ মূল্য ৮৫০০/- টাকা করা হয়েছে। 💞
প্যাকেজ সম্পর্কে বিস্তারিত জানতে ফোন করুন০১৭১৩২২২২১৪ নম্বরে আর দেশ বিদেশের আমাদের বিভিন্ন ভ্রমণ প্যাকেজ সম্পর্কে জানতে।
#বাংলাদেশ_ভ্রমণ #টাঙ্গুয়া #বর্ষায়_বেড়ানো

18/05/2024

টাঙ্গুয়ার হাওর ভ্রমণে যাচ্ছি,
২ দিন ১ রাত।
কেউ যেতে চাইলে নক করুন।

যারা ভ্রমণ করতে দেশের বাইরে যেতে পাসপোর্ট করে বসে আছেন বা বিনা ভিসায় বিদেশে যাবেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ পোস্ট। মন ...
18/04/2024

যারা ভ্রমণ করতে দেশের বাইরে যেতে পাসপোর্ট করে বসে আছেন বা বিনা ভিসায় বিদেশে যাবেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ পোস্ট। মন দিয়ে পড়ুন।

আসলেই কি একজন সাধারণ মানুষ চাইলেই ভিসা ছাড়া এ ৪২ টা দেশে যেতে পারে? আসুন জেনে নেই বিনা ভিসায় ৪২ টা দেশের প্রকৃত সত্য। 🤗
কিছু মানুষ যারা জীবনে ভারত ছাড়া কোথাও যায় নাই। তারা সারাদিন এই পোস্ট শেয়ার করে বেড়ায় বিভিন্ন গ্রুপে। আর মানুষকে বিভিন্ন উপদেশ দিয়ে বেড়ায়। ভিসা ছাড়া বাংলাদেশী পাসপোর্টে ৪২ টা জেতে পারবেন। বিষয়টা কি আসলেই তাই? আসেন এর প্রকৃত হিসাব জানি।
উত্তর ও দক্ষিন আমেরিকার এবং ওশিনিয়াক কোন দেশে যেতে পারবে না কেউ। এইগুলা দেশে যেতে আপনাকে আমেরিকা, কানাডা, যুক্তরাজ্য র ট্রানজিট ভিসা নিতে হবে যার কোনটাই সাধারণ মানুষ পায় না।
এখানে আছে ১১ +৮+১ টা = ২০ টা দেশ শেষ।
আফ্রিকার গুলো যেগুলো আছে সেগুলা খুবই খারাপ অবস্থা। সেইগুলাতে কেউ যায় না। সেগুলা পর্যটনের জন্যও তেমন জনপ্রিয় না। এমনকি খুব বেশি নিরাপদও না। তাই ২০+১৬= ৩৬ নাই।
কম্বোডিয়া গেলে ডিটেলশন রুমে নিয়া ২/৪ ঘন্টা জেরা করবে। ভালো ট্রাভেল হিস্ট্রি আর প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড না থাকলে পরের ফ্লাইটে দেশে ব্যাক করবে। ভালো ব্যাকগ্রাউন্ড না থাকার কারনে ইমিগ্রেশনে হেনস্তা হবার নিউজ আমরা নিয়মিত দেখি। ৩৬+১= ৩৭ নাই ।
উপরের ৩৭ টার সাথে বাকি পূর্ব তিমুর । আপনার ভালো ট্রাভেল হিস্ট্রি আর ভালো কোন কারন জব/ব্যবসা না থাকলে ঢাকা বিমানবন্দর ছাড়বে না। তাই ৩৭+১= ৩৮ টা দেশ নাই।
বাকী ৪ টা ভূটান, নেপাল, শ্রীলংকা, মালদ্বীপ। এ হচ্ছে প্রকৃত হিসাব।
প্রকৃত সত্য আর হিসেব না জেনে সাংবাদিক ভাইয়ারা পোষ্ট না করাই ভালো।

Travel Mentor #ভ্রমণ #ভিসা_ছাড়া_ভ্রমণ #বিশ্ব_ভ্রমন

শীঘ্রই ঢাকা থেকে বাসে নেপালের কাঠমান্ডু যেতে পারবেন!বিআরটিসি এবং শ্যামলী এনআর ট্রাভেলস ঢাকা থেকে নেপালের কাঠমান্ডু পর্যন...
14/01/2024

শীঘ্রই ঢাকা থেকে বাসে নেপালের কাঠমান্ডু যেতে পারবেন!

বিআরটিসি এবং শ্যামলী এনআর ট্রাভেলস ঢাকা থেকে নেপালের কাঠমান্ডু পর্যন্ত একটি ট্রায়াল বাস সার্ভিস চালু করেছে।
এখন তারা এটি বাণিজ্যিকভাবে চালু করার পরিকল্পনা করছে।

#নেপাল #কাঠমন্ডু #বিআরটিসি #বাস

24/12/2023
প্রিয় শুভাকাঙ্ক্ষী ও ফেসবুক বন্ধুরা, শুভেচ্ছা নিবেন। শীতের দিনগুলো কেমন কাটছে? একদিকে যেমন শীতের পিঠা খাওয়ার উৎসব শুরু হ...
16/12/2023

প্রিয় শুভাকাঙ্ক্ষী ও ফেসবুক বন্ধুরা, শুভেচ্ছা নিবেন। শীতের দিনগুলো কেমন কাটছে?
একদিকে যেমন শীতের পিঠা খাওয়ার উৎসব শুরু হয়েছে তেমনি অন্যদিকে বেড়াতে যাওইয়ার প্রস্তুতি নিচ্ছেন। আমি আপনাদের ভ্রমন সহায়তা দিয়ে আসছি। যারা আমাদের ক্লাইয়েন্ট তারা ছাড়াও সাধ্যমত যে কারো ভ্রমন সম্পর্কিত পরামর্শও দিয়ে থাকি। আধুনিক এই যুগে অফিসে এসে সেবা নেয়াটা একেবারেই কমে গেছে, আবার অনেক ক্ষত্রেই অনলাইনে বিভিন্ন পোর্টাল থেকে সেবা নিয়ে থাকেন। এ ক্ষেত্রে আমাদের বাণিজ্যিক চ্যালেঞ্জটা অনেক বেশি হয়ে যাচ্ছে। এমন অবস্থায় আমরা আমাদের গ্রাহকদের সাধ্যের ভেতর শতভাগ সেবা দেয়ার নিশ্চয়তা দিচ্ছি, এই কথার অর্থ হচ্ছে ঠিক যতটুকু আমরা দিতে পারবো ঠিক ততটুকুই বলবো।
আরেকটা বিষয় হচ্ছে, আমরা যানতে চাই, ভ্রমণ পিয়াসীরা কি কি ধরনের সেবা পেতে চায়? আপনি কি ধরনের সেবা পেলে শতভাগ সন্তুষ্ট থাকবেন।
আপনার পরামর্শ পেতে ও নিচ্ছিদ্র সেবা নিশ্চিত করতে আপনার ফোনের অপেক্ষায় রইলাম।
সব সময়ই হোয়াটসএপ খোলা আছে আপনার জন্য।
ধ্যন্যবাদ।
এইচ এম তারিকুল ইসলাম
সিইও, ট্রাভেল মেন্টরস
আপনার ভ্রমণ সেবার সয়ায়ক
+০১৭৫৫৫১৫৫৫৩

16/12/2023

প্রিয় শুভাকাঙ্ক্ষী ও ফেসবুক বন্ধুরা, শুভেচ্ছা নিবেন। শীতের দিনগুলো কেমন কাটছে?
একদিকে যেমন শীতের পিঠা খাওয়ার উৎসব শুরু হয়েছে তেমনি অন্যদিকে বেড়াতে যাওইয়ার প্রস্তুতি নিচ্ছেন। আমি আপনাদের ভ্রমন সহায়তা দিয়ে আসছি। যারা আমাদের ক্লাইয়েন্ট তারা ছাড়াও সাধ্যমত যে কারো ভ্রমন সম্পর্কিত পরামর্শও দিয়ে থাকি। আধুনিক এই যুগে অফিসে এসে সেবা নেয়াটা একেবারেই কমে গেছে, আবার অনেক ক্ষত্রেই অনলাইনে বিভিন্ন পোর্টাল থেকে সেবা নিয়ে থাকেন। এ ক্ষেত্রে আমাদের বাণিজ্যিক চ্যালেঞ্জটা অনেক বেশি হয়ে যাচ্ছে। এমন অবস্থায় আমরা আমাদের গ্রাহকদের সাধ্যের ভেতর শতভাগ সেবা দেয়ার নিশ্চয়তা দিচ্ছি, এই কথার অর্থ হচ্ছে ঠিক যতটুকু আমরা দিতে পারবো ঠিক ততটুকুই বলবো।
আরেকটা বিষয় হচ্ছে, আমরা যানতে চাই, ভ্রমণ পিয়াসীরা কি কি ধরনের সেবা পেতে চায়? আপনি কি ধরনের সেবা পেলে শতভাগ সন্তুষ্ট থাকবেন।
আপনার পরামর্শ পেতে ও নিচ্ছিদ্র সেবা নিশ্চিত করতে আপনার ফোনের অপেক্ষায় রইলাম।
সব সময়ই হোয়াটসএপ খোলা আছে আপনার জন্য।
ধ্যন্যবাদ।
এইচ এম তারিকুল ইসলাম
সিইও, ট্রাভেল মেন্টরস
আপনার ভ্রমণ সেবার সয়ায়ক
+০১৭৫৫৫১৫৫৫৩

তসলিমা নাসরিন ভালবেসে বিয়ে করেছিল কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহকে। তবে একাধিক প্রেমের অভিযোগে এক সময় তসলিমা ছেড়ে যায় রুদ্...
15/11/2023

তসলিমা নাসরিন ভালবেসে বিয়ে করেছিল কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহকে। তবে একাধিক প্রেমের অভিযোগে এক সময় তসলিমা ছেড়ে যায় রুদ্র মুহম্মদ শহীদুল্লাহকে। তসলিমার সাথে বিবাহ বিচ্ছেদের ৪ বছর পরে ১৯৯১ সালে রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ মারা যায়। অতিরিক্ত মাদক সেবনকে তার অকাল মৃত্যুর জন্যে দায়ী করা হয়। রুদ্রের মৃত্যুর পরে তার "আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে" কবিতা পাওয়া যায় যেটি পরবর্তীতে বিখ্যাত হয়ে উঠে। অনেকেই বলে থাকেন এটি তসলিমা নাসরিনকে উদ্দেশ্য করে তিনি লিখেছিলেন। এর জবাবে তসলিমা নাসরিনও একটি কবিতা লেখেন যেখানে তিনি রুদ্রর প্রতি তার ভালবাসার কথা লেখেন ও একই সাথে রুদ্রর একাধিক প্রেমের কথা তোলেন।

রুদ্র'র গান

আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে
ঢেকে রাখে যেমন কুসুম
পাপড়ির আবডালে ফসলের ঘুম
তেমনি তোমার নিবিড় চলা
মরমের মূল পথ ধরে
পুষে রাখে যেমন ঝিনুক
খোলসের আবরণে মুক্তোর সুখ
তেমনি তোমার গভীর চ্নোয়া
ভিতরের নীল বন্দরে
ভালো আছি, ভালো থেকো
আকাশের ঠিকানায় চিঠি লিখো
দিও তোমার মালা খানি
বাউল এর এই মন টা রে

তসলিমা নাসরিনের জবাব

প্রিয় রুদ্র,

প্রযত্নে, আকাশ

তুমি আকাশের ঠিকানায় চিঠি লিখতে বলেছিলে। তুমি কি এখন আকাশ জুড়ে থাকো? তুমি আকাশে উড়ে বেড়াও? তুলোর মতো, পাখির মতো? তুমি এই জগৎসংসার ছেড়ে আকাশে চলে গেছো। তুমি আসলে বেঁচেই গেছো রুদ্র। আচ্ছা, তোমার কি পাখি হয়ে উড়ে ফিরে আসতে ইচ্ছে করে না? তোমার সেই ইন্দিরা রোডের বাড়িতে, আবার সেই নীলক্ষেত, শাহবাগ, পরীবাগ, লালবাগ চষে বেড়াতে? ইচ্ছে তোমার হয় না এ আমি বিশ্বাস করি না, ইচ্ছে ঠিকই হয়, পারো না। অথচ এক সময় যা ইচ্ছে হতো তোমার তাই করতে। ইচ্ছে যদি হতো সারারাত না ঘুমিয়ে গল্প করতে - করতে। ইচ্ছে যদি হতো সারাদিন পথে পথে হাটতে - হাটতে। কে তোমাকে বাধা দিতো? জীবন তোমার হাতের মুঠোয় ছিলো। এই জীবন নিয়ে যেমন ইচ্ছে খেলেছো। আমার ভেবে অবাক লাগে, জীবন এখন তোমার হাতের মুঠোয় নেই। ওরা তোমাকে ট্রাকে উঠিয়ে মিঠেখালি রেখে এলো, তুমি প্রতিবাদ করতে পারোনি।
আচ্ছা, তোমার লালবাগের সেই প্রেমিকাটির খবর কি, দীর্ঘ বছর প্রেম করেছিলে তোমার যে নেলী খালার সাথে? তার উদ্দেশ্যে তোমার দিস্তা দিস্তা প্রেমের কবিতা দেখে আমি কি ভীষণ কেঁদেছিলাম একদিন ! তুমি আর কারো সঙ্গে প্রেম করছো, এ আমার সইতো না। কি অবুঝ বালিকা ছিলাম ! তাই কি? যেন আমাকেই তোমার ভালোবাসতে হবে। যেন আমরা দু'জন জন্মেছি দু'জনের জন্য। যেদিন ট্রাকে করে তোমাকে নিয়ে গেলো বাড়ি থেকে, আমার খুব দম বন্ধ লাগছিলো। ঢাকা শহরটিকে এতো ফাঁকা আর কখনো লাগেনি। বুকের মধ্যে আমার এতো হাহাকারও আর কখনো জমেনি। আমি ঢাকা ছেড়ে সেদিন চলে গিয়েছিলাম ময়মনসিংহে। আমার ঘরে তোমার বাক্সভর্তি চিঠিগুলো হাতে নিয়ে জন্মের কান্না কেঁদেছিলাম। আমাদের বিচ্ছেদ ছিলো চার বছরের। এতো বছর পরও তুমি কী গভীর করে বুকের মধ্যে রয়ে গিয়েছিলে ! সেদিন আমি টের পেয়েছি।
আমার বড়ো হাসি পায় দেখে, এখন তোমার শ'য়ে শ'য়ে বন্ধু বেরোচ্ছে। তারা তখন কোথায় ছিলো? যখন পয়সার অভাবে তুমি একটি সিঙ্গাড়া খেয়ে দুপুর কাটিয়েছো। আমি না হয় তোমার বন্ধু নই, তোমাকে ছেড়ে চলে এসেছিলাম বলে। এই যে এখন তোমার নামে মেলা হয়, তোমার চেনা এক আমিই বোধ হয় অনুপস্থিত থাকি মেলায়। যারা এখন রুদ্র রুদ্র বলে মাতন করে বুঝিনা তারা তখন কোথায় ছিলো?
শেষদিকে তুমি শিমুল নামের এক মেয়েকে ভালোবাসতে। বিয়ের কথাও হচ্ছিলো। আমাকে শিমুলের সব গল্প একদিন করলে। শুনে ... তুমি বোঝোনি আমার খুব কষ্ট হচ্ছিলো। এই ভেবে যে, তুমি কি অনায়াসে প্রেম করছো ! তার গল্প শোনাচ্ছো ! ঠিক এইরকম অনুভব একসময় আমার জন্য ছিলো তোমার ! আজ আরেকজনের জন্য তোমার অস্থিরতা। নির্ঘুম রাত কাটাবার গল্প শুনে আমার কান্না পায় না বলো? তুমি শিমুলকে নিয়ে কি কি কবিতা লিখলে তা দিব্যি বলে গেলে ! আমাকে আবার জিজ্ঞেসও করলে, কেমন হয়েছে। আমি বললাম, খুব ভালো। শিমুল মেয়েটিকে আমি কোনোদিন দেখিনি, তুমি তাকে ভালোবাসো, যখন নিজেই বললে, তখন আমার কষ্টটাকে বুঝতে দেইনি। তোমাকে ছেড়ে চলে গেছি ঠিকই কিন্তু আর কাউকে ভালোবাসতে পারিনি। ভালোবাসা যে যাকে তাকে বিলোবার জিনিস নয়।
আকাশের সঙ্গে কতো কথা হয় রোজ ! কষ্টের কথা, সুখের কথা। একদিন আকাশভরা জোৎস্নায় গা ভেসে যাচ্ছিলো আমাদের। তুমি দু চারটি কষ্টের কথা বলে নিজের লেখা একটি গান শুনিয়েছিলে। "ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি দিও"। মংলায় বসে গানটি লিখেছিলে। মনে মনে তুমি কার চিঠি চেয়েছিলে? আমার? নেলী খালার? শিমুলের? অনেক দিন ইচ্ছে তোমাকে একটা চিঠি লিখি। একটা সময় ছিলো তোমার। একটা সময় ছিলো তোমাকে প্রতিদিন চিঠি লিখতাম। তুমিও লিখতে প্রতিদিন। সেবার আরমানিটোলার বাড়িতে বসে দিলে আকাশের ঠিকানা। তুমি পাবে তো এই চিঠি? জীবন এবং জগতের তৃষ্ণা তো মানুষের কখনো মেটে না, তবু মানুষ আর বাঁচে ক'দিন বলো? দিন তো ফুরোয়। আমার কি দিন ফুরোচ্ছে না? তুমি ভালো থেকো। আমি ভালো নেই।
ইতি,
সকাল

পুনশ্চঃ আমাকে সকাল বলে ডাকতে তুমি। কতোকাল ঐ ডাক শুনি না। তুমি কি আকাশ থেকে সকাল, আমার সকাল বলে মাঝে মধ্যে ডাকো? নাকি আমি ভুল শুনি?

15/11/2023
বহুল আকাঙ্ক্ষিত ঢাকা- কক্সবাজার রুটের ট্রেনের প্রস্তাবিত সময়সূচি--------------------------------------------------------...
29/10/2023

বহুল আকাঙ্ক্ষিত ঢাকা- কক্সবাজার রুটের ট্রেনের প্রস্তাবিত সময়সূচি
---------------------------------------------------------------------------
ঢাকা থেকে পর্যটন নগরী কক্সবাজারের দূরত্ব আরও ঘুচলো। নতুন কোরিয়ান কোচ দিয়ে আগামী ১ নভেম্বর থেকে ঢাকা-কক্সবাজার রুটে যাত্রা শুরু হচ্ছে আন্তঃনগর ট্রেনের।

এবার জেনে নেওয়া যাক এই রুটে ট্রেন চলাচলের সময়সূচি-
প্রস্তাবিত ঢাকা টু কক্সবাজার ট্রেনের সময়সূচী-১
আন্তঃনগর এ ট্রেনটি ঢাকা ছাড়বে রাত ০৮:১৫, কক্সবাজার পৌঁছাবে ভোর ৫:৩০ মিনিট।

আবার ফিরতি যাত্রায় কক্সবাজার ছাড়বে সকাল ১০টায়, ঢাকা পৌঁছাবে সন্ধ্যা ৭:১৫ মিনিট। ওয়াশপিট ও অফডে সার্ভিসিং হবে কক্সবাজারে।

প্রস্তাবিত ঢাকা টু কক্সবাজার ট্রেনের সময়সূচী-২
আন্তঃনগর এ ট্রেনটি ঢাকা ছাড়বে রাত ১১:৫০ মিনিটে, কক্সবাজার পৌঁছাবে সকাল ৯:৩০ মিনিট।
আবার ফিরতি যাত্রায় কক্সবাজার ছাড়বে দুপুর ১২:৪৫ মিনিটে, ঢাকা পৌঁছাবে রাত ১০ টায়।

পারো মঠ Taktsang Palphug Monastery ১৯৬২ সালে নির্মিত জনপ্রিয় বৌদ্ধ পবিত্র মন্দির. অবস্থান ভুটানের পারো ভেলীতে । ভুটান প...
10/10/2023

পারো মঠ Taktsang Palphug Monastery ১৯৬২ সালে নির্মিত জনপ্রিয় বৌদ্ধ পবিত্র মন্দির. অবস্থান ভুটানের পারো ভেলীতে । ভুটান প্রাকৃতিক সৌন্দর্যে অসাধারণ পর্যাটন রাস্ট্র, যা আমাদের বাংলাদেশ থেকে তুলনামূলক অনেক কাছে। সাচ্ছলতা থাকলে আপনিও পারেন এখানে এই শীতে বেরাতে যেতে।

Address

Dhaka

Telephone

+8801755515553

Website

Alerts

Be the first to know and let us send you an email when Travel Mentor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Travel Mentor:

Share

Category

Page info

ঘুরতে যাওয়া মানেই দেশ-বিদেশের দর্শনীয় জায়গাগুলো ঘুরে দেখা, বহুবিধ সংস্কৃতির সাথে মেলামেশা, জিভে জল আসা মুখরোচক খাবার আর সেই সাথে ইচ্ছেমত কেনাকাটা করার সুযোগ। কিন্তু ভ্রমণের আনুষঙ্গিক খরচের ভয়ে অনেকেই ঘর থেকে দু’পা বাইরে ফেলে দেখতে চাই না এই জগতটাকে। তবে নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যে ভ্রমণের জন্য এখন থেকে Marvellous Bangladesh Holidays আছে আপনার পাশে যেখানে আপনি পাবেন ভ্রমনপিয়াসু মনের সব স্বপ্ন পূরণের অভাবনীয় সুযোগ।

আমরা দিচ্ছি দেশ এবং দেশের বাইরে যাওয়ার জন্য সুলভ মূল্যের এয়ার টিকেট, দেশ-বিদেশের মনোমুগ্ধকর জায়গাগুলো থেকে ঘুরে আসার সাশ্রয়ী ফ্যামিলি, গ্রুপ ট্যুর, কর্পোরেট ইভেন্টস এবং কর্পোরেট ট্র্যাভেল প্যাকেজ।

ভ্রমণে Marvellous Bangladesh Holidays পাশে থাকলে আপনি পুরোটাই নিশ্চিন্ত। কেবলমাত্র আমরাই দিচ্ছি আপনার পছন্দমতো বিলাসবহুল সুবিধাসম্বলিত হোটেল বুকিংয়ের নিশ্চয়তা।

দেশের বাইরে ভ্রমণের ভিসার জন্য ঝক্কি-ঝামেলা, দুশ্চিন্তা কিংবা লম্বা সময়ের অপেক্ষা আর নয়। মারভেলাস বাংলাদেশ হলিডেস আপনাকে দেবে সবচেয়ে কম খরচে সর্বনিম্ন সময়ে বিভিন্ন দেশের ভিসা পাওয়ার সুনিশ্চয়তা যা আর কোথাও পাবেন না।