05/07/2025
হাওরে ঘুরতে যাওয়ার আগে যে বিষয়গুলো জানা জরুরী...
সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্ধুদের হাওরে ঘুরতে যাওয়ার ভুরিভুরি ছবি, হাওরের নান্দনিক সব দৃশ্য, হাউজবোট থেকে দেখা সবুজাভ পানির মনোগুগ্ধকর হাওর, শিমুল বাগান, যাদুকাটা নদী...
এসব ছবি দেখে আপনার নিজের ই ঘুরতে যাওয়ার ইচ্ছে হল, হওয়াটাই স্বাভাবিক।
কিন্তু ঘুরতে চাইলেই তো হবেনা! একটা বাজেট আছে, সাধের সাথে সাধ্যের সংযোগ আছে.. আছে এমন অনেক কিছু। এবার সে আলাপে আসি।
টাংগুয়ার হাওরে এখন প্রায় ২০০ এর ও বেশি হাউজবোট আছে। এর বাইরে আছে কয়েকশো সাধারণ বোট।
এখন বলতে পারেন হাউজবোট কি।
হ্যাঁ, সোজা বাংলায় আরামদায়ক নৌকা,
যে নৌকায় সোজা হয়ে ঘরের মত হাটবেন, কেবিনে ঘুমাবেন, খাবেন দাবেন...
ফিল করবেন যে ভাসমান একটা বাড়িতে আছেন।
ফেসবুকে আপনারা বেশিরভাগ যে হাউজবোটের ছবিগুলো (বিজ্ঞাপনগুলো) ভেসে বেড়াতে দেখেন সেগুলোর বেশিরভাগই লাক্সারি বা প্রিমিয়াম কোয়ালিটির বোট।
এ বোটগুলোর কোন কোনটির প্যাকেজ প্রাইস এখন জনপ্রতি প্রায় ২০ হাজারের কাছাকাছি!
চিন্তা করতে পারেন?
এই টাইপের কিছু কিছু হাউজবোটগুলোতে এসি কেবিনের পাশাপাশি আলাদা বারান্দা আছে, আলাদা দোলনা আছে, ডাইনিং আছে এমনকি সেদিন দেখলাম একটাতে সুইমিংপুল ও আছে!
এ ২০০ হাউজবোটগুলোর মধ্যে অনেক ধরন আছে। কিছু সাধারণ মানের, কিছু স্ট্যান্ডার্ড, কিছু লাক্সারি বোট। হাউজবোটগুলোতে "সুনামগঞ্জ টু সুনামগঞ্জ ঘোরার খরচ জনপ্রতি ৫৫০০ থেকে শুরু করে ২০,০০০ টাকা পর্যন্ত।
আর সাধারণ ঢালাও বিছানার বোটে।সেটা ৩০০০ থেকে ৪৫০০ পর্যন্ত হতে পারে।
এখন ঘুরতে যাওয়ার আগে আপনি আপনার প্যাকেজ অনুযায়ীই চিন্তা করে নেবেন যে বোটটা কেমন হবে।
অনেককেই দেখেছি ৬/৭ হাজার টাকার একটা প্যাকেজ নিয়ে বোটে গিয়ে নাক সিটকান,
" ভাইয়া, রুমের পাশে দোলনা নাই কেন, এসি নাই কেন, হাউজবোটটা ফেসবুকে যেগুলো দেখেছি সেগুলোর মত না কেন"
এমন অনেক কথা।
মুলত তাদের জন্যই আমার এ পোষ্ট।
যারা ToiToi - টইটই এর সাথে ঘুরতে যান তাদের আমি এ সব কিছু নিয়ে প্যাকেজ কনফার্ম করার আগে সব ক্লিয়ার করি।
বিশেষ করে বোট কেমন হবে, কই কই ঘুরবে, কি কি খাবে, একোমোডেশন টাইপ কেমন হবে এ সবকিছুই। তারপর যার যার ইচ্ছা কনফার্ম করেন।
টইটই এর সামনে দুটো ইভেন্ট আছে।
১২-১৩ তারিখ
এবং
১৯-২০ তারিখ
আপনারা যারা যেতে ইচ্ছুক বিস্তারিত জানতে কল করতে পারেন 01770-080880 নাম্বারে অথবা হোয়াটসএপেও নক করতে পারেন।
© Wazed Mohan
#হাউজবোট