ToiToi - টইটই

ToiToi - টইটই Holidays of Business? Budget or Luxury? Let us know how we can help you.

টু বি নোটেড
30/07/2025

টু বি নোটেড

30/07/2025

Event
#সুন্দরবন #খুলনা #বাংলাদেশ

লোকালয় ছেড়ে দূরে!!
25/07/2025

লোকালয় ছেড়ে দূরে!!

শ্রীমঙ্গলের সৌন্দর্য ❤️❤️   #শ্রীমঙ্গল  #সিলেট
19/07/2025

শ্রীমঙ্গলের সৌন্দর্য ❤️❤️

#শ্রীমঙ্গল #সিলেট

06/07/2025

হাওরে লাফ..

সতর্কীকরণঃ সবার শারীরিক, মানসিক শক্তি এক নয়। দয়া করে এ লাফ দেয়া থেকে অনুপ্রাণিত হবার আগে নিজের সক্ষমতাটুকু জানুন। তারপর চাইলে এমন লাফ দিতে পারেন।

অযথাই বিপদ টেনে আনবেন না।

#টাংগুয়ারহাওর

হাওরে ঘুরতে যাওয়ার আগে যে বিষয়গুলো জানা জরুরী...সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্ধুদের হাওরে ঘুরতে যাওয়ার ভুরিভুরি ছবি, হাওরের...
05/07/2025

হাওরে ঘুরতে যাওয়ার আগে যে বিষয়গুলো জানা জরুরী...

সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্ধুদের হাওরে ঘুরতে যাওয়ার ভুরিভুরি ছবি, হাওরের নান্দনিক সব দৃশ্য, হাউজবোট থেকে দেখা সবুজাভ পানির মনোগুগ্ধকর হাওর, শিমুল বাগান, যাদুকাটা নদী...
এসব ছবি দেখে আপনার নিজের ই ঘুরতে যাওয়ার ইচ্ছে হল, হওয়াটাই স্বাভাবিক।

কিন্তু ঘুরতে চাইলেই তো হবেনা! একটা বাজেট আছে, সাধের সাথে সাধ্যের সংযোগ আছে.. আছে এমন অনেক কিছু। এবার সে আলাপে আসি।

টাংগুয়ার হাওরে এখন প্রায় ২০০ এর ও বেশি হাউজবোট আছে। এর বাইরে আছে কয়েকশো সাধারণ বোট।
এখন বলতে পারেন হাউজবোট কি।
হ্যাঁ, সোজা বাংলায় আরামদায়ক নৌকা,
যে নৌকায় সোজা হয়ে ঘরের মত হাটবেন, কেবিনে ঘুমাবেন, খাবেন দাবেন...
ফিল করবেন যে ভাসমান একটা বাড়িতে আছেন।

ফেসবুকে আপনারা বেশিরভাগ যে হাউজবোটের ছবিগুলো (বিজ্ঞাপনগুলো) ভেসে বেড়াতে দেখেন সেগুলোর বেশিরভাগই লাক্সারি বা প্রিমিয়াম কোয়ালিটির বোট।
এ বোটগুলোর কোন কোনটির প্যাকেজ প্রাইস এখন জনপ্রতি প্রায় ২০ হাজারের কাছাকাছি!
চিন্তা করতে পারেন?

এই টাইপের কিছু কিছু হাউজবোটগুলোতে এসি কেবিনের পাশাপাশি আলাদা বারান্দা আছে, আলাদা দোলনা আছে, ডাইনিং আছে এমনকি সেদিন দেখলাম একটাতে সুইমিংপুল ও আছে!

এ ২০০ হাউজবোটগুলোর মধ্যে অনেক ধরন আছে। কিছু সাধারণ মানের, কিছু স্ট্যান্ডার্ড, কিছু লাক্সারি বোট। হাউজবোটগুলোতে "সুনামগঞ্জ টু সুনামগঞ্জ ঘোরার খরচ জনপ্রতি ৫৫০০ থেকে শুরু করে ২০,০০০ টাকা পর্যন্ত।
আর সাধারণ ঢালাও বিছানার বোটে।সেটা ৩০০০ থেকে ৪৫০০ পর্যন্ত হতে পারে।

এখন ঘুরতে যাওয়ার আগে আপনি আপনার প্যাকেজ অনুযায়ীই চিন্তা করে নেবেন যে বোটটা কেমন হবে।
অনেককেই দেখেছি ৬/৭ হাজার টাকার একটা প্যাকেজ নিয়ে বোটে গিয়ে নাক সিটকান,
" ভাইয়া, রুমের পাশে দোলনা নাই কেন, এসি নাই কেন, হাউজবোটটা ফেসবুকে যেগুলো দেখেছি সেগুলোর মত না কেন"
এমন অনেক কথা।
মুলত তাদের জন্যই আমার এ পোষ্ট।

যারা ToiToi - টইটই এর সাথে ঘুরতে যান তাদের আমি এ সব কিছু নিয়ে প্যাকেজ কনফার্ম করার আগে সব ক্লিয়ার করি।
বিশেষ করে বোট কেমন হবে, কই কই ঘুরবে, কি কি খাবে, একোমোডেশন টাইপ কেমন হবে এ সবকিছুই। তারপর যার যার ইচ্ছা কনফার্ম করেন।

টইটই এর সামনে দুটো ইভেন্ট আছে।
১২-১৩ তারিখ
এবং
১৯-২০ তারিখ

আপনারা যারা যেতে ইচ্ছুক বিস্তারিত জানতে কল করতে পারেন 01770-080880 নাম্বারে অথবা হোয়াটসএপেও নক করতে পারেন।

© Wazed Mohan
#হাউজবোট

টাংগুয়ার হাওরে আমাদের ইভেন্ট চলমান। ইভেন্ট সম্পর্কিত যে কোন তথ্য জানতে কল করতে পারেন 01770-080880 নাম্বারে।   #ওয়াচটাওয়া...
03/07/2025

টাংগুয়ার হাওরে আমাদের ইভেন্ট চলমান। ইভেন্ট সম্পর্কিত যে কোন তথ্য জানতে কল করতে পারেন 01770-080880 নাম্বারে।

#ওয়াচটাওয়ার #টাংগুয়ারহাওর

নীলাদ্রি লেক বা শহীদ সিরাজ লেক। ১০/১৫ বছর আগে যারা এই তাহিরপুর এসে নীলাদ্রি লেক দেখেছে তারা বেশ সৌভাগ্যবান।আমি সেই সৌভাগ...
03/07/2025

নীলাদ্রি লেক বা শহীদ সিরাজ লেক।
১০/১৫ বছর আগে যারা এই তাহিরপুর এসে নীলাদ্রি লেক দেখেছে তারা বেশ সৌভাগ্যবান।

আমি সেই সৌভাগ্যবানদের একজন।
ট্যুর অপারেট করি,তাই প্রায় বছর ঘুরেই আসতে হয়,
এসে আমি কেবল ই হতাশ হই।
এবারের হতাশাটা ভয়ানক।

সে গল্প আরেকদিন।

#তাহিরপুর #নীলাদ্রি #শহীদসিরাজলেক

02/07/2025

আমাদের আজকের ইভেন্টের পর খুব শীগ্রই আসছে টাংগুয়ার হাওরের পরবর্তী ইভেন্ট।

কে কে যেতে চান?

এই একটা দেশ মালয়েশিয়া, যারা কোনরকম ঝামেলা ছাড়াই এখনো আমাদের ভিসা দেয়,থাইল্যান্ড, সিংগাপুর, ইন্দোনেশিয়া তাদের ভিসাও একটা ...
27/06/2025

এই একটা দেশ মালয়েশিয়া, যারা কোনরকম ঝামেলা ছাড়াই এখনো আমাদের ভিসা দেয়,
থাইল্যান্ড, সিংগাপুর, ইন্দোনেশিয়া তাদের ভিসাও একটা সময় মালয়েশিয়ার মত সহজ ছিল। অথচ এখন কত রিজেকশন! কত নাকানিচুবানি!

এবার মনে হয় মালয়েশিয়ার ভিসা পেতেও আমাদের সেই নাকানিচুবানি খাইতে হবে।
এই অসভ্য জাতটার জন্য পৃথিবী খুব ছোট হয়ে আসছে

26/06/2025

American দূতাবাসের ভিসা সংক্রান্ত আপডেটঃ

‍যারা F, M ও J ভিসার জন‍্য এপ্লাই করবেন তাদের প্রত‍্যেককে অবশ‍্যই তাদের সকল সোসাল মিডিয়া একাঊন্টের প্রাইভেসি সেটিংস পাবলিক করে রাখতে হবে।

রিসোর্টটা সুন্দর না?
24/06/2025

রিসোর্টটা সুন্দর না?

Address

Mirpur 10
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when ToiToi - টইটই posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ToiToi - টইটই:

Share

Category