ঘুরে বেড়াই দেশ বিদেশ

ঘুরে বেড়াই দেশ বিদেশ ব্যাস্ত জীবনে কাজের ফাঁকে দুরে কোথাও ?

কেউ কি বলতে পারেন এগুলো কি ফল?
19/02/2025

কেউ কি বলতে পারেন এগুলো কি ফল?

05/08/2024
03/08/2024
12/06/2024

🕋
লাব্বাইকা আল্লাহুমা লাব্বাঈক।
ইন্নাল হামদা ওয়ান্ নি’মাতা লাকা ওয়াল মুলক, লা শারিকা লাকা লাব্বাইক।

💥অনেকের কাছেই আমরা শুনে থাকি, আমেরিকায় যাওয়া খুবই কঠিন, এমনকি সহজে ভিসা পাওয়া যায় না! 🤔🎇 আসলে বাস্তবতা হলো আমেরিকার ৫ (প...
22/05/2024

💥অনেকের কাছেই আমরা শুনে থাকি, আমেরিকায় যাওয়া খুবই কঠিন, এমনকি সহজে ভিসা পাওয়া যায় না! 🤔

🎇 আসলে বাস্তবতা হলো আমেরিকার ৫ (পাঁচ) বছরের মাল্টিপল এন্ট্রি ট্যুরিস্ট ভিসা (B1-B2) বাংলাদেশ থেকে পাওয়া খুবই সহজ, যদি আপনি সঠিক পন্থায় এবং সঠিক প্রতিষ্ঠানের মাধ্যমে ভিসা প্রসেসিং করেন! 🇺🇸🇺🇸🇺🇸

✨ আমরা অনেকেই আমেরিকার ভিসার জন্য আবেদন করতে ভয় পাই, কারণ আমরা মনে করে থাকি অন্য সব উন্নত দেশগুলোর মতো ট্যুরিস্ট ভিসা প্রসেসিং এর সময় অনেক ডকুমেন্টস সাবমিট করতে হয়, পূর্বেই বায়োমেট্রিক্স নেয়া হয় এবং পরে ইন্টারভিউ এর মাধ্যমে ভিসা ইস্যু অথবা রিফিউস করা হয়।

কিন্তু আমেরিকান ট্যুরিস্ট ভিসার (B1-B2) ক্ষেত্রে পদ্ধতিটি সম্পূর্ণই ভিন্ন এবং সহজ! 💖
এই ভিসা পাওয়ার জন্য অনেক বেশী কাগজপত্র দরকার নেই! এমনকি আপনার ব্যাংক স্টেটমেন্ট বা এসেট ভ্যালুয়েশনও চাইবে না! এছাড়াও আপনার যদি একাধিক দেশ ভিজিট করা থাকে তাহলে সেটা নিঃস্বন্দেহে ভিসা পাওয়ার ক্ষেত্রে একটা সহায়ক ভূমিকা পালন করবে, কিন্তু এর অর্থ এই নয় যে বিভিন্ন দেশ ভিজিট করা থাকলেই আপনি আমেরিকার ভিসা পেয়ে যাবেন। 🇺🇸 🗽

✅ আপনার যদি সঠিক কৌশল জানা থাকে তাহলে সাদা পাসপোর্টেও সহজেই আপনি আমেরিকার ভিসা পেতে পারেন!🇺🇸💖

🗽 আমেরিকান ট্যুরিস্ট ভিসার প্রথম দুইটি ধাপ হলোঃ
১। সিজিআই প্রোফাইল তৈরি করা।
২। ভিসা ফি এর রিসিপ্ট প্রিন্ট আউট করে ইস্টার্ন ব্যাংকের (EBL) যে কোনো ব্রাঞ্চে অফলাইনে জমা দেওয়া |আর আপনার যদি (EBL) ব্যাংকে একাউন্ট থাকে তাহলে (EBL) ব্যাংকের APP-এর মাধ্যমে অনলাইন-এ ভিসা ফি জমা দিতে পারবেন।

✨ বর্তমানে জনপ্রতি ভিসা ফি হচ্ছে $১৮৫ ডলার যা বর্তমান বাজারের ডলার মূল্য অনুযায়ী হচ্ছে ২১,০৯০ টাকা।

✅ আমেরিকান মাল্টিপল এন্ট্রি ট্যুরিস্ট ভিসা বাংলাদেশ থেকে সাধারণত ৫ বছরের জন্য দেওয়া হয় এবং এই ভিসাটি মূলতো ২টি গুরুত্বপূর্ণ বিষয় এর উপর ভিত্তি করে হয়ে থাকে।
✨ প্রথমত : DS-160: Online Nonimmigrant এপ্লিকেশন ফর্ম এর উপর।
✨ দ্বিতীয়ত : ভিসা অফিসারের সাথে একটি শর্ট ইন্টারভিউ এর উপর।

✅ DS -160 ফর্ম কেন গুরুত্বপূর্ণ ?
- যেহেতু আমেরিকান ট্যুরিস্ট ভিসা ব্যক্তিগত তথ্য ও ইন্টারভিউ ভিত্তিক, তাই DS-160 ফর্মে সকল ব্যক্তিগত ও পারিবারিক তথ্য নির্ভুল ও সঠিকভাবে প্রদান করতে হয়। একটা বিষয় মনে রাখবেন, সঠিকভাবে DS-160 এপ্লিকেশন ফর্মটি পূরণ করলে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা ৭০% নিশ্চিত হয়ে যাবে।

✅ ভিসা অফিসারের সাথে ইন্টারভিউ কেমন হবে?
- ভিসা অফিসারদের বেশিরভাগ প্রশ্ন আপনাদের দেওয়া DS-160 ফর্ম এর উপর ভিত্তি করেই হয়ে থাকে। ইন্টারভিউয়ের উপর মূলত বাকী ৩০% সম্ভবনা নির্ভর করে। এছাড়া সাক্ষাৎকারের সময়কাল মূলত ২-৩ মিনিটের হয়ে থাকে (কারো কারো ক্ষেত্রে ৫-১০ মিনিট পর্যন্ত দীর্ঘ হয়)। এই অল্প সময়ে ভিসা অফিসারগণ মূলত আপনাদের সাইকোলজিকালি পরীক্ষা করে। আপনার বডি ল্যাঙ্গুয়েজ, বাচনভঙ্গি, ড্রেস আপ থেকে শুরু করে আপনি কিভাবে কনসুলার অফিসারদের প্রতিটি প্রশ্নের সু-ব্যাখ্যা সংক্ষেপে দিতে পারছেন সবকিছুর উপর বিবেচনা করে তারা তাৎক্ষণিকভাবে একটি সিদ্ধান্ত নেয়। এছাড়াও আপনি কেন আমেরিকা যাবেন তার সুনির্দিষ্ট কারণ দেখাতে হবে। ইন্টারভিউ এর সময় ভিসা অফিসারদের বুঝাতে হবে যে, আপনার আমেরিকা যাওয়ার সুনির্দিষ্ট কারণ আছে এবং আপনি আমেরিকায় যাবেন এবং নির্ধারিত সময়ের মধ্যে ফিরে আসবেন, তাহলেই আপনার ভিসা হবে।

✅ তাই, আপনি যখন আমেরিকার ট্যুরিস্ট ভিসার (B1+B2) জন্য আবেদন করবেন, তখন অবশ্যই আপনার DS-160 ফর্মটি কোন দক্ষ এবং অভিজ্ঞ হাতে পূরণ করতে হবে। কেননা, DS-160 ফর্ম সঠিকভাবে পূরণ করতে না পারলে এটি শুধুমাত্র আপনার রিফিউজ এর কারণই হবেনা, বরং পরবর্তীতে আবেদন করার সময়েও জটিলতা সৃষ্টি করবে।

♨️ সতর্কতাঃ অনেক এজেন্সি বা ব্যক্তিবর্গ আপনাকে কন্ট্রাক্টে ভিসা নিশ্চয়তার প্রলোভন দেখিয়ে আমেরিকায় যাওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিতে পারে। সবসময়ই মনে রাখবেন আমেরিকান ভিসা কখনই কন্ট্রাক্টে অথবা চুক্তিভিত্তিক হয় না। তাই এ ধরনের লোভনীয় ফাঁদে না পড়ে অবশ্যই বিশ্বস্ত প্রতিষ্ঠান এবং দক্ষ ব্যক্তি দ্বারা আবেদন করুন।

🎯 আমাদের প্রতিষ্ঠানেই কেন আসবেন?
✅ বাংলাদেশে আমরাই একমাত্র প্রতিষ্ঠান যারা সুদীর্ঘ ১০ বছর ধরে সততা এবং সুনামের সাথে শুধুমাত্র আমেরিকান ট্যুরিস্ট ভিসার (B1-B2) প্রসেসিং করে থাকি।
✅ আমরা সিজিআই প্রোফাইল তৈরি এবং DS-160 ফর্ম সঠিক ও নির্ভুল ভাবে পূরণ করে থাকি |
✅আমরা আপনাকে অভিজ্ঞ কাউন্সিলরের মাধ্যমে ইন্টারভিউ এর সম্পুর্ণ গাইডলাইন ও ট্রেনিং দিবো যা আপনার ভিসা পাওয়ার ক্ষেত্রে সহায়ক হবে এবং ইন্টারভিউতে আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে দিবে.
✅আমরা (B1-B2) ভিসা সম্পর্কিত সকল ধরণের টেকনিকাল সাপোর্ট দিয়ে থাকি।
🔈তাই বিস্তারিত জানতে আজই আমাদের অফিসে যোগাযোগ করুন। 🥰

🏛 ঠিকানা -
SunvalleyTours
4/a, Indira road, Farmgate, Dhaka.

বিস্তারিত জানতে কল করুন -
📲 +8801942559049

📢 অফিস ও কল করার সময় -- শুক্রবার ব্যতীত প্রতিদিন সকাল ১১:০০টা 🕘 থেকে রাত ৮:০০ টা 🕔 পর্যন্ত ।

14/10/2023

ভারতীয় ভিসা আবেদন করে অনেকেই পরে ইন্টারভিউ ডেট পেয়েছেন তাদেরকে ভারতীয় দুতাবাস ডেট এগিয়ে দিচ্ছে,আপনার মোবাইল মেসেজ অথবা ই-মেইলে নজর রাখুন

14/10/2023

🌟 আপনি কি উচ্চ বেতন,সুন্দর জীবনযাত্রা এবং ইউরোপের উন্নত দেশে চাকুরী করার স্বপ্ন দেখেছেন? 😊 তা হলে আয়ারল্যান্ড সহ ইউরোপের বিভিন্ন দেশ আপনার জন্য উন্মুক্ত । শুধু আপনাকে জানতে হবে কিভাবে যথাযথভাবে আবেদন করতে হয়।

আয়ারল্যান্ড 🇮🇪 ইউরোপের একটি উন্নত দেশ যেখানে প্রচুর কর্মসংস্থানের সুযোগ রয়েছে! 🌍 বাংলাদেশেসহ সারা বিশ্বের অনেক মানুষ ইতিমধ্যেই আয়ারল্যান্ডে কাজ করছেন। কিভাবে আবেদন করতে হবে নাজানার কারনে পিছিয়ে আছেন বাংলাদেশিরা । 😃 কর্মী সংকটের কারণে জব মর্কেটকে খুলে দিয়েছে তারা। তাই ইতালি এর মতো খুব কম খরচে, বৈধ উপায়ে নিজে আবেদন করে আয়ারল্যান্ডে পাড়ি জমাতে পারবেন খুব সহজেই ! 🌟

আমরা আপনাকে আপনার স্বপ্ন পূরণে সহায়তা করতে পারি! 💪 বিনামুল্যে সকল ধরনের তথ্য দিয়ে সাহায্য করবো। 🌟 চাইলে আমাদের পেশাদার দক্ষ কাউন্সিলরদের সহায়তায় আপনার ইউরো-পাস সিভি তৈরি করে চাকরি খোঁজা থেকে শুরু করে অফার লেটার ও ভিসা প্রক্রিয়াসহ সব রকম সাহায্য করতে পারি! 🌟
কাজের ধরন –
১- স্কিলড ওয়ার্কার – ডাক্তার , ইঞ্জিনিয়ার, আইটি এক্সপার্ট , এগ্রোনোমিস্ট , একাউন্টেন্ট ,সায়েন্টিস্ট , শেফ ইত্যাদি (প্রফেশনাল সনদ ও অভিজ্ঞতার সনদ ও ভাষাগত দক্ষতা থাকতে হবে )।

২-সেমি-স্কিলড ওয়ার্কার - নার্স, ল্যাব টেকনেশিয়ান , বিল্ডার , হেভি ড্রাইভার , বি ক্যাটাগরি ওয়েল্ডার, ফ্রক লিফট অপারেটর, ইলেকট্রিশিয়ান ,প্লাম্বার,কার্পেন্টার, বারবার, টেইলরিং ওয়ার্কার ইত্যাদি। (অভিজ্ঞতার সনদ ও ভাষাগত দক্ষতা থাকতে হবে )

৩-নন-স্কিলড ওয়ার্কার- ক্লিনার, শপকিপার, ফ্রুটস পিকার , ওয়েটার , এগ্রিকালচার ওয়ার্কার , কিচেন হেল্পার , কন্সট্রাকশন ওয়ার্কার , মাইনিং ওয়ার্কার, হাউজ কিপার, গার্ডেনার , জেনারেল লেবার, ডেলিভারি ম্যান ইত্যাদি। (বেসিক ইংরেজি জানতে হবে)

প্রবাসি অভিজ্ঞতাসম্পন্ন লোকদের আয়ারল্যান্ডে চাকরি পাওয়ার সম্ভবনা অনেক বেশি।

ফ্রী কন্সাল্টেন্সি পেতে নিশ্চিন্তে, এখনই আমাদের সাথে যোগাযোগ করুন! সুযোগটি হাতছাড়া করবেন না ।💌

যোগাযোগ – ০১৯৪২৫৫৯০৪৯,০১৭৩০৪৭৪৭৫৬ ।
আমাদের অফিস – সানভেলি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস ,৪/এ ,ইন্দিরা রোড , মাহবুব প্লাজা , ২য় তলা, ফার্মগেট ,ঢাকা

28/04/2023

"আমরা গড়ি "-এর মূলনীতি:
১) বেকার যুব সমাজকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করা।
২) দেশের আর্থ সামাজিক উন্নয়নে অংশগ্রহণ করা।
৩) সামাজিক সচেতনতা,ও পারস্পর সহযোগিতা বৃদ্ধি করা।
৪) স্বেচ্ছাসেবকদের কর্মসংস্থানে সুযোগ তৈরি করা ।
৫) বেকার যুব সমাজকে প্রশিক্ষণ প্রদান ও কর্মসংস্থান ।

Address

4/a, Indira Road, Farmgate
Dhaka
1215

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Friday 09:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Telephone

+8801730474756

Website

Alerts

Be the first to know and let us send you an email when ঘুরে বেড়াই দেশ বিদেশ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ঘুরে বেড়াই দেশ বিদেশ:

Share

Category