
02/05/2025
নিম্নে "🕋 HAJ 2025 - Nusuk ID Card" সম্পর্কিত মূল বিষয়বস্তু বাংলায় অনুবাদ করে দেওয়া হলো:
🕋 হজ ২০২৫
▪️ Nusuk আইডি কার্ড
সব হজযাত্রীদের বিশেষভাবে খেয়াল রাখতে হবে যে—
👉 সৌদি আরবে আপনার পরিচয় হবে “Nusuk Card” এর মাধ্যমে।
▪️মক্কা / মদীনায় পৌঁছানোর ২ দিন পর, আপনার মোয়াল্লিম (হজ গাইড) এই কার্ডটি আপনার রুমে পৌঁছে দেবেন।
আপনার হাতে কার্ড দেওয়ার পর একটি ছবি তোলা হবে।
▪️এই কার্ডের সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
▪️আপনি চাইলে কার্ডটির ছবি মোবাইলে তুলে রাখতে পারেন, অথবা সুযোগ থাকলে ফটোকপি করেও রাখতে পারেন।
▪️এই কার্ড দেখিয়েই মসজিদে হারামে (মক্কায়) নামাজ ও তাওয়াফ করার অনুমতি দেওয়া হবে।
(কার্ড ছাড়া প্রবেশ করা যাবে না)
▪️মিনা যাওয়ার জন্য বিল্ডিং থেকে যে বাসে উঠবেন, তাতে ওঠার সময় এই কার্ড দেখাতে হবে।
▪️মক্কায় কোথাও যেতেও হলে, অর্থাৎ রুমের বাইরে বের হলেই, এই Nusuk Card ও হজ কমিটির আইডি কার্ড সাথে রাখা বাধ্যতামূলক।
▪️এই Nusuk কার্ড যদি হারিয়ে যায়, তাহলে কোনো অবস্থাতেই এর ডুপ্লিকেট বা দ্বিতীয় কপি বানানো সম্ভব নয়।
এই সকল বিষয় খুব ভালোভাবে মনে রেখে কার্ডটির হিফাজত (সংরক্ষণ) করা আবশ্যক।
#নুসুক