25/10/2024
আলহামদুলিল্লাহ,
Tourist bus service Dhaka এ আজ অদ্য তাং ২৫/১০/২০২৪ ইং হতে যুক্ত হলো আরো একটি লাক্সারি নিসান
এসি মিনিবাস। ছোট্ট এই পথ চলার প্রায় ১০ বছর পূর্ন হতে চলছে এবং
ছোট্ট একটা স্বপ্ন নিয়ে এই পথ চলা শুরু হয়েছিলো। দীর্ঘ এই ১০ বছরে আমাদের সার্ভিস এ যুক্ত হয়েছে আমাদের নিজস্ব ৭ টি বাস,আলহামদুলিল্লাহ। হয়ত এটা অনেক বড় অর্জন নয়। তারপরেও সততার সাথে থেকে দিন-রাত অকলান্ত পরিশ্রম করে এই অর্জন টুকুই আমাদের জন্য অনেক বড় পাওয়া ও অর্জন । প্রতিটি নিশ্বাসে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেও শেষ করতে পারবো না। মহান আল্লাহ আমাদের উপর সবসময় রহমত দান করেছেন বলেই এতটুকু সাফল্য, সেই সাথে অবশ্যই আমাদের সততা,একনিষ্ঠতা, অক্লান্ত পরিশ্রম ও ছাড় দেওয়ার মানসিকতা এটাই প্রাপ্তি এবং সফলতা স্বর্ণ-শিখরে আরোহন। আলহামদুলিল্লাহ, প্রতিবছরই আমরা চেষ্টা করেছি ১ টি করে বাস সংযুক্ত করার এবং আল্লাহ আমাদের সহায় করেছেন । আগামী বছর গুলোতেও ইনশাআল্লাহ, ভালো কোন উদ্যোগ নিতে আল্লাহ আমাদের সহায্য করবেন।
Fb তে পরিচিত-অপরিচিত আমার অনেক শুভাকাঙখী আছেন, যারা আমার আনন্দ ঘেরা পোস্ট গুলো দেখে আমার জন্য দোয়া করেছেন, আমাদের প্রতিষ্ঠান কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উৎসাহ দিয়েছেন তাদের কাছে আমি ও আমাদের প্রতিষ্ঠান ভূইয়া রেন্ট এ বাস সার্ভিস চিরকৃতজ্ঞ। এছাড়া যারা আমাদের বাস সার্ভিস নিয়ে, আমাদের ফেইসবুক পেইজ ভূঁইয়া রেণ্ট এ বাস সার্ভিস (www.busrentbd.com) পেইজটি
ফলো করেছেন, লাইক
এ সুন্দর একটা review দিয়ে আমাদের আরো ভালো কাজ করার উৎসাহ দিয়েছেন তাদের কাছেও আমরা অনেক কৃতজ্ঞ।
সবাই ভালো থাকবেন,আমাদের নতুন সংযোজিত বাসটি যেন ভালো থাকে এবং ভালো সার্ভিস দিতে পারে সবার দোয়া কামনা করছি।
আমার জন্য দোয়া করবেন।