Rihabul Haramain Hajj Kafela & Travels

Rihabul Haramain Hajj Kafela & Travels .....

কম টাকায় যারা নরমাল হোটেলে ওমরা প্যাকেজ এর চিন্তা করছেন,  বা বুকিং নিচ্ছেন বা বুকিং দিচ্ছেন তাদের জন্য সমবেদনা।
26/07/2025

কম টাকায় যারা নরমাল হোটেলে ওমরা প্যাকেজ এর চিন্তা করছেন, বা বুকিং নিচ্ছেন বা বুকিং দিচ্ছেন তাদের জন্য সমবেদনা।

5 THINGS EXPAT RESIDENTS CAN’T DO WITHOUT IQAMA IN SAUDI ARABIALiving in Saudi Arabia without a valid Iqama can leave yo...
30/06/2025

5 THINGS EXPAT RESIDENTS CAN’T DO WITHOUT IQAMA IN SAUDI ARABIA
Living in Saudi Arabia without a valid Iqama can leave you stuck. Here are five essential things you simply can’t do without it:

1. Open a Bank Account or Use Banking Services
2. Get a SIM Card or Internet Connection
3. Access Government Services
4. Rent a House or Apartment
5. Travel Within the Kingdom

Note: These apply to expat residents. Visitors and tourists on visit or tourist visas can still travel within Saudi and access basic services without an Iqama.

*উমরাহ সংক্রান্ত নতুন নীতিমালা বাস্তবায়ন এখন বাধ্যতামূলক**হাজীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য*সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রণাল...
28/06/2025

*উমরাহ সংক্রান্ত নতুন নীতিমালা বাস্তবায়ন এখন বাধ্যতামূলক*

*হাজীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য*

সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রণালয় কর্তৃক জারি করা নতুন বিধিনিষেধ অনুসারে উমরাহ ভিসা ইস্যু ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। নিচে পূর্ববর্তী পদ্ধতি এবং বর্তমান নতুন পদ্ধতির একটি তুলনামূলক চিত্র তুলে ধরা হলো:

---
*আগের পদ্ধতি:*

1. উমরাহ ভিসা পাওয়ার জন্য আগাম হোটেল বুকিং বা যাতায়াতের কোনো ব্যবস্থার প্রয়োজন হতো না।

2. সৌদি আরবে আগমনের পর, যাত্রীদের চলাচল কোম্পানির CRM সফটওয়্যারে ইস্যুকৃত ভাউচারের ভিত্তিতে নির্ধারিত হতো।

---

*বর্তমান নতুন পদ্ধতি:*

1. ভিসা ইস্যুর পূর্বেই মন্ত্রণালয়ের ইলেকট্রনিক পোর্টালের মাধ্যমে অনুমোদিত হোটেলে আবশ্যিকভাবে হোটেল বুকিং করতে হবে।

2. ভিসা ইস্যুর আগে যাতায়াত ব্যবস্থাও একই সিস্টেমে বুক করা বাধ্যতামূলক।

3. যাত্রীদের চলাচল ও আবাসন সংক্রান্ত সকল তথ্য ভিসা ইস্যুর পূর্বেই সম্পূর্ণরূপে সিস্টেমে রেকর্ড ও বুক করতে হবে এবং তা বাস্তব অবস্থার সঙ্গে সঙ্গতিপূর্ণ হতে হবে।

4. মন্ত্রণালয়ের সরাসরি তদারকি:

হজ ও উমরাহ মন্ত্রণালয় হোটেল পরিদর্শন করবে হাজীদের উপস্থিতি নিশ্চিত করতে।

বিভিন্ন শহরের মধ্যে যাত্রীদের চলাচলও পর্যবেক্ষণ করা হবে, যেন সিস্টেমে দেওয়া তথ্যের সাথে বাস্তবের মিল থাকে।

---

এজেন্ট ও কোম্পানিগুলোর জন্য প্রভাব:

1. ভিসা খরচ বৃদ্ধি পেতে পারে, কারণ হোটেল ও পরিবহন আগাম বুক করা এখন বাধ্যতামূলক।

2. শুধুমাত্র অনুমোদিত হোটেল ব্যবহারযোগ্য—শুধু মন্ত্রণালয় অনুমোদিত হোটেলেই যাত্রীদের থাকার ব্যবস্থা করা যাবে, এবং বুকিংও এসব হোটেলেই করতে হবে।

3. বাজারে নতুন বাস্তবতা—শুধুমাত্র যেসব কোম্পানির অনুমোদিত হোটেলের সঙ্গে চুক্তি রয়েছে, তারাই উমরাহ ভিসা ইস্যু করতে পারবে। এতে করে ছোট কোম্পানি বা যাদের অনুমোদিত হোটেলের সঙ্গে চুক্তি নেই, তাদের ব্যবসায় প্রভাব পড়তে পারে।

---

বিধিনিষেধ ভঙ্গের পরিণতি:

যেসব কোম্পানি মন্ত্রণালয়ের প্রোগ্রাম লঙ্ঘন করবে, তাদের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা থাকবে, যেমন—

কোম্পানি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া

উচ্চ অঙ্কের আর্থিক জরিমানা

ভবিষ্যতে উমরাহ ভিসা ইস্যুর অনুমতি বাতিল

---

গুরুত্বপূর্ণ অনুরোধ:

সকল এজেন্ট এবং উমরাহ কোম্পানিকে আহ্বান জানানো যাচ্ছে যে, ১৪৪৭ হিজরি উমরাহ মৌসুমে একটি সুশৃঙ্খল, সম্মানজনক ও নিরাপদ অভিজ্ঞতা নিশ্চিত করার জন্য নতুন বিধি-বিধানগুলো কঠোরভাবে মেনে চলুন।

ব্যবস্থাপনা অংশীদার
মোঃ রাকিবুল হাসান (রনি)
রিহাবুল হারামাইন হজ কাফেলা
দেশ ভ্রমণ প্রাইভেট লিমিটেড
হজ্ব লাইসেন্স নং ০০৫১
মোবাইল নং ০০৮৮০১৭১৬৭৯৫১৬৩ রোমিং
০০৯৬৬৫৬০৪৭১৩৫৪ সৌদি আরব

 #পবিত্র_কাবার_গিলাফ পরিবর্তনের অনুষ্ঠানটি পবিত্র হারামাইনের প্রতি সৌদি আরবের যত্নকে মূর্ত করে, যা পবিত্র ঘরের পবিত্রতার...
26/06/2025

#পবিত্র_কাবার_গিলাফ পরিবর্তনের অনুষ্ঠানটি পবিত্র হারামাইনের প্রতি সৌদি আরবের যত্নকে মূর্ত করে, যা পবিত্র ঘরের পবিত্রতার সাথে সঙ্গতিপূর্ণ দক্ষতার সাথে বোনা একটি সুন্দর পোশাকের মূর্ত প্রতীক।

#স্বাচ্ছন্দ্য_ও_প্রশান্তি

  continue their readiness to receive the guests of the Most Merciful who are coming to perform Umrah for the year 1447 ...
25/06/2025

continue their readiness to receive the guests of the Most Merciful who are coming to perform Umrah for the year 1447 AH.

www.spa.gov.sa/ar/w2346225

🕋সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়ের নতুন উমরাহ নিয়মাবলি (১৪৪৭ হিজরি/২০২৫-২৬)🕋*আপনার সুবিধার জন্য, আগের নিয়মগুলোকে ⛔ লাল সংকেত ...
21/06/2025

🕋সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়ের নতুন উমরাহ নিয়মাবলি (১৪৪৭ হিজরি/২০২৫-২৬)🕋*

আপনার সুবিধার জন্য, আগের নিয়মগুলোকে ⛔ লাল সংকেত
এবং নতুন নিয়মগুলোকে ✅ সবুজ সংকেত বোঝানো হলো:

⛔ আগে শুধুমাত্র ভিসা পাওয়া যেত।
✅ এখন শুধুমাত্র ভিসা ইস্যু করা হবে না — অন্যান্য সেবা সহ নিতে হবে।

⛔ আগে ১-২ রাতের হোটেল বুকিং করলেই হতো।
✅ এখন পুরো যাত্রা সময়ের জন্য হোটেল বুকিং বাধ্যতামূলক।

⛔ আগে অনুমোদনবিহীন হোটেলেও থাকা যেত।
✅ এখন অনুমোদিত নয় এমন হোটেল বুক করলে ভিসা ইস্যু হবে না।

⛔ আগে পরিবহন ছাড়া ভিসা নেওয়া যেত।
✅ এখন পরিবহন ব্যবস্থা ছাড়া ভিসা দেওয়া হবে না।

⛔ আগে একাই সফর করা যেত।
✅ এখন গ্রুপ ছাড়া সফর সম্পূর্ণ নিষিদ্ধ।

⛔ আগে একই গ্রুপে শুধু ফ্লাইট বা পরিবহন ছিল একসাথে, হোটেল ছিল আলাদা।
✅ এখন একই যানবাহনের যাত্রীদের একই হোটেলে থাকতে হবে।

⛔ আগে ১ জন হোক বা ৫০ জন, সবার ভিসা ফি ছিল এক।
✅ এখন যাত্রীর সংখ্যা ও গাড়ির মান অনুযায়ী ভিসা ফি ভিন্ন হবে।

⛔ আগে শিশুদের জন্য হোটেল ও পরিবহন খরচ লাগতো না।
✅ এখন শিশুদের ভিসাও হোটেল ও পরিবহন সহ নিতে হবে, না হলে ভিসা দেওয়া হবে না।

⛔ আগে মক্কা ও মদিনার জন্য আলাদা ভাউচার করা যেত।
✅ এখন পুরো গ্রুপের পরিকল্পনা অনুযায়ী একক (ইউনিফায়েড) ভাউচার তৈরি হবে।

⛔ আগে শুধু টিকিট বুকিং দেখালেই ভিসা হতো।
✅ এখন নিশ্চিত (কনফার্মড) টিকিট ছাড়া ভিসা ইস্যু হবে না।

⛔ আগে ভ্রমণের আগে বা পরে ভাউচার পরিবর্তন করা যেত।
✅ এখন অনুমোদনের পর ভাউচারে কোনো পরিবর্তন করা যাবে না।

⛔ আগে স্থানীয় (ইকামা হোল্ডার) আত্মীয়দের সঙ্গে হোটেলে থাকতে পারতো।
✅ এখন স্থানীয় (ইকামা হোল্ডার) কেউ হোটেলে থাকতে পারবে না।

⛔ আগে ভাউচারে উল্লেখিত হোটেল না পেলে বিকল্প হোটেলে থাকা যেত।
✅ এখন শুধু ভাউচারে উল্লেখিত হোটেলেই থাকা বাধ্যতামূলক।

⚠️ এসব নিয়ম মেনে চলা সকল এজেন্সি, ক্লায়েন্ট এবং যাত্রীদের জন্য বাধ্যতামূলক। নিয়ম ভঙ্গ করলে জরিমানা, কোম্পানি বন্ধ বা ভবিষ্যতে ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে।
➡️ সৌদি সরকারের পক্ষ থেকে যদি কোনো অতিরিক্ত চার্জ আরোপ করা হয়, তাহলে তা আলাদাভাবে পরিশোধ করতে হবে।

মীকাতের স্থানগুলো হজে প্রবেশের প্রথম স্টেশন এবং পবিত্র ভূমিতে যাওয়ার প্রবেশদ্বার। #স্বাচ্ছন্দ্য_ও_প্রশান্তি #তাসরীহ_ছাড...
19/05/2025

মীকাতের স্থানগুলো হজে প্রবেশের প্রথম স্টেশন এবং পবিত্র ভূমিতে যাওয়ার প্রবেশদ্বার।

#স্বাচ্ছন্দ্য_ও_প্রশান্তি
#তাসরীহ_ছাড়া_হজ_নয়

৩৫ হাজার টাকার চায়না বিজনেস (M) ভিসা – যেভাবে নিজে নিজে মাত্র ৬,৮২০ টাকায় করবেনঅনেকেই চীনের বিজনেস ভিসা নিতে জানতে চাচ্ছ...
09/05/2025

৩৫ হাজার টাকার চায়না বিজনেস (M) ভিসা – যেভাবে নিজে নিজে মাত্র ৬,৮২০ টাকায় করবেন

অনেকেই চীনের বিজনেস ভিসা নিতে জানতে চাচ্ছেন তবে সবার আলাদা আলাদা প্রশ্নের উত্তর দেওয়া সময়সাপেক্ষ হয়ে যাচ্ছে। তাই ভাবলাম, পুরো প্রসেসটা একটা পোস্টে আবার তুলে ধরি—যাতে আপনি নিজেই সব করতে পারেন। এতে করে অনেক টাকা ও সময় বাঁচবে।

১. সবার আগে আপনাকে Canton Fair থেকে একটি অফিসিয়াল ইনভাইটেশন নিতে হবে। ওয়েবসাইটে গিয়ে “Overseas Buyer” হিসেবে রেজিস্ট্রেশন করে একটি অ্যাকাউন্ট খুলুন।

রেজিস্ট্রেশন শেষে ইনভাইটেশন ডাউনলোড করে রাখুন।

🔗 https://www.cantonfair.org.cn/en-US

এই মাসের ক্যান্টন ফেয়ার শেষ হয়ে গেছে তবে আগামী ক্যান্টন ফেয়ারের (অক্টোবর-নভেম্বর) জন্য প্রস্তুতি নিতে পারেন।

ফেয়ার ছাড়াও আপনি আপনার সাপ্লাইয়ার থেকে ইনভিটেশন নিতে পারেন। বাংলাদেশ থেকে চাইনিজ সাপ্লাইয়ার কিভাবে পাওয়া সেটা নিয়ে আরেকটি পোস্ট করবো।

২. এবার অনলাইনে চায়না ভিসার পোর্টালে গিয়ে ফর্ম পূরণ করতে হবে।

ফর্মের একদম শেষে ইনভাইটেশন লেটার আপলোড করার অপশন আসবে—সেখানে Canton Fair থেকে পাওয়া ইনভাইটেশনটি দিন।

🔗 https://bio.visaforchina.cn/DAC3_EN/qianzhengyewu

ফর্ম সাবমিট করার ১–২ দিনের মধ্যেই ইমেইলে ফলাফল জানিয়ে দেওয়া হয়। ইন্টারভিউ দেয়ার প্রয়োজন হতে পারে।

৩. ইন্টারভিউ লাগলেও চিন্তার কিছু নেই। সবাইকে ডাকে না, তবে কেউ কেউ ইন্টারভিউর জন্য ডাক পেতে পারেন।

অনেকে ভাবেন এটা হয়তো ভিডিও ইন্টারভিউ—আসলে না। সরাসরি ঢাকার বারিধারায় এমবাসিতে যেতে হয়।

প্রশ্নগুলো খুবই সাধারণ হয়ঃ
আপনি কী করেন, কেন যাচ্ছেন, আগে কোথাও গেছেন কি না—এই ধরণের।

শুধু আত্মবিশ্বাস নিয়ে উত্তর দিলেই যথেষ্ট।

ইন্টারভিউয়ে আপনার আবেদন ফর্ম, ইনভাইটেশন আর পাসপোর্ট নিলেই হয়।

ইন্টারভিউ দেওয়ার পর মাত্র ৫–১৫ মিনিটের মধ্যেই ইমেইলে ভিসা এপ্রুভালের খবর চলে আসে।

৪. যদি ভিসা এপ্রুভাল আসে, তাহলে ইনভাইটেশন লেটার, আবেদন ফর্ম, পাসপোর্টসহ সবকিছু বনানিতে গিয়ে জমা দিতে হবে।

ফি: ৬,৮২০ টাকা (ক্যাশে)

সাধারণত ৪ কার্যদিবসের মধ্যেই পাসপোর্টে ভিসা লাগানো অবস্থায় হাতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ।

বিজনেস ভিসার ঝামেলা না চাইলে টুরিস্ট ভিসা এখন সহজেই করতে পারবেন এজেন্সির মাধ্যমে। ৮২০০ থেকে ১৪ হাজার টাকা পর্যন্ত খরচ হতে পারে। আপনার সুবিধামতো লোকেশন এবং রিভিউ দেখে এজেন্সী বেছে নিন।

বিজনেস ভিসা করার এই প্রসেসটি সবার সাথে শেয়ার করার জন্য হুসেইন আহমেদ ভাইকে ধন্যবাদ। ভাইয়ের গাইডলাইনগুলোকে আমি একটু গুছিয়ে লেখার চেষ্টা করেছি।

ছবিতে আমার নেক্সট টুরিস্ট ভিসা



সম্মানিত হাজী সাহেবদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে যে,আপনাদের অবগতির জন্য জরুরি ভিত্তিতে জানাতে চাই যে, হজ্জের সমস্ত ফ্লাইট...
08/05/2025

সম্মানিত হাজী সাহেবদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে যে,

আপনাদের অবগতির জন্য জরুরি ভিত্তিতে জানাতে চাই যে, হজ্জের সমস্ত ফ্লাইটে পানপাতা, সুপারি ও জর্দা পচনশীল দ্রব্য বহন কঠোরভাবে নিষিদ্ধ, তা হ্যান্ড লাগেজ হোক বা চেকড ব্যাগেজ।

পর্যবেক্ষণে দেখা গেছে যে, এখনো কিছু হজযাত্রী এই নিষিদ্ধ দ্রব্যাদি নিয়ে ভ্রমণের চেষ্টা করছেন।

যেসব হজযাত্রীর কাছে এসব দ্রব্য পাওয়া যাবে, তাদের বোর্ডিং প্রত্যাখ্যান করা হবে এবং প্রয়োজনে বিমানবন্দরে নামিয়ে দেওয়া হতে পারে।

এই বিষয়ে কঠোর মনোভাব নেওয়া হয়েছে এবং নির্দেশনা অমান্য করলে তাৎক্ষণিক ও দৃঢ় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সকল হজযাত্রীকে নির্দেশনাটি যথাযথভাবে অনুসরণ করতে বলা হয়েছে।

Arrival Card & Customs Declaration Formআমরা সাধারণত যে সব দেশ গুলো নিয়মিত ট্রাভেল করে থাকি তার মধ্যে কিছু কিছু দেশে ইমি...
05/05/2025

Arrival Card & Customs Declaration Form
আমরা সাধারণত যে সব দেশ গুলো নিয়মিত ট্রাভেল করে থাকি তার মধ্যে কিছু কিছু দেশে ইমিগ্রেশন লাইনে দাঁড়ানোর আগে এরাইভাল কার্ড ও কাস্টমস ডিক্লারেশন ফর্ম অনলাইনে ফিলাপ করতে হয়। এটি অনেকেই না জানার কারণে অনেক বিড়ম্বনার স্বীকার হতে হয়। বাংলাদেশে কিছু কিছু এয়ারলাইন্স বোর্ডিং পাস দেওয়ার ক্ষেত্রে এটা চেক করে থাকে। এ ছাড়া আপনি লম্বা লাইন ধরে যদি ইমিগ্রেশন অফিসারের ডেস্ক এর সামনে থেকে যদি ফেরত আসতে হয় তাহলে কেমন লাগবে?! সুতরাং ট্রাভেল করার সময় এই এরাইভাল কার্ড বা কাস্টমস ডিক্লারেশন ফর্ম যথাসময়ে ফিলাপ করে নিবেন।

নিছে কিছু দেশের Arrival Card & Customs Declaration Form এর অথেনটিক লিঙ্ক সাজিয়ে দিয়েছি আপনাদের জন্য। আশাকরি সবার উপকারে আসবে।

🇹🇭Thailand - https://tdac.immigration.go.th/arrival-card/ #/home

🇸🇬Singapore - https://eservices.ica.gov.sg/sgarrivalcard/fvipa

🇲🇾Malaysia - https://imigresen-online.imi.gov.my/mdac/main?registerMain

🇲🇻Maldives-
https://imuga.immigration.gov.mv/traveller

🇵🇭Philippine - https://etravel.gov.ph/

🇮🇩Indonesia - https://ecd.beacukai.go.id/

🇧🇳Brunei - https://www.imm.gov.bn/

08/02/2025
রেমিট্যান্স শাটডাউন শুরু হওয়াতে টিকেট সিন্ডিকেট বন্ধ হওয়ার পথে আছে।সবাই প্রতিবাদ করুণ, এখন থেকে নাম ও পাসপোর্ট ছাড়া টিকে...
08/02/2025

রেমিট্যান্স শাটডাউন শুরু হওয়াতে
টিকেট সিন্ডিকেট বন্ধ হওয়ার পথে আছে।
সবাই প্রতিবাদ করুণ, এখন থেকে নাম ও পাসপোর্ট ছাড়া টিকেট বুকিং করতে পারবে না। অবিলম্বে সকল অনিয়ম দুনীতি ও সিন্ডিকেট বন্ধ করে টিকেটের দাম ৩০/৩৫ হাজার টাকা মধ্যে নিয়ে আসুন..!!!

Address

Gazipur City
Dhaka
1704

Alerts

Be the first to know and let us send you an email when Rihabul Haramain Hajj Kafela & Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category