Hajj Umrah Bangladesh

Hajj Umrah Bangladesh Best Hajj and Umrah agency in Bangladesh.

Hajjumrahbd provides hajj and umrah services including hajj packages, umrah packages 2023, tour packages, air ticket booking, visa processing and hotel booking.

রাশিয়ায় কর্মসংস্থানের নাম করে প্রতারণা ও যুদ্ধক্ষেত্রে মানব পাচার প্রসঙ্গে।
12/02/2025

রাশিয়ায় কর্মসংস্থানের নাম করে প্রতারণা ও যুদ্ধক্ষেত্রে মানব পাচার প্রসঙ্গে।

06/02/2025

সৌদিতে উমরাহ ভিসা বা অন্য যে কোনো ভিসা দিয়ে প্রবেশ করার ক্ষেত্রে ভ্যাকসিন গ্রহন করার যে বাধ্যবাধকতা ছিল তা প্রত্যাহার করা হয়েছে।

ভ্যাকসিন সংক্রান্ত সকল কার্যক্রম স্থগিত।
এখন থেকে সৌদি তে প্রবেশ করতে কোনো ধরনের ভ্যাকসিনের প্রয়োজন নেই।

এই বিষয়ে নিশ্চিত হতে আপনার এয়ারলাইন এর সাথে যোগাযোগ করুন।

উমরাহ ভিসা আপডেট
06/02/2025

উমরাহ ভিসা আপডেট

19/01/2025

যারা বয়স্ক বাবা মাকে উমরাহতে পাঠাতে চান, তাদের প্রতি করজোরে অনুরোধ

অবশ্যই সাথে কমবয়স্ক কাউকে পাঠাবেন। একজন বয়ষ্ক মানুষ মুলত ছোট শিশুর মত। অনেক কিছু বুঝেন না, রাস্তাঘাট চিনেন না। তারা হাটতে চলতে পারে, শক্ত সামর্থ, তারপরও একা পাঠানোর ডিসিশন না নেয়ার অনুরোধ করবো। মুআল্লিম বা গাইডের উপর ভরসা করে পাঠিয়ে দেন অনেকেই, কিন্তু একজন মুআল্লিমের কাঁধে ৫০/১০০/১৫০ মানুষের দায়িত্ব থাকে। একজনকে কতক্ষন দেখে রাখা সম্ভব?

দ্বিতীয়ত, বয়ষ্ক কেউ গেলে অবশ্যই ফ্যামিলি রুম নিবেন। প্রয়োজনে এটার জন্য অতিরিক্ত অর্থ পরিশোধ করুন, কিন্তু শেয়ারিং রুমে বয়ষ্কদের রাখবেন না। বয়ষ্ক মানুষেরা টয়লেট চেপে রাখতে পারেন না। এক রুমে তিন/চার জন অন্য ফ্যামিলির লোক থাকলে, ওয়াশরুম ইউস করতে তাদের প্রবলেম হয়। বেশি ঠান্ডাতে তাদের কষ্ট হয়। অন্যান্যরা এসি বাড়িয়ে দিলে তাদের ঠান্ডা লেগে যায়। চক্ষুলজ্জার কারনে হয়তো তখন বলতে পারেন না, কিন্তু তাদের কষ্ট হয় খুব।

আমরা অনেকেই বাবা মার আগ্রহের কথা চিন্তা করে তাদের উমরাহতে পাঠিয়ে তো দেই, কিন্তু তাদের অনেকেই খুব বাজে অভিজ্ঞতা নিয়ে ফেরত আসেন। এবার প্লেনে এক মুরুব্বীর সাথে দেখা। উনি বলেই ফেললেন, আর কোন দিন আসমু না। এত কষ্ট জানলে কি আর আইতাম?
এরকম কথার প্রথম দায়টা কার? ভেবে দেখবেন আশা করি।

লেখক- উমায়ের

16/01/2025
ফেব্রুয়ারি থেকে টুরিস্ট ভিসা উম্মুক্ত করছে আমিরাতসংযুক্ত আরব আমিরাতে যারা যেতে চান তাদের জন্য দারুণ এক সুখবর দিলেন বাংলা...
24/12/2024

ফেব্রুয়ারি থেকে টুরিস্ট ভিসা উম্মুক্ত করছে আমিরাত

সংযুক্ত আরব আমিরাতে যারা যেতে চান তাদের জন্য দারুণ এক সুখবর দিলেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আব্দুল্লাহ হামুদি। তিনি জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারি থেকে উন্মুক্ত হবে টুরিস্ট ভিসা।
সোমবার (২৩ ডিসেম্বর) রাতে দুবাইয়ে বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে সিনিয়র সচিব পদমর্যাদায় নবনিযুক্ত রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীকে সংবর্ধনা দেয়া হয়। সেখানে উপস্থিত হয়ে তিনি একথা বলেন।

২০২৫ সালের হজ প্যাকেজের আলোকে চূড়ান্ত নিবন্ধন বিজ্ঞপ্তিঃ
05/11/2024

২০২৫ সালের হজ প্যাকেজের আলোকে চূড়ান্ত নিবন্ধন বিজ্ঞপ্তিঃ

জরুরী বিজ্ঞপ্তি/ Very Important Notice for Shahjalal International Airport - DAC.
05/11/2024

জরুরী বিজ্ঞপ্তি/ Very Important Notice for
Shahjalal International Airport - DAC.

হজের খরচ বাড়লো না কমলো?গতবছর দেড়/দুই কিলোমিটারের মধ্যে সাধারণ প্যাকেেজ ছিল খাবারসহ ৫ লাখ ৭৮হাজার ৮৪০ টাকা।এবার একই প্যাক...
31/10/2024

হজের খরচ বাড়লো না কমলো?

গতবছর দেড়/দুই কিলোমিটারের মধ্যে সাধারণ প্যাকেেজ ছিল খাবারসহ ৫ লাখ ৭৮হাজার ৮৪০ টাকা।
এবার একই প্যাকেজ খাবারের ৪০,০০০/ টাকা ছাড়াই ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা। এর সাথে ৪০,০০০/ টাকা যোগ করলে দাঁড়ায়- ৬ লাখ ১৫ হাজার ৬৮০ টাকা।
এটাই হজের মূল প্যাকেজ। এই হিসাবে হজ প্যাকেজ মূল্য তো বাড়লোই।
৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকার যে প্যাকেজ সেটা মূলত: শার্টল সার্ভিস প্যাকেজ। আজিজিয়া প্যাকেজ বলা যায়। এটাকে বলা চলে 'সান্ত্বনা প্যাকেজ'। বাংলাদেশের হাজীরা এতো দূরে থেকে হজ করতে অভ্যস্ত নন। তাছাড়া সে প্যাকেজেও খাবারের ৪০,০০০/ টাকা যোগ করলে দাঁড়ায়- ৫ লাখ ১৮ হাজার ২৪২ টাকা।
আজিজিয়া কিংবা তিন/চার কিলোমিটার দূরে থেকে হারাম শরীফে এসে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া বাংলাদেশের বয়স্ক হাজীদের পক্ষে খুবই কষ্টকর হবে। এই প্যাকেজে হাজীরা যেতে কতটা আগ্রহী হবেন দেখার বিষয়।

কাজের কাজ যেটা হয়েছে বিমান ভাড়াটা কিছুটা কমানো গেছে। সেটা আরো কমানোর সুযোগ আছে। ১৫০,০০০ টাকায় নামিয়ে আনলেও বিমান লাভে থাকবে। আর থার্ড ক্যারিয়ার ওপেন করলে সেটা ১১০,০০০- ১২০,০০০ হাজারে নামিয়ে আনা যায়।

সার্বিক বিচারে হজের খরচ কমেনি। বরং বেড়েছে। এর মধ্যে ডলার ও সৌদি রিয়ালের মূল্যবৃদ্ধিও অন্যতম কারণ।

উল্লেখ্য, এগুলো সরকারি প্যাকেজ। বেসরকারি এজেন্সিগুলোও সরকার ঘোষিত সর্বনিম্ন প্যাকেজসহ দুটি প্যাকেজ ঘোষণা করতে পারবে।

(প্রখ্যাত সাংবাদিক ফয়েজুল্লাহ ভাই এর লেখা)

📣 হজ প্যাকেজ ২০২৫ঃ✅সরকারি মাধ্যমঃসাধারণ হজ প্যাকেজ-১ঃ ৪,৭৮,২৪২ টাকাসাধারণ হজ প্যাকেজ-২ঃ ৫,৭৫,৬৮০ টাকা✅বেসরকারি মাধ্যমঃসা...
30/10/2024

📣 হজ প্যাকেজ ২০২৫ঃ

✅সরকারি মাধ্যমঃ
সাধারণ হজ প্যাকেজ-১ঃ ৪,৭৮,২৪২ টাকা
সাধারণ হজ প্যাকেজ-২ঃ ৫,৭৫,৬৮০ টাকা

✅বেসরকারি মাধ্যমঃ
সাধারণ হজ প্যাকেজঃ ৪,৮৩,১৫৬ টাকা

22/10/2024

থাইল্যান্ড ভিসা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, থাই এম্বাসির নির্দেশনা অনুযায়ী আগামী ২৩-২৮ অক্টোবর ২০২৪ পর্যন্ত থাই এম্বাসি নতুন ভিসার আবেদন গ্রহণ করছে না। ইতোমধ্যে, যাঁদের ফাইল জমা হয়েছে কিন্তু অনলাইনে প্রক্রিয়াকৃত হয়নি, তাঁদের ভিসা ফলাফল পেতে বিলম্ব হবে এবং ৩০ দিনের অধিক সময় প্রয়োজন হতে পারে। ফলসরূপ, আবেদনকারীদের ব্যাংক স্টেটমেন্ট ও সার্টিফিকেট ইত্যাদি ডকুমেন্ট পুনরায় জমা দিতে হতে পারে। তাই, আপনাকে অনুরোধ করা হচ্ছে, প্রয়োজনীয় সকল ডকুমেন্ট হাতের কাছে রাখতে।

আমরা আশা করি যে, আপনি আমাদের সাথে থেকে পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করবেন। আপনার সহানুভূতি ও ধৈর্যের জন্য আন্তরিক ধন্যবাদ।

শুল্কায়ন জটিলতায় বেনাপোলে আটকে আছে দুই লাখ ডিমযশোরের বেনাপোল স্থলবন্দরে ২ লাখ ৩১ হাজার মুরগির ডিমবোঝাই একটি ট্রাক দুই দি...
21/10/2024

শুল্কায়ন জটিলতায় বেনাপোলে আটকে আছে দুই লাখ ডিম

যশোরের বেনাপোল স্থলবন্দরে ২ লাখ ৩১ হাজার মুরগির ডিমবোঝাই একটি ট্রাক দুই দিন ধরে আটকে আছে। শুল্কায়ন জটিলতায় পণ্যের চালানটি আটকে আছে। এ জন্য বেনাপোল কাস্টমস কমিশনার কামরুজ্জামানের স্বেচ্ছাচারিতাকে দায়ী করেছেন আমদানিকারক।

সমন্বয়করা বা সরকার যতই চেষ্টা করুক সরকারি চাকরিতে বসা অফিসাররা নিজেরদের খেয়াল খুশি মতোই চলবে। দেশকে বেকায়দায় ফেলার নানা ফন্দিফিকির করে, দেশের মানুষের কষ্ট দেবার চেষ্টা করে যাচ্ছে।

কর কর্মকর্তাকে আইনের আওতায় আনা উচিত । উনি দেশের কর্পোরেট ডিম উৎপাদনকারীদের সিন্ডিকেটের অংশ কিনা চেক করা দরকার ।

সমস্ত মাশুল ও ক্ষতি কাস্টম কর্মকর্তার থেকে আদায করা হোক, এর পর তার সম্পদের হিসাব হোক।

বিস্তারিত নিউজের লিংক কমেন্টে ।

থাইল্যান্ড ও সিঙ্গাপুর ট্যুরিস্ট ভিসা আপডেট
12/10/2024

থাইল্যান্ড ও সিঙ্গাপুর ট্যুরিস্ট ভিসা আপডেট

29/09/2024

রানওয়ে মেরামতের কাজের জন্য আগামী ০১ লা অক্টোবর হতে ১৪ই অক্টোবর পর্যন্ত দৈনিক রাত ১ টা হতে ভোর ৪ টা ৩০ মি: পর্যন্ত হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সকল ফ্লাইট উঠানামা বন্ধ থাকিবে।
যাদের রাতের ফ্লাইট এর টিকেট করা আছে তারা অবশ্যই শিডিউল এবং ফ্লাইট এর সময় ঠিক আছে কিনা জেনে ভ্রমনের প্রস্তুতি নিবেন। অবশ্যই ভ্রমনের ৪৮ ঘন্টা পূর্বে অনলাইন থেকে অথবা আপনার ক্রয়কৃত টিকেট এর এজেন্সি হতে সকল তথ্য জেনে নিবেন।

06/08/2024

চিরতরে বন্ধ হোক লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি ও শিক্ষকদের রাজনীতি। চালু হোক গবেষণা, মানসম্মত শিক্ষার পরিবেশ, কলেজ বিশ্বিবদ্যালয় হোক সত্যিকারের মানবিক মানুষ তৈরির কারখানা।যেখানে থাকবে সহযোগিতা, সহমর্মিতা, ভালোবাসা,বন্ধুত্ব।থাকবে শিক্ষকদের প্রতি সন্মান।

06/08/2024

আপনি খেয়াল করেছেন কি?
এখন আপনার মতামত লিখতে দুইবার ভাবতে হয়না, আপনি ভয় পান না, একবার লিখে আবার মুছে ফেলতে হয়না! স্বাধীনতার শুরু এটাই!!
বাংলাদেশ ২.০..... লোডিং....

06/08/2024

হিন্দু বাড়িতে হামলা হলে রুখে দাড়ান।
রাষ্ট্রীয় সম্পদে কেউ হাত দিবেন না।
হিন্দু ভাইয়েরা শহীদ হয়েছেন তাদের বাড়িতে হামলা করার জন্য জন্যে নয়। দেশের আলেমদের কথা মেনে চলুন। তারা স্পষ্ট নিষেধ করেছেন এবং নিরাপত্তা দিতে বলেছেন।

শায়েক আহমাদুল্লাহ
হেফাজতে ইসলাম
মিজানুর রহমান আজহারী
জামাতের আমির
সবাই স্পষ্ট ভাবে নিষেধ করেছেন এবং নিরাপত্তা দিতে বলেছেন।
পরাজিত শক্তিরা ষড়ষন্ত্র করবে এটাই সাভাবিক।

Address

Dhaka
1213

Opening Hours

Monday 09:00 - 18:00
Tuesday 09:00 - 18:00
Wednesday 09:00 - 18:00
Thursday 09:00 - 18:00
Saturday 09:00 - 18:00
Sunday 09:00 - 18:00

Telephone

+8801519888444

Alerts

Be the first to know and let us send you an email when Hajj Umrah Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category