Hajj Umrah Bangladesh

Hajj Umrah Bangladesh Best Hajj and Umrah agency in Bangladesh.

Hajjumrahbd provides hajj and umrah services including hajj packages, umrah packages 2023, tour packages, air ticket booking, visa processing and hotel booking.

05/07/2025

জুলাই ২০২৫ - বিভিন্ন দেশের ট্যুরিস্ট ভিসার বর্তমান হালচাল |

বাংলাদেশ থেকে অনেক দেশেই আগে খুব সহজে ট্যুরিস্ট ভিসা পাওয়া যেত। কিন্তু এখন বেশ কয়েকটি দেশের ক্ষেত্রে ভিসা পাওয়া কঠিন হয়ে গেছে বা একেবারেই বন্ধ হয়ে গেছে।

আজকে বাস্তব অভিজ্ঞতা ও তথ্যের ভিত্তিতে সেই দেশগুলো সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করছি।

🇮🇳 ভারত (India)
২৪ জুলাইয়ের আন্দোলনের সময় থেকে ট্যুরিস্ট ভিসা বন্ধ রয়েছে।
✅ চালু: মেডিকেল ও কিছু নির্দিষ্ট ক্যাটাগরি
❌ বন্ধ: ট্যুরিস্ট ভিসা

🇦🇪 দুবাই (UAE)
গত বছরের মাঝামাঝি থেকে বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা বন্ধ।
✅ চালু: কিছু কার্টেসি ভিসা (সাধারণ পর্যটকদের জন্য নয়)
❌ বন্ধ: ট্যুরিস্ট ভিসা

🇻🇳 ভিয়েতনাম (Vietnam)
২০২৫ সালের জানুয়ারি থেকে বাংলাদেশিদের ট্যুরিস্ট ভিসা বন্ধ।
🔹 অনেকে ভিসার মেয়াদ শেষেও দেশে না ফেরায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

🇺🇿 উজবেকিস্তান (Uzbekistan)
আগে E-visa দিতো, এখন আগস্ট ২০২৪ থেকে তা পুরোপুরি বন্ধ।

🇪🇬 মিশর (Egypt)
আগে Okay to Board এর মাধ্যমে On Arrival ভিসা পাওয়া যেত।
❌ এখন তা বন্ধ।
✅ এম্বাসি থেকে আবেদন করা যাচ্ছে, তবে সময়সাপেক্ষ।

🇹🇷 তুরস্ক (Turkey)
❌ অফিসিয়ালি বন্ধ না হলেও ট্যুরিস্ট ভিসা কার্যত বন্ধ।
📉 রিজেকশন রেট প্রায় ৯৭%
✅ ইনভাইটেশন থাকলে বিজনেস ভিসা সম্ভব।

🇮🇩 ইন্দোনেশিয়া (Indonesia)
আগে On Arrival ভিসা ছিল, এখন কেবল স্টিকার ভিসা।
⏳ সময় লাগে প্রায় ২ মাস, অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম চালু।

🇵🇭 ফিলিপাইন (Philippines)
✅ ভিসা পাওয়া যায়, কিন্তু:
🔸 এপয়েন্টমেন্ট পেতে সময় লাগে
🔸 তারপর প্রসেসিং – মোট সময় প্রায় ৩০ দিন

🇹🇭 থাইল্যান্ড (Thailand)
⏳ বর্তমানে ভিসা পেতে ৪৫–৫০ দিন সময় লাগে
📉 রিজেকশন রেট অনেক বেড়ে গেছে
❌ আগের মতো সহজ নয়

🇸🇬 সিঙ্গাপুর (Singapore)
আগে ৩–৪ দিনে ভিসা মিলতো
✅ এখনো দ্রুত ফলাফল আসে
❌ কিন্তু রিজেকশন রেট অনেক বেশি

🇨🇳 চায়না (China)
✅ ভিসা এখনো মিলছে, তবে কনফার্ম এয়ার টিকিট ও হোটেল বুকিং দিতে হয়
📈 অ্যাপ্রুভালের হার ভালো

❗ সার্বিক চিত্র:
দিন দিন বাংলাদেশের পাসপোর্টধারীদের জন্য ট্যুরিস্ট ভিসা পাওয়া কঠিন হয়ে যাচ্ছে।

📌 কারণ কী হতে পারে?
• দালালচক্রের মানব পাচারে ট্যুরিস্ট ভিসার ব্যাবহার যেমন থাইল্যান্ড দিয়ে মালয়েশিয়া, মিশর দিয়ে লিবিয়া > ইটালি, চাইনা থেকে হংকং গিয়ে এসাইলাম, ভিয়েতনাম/কম্বোডিয়ায় অবৈধ ভাবে কাজ করা, তুরস্ক থেকে মিশর হয়ে লিবিয়া অথবা তুরস্ক থেকে অবৈধ ভাবে গ্রিসে ঢোকার চেস্টা, শ্রীলংকা থেকে ৩য় দেশে যাওয়া ইত্যাদি।
• অতীত ভিসা মিসইউজ
• অনেকে ফিরে না আসা
• অনিয়মিত ডকুমেন্ট
• কিছু কিছু দালালচক্রের ট্যুরিস্ট ভিসার অপ ব্যবহার

✅ সমাধান কী হতে পারে?
1. ভিসা ব্যবস্থায় ট্রান্সপারেন্সি বজায় রাখা
2. অতীত ভ্রমণ রেকর্ড পরিষ্কার রাখা
3. ফেক ডকুমেন্ট এড়িয়ে চলা
4. দেশীয় পর্যায়ে ভিসা এজেন্টদের ওপর নিয়মিত নজরদারি
5. নিজ নিজ প্রোফাইল ও ফিনান্সিয়াল ডকুমেন্ট শক্ত করা
6. স্পেশালি রিক্রুটমেন্ট লাইসেন্সধারী প্রতিষ্ঠানের উপর নজরদারি ও জবাবদিহিতা বাড়ানো
7. দালালচক্রের উপর নজরদারি বাড়ানো

23/06/2025

📢 *জরুরি ঘোষণা: মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ এয়ারপোর্টগুলোর ফ্লাইট বন্ধ!*

বর্তমানে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতির কারণে কাতার, কুয়েত, ওমান, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাত (দুবাই)-এর বিভিন্ন আন্তর্জাতিক এয়ারপোর্টে ফ্লাইট ওঠানামা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।

✈️ *বন্ধ থাকা ফ্লাইটসমূহ:*

আগত ও প্রস্থানের সব বাণিজ্যিক ও আন্তর্জাতিক ফ্লাইট

*ট্রানজিট ফ্লাইটও সাময়িকভাবে স্থগিত*

🔴 *যাত্রাপথে থাকা বা ভ্রমণের পরিকল্পনায় থাকা যাত্রীদেরকে অনুরোধ করা হচ্ছে:*
✅ নিজ নিজ এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ রাখতে
✅ বিকল্প ফ্লাইটের খোঁজ রাখতে
✅ নিরাপত্তাজনিত কারণে আপাতত সরাসরি ফ্লাইট ব্যবহার করতে

🔔 নতুন আপডেট পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা জানিয়ে দেব ইনশাআল্লাহ।

📌 সকলের নিরাপত্তা ও সুবিধার জন্য দয়া করে ধৈর্য ধারণ করুন ও বিশ্বস্ত সূত্রের তথ্য অনুসরণ করুন

*উমরাহ সংক্রান্ত নতুন নীতিমালা বাস্তবায়ন এখন বাধ্যতামূলক**হাজীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য*সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রণাল...
09/06/2025

*উমরাহ সংক্রান্ত নতুন নীতিমালা বাস্তবায়ন এখন বাধ্যতামূলক*

*হাজীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য*

সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রণালয় কর্তৃক জারি করা নতুন বিধিনিষেধ অনুসারে উমরাহ ভিসা ইস্যু ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। নিচে পূর্ববর্তী পদ্ধতি এবং বর্তমান নতুন পদ্ধতির একটি তুলনামূলক চিত্র তুলে ধরা হলো:

---
*আগের পদ্ধতি:*

1. উমরাহ ভিসা পাওয়ার জন্য আগাম হোটেল বুকিং বা যাতায়াতের কোনো ব্যবস্থার প্রয়োজন হতো না।

2. সৌদি আরবে আগমনের পর, যাত্রীদের চলাচল কোম্পানির CRM সফটওয়্যারে ইস্যুকৃত ভাউচারের ভিত্তিতে নির্ধারিত হতো।

---

*বর্তমান নতুন পদ্ধতি:*

1. ভিসা ইস্যুর পূর্বেই মন্ত্রণালয়ের ইলেকট্রনিক পোর্টালের মাধ্যমে অনুমোদিত হোটেলে আবশ্যিকভাবে হোটেল বুকিং করতে হবে।

2. ভিসা ইস্যুর আগে যাতায়াত ব্যবস্থাও একই সিস্টেমে বুক করা বাধ্যতামূলক।

3. যাত্রীদের চলাচল ও আবাসন সংক্রান্ত সকল তথ্য ভিসা ইস্যুর পূর্বেই সম্পূর্ণরূপে সিস্টেমে রেকর্ড ও বুক করতে হবে এবং তা বাস্তব অবস্থার সঙ্গে সঙ্গতিপূর্ণ হতে হবে।

4. মন্ত্রণালয়ের সরাসরি তদারকি:

হজ ও উমরাহ মন্ত্রণালয় হোটেল পরিদর্শন করবে হাজীদের উপস্থিতি নিশ্চিত করতে।

বিভিন্ন শহরের মধ্যে যাত্রীদের চলাচলও পর্যবেক্ষণ করা হবে, যেন সিস্টেমে দেওয়া তথ্যের সাথে বাস্তবের মিল থাকে।

---

এজেন্ট ও কোম্পানিগুলোর জন্য প্রভাব:

1. ভিসা খরচ বৃদ্ধি পেতে পারে, কারণ হোটেল ও পরিবহন আগাম বুক করা এখন বাধ্যতামূলক।

2. শুধুমাত্র অনুমোদিত হোটেল ব্যবহারযোগ্য—শুধু মন্ত্রণালয় অনুমোদিত হোটেলেই যাত্রীদের থাকার ব্যবস্থা করা যাবে, এবং বুকিংও এসব হোটেলেই করতে হবে।

3. বাজারে নতুন বাস্তবতা—শুধুমাত্র যেসব কোম্পানির অনুমোদিত হোটেলের সঙ্গে চুক্তি রয়েছে, তারাই উমরাহ ভিসা ইস্যু করতে পারবে। এতে করে ছোট কোম্পানি বা যাদের অনুমোদিত হোটেলের সঙ্গে চুক্তি নেই, তাদের ব্যবসায় প্রভাব পড়তে পারে।

---

বিধিনিষেধ ভঙ্গের পরিণতি:

যেসব কোম্পানি মন্ত্রণালয়ের প্রোগ্রাম লঙ্ঘন করবে, তাদের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা থাকবে, যেমন—

কোম্পানি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া

উচ্চ অঙ্কের আর্থিক জরিমানা

ভবিষ্যতে উমরাহ ভিসা ইস্যুর অনুমতি বাতিল

নভো এয়ার বন্ধ হয়ে যাওয়ার পর আবার খুব শিগ্রই চালু হতে যাচ্ছে । এয়ার টিকেটে আছে স্পেশাল ডিস্কাউন্ট । বিস্তারিত -
15/05/2025

নভো এয়ার বন্ধ হয়ে যাওয়ার পর আবার খুব শিগ্রই চালু হতে যাচ্ছে । এয়ার টিকেটে আছে স্পেশাল ডিস্কাউন্ট ।
বিস্তারিত -

NOVOAIR, one of Bangladesh’s leading private airlines, is set to return to the skies on May 21, 2025, after a three-week operational pause. The airline announced the resumption alongside a 15% discount on ticket fares for bookings made through its website or mobile app, signaling a renewed push to...

05/05/2025

প্রিয় হেরেম শরীফ যেখানে যেতে চায় মন

হজ্ব ২০২৫ এর অতি জরুরি নির্দেশনাবিষয়: আগামী ৫ মে ২০২৫ খ্রি. তারিখ দুপুর ১২.০০ টার মধ্যে হজযাত্রীদের ভিসার আবেদন দাখিলকরণ...
03/05/2025

হজ্ব ২০২৫ এর অতি জরুরি নির্দেশনা

বিষয়: আগামী ৫ মে ২০২৫ খ্রি. তারিখ দুপুর ১২.০০ টার মধ্যে হজযাত্রীদের ভিসার আবেদন দাখিলকরণ।

উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় ৩ মে ২০২৫ খ্রি. তারিখ দুপুর ১২.০০ টায় জরুরি ক্ষুদে বার্তা প্রেরণ করে জানিয়েছে, যে সকল হজযাত্রীদের পাসপোর্ট, বায়োমেট্রিক, হোটেল/বাড়ি ও ফ্লাইটের তথ্য দিয়ে এখনও ভিসার আবেদন দাখিল করা হয়নি তাদেরকে আগামী ৪৮ ঘন্টার মধ্যে অর্থাৎ ৫ মে ২০২৫ খ্রি. তারিখ দুপুর ১২.০০ টার মধ্যে ভিসার আবেদন Nusuk Masar Platform এ দাখিল করতে হবে। উক্ত সময়ের পরে Nusuk Masar Platform বন্ধ করে দেয়া হবে। Nusuk Masar Platform বন্ধ করে দেয়ার পর আর কোনভাবেই ভিসার আবেদন দাখিল করা যাবে না। ফলে উপরে বর্ণিত সময়ের মধ্যে যে সকল হজযাত্রীদের ভিসার আবেদন দাখিল করা হবে না তারা ২০২৫ সনের হজে গমন করতে পারবেন না।

০২। বর্ণিতাবস্থায়, যে সকল হজযাত্রীদের ভিসার আবেদন Nusuk Masar Platform এ এখন পর্যন্ত দাখিল করা হয়নি সে সকল হজযাত্রীদের পাসপোর্ট, বায়োমেট্রিক এনরোলমেন্ট, বাড়ি/হোটেল ও ফ্লাইটের তথ্যসহ ভিসার আবেদন আগামী ৫ মে ২০২৫ খ্রি. তারিখ দুপুর ১২.০০ টার মধ্যে আবশ্যিকভাবে দাখিল করার জন্য সংশ্লিষ্ট সকল লিড এজেন্সিকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো। উল্লেখ্য যে, হজ এজেন্সির অবহেলার কারণে কোন হজযাত্রীর ভিসার আবেদন ৫ মে ২০২৫ খ্রি. তারিখ দুপুর ১২.০০ টার মধ্যে দাখিল করা না হলে তার দায়-দায়িত্ব সংশ্লিষ্ট লিড এজেন্সিকে বহন করতে হবে। এক্ষেত্রে সমন্বয়কারী এজেন্সির কোন অবহেলা পরিলক্ষিত হলে তাদেরও এ বিষয়ে দায়-দায়িত্ব বহন করতে হবে। লিড এজেন্সি। সমন্বয়কারী এজেন্সির অবহেলার কারণে কোন হজযাত্রীর হজে গমন অনিশ্চিত হলে উক্ত সমন্বয়কারী এজেন্সি/লিড এজেন্সির বিরুদ্ধে 'হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন-২০২১' ও 'হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিধিমালা-২০২২' অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

০৩। সুষ্ঠু হজ ব্যবস্থাপনার জন্য বিষয়টি অতিব জরুরি।

01/05/2025

আপনি যাচ্ছেন কবে?

সৌদি হজ্ব ভিসা সংক্রান্ত জটিলতা
30/04/2025

সৌদি হজ্ব ভিসা সংক্রান্ত জটিলতা

30/04/2025

হজ্ব ২০২৫ এর হাজীদের জন্য প্রস্তুত।
আপনি যাচ্ছেন কত সালের হজ্জে?
#

29/04/2025
29/04/2025

আপনি যাচ্ছেন কবে এই প্রিয় স্থানে?
মক্কায় হেরেম শরীফে একটি অপূর্ব লোভনীয় দৃশ্য।

পবিত্র হজ ফ্লাইট শুরু হচ্ছে । প্রথম হজ ফ্লাইটটি আগামী মঙ্গলবার (২৯ এপ্রিল) মধ্যরাত  ২টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জা...
28/04/2025

পবিত্র হজ ফ্লাইট শুরু হচ্ছে । প্রথম হজ ফ্লাইটটি আগামী মঙ্গলবার (২৯ এপ্রিল) মধ্যরাত ২টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৯ জন হজযাত্রী নিয়ে সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যাবে।

Address

Banani Model Town

Opening Hours

Monday 09:00 - 18:00
Tuesday 09:00 - 18:00
Wednesday 09:00 - 18:00
Thursday 09:00 - 18:00
Saturday 09:00 - 18:00
Sunday 09:00 - 18:00

Telephone

+8801519888444

Alerts

Be the first to know and let us send you an email when Hajj Umrah Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category