Dream Sky Touch Tourism.

Dream Sky Touch Tourism. "Dream Sky Touch Tourism." is a name in the field of tourism industry in Bangladesh and serving for So, please co'opareat with us to make our dream for the best.

Being in a country like Bangladesh,
a country where nature has give her a lot of beautyfull thing with an open heart,
here,
we are very much glad to launch our Tourism Company the name ''Dream Sky Touch Tourism''.

''Dream Sky Touch Tourism'' is working with maximum efficiency to make travel – tickets available with any country any time approach both inbound and outbound. We are open almost 24 x 7 to provide you best rates & routes with our ticketing concern named "Dream Sky Touch Tourism''.

যা খুশি তাই খান, কেউ বাধা বা বল প্রয়োগ করলেও এগুলো উপেক্ষা করে খান।  #কারণঃ ▪︎হাঁটার মেশিন ট্রেডমিলের আবিষ্কারক ৫৪ বছর ব...
02/04/2024

যা খুশি তাই খান, কেউ বাধা বা বল প্রয়োগ করলেও এগুলো উপেক্ষা করে খান।

#কারণঃ

▪︎হাঁটার মেশিন ট্রেডমিলের আবিষ্কারক ৫৪ বছর বয়সে মারা গেছেন।
▪︎জিমন্যাস্টিকসের আবিষ্কারক ৫৭ বছর বয়সে।
▪︎যে ব্যাক্তি ওয়ার্ল্ড বডি বিল্ডিং চ্যাম্পিয়ন ছিলো তিনি ৪১ বছর বয়সে মারা গেছেন।
▪︎বিশ্বের সেরা ফুটবলার ম্যারাডোনা সেও কিন্তু ৬০ বছর বয়সে মারা গেলেন।
▪︎বিশ্বসেরা ক্রিকেটার(স্পিনার) শেন ওয়ার্ন ৫২ বছর বয়সে মারা গেছেন।

এখন একটু গভীরে আসুন ------

▪︎কেএফসি আবিষ্কারক মারা গেলেন ৯৪ এ।
▪︎নিউটেলার বিনিয়োগকারী ৮৮ বছর বয়সে মারা যান।
▪︎তুর্কি শুরমেহ এবং স্টেকের আবিষ্কারক ১০৪ বছর বয়সে মারা যান।
▪︎সিগারেট উদ্ভাবক এবং প্রস্তুতকারী উইনস্টন ১০২ বছর বয়সে মারা গেছেন।
▪︎আফিমের আবিষ্কারক এক ভূমিকম্পে ১১৬ বছর বয়সে মারা যান।
▪︎হেনেসি হুইস্কি আবিষ্কারক ৯৮ বছর বয়সে মারা যান।
▪︎আফগানি খাবারের উদ্ভাবকরা (কাবেলি, মান্টো এবং চাপলি কাবাব) এখনও বেঁচে আছেন।

এখন চিকিৎসকরা কীভাবে এই সিদ্ধান্তে পৌঁছেছিলেন যে ব্যায়াম জীবনকে দীর্ঘায়িত করে ?

খরগোশ সর্বদা প্রাণবন্ত এবং ২ বছর বাঁচে, আর কচ্ছপ যে জায়গা থেকে নড়ে না সে বাঁচে ৪০০ বছর।

সুতরাং, বিশ্বের বা নিজের নিশ্বাসের শেষ অবধি বিশ্রাম, খাওয়া এবং পানীয় উপভোগ করুন !!! মৃত্যু কখন হবে তার কোন নিশ্চয়তা নাই। খেলেও মরবেন আবার না খেলেও মরবেন। তাই মিছেমিছি আত্মাকে কষ্ট দিয়ে কি লাভ বলুন?

আমি সব সময় মানুষকে নিজের আপন মনে করি,আর মানুষ আমাকে বোকা মনে করে।হায়রে দুনিয়া। 😇😇😇
18/07/2023

আমি সব সময় মানুষকে নিজের আপন মনে করি,
আর মানুষ আমাকে বোকা মনে করে।
হায়রে দুনিয়া।
😇😇😇

02/01/2022
18/07/2021
17/05/2021

একটা বাস্তব সত্য প্রকাশ করলামঃ
যারাযারা এই ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন, মিলিয়ে নিবেন।

ট্রাভেল এজেন্সির সাথে নিজের বুকিং নিজে করবেন।
মামা-চাচা-খালু,বন্ধু Avoid করুন।

একজন লোক আমাদের অফিসে আসলো এই ৪/৫ দিন আগে, তার ভাগিনা কাতার থেকে আসবে। ভাগিনা কাতার থেকে মামা'কে পাঠাইছে আমাদের অফিসে এসে দেখেশুনে বুকিং করতে।

মামা এসে বললো, প্যাকেজ কতো করে...! আমরা বললাম ১০৫০০/- হলো ৩ স্টার আর ৬০০০/- হলো ১ স্টার এবং থাকবেনা এয়ারপোর্ট থেকে হোটেল গাড়ি এবং খাবার মান ১ স্টার।

মামা বললো, থাকবে ৩ দিনের জন্য, সরকার নিয়ম করছে, এতো খরচের কি দরকার..!
মামা, ভাগিনার জন্য ১ স্টার বুকিং দিয়ে চলে গেলো।👴

ফ্লাইটের দিন, ঢাকায় আসার পর ভাগিনা ফোন করছে মামা'কে, এজেন্সি কতো বড় বাটপার...! এয়ারপোর্টে গাড়ি পাঠায় নাই...!! মামা ভাগিনারে শান্তনা দিচ্ছে, থাক ভাগিনা কি করবা, এজেন্সি এমন খারাপই..! তুমি একটা CNG নিয়ে হোটেলে চলে যাও...!

এবার ১ স্টার হোটেলে ১ দিন থাকার পর ভাগিনা আবারও মামাকে ফোন...! মামা এইগুলা কোনো খাবার?
মামা আবারো শান্তনা...! থাক ভাগিনা কি করবা এজেন্সি এমন খারাপ।এইটা বাংলাদেশ। কি আর করা ২ দিন কষ্ট করে চলে আসো...!

এবার ভাগিনা রাতে মশার কামরে ঘুম ভেংগে অতিস্ট হয়ে , ভাউচারের নিচে থাকা এজেন্সির নাম্বারে কল করে বললো, আপনারা এতো ফাজিল লোক, আমি ১৫০০০/- টাকা দিলাম, অথচ আমাকে এমন খারাপভাবে রাখছেন...! এই জন্যই আপনাদের কেউ ভালো বলে না...! এই সেই গালাগালি..!

এজেন্সির লোক ভউচার নাম্বার ঘেটে দেখলো, সবচে বাজে প্যাকেজটা ভাগিনার জন্য বুকিং করেছিলো মামু...! তখন আমরা না পারি কাস্টমারকে সত্য, না পারি সহ্য করতে। কারন সত্য বললে পারিবারিক ঝামেলা লাগবে, তাই বলিনা।নিরবে সহ্য করে যাই।

যদি বলতাম, আপনার মামা আমাদের যে টাকা দিয়েছে সেই টাকা দিয়ে এই প্যাকেজই ছিলো, ভাগিনা হয়তো সারাজীবন মামার প্রতি বিরুপ ধারনা নিয়ে থাকতো।

এই ধরনের অভিজ্ঞতা আমাদের প্রায়ই হয়...!
আপন চাচা, ভাতিজার ভিসা প্রসেসে কমিশন চায়...! বন্ধুর ভিসা বন্ধু প্রসেস করে দিবে, এজেন্সিকে দেয় ২ লাখ, আর বন্ধু থেকে নেয় ৫ লাখ...! হজ্জ -ওমরাহ প্যাকেজে ভাই ভাইয়ের জন্য প্যাকেজ বুকিং করতে এসে আমাদের বলে যে সর্বনিম্ন কি প্যাকেজ আছে...! আর ভাইয়ের থেকে নেয় সর্বোচ্চের টাকা..!

অনেক বিচিত্র অভিজ্ঞতা আছে আমাদের।

যাইহউক, এই জন্যই বলি, নিজের বুকিং নিজে ট্রাভেল এজেন্সির সাথে করুন। কোনো, মিডিয়া বা দালাল ধরবেন না। মনে রাখবেন, ট্রাভেল এজেন্সি একটি প্রফেশনাল প্রতিষ্ঠান, সার্ভিস এর বিনিময়ে সার্ভিসচার্জ নেয়াই কাজ।
কিন্তু আপনার মামা -চাচা-বন্ধুরা বিনা পয়সায় এগিয়ে আসা মানেই ভাববেন, তাহারা কমিশনখোর...!

এমন অভিজ্ঞতার স্বীকার হলে কমেন্টস এ জানাতে পারেন।

ধন্যবাদ
Dream Sky Touch Tourism.
-Govt. Approved Travel Agent.

বিভিন্ন সময় বিভিন্ন লোকেরা প্রবাসীদেরকে কামলা বলে গালাগালি করে আসছে "অতীত থেকে নেয়া"।এখন সেই কামলাদের কাছ থেকে এয়ারপোর...
26/07/2020

বিভিন্ন সময় বিভিন্ন লোকেরা প্রবাসীদেরকে কামলা বলে গালাগালি করে আসছে "অতীত থেকে নেয়া"।
এখন সেই কামলাদের কাছ থেকে এয়ারপোর্ট উন্নয়নের জন্য টাকা আদায় করতেছেন কেন?
আপনারা কোথায় এখন যারা কথায় কথায় প্রবাসীদের গালাগালি করেন। আপনারাও নিজেদের পকেট ঝেড়ে কিছু ফেলতে তো পারেন?
কামলাদের কাছ থেকেও কি ভিক্ষা নেয়াটা জরুরী? আমার মতে যারা প্রবাসীদের থেকে টাকা আদায় করে তারা তো ভিক্ষুক এর চেয়েও........................!!!
বাকী কথা গুলো পাঠকের মন মত।

Address

Tropical Alauddin Tower, House # 32/C, Road # 02, Sector # 03, Rajlaxmi, Uttara, Dhaka/
Dhaka
1230

Opening Hours

Monday 09:00 - 18:00
Tuesday 09:00 - 18:00
Wednesday 09:00 - 18:00
Thursday 09:00 - 18:00
Friday 03:00 - 18:00
Saturday 09:00 - 18:00
Sunday 09:00 - 18:00

Telephone

+8801711070117

Alerts

Be the first to know and let us send you an email when Dream Sky Touch Tourism. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category