Adon Tours & Travels

Adon Tours & Travels We know the cheapest routes across the globe

Adon Tours & Travels পরিবার গভীরভাবে শোকাহত !!!
21/07/2025

Adon Tours & Travels পরিবার গভীরভাবে শোকাহত !!!

থাইল্যান্ড ডিজিটাল এরাইভাল কার্ড ফর্ম ফিলাপ। নিচের তথ্যগুলো জানা জরুরী। থাইল্যান্ড ভ্রমণের পূর্বে ৭২ ঘন্টার মধ্যে এই এরা...
16/07/2025

থাইল্যান্ড ডিজিটাল এরাইভাল কার্ড ফর্ম ফিলাপ। নিচের তথ্যগুলো জানা জরুরী। থাইল্যান্ড ভ্রমণের পূর্বে ৭২ ঘন্টার মধ্যে এই এরাইভাল কার্ড ফিলাপ করে সঙ্গে রাখা প্রয়োজন। যা আপনার ভ্রমণের সহায়ক হবে।
আমি কিছু সংকেত ব্যবহার করেছি, যেমন -
X= আপনার তথ্য ব্যবহার করবেন।

আপনি আপনার বুকিং করা হোটেল এড্রেস ব্যবহার করবেন। বোঝার সুবিধার্থে সিম্বলিক একটা হোটেল এড্রেস দেওয়া আছে। চাইলে আপনি ব্যবহার করতে পারেন।

Thailand Digital Arrival Card Info
=================================
TH Digital Arrival Card No. ...........
Personal Information
---------------------------------------------------------------
Full Name : ###X
Gender : MALE
Nationality/Citizenship : BANGLADESH
Passport No. : ###X
Date of Birth : ###X/XX/XX
Occupation : ###X
Country/Territory of Residence : PEOPLE'S REPUBLIC OF BANGLADESH
City/State of Residence : DHAKA
Visa No. : F ###X
Phone No. : +880 ###X
Trip Information
---------------------------------------------------------------
Arrival Information
Date of Arrival : ###X/XX/XX
Country/Territory where you Boarded : PEOPLE'S REPUBLIC OF BANGLADESH
Purpose of Travel : HOLIDAY
Mode of Travel : AIR
Mode of Transport : COMMERCIAL FLIGHT
Flight No./Vehicle No. : XX ###
Departure Information
Date of Departure : ###X/XX/XX
Mode of Travel : AIR
Mode of Transport : COMMERCIAL FLIGHT
Flight No./Vehicle No. : XX ###
Accommodation Information
---------------------------------------------------------------
Type of Accommodation in Thailand : HOTEL
HOTELPost Code : 20150
Address :
CHON BURI, BANG LAMUNG, BANG LAMUNG, Best Beach Villa 362 Moo 9, Soi 5, Nongpue, Banglamung, Pattaya Central, 20150, Thailand
+66 90 960 2486
✅ চলবে......

আমেরিকা, কানাডা, ইউকে, সেনজেন কান্ট্রি, অস্ট্রেলিয়া, সিংগাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, চায়না, হংকং, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, দক্ষিণ কুরিয়া, জাপান, দুবাই ভিসা প্রসেস করা হয়।
বিমান টিকিট, হোটেল বুকিং, প্যাকেজ ট্যুর, উমরা ভিসা সহ প্যাকেজ করা হয়।
-------------------------------------------------------------------

16/07/2025

বাংলাদেশি স্টুডেন্টরা জানেই না, ইউরোপে ফ্রান্সই একমাত্র দেশ যেখানে স্টুডেন্টদের বাসাভাড়ায় সরকার টাকা দেয়!

অনেকেই কানাডা, জার্মানি, আমেরিকা নিয়ে স্বপ্ন দেখে… অথচ ফ্রান্সে এমন কিছু “সিক্রেট লেভেলের” স্টুডেন্ট সুবিধা আছে, যা ইউরোপের অন্য কোথাও কল্পনাও করা যায় না! এখানে আপনি বিদেশি হয়েও মাসে ২০০–৩০০ ইউরো পর্যন্ত বাসাভাড়ার উপর সরাসরি সরকারি ভর্তুকি (CAF) পাবেন—এটা শুধুই ফ্রান্সের গর্ব! প্রতি সপ্তাহে ২০ ঘণ্টা বৈধভাবে কাজ করতে পারবেন, যেখানে ঘণ্টায় ইনকাম ১১ ইউরো পর্যন্ত! নিজের খরচ তো উঠেই যাবে, অনেকে দেশে টাকা পর্যন্ত পাঠায়!

আরও জোস ব্যাপার? মাস্টার্স শেষ করলেই হাতে চলে আসবে ২ বছরের পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট (APS) চাকরি খুঁজুন কিংবা নিজের স্টার্টআপ শুরু করুন, কোনো বাঁধা নেই! ফ্রান্স সরকার স্টুডেন্টদের ফ্রি হেলথ ইনস্যুরেন্স দেয়, যেটা ইউরোপে রেয়ার! পাবলিক ট্রান্সপোর্টে বিশাল ছাড়, আর Étudiant Pass থাকলে থিয়েটার, সিনেমা, মিউজিয়াম অনেক কিছুই ফ্রি বা মাত্র ১ ইউরোতে!

কম ইনকাম বা স্কলারশিপে পড়ছেন? চিন্তা নাই! CROUS হল সিস্টেমে মাত্র ১৫০–২০০ ইউরোতে থাকতে পারবেন আর ১ ইউরোতে পাবেন গরম গরম মানসম্মত খাবার! স্টুডেন্টদের জন্য ফ্রি সাইকোলজিকাল কাউন্সেলিং সুবিধা আছে, যেটা আপনার মানসিক স্বাস্থ্য ধরে রাখবে। পাবেন লাইফটাইম লাইব্রেরি ও ডিজিটাল রিসোর্স এক্সেস, যা সারাজীবন কাজে লাগবে!

ফ্রান্সে পড়লেই ইউরোপিয়ান কানেকশন তৈরি হয়
Erasmus+, Pan-European Conference, Exchange Program সবকিছুতেই অংশগ্রহণের সুযোগ তৈরি হয়। সরকারি বিশ্ববিদ্যালয়ে চান্স পেলেই ‘অ্যাজাইল ফাস্ট ট্র্যাক ভিসা প্রসেসিং’ হয়, Campus France ও দূতাবাস থেকে আলাদা সাপোর্ট থাকে। এমনকি ব্যাংক একাউন্ট খুলতে কোনো ডিপোজিট লাগে না, কিছু ব্যাংক ৫০–১৫০ ইউরো ওয়েলকাম বোনাস পর্যন্ত দেয়!

সবচেয়ে দারুণ দিক? ফ্রান্সের স্টুডেন্ট রেসিডেন্ট হয়েই আপনি ২৬টি শেঙ্গেন দেশে ভিসা ছাড়াই ঘুরে বেড়াতে পারবেন! আর যদি ৫ বছর পড়াশোনা ও কাজ করে ফেলেন, তাহলে নাগরিকত্ব বা PR পাওয়ার জন্য আবেদন করাও হয়ে যাবে অনেক সহজ!

কিন্তু… একটা বড় ভুল!

অনেকেই আছেন, যারা মৌমাছির মতো এক দেশ থেকে আরেক দেশে ‘অপরচুনিটি’ খুঁজে বেড়ান। আজ ইউরোপ, কাল আমেরিকা, পরশু অস্ট্রেলিয়া! কিন্তু বাস্তবতা হলো, নিজের উপর একটাকাও ইনভেস্ট করতে রাজি না। নিজে পুরোপুরি প্রস্তুত না, নিজের থেকে ঠিকভাবে অ্যাপ্লাই করতে পারবেন না তবুও কারো সহায়তা চাইবেন না। আবার সহায়তা নিলেও সেই সাপোর্টের পেছনে সামান্য পারিশ্রমিক দিতেও অনীহা!

একটা কথা মনে রাখবেন এখানে কেউ আপনাদের জন্য বসে নেই। আপনাকে নিজের স্বপ্নের প্রতি দায়বদ্ধ হতে হবে, নিজের ভবিষ্যতের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে হবে। শুধু খুঁজে বেড়ালে হবে না, একটা জায়গায় স্থির হয়ে কাজ শুরু করুন। না হলে এই ‘অপরচুনিটি খোঁজার ভ্রমণ’ একসময় শুধুই হতাশায় পরিণত হবে।

ফ্রান্স শুধু একটা দেশ না, এটা একটা লাইফ আপগ্রেড!
যেখানে পড়াশোনা মানেই শুধু সার্টিফিকেট না স্বপ্ন, নিরাপত্তা, স্বাধীনতা আর ইউরোপিয়ান ভবিষ্যতের দরজা খুলে যায়।

আপনি যদি সত্যিই সিরিয়াস হন, তাহলে এখনই সিরিয়াস সিদ্ধান্ত নিন। আর যদি শুধু গল্প করতে চান
ইনবক্স নয়, কফির দোকানেই ভালো চলবে।

সিক্কিম প্লাস্টিক কমাতে নিয়েছে এক দারুণ উদ্যোগ — এখন পর্যটকদের দেওয়া হচ্ছে বাঁশ দিয়ে তৈরি বোতল! শুধু তাই নয়, সিক্কিম...
13/07/2025

সিক্কিম প্লাস্টিক কমাতে নিয়েছে এক দারুণ উদ্যোগ — এখন পর্যটকদের দেওয়া হচ্ছে বাঁশ দিয়ে তৈরি বোতল! শুধু তাই নয়, সিক্কিম হলো বিশ্বের প্রথম জৈবিক (অর্গানিক) রাজ্য! 🌱💚

#সিক্কিম #জৈবিকভারত #প্লাস্টিকবিরোধী #পরিবেশবান্ধব

🇧🇩বাংলাদেশীদের জন্য বিভিন্ন দেশের ট্যুরিস্ট ভিসার বর্তমান হালচাল | জুলাই ২০২৫বাংলাদেশ থেকে অনেক দেশেই আগে খুব সহজে ট্যুর...
08/07/2025

🇧🇩বাংলাদেশীদের জন্য বিভিন্ন দেশের ট্যুরিস্ট ভিসার বর্তমান হালচাল | জুলাই ২০২৫

বাংলাদেশ থেকে অনেক দেশেই আগে খুব সহজে ট্যুরিস্ট ভিসা পাওয়া যেত। কিন্তু এখন বেশ কয়েকটি দেশের ক্ষেত্রে ভিসা পাওয়া কঠিন হয়ে গেছে বা একেবারেই বন্ধ হয়ে গেছে। আজকে বাস্তব অভিজ্ঞতা ও তথ্যের ভিত্তিতে সেই দেশগুলো সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করছি।

🇮🇳 ভারত (India)

২৪ জুলাইয়ের আন্দোলনের সময় থেকে ট্যুরিস্ট ভিসা বন্ধ রয়েছে।
✅ চালু: মেডিকেল ও কিছু নির্দিষ্ট ক্যাটাগরি
❌ বন্ধ: ট্যুরিস্ট ভিসা

🇦🇪 দুবাই (UAE)

গত বছরের মাঝামাঝি থেকে বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা বন্ধ।
✅ চালু: কিছু কার্টেসি ভিসা (সাধারণ পর্যটকদের জন্য নয়)
❌ বন্ধ: ট্যুরিস্ট ভিসা

🇻🇳 ভিয়েতনাম (Vietnam)

২০২৫ সালের জানুয়ারি থেকে বাংলাদেশিদের ট্যুরিস্ট ভিসা বন্ধ।
🔹 অনেকে ভিসার মেয়াদ শেষেও দেশে না ফেরায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

🇺🇿 উজবেকিস্তান (Uzbekistan)

আগে E-visa দিতো, এখন আগস্ট ২০২৪ থেকে তা পুরোপুরি বন্ধ।

🇪🇬 মিশর (Egypt)

আগে Okay to Board এর মাধ্যমে On Arrival ভিসা পাওয়া যেত।
❌ এখন তা বন্ধ।
✅ এম্বাসি থেকে আবেদন করা যাচ্ছে, তবে সময়সাপেক্ষ।

🇹🇷 তুরস্ক (Turkey)

❌ অফিসিয়ালি বন্ধ না হলেও ট্যুরিস্ট ভিসা কার্যত বন্ধ।
📉 রিজেকশন রেট প্রায় ৯৭%
✅ ইনভাইটেশন থাকলে বিজনেস ভিসা সম্ভব।

🇮🇩 ইন্দোনেশিয়া (Indonesia)

আগে On Arrival ভিসা ছিল, এখন কেবল স্টিকার ভিসা।
⏳ সময় লাগে প্রায় ২ মাস, অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম চালু।

🇵🇭 ফিলিপাইন (Philippines)

✅ ভিসা পাওয়া যায়, কিন্তু:
🔸 এপয়েন্টমেন্ট পেতে সময় লাগে
🔸 তারপর প্রসেসিং – মোট সময় প্রায় ৩০ দিন

🇹🇭 থাইল্যান্ড (Thailand)

⏳ বর্তমানে ভিসা পেতে ৪৫–৫০ দিন সময় লাগে
📉 রিজেকশন রেট অনেক বেড়ে গেছে
❌ আগের মতো সহজ নয়

🇸🇬 সিঙ্গাপুর (Singapore)

আগে ৩–৪ দিনে ভিসা মিলতো
✅ এখনো দ্রুত ফলাফল আসে
❌ কিন্তু রিজেকশন রেট অনেক বেশি

🇨🇳 চায়না (China)

✅ ভিসা এখনো মিলছে, তবে কনফার্ম এয়ার টিকিট ও হোটেল বুকিং দিতে হয়
📈 অ্যাপ্রুভালের হার ভালো

❗ সার্বিক চিত্র:

দিন দিন বাংলাদেশের পাসপোর্টধারীদের জন্য ট্যুরিস্ট ভিসা পাওয়া কঠিন হয়ে যাচ্ছে।
📌 কারণ কী হতে পারে?
• অতীত ভিসা মিসইউজ
• অনেকে ফিরে না আসা
• অনিয়মিত ডকুমেন্ট
• কিছু কিছু দালালচক্রের অপব্যবহার

✅ সমাধান কী হতে পারে?
1. ভিসা ব্যবস্থায় ট্রান্সপারেন্সি বজায় রাখা
2. অতীত ভ্রমণ রেকর্ড পরিষ্কার রাখা
3. ফেক ডকুমেন্ট এড়িয়ে চলা
4. দেশীয় পর্যায়ে ভিসা এজেন্টদের ওপর নিয়মিত নজরদারি
5. নিজ নিজ প্রোফাইল ও ফিনান্সিয়াল ডকুমেন্ট শক্ত করা

ইমিগ্রেশন পার হওয়ার সময় যেসব ভুল করলে অফলোড হতে পারেন! ভাই অনেকেই জিজ্ঞেস করেন, “ইমিগ্রেশন পার হইতে কি ভয় লাগে না?” আসলে...
08/07/2025

ইমিগ্রেশন পার হওয়ার সময় যেসব ভুল করলে অফলোড হতে পারেন!

ভাই অনেকেই জিজ্ঞেস করেন, “ইমিগ্রেশন পার হইতে কি ভয় লাগে না?” আসলে ভয় না লাগলেও, টেনশন থাকেই! আর যদি আপনি কিছু ছোট ছোট ভুল করেন, তাহলেই বিপদ! অফলোড পর্যন্ত হতে পারেন!

আজকে রিয়েল কিছু ভুল শেয়ার করতেছি, যেগুলা অনেকেই করেন না জেনে!👇

১. নিজের কথায় কনফিউশন থাকা!
ইমিগ্রেশন জিজ্ঞেস করলো কই যাচ্ছেন, আপনি বললেন এক কথা, পরে আবার আরেক কথা!
এইটা হইল সবচেয়ে বড় সন্দেহের কারণ।

২. রিটার্ন টিকিট না থাকা বা বুকিং ফেক হওয়া!
অনেকে শুধু নাম দেখায়, অথচ টিকিট একচুয়ালি নাই। ধরলে কিন্তু সাথে সাথেই অফলোড।

৩. হোটেল বুকিং না থাকা বা মিথ্যা তথ্য দেওয়া!
ইমিগ্রেশন অনেক সময় সরাসরি বুকিং চেক করে, ভুল ইনফো ধরতে পারলে অফলোড দিবে।

৪. ইনকাম সোর্স না থাকা বা প্রমাণ দিতে না পারা!
আপনি কি করেন, এই প্রশ্নে যদি ঝুলে যান বা কিছু দেখাতে না পারেন, সমস্যা হবে।

৫. বেশি নার্ভাস হওয়া বা অস্বাভাবিক আচরণ করা:
এইটা দেখলে তারা আরো ডিটেইলে জিজ্ঞেস করে, কারণ সন্দেহ হয়।

তাহলে কী করবেন?
অবশ্যাই সত্য কথা বলবেন, সব ডকুমেন্টস ঠিকঠাক রাখবেন, মনে সাহস রাখবেন, এবং যেই দেশে যাচ্ছেন সেই দেশের কিছু জায়গার নাম জেনে যাবেন ঢ়াতে জিজ্ঞেস করলে বলতে পারেন!

ইমিগ্রেশন অনেকটাই মন-মানসিকতার খেলা, আপনি যদি কনফিডেন্স নিয়ে উত্তর দেন আর সবকিছু ঠিক থাকে, তাহলে ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না।
নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি।

ভুল ত্রুটি হলে মাফ করবেন ভাই,
জাযাকাল্লাহ খইর। 😊

Follow Adon Tours & Travels

ইউটিউবার হলে কি ভিসা সহজে মেলে? বাস্তবতা কিন্তু অন্যরকম...৪ জুলাই ২০২৫ — জনপ্রিয় ট্রাভেল ইউটিউবার Nadir On The Go তাজিকি...
05/07/2025

ইউটিউবার হলে কি ভিসা সহজে মেলে? বাস্তবতা কিন্তু অন্যরকম...

৪ জুলাই ২০২৫ — জনপ্রিয় ট্রাভেল ইউটিউবার Nadir On The Go তাজিকিস্তানের ই-ভিসার জন্য আবেদন করেছিলেন।

✔️ যথেষ্ট ব্যাংক ব্যালেন্স
✔️ বৈধ ইউএস, ইউকে, অস্ট্রেলিয়া ভিসা
✔️ ট্রাভেল হিস্টোরি অসাধারণ
✔️ কোনো নেগেটিভ রেকর্ড নেই

তবুও...
⏳ ৩ সপ্তাহ অপেক্ষার পর, মেইলে মাত্র একটি লাইন:
🔴 “Your visa is rejected.”

❌ কোনো কারণ নেই
❌ কোনো রিফান্ড নেই
❌ কোনো ব্যাখ্যা নেই

আমরা অনেকেই ভাবি, ইউটিউবার হলে, পরিচিত মুখ হলে — যেকোনো দেশের দরজা খুলে যায়।
কিন্তু এই ঘটনা প্রমাণ করে —
👉 বাংলাদেশি পাসপোর্ট থাকলে ‘সহজ’ দেশেও ভিসা পাওয়া অনেক সময় কঠিন হয়ে যায়।

✈️ দেশ ঘোরার স্বপ্ন থাকলেও — পাসপোর্ট, জাতিসত্তা আর ভাগ্য মিলেই নির্ধারণ করে আপনি যেতে পারবেন কি না।

---

🤔 আপনার কি এমন কোনো অভিজ্ঞতা হয়েছে?
কমেন্টে জানাতে পারেন, সবাই মিলে শেয়ার করলে হয়তো কিছু পরিবর্তনের দাবি জোরালো হবে।



Follow Adon Tours & Travels

Follow Adon Tours & Travels
03/07/2025

Follow Adon Tours & Travels

এক নজরে বাংলাদেশের ৬৪ জেলা Follow: Adon Tours & Travels
02/07/2025

এক নজরে বাংলাদেশের ৬৪ জেলা
Follow: Adon Tours & Travels

ইউরোপ ভিজিট ভিসা করতে চাইলে আমাদের পেজ লাইক করে সাথে থাকুন ।Adon Tours & Travels
30/06/2025

ইউরোপ ভিজিট ভিসা করতে চাইলে আমাদের পেজ লাইক করে সাথে থাকুন ।

Adon Tours & Travels

মেট্রোরেলে চালু হচ্ছে ইউনিভার্সাল টিকিটিং সিস্টেম। এই নতুন ব্যবস্থায় যাত্রীরা সরাসরি তাদের ব্যাংকের ডেবিট বা ক্রেডিট কা...
28/06/2025

মেট্রোরেলে চালু হচ্ছে ইউনিভার্সাল টিকিটিং সিস্টেম। এই নতুন ব্যবস্থায় যাত্রীরা সরাসরি তাদের ব্যাংকের ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহার করে ভাড়া পরিশোধ করতে পারবেন।

Follow Adon Tours & Travels

Address

16-A 2nd Floor Khilgaon
Dhaka
1214

Opening Hours

Monday 10:00 - 17:00
Tuesday 10:00 - 17:00
Wednesday 10:00 - 17:00
Thursday 10:00 - 17:00
Sunday 10:00 - 17:00

Telephone

+8801888385138

Website

Alerts

Be the first to know and let us send you an email when Adon Tours & Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category