16/07/2025
বাংলাদেশি স্টুডেন্টরা জানেই না, ইউরোপে ফ্রান্সই একমাত্র দেশ যেখানে স্টুডেন্টদের বাসাভাড়ায় সরকার টাকা দেয়!
অনেকেই কানাডা, জার্মানি, আমেরিকা নিয়ে স্বপ্ন দেখে… অথচ ফ্রান্সে এমন কিছু “সিক্রেট লেভেলের” স্টুডেন্ট সুবিধা আছে, যা ইউরোপের অন্য কোথাও কল্পনাও করা যায় না! এখানে আপনি বিদেশি হয়েও মাসে ২০০–৩০০ ইউরো পর্যন্ত বাসাভাড়ার উপর সরাসরি সরকারি ভর্তুকি (CAF) পাবেন—এটা শুধুই ফ্রান্সের গর্ব! প্রতি সপ্তাহে ২০ ঘণ্টা বৈধভাবে কাজ করতে পারবেন, যেখানে ঘণ্টায় ইনকাম ১১ ইউরো পর্যন্ত! নিজের খরচ তো উঠেই যাবে, অনেকে দেশে টাকা পর্যন্ত পাঠায়!
আরও জোস ব্যাপার? মাস্টার্স শেষ করলেই হাতে চলে আসবে ২ বছরের পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট (APS) চাকরি খুঁজুন কিংবা নিজের স্টার্টআপ শুরু করুন, কোনো বাঁধা নেই! ফ্রান্স সরকার স্টুডেন্টদের ফ্রি হেলথ ইনস্যুরেন্স দেয়, যেটা ইউরোপে রেয়ার! পাবলিক ট্রান্সপোর্টে বিশাল ছাড়, আর Étudiant Pass থাকলে থিয়েটার, সিনেমা, মিউজিয়াম অনেক কিছুই ফ্রি বা মাত্র ১ ইউরোতে!
কম ইনকাম বা স্কলারশিপে পড়ছেন? চিন্তা নাই! CROUS হল সিস্টেমে মাত্র ১৫০–২০০ ইউরোতে থাকতে পারবেন আর ১ ইউরোতে পাবেন গরম গরম মানসম্মত খাবার! স্টুডেন্টদের জন্য ফ্রি সাইকোলজিকাল কাউন্সেলিং সুবিধা আছে, যেটা আপনার মানসিক স্বাস্থ্য ধরে রাখবে। পাবেন লাইফটাইম লাইব্রেরি ও ডিজিটাল রিসোর্স এক্সেস, যা সারাজীবন কাজে লাগবে!
ফ্রান্সে পড়লেই ইউরোপিয়ান কানেকশন তৈরি হয়
Erasmus+, Pan-European Conference, Exchange Program সবকিছুতেই অংশগ্রহণের সুযোগ তৈরি হয়। সরকারি বিশ্ববিদ্যালয়ে চান্স পেলেই ‘অ্যাজাইল ফাস্ট ট্র্যাক ভিসা প্রসেসিং’ হয়, Campus France ও দূতাবাস থেকে আলাদা সাপোর্ট থাকে। এমনকি ব্যাংক একাউন্ট খুলতে কোনো ডিপোজিট লাগে না, কিছু ব্যাংক ৫০–১৫০ ইউরো ওয়েলকাম বোনাস পর্যন্ত দেয়!
সবচেয়ে দারুণ দিক? ফ্রান্সের স্টুডেন্ট রেসিডেন্ট হয়েই আপনি ২৬টি শেঙ্গেন দেশে ভিসা ছাড়াই ঘুরে বেড়াতে পারবেন! আর যদি ৫ বছর পড়াশোনা ও কাজ করে ফেলেন, তাহলে নাগরিকত্ব বা PR পাওয়ার জন্য আবেদন করাও হয়ে যাবে অনেক সহজ!
কিন্তু… একটা বড় ভুল!
অনেকেই আছেন, যারা মৌমাছির মতো এক দেশ থেকে আরেক দেশে ‘অপরচুনিটি’ খুঁজে বেড়ান। আজ ইউরোপ, কাল আমেরিকা, পরশু অস্ট্রেলিয়া! কিন্তু বাস্তবতা হলো, নিজের উপর একটাকাও ইনভেস্ট করতে রাজি না। নিজে পুরোপুরি প্রস্তুত না, নিজের থেকে ঠিকভাবে অ্যাপ্লাই করতে পারবেন না তবুও কারো সহায়তা চাইবেন না। আবার সহায়তা নিলেও সেই সাপোর্টের পেছনে সামান্য পারিশ্রমিক দিতেও অনীহা!
একটা কথা মনে রাখবেন এখানে কেউ আপনাদের জন্য বসে নেই। আপনাকে নিজের স্বপ্নের প্রতি দায়বদ্ধ হতে হবে, নিজের ভবিষ্যতের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে হবে। শুধু খুঁজে বেড়ালে হবে না, একটা জায়গায় স্থির হয়ে কাজ শুরু করুন। না হলে এই ‘অপরচুনিটি খোঁজার ভ্রমণ’ একসময় শুধুই হতাশায় পরিণত হবে।
ফ্রান্স শুধু একটা দেশ না, এটা একটা লাইফ আপগ্রেড!
যেখানে পড়াশোনা মানেই শুধু সার্টিফিকেট না স্বপ্ন, নিরাপত্তা, স্বাধীনতা আর ইউরোপিয়ান ভবিষ্যতের দরজা খুলে যায়।
আপনি যদি সত্যিই সিরিয়াস হন, তাহলে এখনই সিরিয়াস সিদ্ধান্ত নিন। আর যদি শুধু গল্প করতে চান
ইনবক্স নয়, কফির দোকানেই ভালো চলবে।