A K Azad Travel & Tours

A K Azad Travel & Tours We are providing all kinds of Air ticket at cheap rate for Domestic and Worldwide. we also process visa file for Singapore, Malaysia, Indonesia, Thailand.

ঈদ মোবারক 🌙 দেশ-বিদেশে অবস্থানরত সকল রেমিটেন্স যোদ্ধা  ভাই-বোন, বন্ধু, আত্মীয়স্বজন এবং সকল শুভাকাঙ্খীদের প্রতি রইলো পবিত...
30/03/2025

ঈদ মোবারক 🌙
দেশ-বিদেশে অবস্থানরত সকল রেমিটেন্স যোদ্ধা ভাই-বোন, বন্ধু, আত্মীয়স্বজন এবং সকল
শুভাকাঙ্খীদের প্রতি রইলো পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ভালোবাসা।❤️

ঈদ মোবারক ❤️

03/01/2025

🇹🇭🇹🇭*THAILAND E-Visa B2B Hot Offer*🇹🇭🇹🇭
🇲🇾🇲🇾*MALAYSIA E-Visa B2B Hot Offer*🇲🇾🇲🇾
*Special lowest price*


Processing 5-7 Working Days
Validity: 3 month
Stay In 30 Days

*A K AZAD TRAVEL & TOURS (IATA)*
*OS OVERSEAS RL2680*

SAIFUL
call👉01812475630

Address: (4th FLOOR) 52 SR GARDEN NAYPALTAN DHAKA-1000

26/11/2024

সৌদি, কাতার, দুবাই,মালয়েশিয়া থেকে ইউরোপ ইউনিয়নের দেশ, ক্রোয়েশিয়া যাওয়ার সুবর্ণ সুযোগ।

*শর্তাবলীঃ-*
# বর্তমানে সৌদি আরব, কাতার অথবা দুবাই অবস্থানরত থাকতে হবে।
# সংশ্লিষ্ট দেশের ইকামা/ রেসিডেনশিয়াল কার্ড থাকতে হবে।
# সংশ্লিষ্ট দেশের পুলিশ ক্লিয়ারেন্স বের করে দিতে হবে।
# প্রার্থীদের পাসপোর্ট নিজেদের হাতে থাকতে হবে এবং সময়মতো আমাদের প্রতিনিধির কাছে জমা দিতে হবে।

যোগাযোগ:
*ওএস ওভারসিজ আরএল-২৬৮০*

01812475630
01686358670

16/07/2024

‼️ *বিদেশগামী যাত্রীদের প্রতি সর্তকবার্তা* ‼️

ঢাকা ও ঢাকার আশে পাশের বিভিন্ন স্থানে আন্দোলনের কারনে রাস্তা বন্ধ হয়ে আছে। আজ রাত ও মধ্যরাতে যাদের ফ্লাইট রয়েছে তাদেরকে পর্যাপ্ত সময় হাতে নিয়ে এয়ারপোর্ট এর উদ্দেশ্যে রওনা দেয়ার অনুরোধ জানানো যাচ্ছে।

ঈদ মোবারক। পবিত্র ঈদ-উল-আযহা'র ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক আপনাদের সকলের জীবন ঈদ মোবারক' ঈদ মোবারক!
17/06/2024

ঈদ মোবারক।
পবিত্র ঈদ-উল-আযহা'র ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক আপনাদের সকলের জীবন
ঈদ মোবারক' ঈদ মোবারক!

🇦🇪 দুবাই ৫ বছর মাল্টিপল ট্যুরিষ্ট ভিসা🇦🇪✅ ভিসা ফি মাত্র =১,৫০,০০০/-👉 ভিসা করতে যা লাগবেঃ♦️পাসপোর্ট স্ক্যান কপি  অ্যান্ড ...
09/06/2024

🇦🇪 দুবাই ৫ বছর মাল্টিপল ট্যুরিষ্ট ভিসা🇦🇪

✅ ভিসা ফি মাত্র =১,৫০,০০০/-

👉 ভিসা করতে যা লাগবেঃ
♦️পাসপোর্ট স্ক্যান কপি অ্যান্ড ছবি।
♦️৩দিনের মধ্যে কনফার্ম ডেলিভারি

বিঃদ্রঃ ৩,০২৫ দিরহাম সমপরিমাণ টাকা যা বাংলায় ৯৩,০০০ টাকা সিকিউরিটি ডিপোজিট হিসেবে UAE ইমিগ্রেশনে জমা থাকিবে (যা ফেরতযোগ্য)।

📢ভিসা ইস্যু হওয়ার প্রথম ৫৫দিনের মধ্যে ১ম বার দুবাই এন্ট্রি করতে হয় পরবর্তী আর যাওয়ার ক্ষেত্রে কোন কন্ডিশন নেই।

WhatsApp করুন নিম্নোক্ত নম্বরেঃ
+60102665124

Happy Labour Day 2024
01/05/2024

Happy Labour Day 2024

24/04/2024

গত ১৭ এপ্রিল থেকে শ্রীলঙ্কা তাদের ট্যুরিস্ট ই-ভিসা তে কিছু পরিবর্তন এনেছে এবং ভিসা ফি বাড়িয়েছে । শ্রীলঙ্কা ভ্রমণের ক্ষেত্রে অবশ্যই আপনাকে আগে ই ভিসা করতে হবে। নতুন নিয়ম এবং নতুন ফি অনুযায়ী বর্তমান শ্রীলঙ্কা ই ভিসা খরচ ৮০০০/- টাকা । আপনারা যার শ্রীলঙ্কা ই- ভিসা করতে চান আমাদের সাথে যোগাযোগ করুন:

শ্রীলঙ্কা ই-ভিসা এর জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট
১. পাসর্পোট স্কান কপি
২. ১ কপি পাসর্পোট ছবি ওয়াইট ব্যাকগ্রাউন্ড
৩. হোটেল নাম এবং নাম্বার ( যদি আপনারা বুকিং করে থাকেন।
৪. ভ্রমণের ডেট এবং রির্টান
Mobile: +8801812475630

আপনাকে এবং আপনার পরিবারের সকলকে জানাই নববর্ষের শুভেচ্ছা! এই নতুন বছর আপনার জীবনে বয়ে আনুক অনেক অনেক সমৃদ্ধি এবং সাফল্য!শ...
14/04/2024

আপনাকে এবং আপনার পরিবারের সকলকে জানাই নববর্ষের শুভেচ্ছা!

এই নতুন বছর আপনার জীবনে বয়ে আনুক অনেক অনেক সমৃদ্ধি এবং সাফল্য!

শুভ নববর্ষ ১৪৩১!

মালয়েশিয়ার আন্তর্জাতিক একটি এয়ারপোর্টের দৃশ্য।ট্রেনিং সেন্টারে আমাদের কিসের ট্রেনিং দেওয়া হয়? ন্যূনতম সম্মান ও জ্ঞা...
22/02/2024

মালয়েশিয়ার আন্তর্জাতিক একটি এয়ারপোর্টের দৃশ্য।

ট্রেনিং সেন্টারে আমাদের কিসের ট্রেনিং দেওয়া হয়? ন্যূনতম সম্মান ও জ্ঞান থাকা আবশ্যক। সব এয়ারপোর্টে ট্রলি সার্ভিস ফ্রি।

"আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি।"এই মহান দিনে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানাই...
21/02/2024

"আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি।"

এই মহান দিনে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানাই।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সবাইকে জানাই শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন।

07/02/2024

আমরা প্রসেস করছিঃ- বাংলাদেশ, UAE এবং মালয়েশিয়া থেকে,,,,
১. অস্ট্রেলিয়া
২. কানাডা
৩. থাইল্যান্ড
৪. মালয়েশিয়া
৫. সিংগাপুর ( ইনভাইটেশন সহ )
৬. ফিলিপাইন
৭. কম্বোডিয়া
৮. ভিয়েতনাম
৯. ইউ এ ই (দুবাই)
১০. ইউ কে
১১. ইউ এস এ
১২. ইউরোপ ( ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন, সুইডেন সহ সকল দেশ)
১৩. উজবেকিস্তান (ই ভিসা)
১৪. তুরস্ক ( স্টিকার+ ই ভিসা )
১৫. চায়না
১৬. ইন্দোনেশিয়া
১৭. ইজিপ্ট / মিশর আরো অনেক দেশ।

🏠অফিস:,☬ অফিসের ঠিকানা:
✦এ কে আজাদ ট্রাভেল এন্ড টুরস
৫২ এস আর গার্ডেন নয়াপল্টন ঢাকা-১০০০, বাংলাদেশ।

যোগাযোগ: +8801812475630

+60102665124 what's up

কি জীবনে প্রথমবার ইন্টারন্যাশনাল ট্রিপ দিতে যাচ্ছেন?? 😀✈অথচ জানেনই না কোথায় যাবেন প্রথমবারের মতো 🤔🤔প্রথমবার ইন্টারন্যাশন...
06/02/2024

কি জীবনে প্রথমবার ইন্টারন্যাশনাল ট্রিপ দিতে যাচ্ছেন?? 😀✈

অথচ জানেনই না কোথায় যাবেন প্রথমবারের মতো 🤔🤔
প্রথমবার ইন্টারন্যাশনাল ট্যুর দিবেন কিন্তু কোনো ধারণা নেই কোথায় কিংবা কোন দেশে গেলে জীবনের প্রথম ট্যুরটি স্মৃতিবিচরিত হয়ে থাকবে!!!

থাইল্যান্ডের ট্যুরিস্ট ভিসাটি আপনার জন্য 🫵🫵
তাহলে স্কিপ না করে পোস্টটি এখনই পরে ফেলুন 🤳🏻

আপনি কি থাইল্যান্ড এর নজরকাড়া জায়গাগুলো ঘুরে দেখতে চান তবে থাইল্যান্ড এর ট্যুরিস্ট ভিসাটি আপনার জন্য 🫵🫵

কি কি করতে পারেন সেখানে গেলে:
𝐑𝐚𝐢𝐥𝐚𝐲 𝐁𝐞𝐚𝐜𝐡 (𝐊𝐫𝐚𝐛𝐢)
ক্রাবির রেইলে একটি অত্যাশ্চর্য গন্তব্য যা এর চুনাপাথরের পাহাড়, স্বচ্ছ জল এবং নির্মল পরিবেশের জন্য পরিচিত।
 নিকটবর্তী ফ্রা নাং গুহা সমুদ্র সৈকতটি ঘুরে দেখুন, যা এর আদিম বালি, ফিরোজা জল এবং বিখ্যাত রাজকুমারী গুহা (থাম ফ্রা নাং নক) জন্য পরিচিত, যেখানে ডুবে যাওয়া রাজকুমারীর আত্মাকে অর্ঘ দেওয়া হয়েছিল।
 চুনাপাথরের ক্লিফ দ্বারা বেষ্টিত একটি অত্যাশ্চর্য পান্না পুল, প্রিন্সেস লেগুনে পৌঁছানোর জন্য একটি চ্যালেঞ্জিং হাইক শুরু করতে পারেন।
 Railay বিচ, ফ্রা নাং গুহা সৈকত, এবং আশেপাশের দ্বীপগুলির একটি শ্বাসরুদ্ধকর প্যানোরামার জন্য Railay ভিউপয়েন্ট পর্যন্ত হাইক করতে পারেন।
 ফি ফি দ্বীপপুঞ্জ, হং দ্বীপপুঞ্জ এবং বাঁশ দ্বীপ সহ কাছাকাছি দ্বীপগুলি অন্বেষণ করতে একটি নৌকা ভ্রমণ করতে পারেন।
 চুনাপাথরের পাহাড়ের পিছনে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে আকাশের অত্যাশ্চর্য রঙের সাক্ষী হতে Railay এর চারপাশে একটি সূর্যাস্ত ক্রুজে যোগ দিন।

কি কি থাকছে এই ভিসাটিতে আসুন জেনে নেওয়া যাক ✅✅ :

🔰 ভিসা ফি : ৫,৯৯৯টাকা
🔰ভিসা নাম : সিঙ্গেল এন্ট্রি ভিসা
🔰ভিসার ধরণ : স্টিকার ভিসা
🔰ভিসার মেয়াদ : ৩ মাস

☬ আরো বিস্তারিত জানতে আমাদের সঙ্গে কথা বলুন:

ᴡʜᴀᴛsᴀᴘᴘ: 01812-475630
------------------
☬ অফিসের ঠিকানা:
✦এ কে আজাদ ট্রাভেল এন্ড টুরস
৫২ এস আর গার্ডেন নয়াপল্টন ঢাকা-১০০০, বাংলাদেশ।
------------

নিচের ছবিতে প্রথম যে ভবনটি দেখতে পাচ্ছেন এর নাম বুর্জ আল আরব। শুনেছি এটি নাকি ওয়ার্ল্ডের প্রথম সেভেন স্টার হোটেল এবং দু...
06/02/2024

নিচের ছবিতে প্রথম যে ভবনটি দেখতে পাচ্ছেন এর নাম বুর্জ আল আরব। শুনেছি এটি নাকি ওয়ার্ল্ডের প্রথম সেভেন স্টার হোটেল এবং দুবাই ইউনিক আইকনিক বিল্ডিং। এর ঠিক পিছনে যে উচু ভবনের ছবিটি দেখতে পাচ্ছেন এর নাম বুর্জ খলিফা। এটিও দুবাইয়ের ইউনিক আইকনিক বিল্ডিং। বুর্জ খলিফা এখন পর্যন্ত পৃথিবীর সবচাইতে উঁচু ভবন। দুবাইতে এরকম ইউনিক অনেক কিছু আছে যা পৃথিবীর আর কোথাও নেই। বুর্জ খলিফার মোট উচ্চতা ৮২৯.৮ মিটার (২,৭২২ ফুট, বা অর্ধ মাইলেরও বেশি) এবং ছাদের উচ্চতা (অ্যান্টেনা ব্যতীত, তবে ২৪২.৬ মিটার চূড়া সহ) ৮২৮ মিটার (২,৭১৭ ফুট) নিয়ে বুর্জ খলিফা ২০০৯ সালে শীর্ষস্থানীয় হওয়ার পর থেকে এটি সবচেয়ে উঁচু ভবন এবং স্থাপনা। পৃথিবীতে আর্টিফিশিয়াল এবং ইউনিক কিছু দেখতে চাইলে আপনি দুবাই ভ্রমণ করতে পারেন। UAE দিচ্ছে পাঁচ বছরের মাল্টিপল ভিসা। দুবাই (UAE) পাঁচ বছরের মাল্টিপল ভিসা প্রসেস করা পানির মতো সহজ আমাদের কাছে। পৃথিবীতে দ্বিতীয় আর কোন দেশ এত সহজে পাঁচ বছরের মাল্টিপল ভিসা দেয় না। আপনি চাইলে নিজে নিজে প্রসেস করতে পারবেন। আপনার সুবিধার জন্য লিংকটি নিচে দেওয়া হল।

https://beta.smartservices.icp.gov.ae/echannels/web/client/guest/index.html #/dashboard?categoryId=4

চাইলে আমাদের সহযোগিতা নিতে পারেন। আমরা সাশ্রয়ী রেটে দুবাইয়ের (UAE) পাঁচ বছরের মাল্টিপল ভিসা প্রসেস করে থাকি।

কল করুন: +8801812475630 (WhatsApp)
মালয়েশিয়া, সিংগাপুর, থাইল্যান্ড, ডুবাই, কাতার, চায়না, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, সৌদি আরব, ইটালি, গ্রীস, ভিসা প্রসেস্ করা হয়
Malaysia, Singapore, Thailand, Dubai, Qatar, China, Indonesia, Vietnam, Saudi Arabia, Italy
------------------------------------------------------------------------------
সহযোগিতায় :
A K Azad Travel & Tours
52 S R GARDEN NAYAPALTAN DHAKA -1000
প্রতিদিন: সকাল ১০:০০ টা - রাত ৮:০০ টা পর্যন্ত।
WhatsApp for VISA: +8801686358670

🇹🇭 থাইল্যান্ড টুরিস্ট ভিসা আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্রঃ• পাসপোর্ট• ২ কপি 3.5x4.5 সাইজের ছবি।• ব্যাংক স্টেটমেন্ট।• ...
05/02/2024

🇹🇭 থাইল্যান্ড টুরিস্ট ভিসা আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্রঃ

• পাসপোর্ট
• ২ কপি 3.5x4.5 সাইজের ছবি।
• ব্যাংক স্টেটমেন্ট।
• ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট।
• পেশার প্রমাণপত্র (ট্রেড লাইসেন্স, NOC, স্টুডেন্ট আইডি ইত্যাদি)
• এয়ার টিকেট বুকিং (আমরা দিবো)
• হোটেল বুকিং (আমরা দিবো)
• ট্রাভেল আইটেনারি বা ভ্রমণ পরিকল্পনা (আমরা দিবো)
• পাসপোর্ট এর ডাটা পেইজের ফটোকপি , পুরাতন সকল পাসপোর্ট।
• জাতীয় পরিচয়পত্রের কপি।
• সর্বশেষ থাই ভিসা কপি (যদি থাকে)
• ম্যারেজ সার্টিফিকেট (যদি স্বামী স্ত্রী আবেদন করেন)
• ১৮ বছরের নিচে হলে অভিভাবকের সম্মতিপত্র।

-- উপরে উল্লিখিত সকল ডকুমেন্টস ইংরেজিতে হতে হবে। কোনটা যদি বাংলা বা অন্য ভাষায় থাকে তাহলে ইংরেজিতে নোটারি করে নিতে হবে।

যোগাযোগঃ
A K Azad Travel & Tours
+8801812475630

Address

Room No. S R GARDEN 52 NAYAPALTAN
Dhaka
1000

Opening Hours

Monday 09:00 - 19:00
Tuesday 09:00 - 19:00
Wednesday 09:00 - 19:00
Thursday 09:00 - 19:00
Friday 09:00 - 19:00
Saturday 09:00 - 19:00
Sunday 09:00 - 19:00

Alerts

Be the first to know and let us send you an email when A K Azad Travel & Tours posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to A K Azad Travel & Tours:

Share

Category