
27/04/2025
আলহামদুলিল্লাহ😍
সম্মানিত অতিথি, শুভানুধ্যায়ী এবং বিজনেস পার্টনারগন আসসালামু আলাইকুম৷ আমরা ২০২৩ সালের জানুয়ারী মাসে কক্সবাজারের সুগন্ধা বীচে "Sailor Beach Resort, Cox's Bazar" এর যাত্রা শুরু করার পর আপনাদের সকলের ভালোবাসা এবং সহযোগীতায় এতটা পথ এসেছি। এই যাত্রা পথে আমরা যেমন অনেক কিছু শিখেছি তেমনি আপনাদের অনেক পরামর্শ এবং চাহিদার কথাও জেনেছি৷
আমাদের রিসোর্টটি বিচে হওয়ায় আপনাদের প্রায় সময় চাহিদা ছিলো একটি প্রাইভেট বিচের, আপনাদের চাহিদা ছিলো সুইমিংপুলের, আপনাদের চাহিদা ছিলো সেম টাইপের একাধিক সি ভিউ রুমের। সুগন্ধী বীচের রিসোর্টে আমরা আপনাদের এই চাহিদা গুলো পূরন করতে পারিনি৷ তাই আপনাদের এই চাহিদাগুলোকে পূরন করতে সকলের দোয়ায় ইনানী বীচে যাত্রা শুরু করছে আপনাদের ভালোবাসার সেইলরের নতুন আরেকটি ইউনিট " Sailor Beach Retreat, Inani "
ইনানীর পাটুয়ারটেকে মেরিন ড্রাইভ রোডের সাথে একদম প্রাইভেট একটি বীচে একই সাথে সাগর ও পাহাড়ের মাঝে ৫ টি ভিলায় নীচতলায় ১০ টি এবং দোতলায় ১০ টি রুম নিয়ে প্রাথমিক ভাবে পথ চলা শুরু হচ্ছে নতুন রিসোর্টের। দোতলার সবগুলো রুম থেকে একই সাথে পাবেন সাগর ও পাহাড়ের ভিউ। সামনের ২ মে, ২৫ থেকে আপনাদের জন্য রিসোর্ট সার্ভিসে চলে আসবে৷ ইনশাআল্লাহ ঈদের আগেই ৩য় তলার সারপ্রাইজ জোনের কাজও শেষ হয়ে যাবে৷ তারপরে ধারাবাহিক ভাবে শেষ হবে সুইমিংপুলের কাজ। থাকবে নিজস্ব রেস্টুরেন্টের এর ব্যবস্থাও।
যারা যারা অপেক্ষায় ছিলেন তারা প্ল্যান করে ফেলুন নতুন রিসোর্টে বেড়াতে আসার জন্য😍