TradFly Overseas

TradFly Overseas Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from TradFly Overseas, Travel Agency, 7/20, Block-B, Lalmatia, Dhaka.

সার্বিয়া আসুন সহজ উপায়ে: ভিসার পরে টাকা দিন!বাংলাদেশ থেকে সরাসরি সার্বিয়া যাওয়ার উপায়সার্বিয়ার ভিসা এখন বাংলাদেশের ...
26/01/2025

সার্বিয়া আসুন সহজ উপায়ে: ভিসার পরে টাকা দিন!
বাংলাদেশ থেকে সরাসরি সার্বিয়া যাওয়ার উপায়
সার্বিয়ার ভিসা এখন বাংলাদেশের নাগরিকদের জন্য বেশ সহজলভ্য। সঠিক গাইডলাইন অনুসরণ করে আপনি নিজেই ভিসার আবেদন করতে পারবেন এবং সফলভাবে সার্বিয়া যেতে পারবেন। এই প্রক্রিয়াটি "ভিসার পরে টাকা" ভিত্তিতে সম্পন্ন করা যায়, অর্থাৎ আপনার ভিসা নিশ্চিত হওয়ার পরেই খরচ পরিশোধ করবেন।
সার্বিয়ার ভিসার ধরণ
1. ট্যুরিস্ট ভিসা (C ভিসা): ৯০ দিনের জন্য বৈধ।
2. ওয়ার্ক ভিসা: চাকরির জন্য আবেদন করে কাজের অনুমতি।
3. স্টুডেন্ট ভিসা: পড়াশোনার উদ্দেশ্যে।
প্রয়োজনীয় নথি
1. পূরণকৃত ভিসা আবেদন ফর্ম।
2. বৈধ পাসপোর্ট (অন্তত ৬ মাসের মেয়াদ)।
3. সাম্প্রতিক ছবি (পাসপোর্ট সাইজ)।
4. ফ্লাইট রিজার্ভেশন (টিকিট নিশ্চিতের প্রয়োজন নেই)।
5. হোটেল বুকিং অথবা আমন্ত্রণপত্র।
6. ব্যাংক স্টেটমেন্ট (অর্থনৈতিক স্থিতিশীলতার প্রমাণ)।
7. ভিসা ফি: সার্বিয়ান দূতাবাসের নির্দেশ অনুযায়ী।
ভিসা আবেদন প্রক্রিয়া
1. অনলাইনে আবেদন ফর্ম পূরণ করুন:
সার্বিয়ান দূতাবাসের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম পূরণ করুন।
2. প্রয়োজনীয় নথি জমা দিন:
ঢাকার সার্বিয়ান দূতাবাসে নথি জমা দিন।
3. ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিন:
দূতাবাসে ইন্টারভিউয়ের সময় আত্মবিশ্বাসী থাকুন।
4. ভিসা অনুমোদনের অপেক্ষা করুন:
সাধারণত ১৫-২০ কার্যদিবসের মধ্যে সিদ্ধান্ত জানা যায়।
খরচ এবং পেমেন্ট প্রক্রিয়া
ভিসার পরে টাকা পদ্ধতি: ভিসা পাওয়ার পরই সমস্ত খরচ পরিশোধ করবেন।
সম্পূর্ণ খরচ (ফ্লাইট, ভিসা ফি, প্রয়োজনীয় নথি তৈরি) আনুমানিক ১.৫-২ লক্ষ টাকার মধ্যে।
সার্বিয়ায় সফলভাবে কাজ পাওয়ার উপায়
1. স্থানীয় এজেন্সির মাধ্যমে কাজের সন্ধান করুন।
2. ওয়ার্ক পারমিট নিশ্চিত করুন।
3. যে কোনো প্রতারণা এড়াতে সরকারিভাবে অনুমোদিত নিয়োগদাতাদের সঙ্গে যোগাযোগ করুন।
গুরুত্বপূর্ণ লিংকসমূহ
সার্বিয়া ভিসা ফর্ম: Serbia Visa Form http://www.mfa.gov.rs
দূতাবাসের তথ্য: Serbian Embassy in Dhaka https://www.embassy-worldwide.com/.../serbian-embassy-in...
ওয়ার্ক ভিসার সুযোগ: Serbia Work Permit Guide http://www.serbia.gov.rs
শেষ কথা
সার্বিয়া যেতে চাইলে সঠিক তথ্য ও নির্দেশনা মেনে চলুন। নিজে নিজেই ভিসা আবেদন করে খরচ কমান। ভিসার পরে টাকা পরিশোধের এই পদ্ধতি আপনাকে ঝুঁকিমুক্তভাবে এগিয়ে যেতে সাহায্য করবে।
আজই সিদ্ধান্ত নিন এবং আপনার স্বপ্নপূরণের যাত্রা শুরু করুন!

ভ্রমণকারীদের জন্য মেডিকেল ডেবিট কার্ড নিয়ে এল ভিসা ও ব্র্যাক ব্যাংক ব্র্যাক ব্যাংক পিএলসির সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে দ...
29/12/2024

ভ্রমণকারীদের জন্য মেডিকেল ডেবিট কার্ড নিয়ে এল ভিসা ও ব্র্যাক ব্যাংক
ব্র্যাক ব্যাংক পিএলসির সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে দেশের প্রথম মেডিকেল ডেবিট কার্ড নিয়ে এল ডিজিটাল পেমেন্টের নেতৃস্থানীয় প্রতিষ্ঠান ভিসা। আন্তর্জাতিক চিকিৎসা খরচে প্রয়োজনীয় অর্থের ক্ষেত্রে স্বাচ্ছন্দ্য ও সহজলভ্যতা নিশ্চিত করবে এই কার্ড।
২৩ ডিসেম্বরে তেজগাঁওয়ে অবস্থিত ব্র্যাক ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এই কার্ড উন্মোচন করা হয়। দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক ও হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম, ভিসার বাংলাদেশ, নেপাল ও ভুটানের প্রধান সাব্বির আহমেদ।
আন্তর্জাতিক খরচের ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের জন্য জনপ্রতি বাৎসরিক খরচের পরিমাণ বরাদ্দ রয়েছে। সেটি হলো সাধারণ আন্তর্জাতিক খরচের জন্য ১২ হাজার মার্কিন ডলার এবং চিকিৎসার জন্য অতিরিক্ত ১০ হাজার মার্কিন ডলার। তবে চিকিৎসার জন্য এই তহবিল ব্যবহার ও ব্যবস্থাপনা অনেক জটিল মনে হতে পারে। এই সমস্যার সমাধান হিসেবে ডুয়েল কারেন্সি ডেবিট কার্ডের মাধ্যমে নাগরিকদের চিকিৎসা কোটার সহজ ব্যবহার নিশ্চিতে যৌথভাবে এই মেডিকেল ডেবিট কার্ড চালু করেছে ভিসা ও ব্র্যাক ব্যাংক পিএলসি।
এ বিষয়ে সাব্বির আহমেদ বলেন, ‘বাংলাদেশিদের জন্য চিকিৎসা ভ্রমণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্র্যাক ব্যাংক পিএলসির সঙ্গে অংশীদারত্বে দেশে এই প্রথম এমন উদ্ভাবনী পণ্য চালু করতে পেরে আমরা আনন্দিত। এ দেশের নাগরিকদের চিকিৎসা ব্যয়সংক্রান্ত সব চাহিদা পূরণে সহায়ক হবে এই কার্ড। যাঁরা চিকিৎসা অথবা অন্য কোনো কারণে ভ্রমণের পরিকল্পনা করছেন, তাঁরা খুব সহজেই এই কার্ডের মাধ্যমে কার্ডের অর্থ ব্যবহার করতে পারবেন। ডেবিট কার্ডের সুবিধা ও দুটি বিশ্বস্ত ব্র্যান্ডের আস্থার মাধ্যমে এই সমাধান আমাদের গ্রাহকদের চিকিৎসা ভ্রমণ সহজ করবে।’
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রিপেইড কার্ডের তুলনায় বেশি সুবিধা দেবে এই মেডিকেল কার্ড। সম্প্রতি ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড দেশে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। উদ্ভাবনী এই মেডিকেল ডেবিট কার্ড ভ্রমণকারীদের চিকিৎসা খরচের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে। প্রতিবন্ধকতা ছাড়াই কার্ডধারীরা সরাসরি তাঁদের ব্যাংক হিসাব থেকে চিকিৎসা, থাকা ও খাওয়ার খরচ বহন করতে পারবেন। এ ছাড়া বিদেশে চিকিৎসা খরচের ওপর ছাড়সহ বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন।
মো. মাহীয়ুল ইসলাম বলেন, ‘ভিসার সঙ্গে অংশীদারির মাধ্যমে দেশের প্রথম মেডিকেল কোটা ডেবিট কার্ড চালু করতে পেরে আমরা গর্বিত। এটি চিকিৎসার জন্য বিদেশ গমনকারী গ্রাহকদের মেডিকেল বিল দেওয়ার ক্ষেত্রে অনেক স্বাচ্ছন্দ্য নিয়ে আসবে। এই কার্ডটি এমনভাবে ডিজাইন করা হয়েছে, যাতে গ্রাহকেরা তাঁদের বার্ষিক ট্রাভেল কোটা অক্ষত রেখে বিদেশে চিকিৎসা ব্যয় মেটাতে পারেন।’

আরব আমিরাতে জটিলতা কাটিয়ে পর্যায়ক্রমে খুলছে বাংলাদেশিদের ভিসা !!! ২৩ ডিসেম্বর সোমবার রাতে দুবাইয়ের পাঁচ তারকা হোটেলে স...
29/12/2024

আরব আমিরাতে জটিলতা কাটিয়ে পর্যায়ক্রমে খুলছে বাংলাদেশিদের ভিসা !!!
২৩ ডিসেম্বর সোমবার রাতে দুবাইয়ের পাঁচ তারকা হোটেলে সাংবাদিক ও রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারিকে বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত ভিসা চালু নিয়ে খোলামেলা কথা বলেন৷

পাসপোর্টে ট্রাভেল হিস্ট্রি বাড়ানোর সঠিক উপায়আপনার পাসপোর্টকে স্ট্রং করতে চাইলে সঠিক পরিকল্পনা এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয়...
01/12/2024

পাসপোর্টে ট্রাভেল হিস্ট্রি বাড়ানোর সঠিক উপায়
আপনার পাসপোর্টকে স্ট্রং করতে চাইলে সঠিক পরিকল্পনা এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয় মেনে চলা অত্যন্ত জরুরি। আমরা অনেকেই ভুল করি গ্রুপ ট্যুরে গিয়ে অল্প সময় থেকে ফিরে আসার মাধ্যমে। এটি আপনার ট্রাভেল হিস্ট্রি তৈরি করতে তেমন সাহায্য করে না।
যা করবেন:
👉 মিনিমাম ৭২ ঘণ্টা প্রতিটি দেশে অবস্থান করুন:
যে দেশেই যান না কেন, অন্তত তিন রাত অবস্থান করলে সেই ট্রাভেল হিস্ট্রি কার্যকর হবে। একদিন গিয়ে পরদিন ফিরে আসা শুধুমাত্র পাসপোর্টে সিল বাড়ায়, কিন্তু কার্যকর ট্রাভেল হিস্ট্রির জন্য যথেষ্ট নয়।
👉 মাল্টি-ডেস্টিনেশন ট্যুর পরিকল্পনা করুন:
থাইল্যান্ড, কম্বোডিয়া, লাওস, ভিয়েতনাম একসাথে ভ্রমণ করতে পারেন। প্রতিটি দেশে তিন রাত করে অবস্থান করলে আপনার ট্রাভেল হিস্ট্রি আরও স্ট্রং হবে।
অথবা ফিলিপাইন, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া একসাথে ভ্রমণ করতে পারেন। যদি ইন্দোনেশিয়া বাদ দিতে চান, বাকি দেশগুলোতেও একই নিয়মে থাকতে হবে।
👉 গ্রুপ ট্যুরের সঠিক ব্যবহার করুন:
কম খরচে প্যাকেজ ট্যুর খুঁজুন, তবে অবশ্যই নিশ্চিত করুন যে প্যাকেজে অন্তত ৭২ ঘণ্টা করে প্রতিটি দেশে থাকার ব্যবস্থা আছে।
👉 পরবর্তী ট্যুরের মাঝে সময়ের গ্যাপ রাখুন:
প্রতিটি ট্যুরের মধ্যে ২-৩ মাসের গ্যাপ রাখুন। এটি দেখাবে যে আপনার ট্রাভেল অভ্যাস নিয়মিত এবং পরিকল্পিত।
👉 ডকুমেন্টেশন ঠিক রাখুন:
কিছু দেশে ভিসার আবেদন করার সময় আগের ভ্রমণের সিলের স্ক্যান কপি এবং সেখানে থাকার সময়কাল দেখাতে হয়। সুতরাং, প্রতিটি ট্রিপের সঠিক ডকুমেন্টেশন রাখুন।
আপনার ট্রাভেল প্ল্যানিং সঠিকভাবে করলে কম খরচে দারুণ অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি আপনার পাসপোর্টে একটি স্ট্রং ট্রাভেল হিস্ট্রি তৈরি করা সম্ভব।

*সার্ভিয়া ওয়ার্ক পারমিট ভিসা * #কাজ: ফ্যাক্টরী, সার্ভিস সেক্টর,কনস্ট্রাকশন, ওয়েল্ডার, মেসন, প্লাম্বার ,স্টিল পিকচার, হে...
08/09/2024

*সার্ভিয়া ওয়ার্ক পারমিট ভিসা *

#কাজ:
ফ্যাক্টরী, সার্ভিস সেক্টর,কনস্ট্রাকশন, ওয়েল্ডার, মেসন, প্লাম্বার ,স্টিল পিকচার, হেভি ড্রাইভার।

#বেতন: ৫০০-৭০০ ইউরো

#সময়- ৪৫ দিন

#ডকুমেন্টস:
১- অরিজিনাল পাসপোর্ট
২-পুলিশ ক্লিয়ারেন্স
৩-ছবি সাইজ ৩৫*৪৫
৪-কাজের অভিজ্ঞতা সার্টিফিকেট

#পাসপোর্টের সাথে ১ লক্ষ টাকা জমা দিতে হবে।

*পারমিট আসার পর ২ হাজার ইউরো সমপরিমান টাকা জমা দিতে হবে।

*অবশিষ্ট টাকা ভিসা হওয়ার পর।

বিঃ দ্রঃ কোন কারনে ভিসা না হলে ৩০০ ইউরো সমপরিমান টাকা কর্তন করে অবশিষ্ট টাকা ফেরত দেওয়া হবে। ( আমরা সাবমিশন ডকুমেন্টস দিয়েই কর্তন করবো)

#উপরোক্ত শর্তে কেউ রাজি না থাকলে অযথা আমাদের ও আপনার সময় নষ্ট করবেন না এবং ভিসা হওয়ার পরে টাকা এই ধরনের মন্তব্য করবেন না।

#যোগাযোগঃ
ট্রেডফ্লাই ওভারসীজ
৭/২০, ব্লক-বি, লালমাটিয়া, ধাকা-১২০৭
+880 1932 570096

We are looking for “𝗪𝗔𝗥𝗘𝗛𝗢𝗨𝗦𝗘 𝗟𝗢𝗚𝗜𝗦𝗧𝗜𝗖 𝗪𝗢𝗥𝗞𝗘𝗥𝗦” on an urgent basis. Please apply if you have a valid visa/Residence perm...
14/07/2024

We are looking for “𝗪𝗔𝗥𝗘𝗛𝗢𝗨𝗦𝗘 𝗟𝗢𝗚𝗜𝗦𝗧𝗜𝗖 𝗪𝗢𝗥𝗞𝗘𝗥𝗦” on an urgent basis. Please apply if you have a valid visa/Residence permit from any Schengen country, Especially Poland. This is a contractual job.
☑️𝗡𝗼. 𝗼𝗳 𝗩𝗮𝗰𝗮𝗻𝗰𝘆: 20
☑️𝗡𝗮𝘁𝗶𝗼𝗻𝗮𝗹𝗶𝘁𝘆: Any
☑️𝗔𝗽𝗽𝗼𝗶𝗻𝘁𝗺𝗲𝗻𝘁: Immediate
☑️𝗟𝗼𝗰𝗮𝘁𝗶𝗼𝗻: Gdansk, Poland
☑️𝗪𝗮𝗴𝗲: 28 PLN/Hour
☑️𝗪𝗼𝗿𝗸𝗶𝗻𝗴 𝗵𝗼𝘂𝗿𝘀: 12 Hrs/Day
☑️𝗔𝗰𝗰𝗼𝗺𝗺𝗼𝗱𝗮𝘁𝗶𝗼𝗻: Provided by the company at a monthly charge of PLN 300/month
☑️𝗠𝗲𝗮𝗹: 01 Major meal during working hours at a charge of PLN 1
Transportation to work site: Provided by the company Free of cost
𝗖𝗮𝗻𝗱𝗶𝗱𝗮𝘁𝗲𝘀 𝗺𝘂𝘀𝘁 𝗯𝗲 𝗵𝗮𝗿𝗱 𝘄𝗼𝗿𝗸𝗶𝗻𝗴 𝗮𝗻𝗱 𝗖𝗼𝗺𝗺𝘂𝗻𝗶𝗰𝗮𝘁𝗶𝘃𝗲 𝗘𝗻𝗴𝗹𝗶𝘀𝗵 𝗶𝘀 𝗮 𝗺𝘂𝘀𝘁.
𝗖𝗮𝗹𝗹 𝗳𝗼𝗿 𝗕𝗼𝗼𝗸𝗶𝗻𝗴:
☎️+880 1932 570096

*সৌদি আরব কাজের ভিসাঃ*➡️কপিশপ➡️রেস্টুরেন্ট➡️আবাসিক হোটেল  #ডকুমেন্টস: ১. পাসপোর্ট ।2. সাদা ব্যাকগ্রাউন্ড ছবি।3. পুলিশ ক্...
14/07/2024

*সৌদি আরব কাজের ভিসাঃ*
➡️কপিশপ
➡️রেস্টুরেন্ট
➡️আবাসিক হোটেল
#ডকুমেন্টস:
১. পাসপোর্ট ।
2. সাদা ব্যাকগ্রাউন্ড ছবি।
3. পুলিশ ক্লিয়ারেন্স ।
4. ভোটার আইডি কার্ড।
❎বয়সঃ ২১-৩০ বছর।
❎শিক্ষাগত যোগ্যতাঃ ইংরেজি বলা ,শোনা এবং লিখতে পারলে সর্বনিম্ন এস এস সি পাস।
❎আবাসিক হোটেলের জন্যঃ এইস এস সি পাস যোগ্যতা।
❎উচ্চতাঃ ৫. ৩"
❎থাকাঃ কোম্পানির
❎খাওয়াঃ নিজের
❎ডিউটিঃ সর্বনিম্ন (১০-১২ ঘন্টা)
❎১২০০-১৬০০ রিয়াল
# # পদ সংখ্যা - 150 জন ।
#ঢাকা: ট্রেনিং খরচ নিজের (১২০০০)
💠কপিশপ ও রেস্তোরাঁর কাজ শিখার জন্য ১০-১৫ দিনের বারিস্তা ট্রেনিং করতে হবে ঢাকাতে। এক্ষেত্রে আমরা সহযোগিতা করবো।
যোগাযোগ:
ট্রেডফ্লাই ওভারসীজ
৭/২০, ব্লক-বি, লালমাটিয়া, ধাকা-১২০৭
+880 1932 570096

**সার্ভিয়া ওয়ার্ক পারমিট, শতভাগ ভিসার নিশ্চয়তা, ইনশাআল্লাহ ** #ভিসার খরচ - কল করুন +880 1932 570096 #কাজ: ফ্যাক্টরী, স...
14/07/2024

**সার্ভিয়া ওয়ার্ক পারমিট, শতভাগ ভিসার নিশ্চয়তা, ইনশাআল্লাহ **
#ভিসার খরচ - কল করুন +880 1932 570096
#কাজ:
ফ্যাক্টরী, সার্ভিস সেক্টর,কনস্ট্রাকশন, ওয়েল্ডার, মেসন, প্লাম্বার ,স্টিল পিকচার, হেভি ড্রাইভার।
#বেতন: ৫০০-৭০০ ইউরো
#সময়- (৩- ৫) মাস
#ডকুমেন্টস:
১- অরিজিনাল পাসপোর্ট
২-পুলিশ ক্লিয়ারেন্স
৩-ছবি সাইজ ৩৫*৪৫
৪-কাজের অভিজ্ঞতা সার্টিফিকেট
#পাসপোর্টের সাথে ৫০০০০ টাকা জমা দিতে হবে।
# পারমিট আসলে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিতে হবে।
*অবশিষ্ট টাকা ভিসা হওয়ার পর।
#বিশেষ দ্রষ্টব্য: যদি কোন কারণবশত ভিসা না হয়ে থাকে, এম্বাসি থেকে ফাইল রিটার্ন আসার ১৫ দিনের মধ্যে আপনার সম্পূর্ণ টাকা ফেরত পাবেন এখানে এম্বাসি ফি এবং ইন্সুরেন্স ফি কিছুই কাটা হবে না। সম্পূর্ণ টাকা রিটার্ন হবে।
#উপরোক্ত শর্তে কেউ রাজি না থাকলে অযথা আমাদের ও আপনার সময় নষ্ট করবেন না এবং ভিসা হওয়ার পরে টাকা এই ধরনের মন্তব্য করবেন না।
#যোগাযোগঃ
ট্রেডফ্লাই ওভারসীজ
৭/২০, ব্লক-বি, লালমাটিয়া, ধাকা-১২০৭
+880 1932 570096

Address

7/20, Block-B, Lalmatia
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when TradFly Overseas posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category