
17/02/2025
MTB Air Lounge
* Air Ticketing ( Domestic & International )
* Visa Processing
* Haj & Umrah
* Hotel Booking
* Tour Packages
* Student Visa Process
* Insurance Services
31 Park Plaza, 9th Floor Road-17, Banani
Dhaka
1213
Monday | 09:00 - 20:00 |
Tuesday | 09:00 - 20:00 |
Wednesday | 09:00 - 20:00 |
Thursday | 09:00 - 20:00 |
Saturday | 09:00 - 20:00 |
Sunday | 09:00 - 20:00 |
Be the first to know and let us send you an email when Sainik Tours & Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
Send a message to Sainik Tours & Travels:
ভ্রমণ করতে কে না পছন্দ করে? কে না চায় কর্মব্যস্ততা আর প্রতিদিনের বোরিং রুটিন লাইফ থেকে বেরিয়ে এসে নির্মল আনন্দের জন্য কয়েকদিন মনোমুগ্ধকর জায়গা থেকে ঘুরে আসতে? আর আমরা বাঙালিরা স্বভাবগত ভাবে একটু বেশিই ভ্রমনবিলাসী। প্রকৃতি তার অবারিত সৌন্দর্য মেলে ধরেছে উপভোগের জন্যই কিন্তু। অথচ আমরা পিছিয়ে যাই ভ্রমণে প্রচুর খরচ, থাকার ব্যবস্থা, খাবার নিয়ে চিন্তা আর টিকেটের ঝামেলার জন্য। এর সাথে ভিসার সমস্যা তো আছেই। তাই বলে কি ভ্রমণের স্বপ্ন অপূর্ণই থেকে যাবে সবসময়? এ সব সমস্যার সমাধান যদি পেয়ে যান এক জায়গায় আর সবচেয়ে কম খরচে তাহলে তো আপনি ভ্রমণের ষোলোআনা সুখ উপভোগ করতে পারবেন, তাই না?
Sainik Tours & Travels নিয়ে এসেছে ভ্রমনপিয়াসুদের জন্য দেশ বিদেশের নয়নাভিরাম আর মনোমুগ্ধকর জায়গাগুলো থেকে ঘুরে আসার সাশ্রয়ী প্যাকেজ, অভ্যন্তরীণ এবং ইন্টারন্যাশনাল এয়ার টিকেট, রিটার্ন টিকেট, বিলাসবহুল হোটেল বুকিং, খাবারের সুব্যবস্থা, দর্শনীয় জায়গাগুলো ঘুরে দেখার জন্য রিজার্ভ গাড়ী, গাইডসহ চমৎকার ভ্রমণ ব্যবস্থা। নিরাপত্তা নিয়ে চিন্তা? আমরা ভ্রমণের পুরোটা সময় জুড়ে থাকছি আপনার সাথে সেই সঙ্গে আপনার নির্বিঘ্নে আসার ব্যবস্থাও করবো।
দেশের মধ্যে কক্সবাজার এবং দেশের বাইরে ইন্ডিয়া, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশের ট্যুর প্যাকেজ পাবেন অত্যন্ত কম খরচে। হানিমুন হোক কিংবা ফ্যামিলি ট্যুর, সামার, উইন্টার হলিডে, ঈদ কিংবা পূজা- আকর্ষণীয় প্যাকেজে সাচ্ছ্যন্দে আপনি ঘুরে আসতে পারবেন বছরের যেকোনো সময়।
কি ভিসা নিয়ে চিন্তা হচ্ছে? কোন ব্যপারই না। Sainik Tours & Travels আপনাকে দিচ্ছে ভিসা সংক্রান্ত সব ধরনের জটিলতার সহজ সমাধান। ইন্ডিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, চায়নাসহ এশিয়ার বিভিন্ন দেশ তো বটেই পাশাপাশি কানাডা, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়ার বিভিন্ন দেশের ভিসা পাবেন সবচেয়ে কম সময়ে। এছাড়া ট্র্যাভেল এজেন্টদের জন্য থাকছে আকর্ষণীয় মূল্য ছাড়।