Zion Tours & Travels

Zion Tours & Travels কর্পোরেট ট্যুর, প্যাকেজ ট্যুর, সেন্টমার্টিন জাহাজ টিকেট, হোটেল বুকিং সেবায় আস্থার নাম...

02/10/2024

শ্রীলঙ্কা ট্যুর প্যাকেজ হচ্ছে শিঘ্রই। আশা করছি কম খরচে প্যাকেজ দিতে পারবো। ❤️

মালদ্বীপের ভিউ কয়েক হাজার ফিট উপর থেকে ধারণকৃত। কতোটা সুন্দর নিজ চোখে না দেখলে বোঝা অসম্ভব। শীঘ্রই আমরা শ্রীলঙ্কা ও মালদ...
23/08/2024

মালদ্বীপের ভিউ কয়েক হাজার ফিট উপর থেকে ধারণকৃত। কতোটা সুন্দর নিজ চোখে না দেখলে বোঝা অসম্ভব।

শীঘ্রই আমরা শ্রীলঙ্কা ও মালদ্বীপ ইভেন্ট ছাড়বো 😍

Sri Lanka airlines fly from Male international airports. The view of sea and whole male city and Island. Nice weather and views of zero to 1000 meters high. ...

19/08/2024

Maldives 😍

Soaha is coming to visit Sri Lanka 🏝️
17/08/2024

Soaha is coming to visit Sri Lanka 🏝️

Sri Lanka Negombo Sea Beach 😍
16/08/2024

Sri Lanka Negombo Sea Beach 😍

শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল মাল্টি-সিটি  ট্যুরে বের হয়েছি। ইনশাআল্লাহ বাজেট ফ্রেন্ডলি একটা ট্যুর ছাড়বো.... 🥰
15/08/2024

শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল মাল্টি-সিটি ট্যুরে বের হয়েছি। ইনশাআল্লাহ বাজেট ফ্রেন্ডলি একটা ট্যুর ছাড়বো.... 🥰

বিজয়ের পর প্রথম রিলাক্স ট্যুর 🥰🥰টাঙ্গাইল-কক্সবাজার-টাঙ্গাইল৪ রাত ৩ দিনের রিলাক্স ট্যুর প্যাকেজভ্রমনের তারিখ- ১৫ আগষ্ট ২০...
06/08/2024

বিজয়ের পর প্রথম রিলাক্স ট্যুর 🥰🥰
টাঙ্গাইল-কক্সবাজার-টাঙ্গাইল
৪ রাত ৩ দিনের রিলাক্স ট্যুর প্যাকেজ
ভ্রমনের তারিখ- ১৫ আগষ্ট ২০২৪ (বৃহস্পতিবার)

আগামী মাসের শুরতে টাঙ্গুয়ার হাওরের ইভেন্ট হবে...বিস্তারিত আসছে...
13/07/2024

আগামী মাসের শুরতে টাঙ্গুয়ার হাওরের ইভেন্ট হবে...
বিস্তারিত আসছে...

সাজেকে আটকা থাকা প্রায় ৭০০ পর্যটক দীর্ঘ সময়ের পর বাড়ী ফেরা শুরু করেছে। এখন যাতায়াত ব্যাবস্থা পূনরায় স্বাভাবিক করা হয়েছে।...
04/07/2024

সাজেকে আটকা থাকা প্রায় ৭০০ পর্যটক দীর্ঘ সময়ের পর বাড়ী ফেরা শুরু করেছে। এখন যাতায়াত ব্যাবস্থা পূনরায় স্বাভাবিক করা হয়েছে। আপনারাও ভ্রমন করতে পারেন।

এই মাসের শেষে/আগামী মাসের শুরুতে আমাদের ইভেন্ট হবে।

কক্সবাজার রিলাক্স ট্যুর প্যাকেজ ❤️টাঙ্গাইল থেকে সবচেয়ে কম খরচে ভ্রমন কক্সবাজার প্যাকেজ। ঈদের ছুটি শেষে পরিবার নিয়ে ভ্রমন...
01/06/2024

কক্সবাজার রিলাক্স ট্যুর প্যাকেজ ❤️
টাঙ্গাইল থেকে সবচেয়ে কম খরচে ভ্রমন কক্সবাজার প্যাকেজ। ঈদের ছুটি শেষে পরিবার নিয়ে ভ্রমন করুন জিয়ন ট্যুর এন্ড ট্রাভেলস এর সাথে। আমাদের ট্যুরে থাকছে প্রিমিয়াম সার্ভিস ও অভিজ্ঞ গাইড।

ভ্রমনের তারিখ- ২৭/০৬/২০২৪
(৪ রাত ৩ দিনের ভ্রমন প্যাকেজ)

প্যাকেজে থাকবে-
👉 টাঙ্গাইল-কক্সবাজার-টাঙ্গাইল রির্টান বাস টিকিট
👉 কক্সবাজার-মেরিন ড্রাইভ রিজার্ভ জিপ খরচ
👉 ডিলাক্স কাপল/ডাবল রুমে রাত্রি যাপন (২ রাত্রি)
👉 বাসে যাওয়া ও আসার সময় নাস্তা

👉 ভ্রমণের স্থান-
সমুদ্র সৈকত, পাটুয়ারটেক, ঝাউবন বিচ, ইনানী, হিমছড়ি
সবকিছু মিলিয়ে প্যাকেজ মাত্র ৫০০০ টাকা। আপনার আসন নিশ্চিত করুন, সমুদ্র সৈকত ভ্রমন করুন "জিয়ন ট্যুরস এন্ড ট্রাভেলস এর সাথে।

যোগাযোগ- ০১৭১১৮৭৯৬৭৪, ০১৭১৫০৮৩৩৮৮
অফিস- বড় কালিবাড়ি রোড, ইউসিবি এটিএম বুথের ভবন, নিচতলা।

ইশ! আগে জানলে ৩৮ হাজার কইরা প্যাকেজ করতাম। লস হইয়া গেছে 😪
18/02/2024

ইশ! আগে জানলে ৩৮ হাজার কইরা প্যাকেজ করতাম।
লস হইয়া গেছে 😪

২২ তারিখে সেন্টমার্টিন ইভেন্টে আমাদের জন্য অপেক্ষা করছে লাক্সারি রিসোর্টের কাপল/ডাবল রুম। আমাদের ইভেন্টে ভ্রমণের জন্য কল...
17/02/2024

২২ তারিখে সেন্টমার্টিন ইভেন্টে আমাদের জন্য অপেক্ষা করছে লাক্সারি রিসোর্টের কাপল/ডাবল রুম। আমাদের ইভেন্টে ভ্রমণের জন্য কল করুন 01715083388 নম্বরে।

২২ তারিখ টাঙ্গাইল থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হবে। ৫ রাত ৪ দিনের ইভেন্ট। জনপ্রতি ৭৫০০ টাকা।

আর মাত্র ৭ দিন বাকি। যারা বুকিং করার জলদি আসন কনফার্ম করে ফেলুন। মাত্র ৭৫০০ টাকায় ৫ রাত ৪ দিন কক্সবাজার-সেন্টমার্টিন ভ্র...
15/02/2024

আর মাত্র ৭ দিন বাকি। যারা বুকিং করার জলদি আসন কনফার্ম করে ফেলুন। মাত্র ৭৫০০ টাকায় ৫ রাত ৪ দিন কক্সবাজার-সেন্টমার্টিন ভ্রমন প্যাকেজ। সিজনে সেন্টমার্টিনে অপরুপ সৌন্দর্য উপভোগ করুন।

ভ্রমণের তারিখঃ ২২ ফেব্রুয়ারী, ২০২৪

প্যাকেজে ‌যা যা পাচ্ছেনঃ
👉 টাঙ্গাইল-কক্সবাজার-টাঙ্গাইল রির্টান বাস টিকেট (রিজার্ভ বাস)।
👉 জাহাজের টিকেট।
👉 সেন্টমার্টিনে ১ রাত্রিযাপন।
👉 কক্সবাজারে ২ রাত্রি যাপন।
👉 বাসে যাওয়া ও আসার সময় নাস্তা।

★★ফুল সিজনে পরিবার নিয়ে রিলাক্স ট্যুর ★★

[যারা এখনো বুকিং করেননি, জলদি বুকিং করে ফেলুন। সল্প টাকায় রিলাক্স ট্যুরে ঘুরে আসুন]

বুকিং করতে ইনবক্স করুন অথবা কল করুন- 01711879674 নম্বরে।

অফিসঃ বড় কালীবাড়ি রোড, টাঙ্গাইল।

সেন্ট মার্টিন এ খাবার প্যাকেজ 😍
11/02/2024

সেন্ট মার্টিন এ খাবার প্যাকেজ 😍

অনেকেই বলছেন সেন্ট মার্টিন বন্ধ! যাওয়া যাবে না!! নাফ নদীতে পর্যটকদের নিরাপত্তাজনিত কারণে শুধুমাত্র টেকনাফ ঘাটে জাহাজ চাল...
09/02/2024

অনেকেই বলছেন সেন্ট মার্টিন বন্ধ! যাওয়া যাবে না!!

নাফ নদীতে পর্যটকদের নিরাপত্তাজনিত কারণে শুধুমাত্র টেকনাফ ঘাটে জাহাজ চালাচল সাময়িক সময়ের জন্য বন্ধ রয়েছে, কক্সবাজার থেকে নির্বিঘ্নে যাতায়াত করা যাবে।

সুতরাং আমাদের ট্যুরের তারিখ অপরিবর্তিত থাকবে।
২২/০২/২০২৪ তারিখ, বৃহস্পতিবার ❤️

২২ তারিখে মাত্র ৭৫০০ টাকায় টাঙ্গাইল থেকে কক্সবাজার-সেন্ট মার্টিন রিলাক্স ট্যুর 😍👌 ৫ রাত ৪ দিনের ইভেন্ট ❤️❤️★★ফুল সিজনে প...
06/02/2024

২২ তারিখে মাত্র ৭৫০০ টাকায় টাঙ্গাইল থেকে কক্সবাজার-সেন্ট মার্টিন রিলাক্স ট্যুর 😍

👌 ৫ রাত ৪ দিনের ইভেন্ট ❤️❤️

★★ফুল সিজনে পরিবার নিয়ে রিলাক্স ট্যুর ★★

[যারা এখনো বুকিং করেননি, জলদি বুকিং করে ফেলুন। সল্প টাকায় রিলাক্স ট্যুরে ঘুরে আসুন]

মাত্র ৭৫০০ টাকায় ৫ রাত ৪ দিনের কক্সবাজার-সেন্টমার্টিন ট্যুর প্যাকেজ। (অবিশ্বাস্য হলেও সত্যি) 😍😍😍
02/02/2024

মাত্র ৭৫০০ টাকায় ৫ রাত ৪ দিনের কক্সবাজার-সেন্টমার্টিন ট্যুর প্যাকেজ। (অবিশ্বাস্য হলেও সত্যি) 😍😍😍

ফুল সিজনে এবার টাঙ্গাইল থেকে কক্সবাজার-সেন্টমার্টিন রিলাক্স ট্যুর প্যাকেজ। টাঙ্গাইল থেকে এই বাজেটে এবারই প্রথম কক্সবাজার...
01/02/2024

ফুল সিজনে এবার টাঙ্গাইল থেকে কক্সবাজার-সেন্টমার্টিন রিলাক্স ট্যুর প্যাকেজ। টাঙ্গাইল থেকে এই বাজেটে এবারই প্রথম কক্সবাজার-সেন্টমার্টিন ট্যুর 😍😍

[পরিবার নিয়ে রিলাক্স ট্যুরে সবচেয়ে কম বাজেটে ঘুরে আসুন আমাদের প্যাকেজে]

৫ রাত ৪ দিনের প্যাকেজ (রিলাক্স ট্যুর)

যাত্রা তারিখঃ ২২ ফেব্রুয়ারী, ২০২৪ (বৃহস্পতিবার)
প্যাকেজঃ সিঙ্গেল ৭৫০০ টাকা
কাপলঃ ৮৫০০ টাকা

[কেউ সেন্টমার্টিন না যেতে চাইলে ৩ রাত্রি কক্সবাজারে থাকতে পারবেন, সেক্ষেত্রে জাহাজের টিকিটের টাকা রিটার্ন পাবে]

ফুল সিজনে কম খরচে কক্সবাজার-সেন্টমার্টিন ভ্রমণ করুন এর সাথে। সম্পুর্ন রিলাক্স ট্যুর। পরিবার নিয়ে আনন্দময় সময় কাটুক প্রকৃতির সাথে। আসন শেষ হওয়ার আগেই আপনার বুকিং কনফার্ম করুন।

[কোন মোখিক বুকিং গ্রহনযোগ্য নয়]

যা যা থাকবে প্যাকেজে অন্তর্ভুক্তঃ
১৷ টাঙ্গাইল-কক্সবাজার-টাঙ্গাইল রির্টান বাস টিকিট।
২৷ সেন্টমার্টিনের রির্টান জাহাজের টিকেট।
৩৷ এক রাত্রি সেন্টমার্টিন হোটেলে রাত্রিযাপন।
৪৷ দুই রাত্রি কক্সবাজার হোটেলে রাত্রিযাপন।
৫৷ বাসে যাওয়া ও আসার সময় নাস্তা।

★★ সবগুলো সেবা পাচ্ছেন মাত্র ৭৫০০ টাকায়। আমাদের কোন হিডেন/আলাদা চার্জ নেই ★★

যা যা থাকছে না প্যাকেজেঃ
১৷ ব্যাক্তিগত খরচ।
২৷ প্যাকেজে অন্তর্ভুক্ত নয় এমন কোন খরচ।

বুকিং সিস্টেমঃ
প্যাকেজর ৫০% টাকা দিয়ে আসন বুকিং করতে হবে।
আসন ফাঁকা থাকা পর্যন্ত বুকিং চলবে।
(আসন বন্টনের ক্ষেত্রে আগে বুকিং দিলে আগে সিট)
বিকাশে বুকিং মানি দেওয়ার ক্ষেত্রে চার্জ প্রযোজ্য।

বিকাশ মার্চেন্ট পেমেন্ট নম্বর:
মার্চেন্ট- 01711879674
মার্চেন্ট- 01715083388

★ টেকনাফ থেকে জাহাজ না ছাড়লে, যেহেতু কক্সবাজার/ইনানী থেকে জাহাজ ভাড়া বেশি তাই ৫০০-৬০০ টাকা যোগ হতে পারে★

যোগাযোগঃ
বড় কালিবাড়ি রোড, মার্সেল শোরুমের উত্তর পার্শ্বের ভবন (নিচতলা) । মোবাঃ ০১৭১৫০৮৩৩৮৮

Address

Dhakhin Khan
Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when Zion Tours & Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category