
15/05/2025
দিনাজপুরের বিরল উপজেলার কালিয়াগঞ্জ শালবনে সম্প্রতি খুঁজে পাওয়া গেছে মহাবিপন্ন ও বিরল প্রজাতির 'খুদি খেজুর' গাছের। স্থানীয়ভাবে এটি 'বন খেজুর' নামেও পরিচিত।
বাংলাদেশে এই প্রথমবারের মতো কোনো শালবনে এ প্রজাতির খুদি খেজুর গাছের সন্ধান পাওয়া গেল, যা উদ্ভিদ গবেষকদের কাছে একটি উল্লেখযোগ্য আবিষ্কার।
বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের কৈকুড়ী পাটাবন এলাকার কালিয়াগঞ্জ শালবনের অধীন ধর্মপুর বিটে গাছটি দেখতে পান বন বিভাগের কর্মকর্তারা।
বিউটিফুল দিনাজপুর / Beautiful Dinajpur