08/10/2022
অফিসিয়ালভাবে কেওক্রাডং বাংলাদেশের ৩য় সর্বোচ্চ চূড়া, যদিও আনঅফিসিয়ালভাবে এইটা বাংলাদেশের ৫ম সর্বোচ্চ চূড়া। উচ্চতা প্রায় ৩১৭২ ফুট। কেওক্রাডং শব্দটি মারমা ভাষা থেকে এসেছে। মারমা ভাষায় কেও মানে 'পাথর' , ক্রা মানে 'পাহাড়' আর এবং ডং মানে 'সবচেয়ে উঁচু'। অর্থাৎ কেওক্রাডং মানে সবচেয়ে উঁচু পাথরের পাহাড়।রুংরাং-ক্রিস্তং এর পর এবার যাচ্ছি আমরা কেওক্রাডং সামিট করতে সাথে থাকবে প্রকৃতির অপরূপ এক সৃষ্টি বগা লেক। একে দ্য লেক অব মিস্ট্রি বা ড্রাগন লেকও বলা হয়ে থাকে। বগা লেকের আসল নাম বগাকাইন হ্রদ, যা স্থানীয়ভাবে বগা লেক নামে পরিচিত।
সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২,৪০০ ফুট উচ্চতায় অবস্থিত লেকটি। ফানেল বা চোঙাকৃতির আরেকটি ছোট পাহাড়ের চূড়ায় বগা লেকের অদ্ভূত গঠন অনেকটা আগ্নেয়গিরির জ্বালামুখের ন্যায়।
আমাদের যাত্রার তারিখঃ ২৬ অক্টোবর -রাত ১১ টা (মহীপাল)
ফেরার তারিখঃ ২৯ অক্টোবর -রাত ১০ টা (আনুমানিক)
👉ট্যুর ফি- ৫৫০০ টাকা জন প্রতি ফেনী থেকে।
👉কনফার্ম করার শেষ তারিখ- ১৮ অক্টোবর, ২০২২
টিম সাইজঃ ১৪/২৮ জন।
ভ্রমণের সময়কাল-
২ রাত ৩ দিন
***ভ্রমণের স্থান সমুহঃ
১. বগালেক
২. চিংড়ি ঝর্না
৩. কেওক্রাডং
৪. দার্জিলিং পাড়া
৫. রুমা বাজার
বিস্তারিত ভ্রমণ প্ল্যানঃ
-------------
মহীপাল বাস টার্মিনাল থেকে অক্টোবর এর ২৬ তারিখ বুধবার রাত ১১ টায় বান্দরবান এর উদ্দেশ্যে রওয়ানা হবো। বান্দরবান পৌঁছে বাস থেকে নেমে নাস্তা করে জীপে/বাসে উঠে রুমার উদ্দেশ্যে রওনা হবো।পথে আর্মি ও পুলিশের অনুমতি নিয়ে বগালেকের উদ্দেশ্যে এগোতে থাকবো।বগালেক নেমে খাবার পর্ব শেষে রেস্ট করবোত,তারপর সারাদিন কাটাবো বগালেকে।রাতে ইচ্ছে আছে আপনাদের বারবিকিউ খাওয়ানোর,এরপর আড্ডা গান শেষে ঘুমিয়ে যাবো।সকালে খিচুড়ি খেয়ে ট্রেকিং শুরু করবো কেওক্রাডং এর উদ্দেশ্যে।পথে চিংড়ি ঝর্ণাতে দাপাদাপি হবে।ধীরে সুস্থে ট্রেকিং করে আমরা দুপুরের মাঝে চূড়ায় পোঁছে যাবো.দুপুরে খেয়ে রুমে রেস্ট করে বিকেলে বের হয়ে আশেপাশে ভিউ উপভোগ করবো,রাতের খাবার শেষে একটু আড্ডা মাস্তি করে ঘুমিয়ে যাবো,ভোরে উঠে হেলিপ্যাডে সূর্যোদয় দেখবো।কপাল ভালো হলে এটা জীবনের অন্যতম সুন্দর সূর্যাস্ত দেখতে পাবেন।
সকালে দার্জিলিং পাড়ায় নাস্তা করে বগালেকের দিকে আবার ট্রেকিং শুরু করবো।দুপুরে বগালেকে খেয়ে ফেনীর পথে রওয়ানা হবো,আশাকরি রাত ১০-১১ টার মধ্যে ফেনী থাকবো।
👉৫৫০০ টাকায় যা যা থাকবেঃ
১. ফেনী-বান্দরবান-ফেনী বাস ভাড়া
২. জীপ ভাড়া
৩. সকালের নাস্তা
৪. দুপুরের খাবার
৫. রাতের খাবার
৬. রাত্রিযাপনের খরচ
৭. পরেরদিনের সকালে খিচুড়ি
৮. দুপুরের খাবার
৯. রাতের খাবার
১০. রাত্রিযাপন খরচ
১১. সকালের নাস্তার খরচ
১২. দুপুরের খাবার
১৩. গাইড খরচ
১৪. গাইডের থাকা খাওয়া খরচ
১৫. জীপ মামাদের খাবার খরচ
১৬. আনুষাঙ্গিক খরচ
👉কি কি আনতে হবে:
১. ট্রেকিং উপযোগী জুতা অবশ্যই
২. ট্রেকিং উপযোগী জামাকাপড়
৩. শুকনা খাবার পালস চকলেট পিনাটবার ম্যাংগোবার রাখতে পারেন
৪. গামছা
৫. বাড়তি কাপড়
৬. পাওয়ার ব্যাংক
৭. নিজের যাবতীয় ঔষধাদি
৮. ওয়াটার প্রুফ মোবাইল কভার
৯. পলিথিন বৃষ্টি হতে পারে
১০. পায়ের মোজা অথবা ফুটবল খেলার এংলেট
১১. ৪ কপি ভোটার আইডি কার্ড এর ফটোকপি।
যারা যাবেন ১৮ অক্টোবর এর মধ্যে আমাদের ২০৪০ টাকা বিকাশ করে কনফার্ম করবেন তাহলে আমরা আপনাকে ম্যাসেঞ্জার গ্রুপে এড করে নিবো ,বিস্তারিত ওখানে দিবো ধন্যবাদ
👉বিকাশ নাম্বার:-
আসাদঃ ০১৬৪৪-২৯৩৫০০
যোগাযোগ:-
আসাদঃ ০১৬৪৪-২৯৩৫০০
বিঃদ্রঃ প্রাকৃতিক পরিবেশ অথবা কোন পরিস্থিতিতে বাধাগ্রস্ত হলে তখন ট্যুর হোস্ট সবার সাথে কথা বলে যে কোন ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য থাকবে আর নিজের প্রয়োজনীয় জিনিসপত্র নিজ দায়িত্বে রাখবে।