Mizan Air Travels

Mizan Air Travels ডিসকাউন্টেড প্রাইসে এয়ার টিকেট ও ভারতীয় ট্রেনের টিকেট, সিএমসি সহ সকল হসপিটালের এ্যাপয়েন্টমেন্ট করা হয়

মিজান এয়ার ট্রাভেলস্পদ্মা শপিং মল (২য় তলা), ভাংগা বাজার, ভাংগা, ফরিদপুর।
26/04/2025

মিজান এয়ার ট্রাভেলস্
পদ্মা শপিং মল (২য় তলা), ভাংগা বাজার, ভাংগা, ফরিদপুর।

06/03/2025

📢 ইন্ডিয়ান ভিসা সংক্রান্ত নতুন আপডেট! 🇮🇳

🔹 মোবাইল নম্বর সংক্রান্ত নতুন নিয়ম:

✅ ভিসা আবেদনকারীর মোবাইল নম্বর অবশ্যই তার নিজ নামে নিবন্ধিত হতে হবে (এনআইডি অনুযায়ী)।
✅ OTP ভেরিফিকেশনের জন্য এই নম্বর ব্যবহার হবে, যা ভিসা অফিসার চেক করতে পারেন।
✅ বাবা-মায়ের নামে নিবন্ধিত নম্বর ব্যবহার করলে কারণ জানতে চাওয়া হতে পারে, তবে এটি গ্রহণযোগ্য।

🔹 ব্যাংক স্টেটমেন্ট সংক্রান্ত নিয়ম:
✅ আবেদনকারীর ব্যাংক মেসেজ যাচাই করে ব্যাংক স্টেটমেন্ট গ্রহণ করা হবে।
✅ ভিসা ফরমে অবশ্যই নিজের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে।
✅ IVAC গেটে প্রবেশের সময় কর্তৃপক্ষ একটি মেসেজ পাঠাবে, যা প্রদর্শন করতে না পারলে প্রবেশ করা যাবে না।

🔹 ১৮ বছরের নিচে আবেদনকারীদের জন্য:
✅ ১৮ বছরের কম বয়সী আবেদনকারীরা পিতা-মাতার নামে নিবন্ধিত নম্বর ব্যবহার করতে পারবে।

🔹 গুরুত্বপূর্ণ নোট:
❌ ট্যুরিস্ট ভিসা এখনো বন্ধ রয়েছে, নতুন আপডেট এলে জানিয়ে দেওয়া হবে।
💡 ভিসা প্রসেসিং এজেন্সির মাধ্যমে করলে নিশ্চিত করুন যে আপনার নিজ নামে নিবন্ধিত মোবাইল নম্বর ব্যবহার করা হচ্ছে।

📌 সর্বশেষ ও নির্ভরযোগ্য তথ্যের জন্য IVAC অফিসিয়াল ওয়েবসাইট বা নিকটস্থ ভিসা অফিসের সাথে যোগাযোগ করুন।

ভারতীয় ভিসা
23/01/2025

ভারতীয় ভিসা

26/12/2024

সেকেন্ড কান্ট্রি ট্রানজিট হয়ে থার্ড কান্ট্রিতে ফ্লাই করতে যাবেন।
ঢাকা এয়ারপোর্ট থেকেই ফিরিয়ে দিয়েছে?
বোডিং দেয় নাই?
আপনি অবাক হয়ে গেছেন...হিসাব মেলাতে পারছেন না।

বিস্তারিত 👇

যে কোন দেশেই ট্রানজিট নিয়ে থার্ড কান্ট্রিতে যাওয়ার সময় সেকেন্ড কান্ট্রির ট্রানজিট ভিসা লাগে।
তবে যদি টিকিট কাটার সময় সেম পি এন আর এর সেম এয়ারলাইনসে সর্ট ট্রানজিট এ টিকিট নেন তখন লেয়বিলিটি এয়ারলাইন্স এর উপরে বর্তায়।

যেমন আপনি ঢাকা থেকে কুয়ালালামপুরে যাবেন।ইন্ডিগো এয়ারলাইনসের টিকিট নিলেন।ট্রানজিট দিল্লিতে।
আপনার টিকিটে লেখা আছে self Transfer এই ক্ষেত্রে ঢাকা থেকে আপনি বোডিং পাবেন না যদি ইন্ডিয়ার ভিসা না থাকে।

কেনো পাবেন না? 👇
self transfer হলে আপনার লাগেজ চলে যাবে বেল্টে।লাগেজ সংগ্রহ করার জন্যেও আপনাকে ইমিগ্রেশন ক্রোস করতে হবে।ভিসা নাই তাই ইমিগ্রেশন হবে না আপনার।
আপনি বলতে পারেন আমার লাগেজ নাই।
এই ক্ষেত্রে দিল্লি - কুয়ালামাপুরের বোডিং নেয়ার জন্যে হলেও আপনাকে কাউন্টারে যেতে হবে।এর জন্য আপনাকে ইমিগ্রেশন ক্রোস করতে হবে।

সো এই জটিলতার জন্য ঢাকা থেকেই আপনাকে দিল্লির বোডিং দিবে না।

তাই সেকেন্ড কান্ট্রি ট্রানজিট হয়ে থার্ড কান্ট্রিতে ফ্লাই করতে হলে টিকিট ইস্যু করার সময় self transfer এর ব্যাপার টা খুব ভালো ভাবে লক্ষ্য করতে হবে।

কোন কোন ক্ষেত্রে সেম এয়ারলাইনস না হলেও সেম পি এন আর হয় যদি দুইটা এয়ারলাইন্স তাদের কোড শেয়ার করে যাত্রী পরিবহন করে.....

নোট- পোস্ট টা নিজের ওয়ালে শেয়ার করে রাখলে আপনার মত অনেকেই এই গুরুত্বপূর্ণ ইনফরমেশন টি জানতে পারবে।

VFS GLOBAL DHAKA
08/12/2024

VFS GLOBAL DHAKA

সুখবর ডিসেম্বর মাস থেকেই ঢাকায় জমা'র জন্য ক্রোয়েশিয়ার ভিএফএস এপয়েন্টমেন্ট ডেট দিচ্ছে।আমাদের অনেকদিনের অপেক্ষা'র অবসান হত...
03/12/2024

সুখবর ডিসেম্বর মাস থেকেই ঢাকায় জমা'র জন্য ক্রোয়েশিয়ার ভিএফএস এপয়েন্টমেন্ট ডেট দিচ্ছে।
আমাদের অনেকদিনের অপেক্ষা'র অবসান হতে চল্লো,আলহামদুলিল্লাহ!

এখন থেকে ক্রোয়েশিয়া ভিসা আবেদন জমা দেওয়ার জন্য বাংলাদেশিদের ইন্ডিয়া অথবা নেপাল যাওয়া লাগবে না!

দিল্লি নয়, এখন ঢাকা থেকেই শেনজেন ভিসা! 🇪🇺ঢাকায় আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে শেনজেন ভিসা আবেদন কেন্দ্র।এখন থেকে ক্রোয়েশিয়া, ...
30/11/2024

দিল্লি নয়, এখন ঢাকা থেকেই শেনজেন ভিসা! 🇪🇺

ঢাকায় আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে শেনজেন ভিসা আবেদন কেন্দ্র।
এখন থেকে ক্রোয়েশিয়া, অস্ট্রিয়া, ডেনমার্ক, জার্মানি এবং সুইডেনের ভিসা আবেদন করতে পারবেন সরাসরি ঢাকায়।

আপনার ইউরোপ ভ্রমণের স্বপ্ন আরেক ধাপ কাছে!

• দিল্লি যাওয়ার ঝামেলা শেষ।
• দ্রুত, সহজ এবং সুবিধাজনকভাবে আবেদন করুন।
• শেনজেন ভিসায় ২৭টি দেশে ভ্রমণের সুযোগ!

আজই আবেদন করুন এবং আপনার ইউরোপ যাত্রার প্রস্তুতি নিন!
বিশেষ সুবিধা এখন ঢাকাতেই।

আলহামদুলিল্লাহ🥰🥰
13/11/2024

আলহামদুলিল্লাহ🥰🥰

04/11/2024

শিঘ্রই বাতিল হবে পাসপোর্ট এর পুলিশ ভেরিফিকেশন। চালু হবে অনলাইন ভেরিফাই সিস্টেম। ০৭ দিনে পাসপোর্ট হাতে পাবে সবাই।

Address

Bhanga
Faridpur
7830

Alerts

Be the first to know and let us send you an email when Mizan Air Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mizan Air Travels:

Share

Category