27/02/2025
রোমানিয়া অথবা সেনগেন ভুক্ত ইউরোপ এর দেশ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু কথা।
প্রশ্নঃ আমি রোমানিয়া অথবা সেনগেন ভুক্ত দেশ এর ভিসা পেয়েছি। এখন আমি যদি রোমানিয়ায় সরাসরি না গিয়ে, শেনজেন অন্য কোন দেশে ট্রানজিট নেই। তারপর রোমানিয়ায় যাই, তাহলে কি কোন সমস্যা হবে?
খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই মহুর্তের বিবেচনায়।
জ্বি। সমস্যা হবে। আপনি যদি রোমানিয়ায় সরাসরি না গিয়ে, অন্য শেনজেন দেশে ট্রানজিট নেন, তাহলে ট্রানজিট দেশের ইমিগ্রেশন আপনাকে আটকাবে এবং আলাদা ঘরে ডেকে নিয়ে ইন্টারভিউ নিবে। যেমন, আপনি কেন ট্রানজিট নিয়েছেন, কোন উদ্দেশ্যে নিয়েছেন? কোম্পানি আপনাকে ট্রানজিট নিতে বলেছে কিনা,ইত্যাদি।
আপনি ইমিগ্রেশন কে যত ভাবেই বুঝানোর চেস্টা করান না কেন,ওরা শুনবেনা, ওরা আপনার গন্তব্য দেশের ইমিগ্রেশনের মাধ্যমে কোম্পানির সাথে যোগাযোগ করবে। যদি কোম্পানি বলে যে, হ্যা, আমি আমার ওয়ার্কারকে বলেছি, তোমার দেশ থেকে ট্রানজিট নিয়ে আসার জন্য। তাহলে,কেবল, ট্রানজিট দেশ আপনাকে তার দেশে ঢুকার অনুমতি দিবে।
কিন্তু কোম্পানি যদি এই কথা না বলে, তাহলে আপনাকে ট্রানজিট দেশের ইমিগ্রেশন ডিপোট করে বাংলাদেশে ফেরত পাঠাবে।
আগে যদিও এরকম নিয়ম ছিল না। কিন্তু বাংলাদেশিদের গেইম মারার বিষয়টা ওপেন সিক্রেট হওয়াতে এখন ইমিগ্রেশন নীতিতে পরিবর্তন এনেছে।
*তাই সাবধান,বর্তমানে এই ধরনের চিন্তাভাবনা করে কেউ ইউরোপের সপ্ন দেখবেন না,যে দেশের ভিসা পেয়েছেন,একমাত্র সেদেশেই সরাসরি এন্ট্রি করুন,এন্ট্রি করার পর,আপনি গন্তব্য পরিবর্তন করার সুযোগ পাবেন,কিন্তু এন্ট্রি করার আগেই পালানোর চিন্তা করবেন না