RnAvhi International

RnAvhi International Your trusted partner for European work visas. Expertise in Schengen Area permits. Let’s make your European aspirations a reality! 🚀🌏

😭😭😭😭😭🎌
20/05/2025

😭😭😭😭😭🎌

আমার কাছে যাদের সার্বিয়ার ফাইল দেওয়া আছে তাদের ফাইল অনলাইনে কোন অবস্থায় আছে, email id, password সহ দেওয়া আছে। নিজেরাই চে...
12/03/2025

আমার কাছে যাদের সার্বিয়ার ফাইল দেওয়া আছে তাদের ফাইল অনলাইনে কোন অবস্থায় আছে, email id, password সহ দেওয়া আছে। নিজেরাই চেক করতে পারবেন।

*সার্বিয়া কেন এপ্রুভাল দেরি হচ্ছে?প্রশ্নঃ*অনেকেই বলেন আমার সার্বিয়ার ওয়ার্ক পারমিট হয়েছে ২-৪  মাস হল, এখনো এপ্রুভাল পাচ্...
03/03/2025

*সার্বিয়া কেন এপ্রুভাল দেরি হচ্ছে?
প্রশ্নঃ*অনেকেই বলেন আমার সার্বিয়ার ওয়ার্ক পারমিট হয়েছে ২-৪ মাস হল, এখনো এপ্রুভাল পাচ্ছিনা, আসলে কেন দেড়ি হচ্ছে এই ব্যাপারে এজেন্সি সঠিক তথ্য দিচ্ছেনা। দয়া করে আমাকে বিস্তারিত জানালে ভাল হয়।

*উত্তর*
বর্তমানে সার্বিয়ার রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল নয়। রেলস্টেশন ভেঙে পড়ার দূর্ঘটনাকে কেন্দ্র করে ও সার্বিয়ায় এখন বিগত সরকারের অবকাঠামো নির্মাণকাজের দূর্ণীতিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের নেতৃত্বে সারাদেশ জুড়েই বিক্ষোভ হচ্ছে।

আর চলমান এই বিক্ষোভের ফলে সরকারি ও বেসরকারি সব ধরণের অফিসিয়াল কাজে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। থেমে গেছে স্বাভাবিক জনজীবন।

তাই বলা যায়, এই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সার্বিয়ার সব ধরনের ভিসা ক্যাটাগরির প্রসেসিং এক প্রকার বন্ধই থাকবে বলা যায়।

সার্বিয়ার ভিসা প্রসেসিং এর ধীরগতি মূলত তাদের দেশের অভ্যন্তরীণ সমস্যার কারনে তৈরি হয়েছে। অভ্যন্তরীণ সমস্যা স্বাভাবিক হলে আগের মতই সকল কার্যক্রম চলমান থাকবে।

27/02/2025

রোমানিয়া অথবা সেনগেন ভুক্ত ইউরোপ এর দেশ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু কথা।

প্রশ্নঃ আমি রোমানিয়া অথবা সেনগেন ভুক্ত দেশ এর ভিসা পেয়েছি। এখন আমি যদি রোমানিয়ায় সরাসরি না গিয়ে, শেনজেন অন্য কোন দেশে ট্রানজিট নেই। তারপর রোমানিয়ায় যাই, তাহলে কি কোন সমস্যা হবে?

খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই মহুর্তের বিবেচনায়।

জ্বি। সমস্যা হবে। আপনি যদি রোমানিয়ায় সরাসরি না গিয়ে, অন্য শেনজেন দেশে ট্রানজিট নেন, তাহলে ট্রানজিট দেশের ইমিগ্রেশন আপনাকে আটকাবে এবং আলাদা ঘরে ডেকে নিয়ে ইন্টারভিউ নিবে। যেমন, আপনি কেন ট্রানজিট নিয়েছেন, কোন উদ্দেশ্যে নিয়েছেন? কোম্পানি আপনাকে ট্রানজিট নিতে বলেছে কিনা,ইত্যাদি।

আপনি ইমিগ্রেশন কে যত ভাবেই বুঝানোর চেস্টা করান না কেন,ওরা শুনবেনা, ওরা আপনার গন্তব্য দেশের ইমিগ্রেশনের মাধ্যমে কোম্পানির সাথে যোগাযোগ করবে। যদি কোম্পানি বলে যে, হ্যা, আমি আমার ওয়ার্কারকে বলেছি, তোমার দেশ থেকে ট্রানজিট নিয়ে আসার জন্য। তাহলে,কেবল, ট্রানজিট দেশ আপনাকে তার দেশে ঢুকার অনুমতি দিবে।

কিন্তু কোম্পানি যদি এই কথা না বলে, তাহলে আপনাকে ট্রানজিট দেশের ইমিগ্রেশন ডিপোট করে বাংলাদেশে ফেরত পাঠাবে।

আগে যদিও এরকম নিয়ম ছিল না। কিন্তু বাংলাদেশিদের গেইম মারার বিষয়টা ওপেন সিক্রেট হওয়াতে এখন ইমিগ্রেশন নীতিতে পরিবর্তন এনেছে।

*তাই সাবধান,বর্তমানে এই ধরনের চিন্তাভাবনা করে কেউ ইউরোপের সপ্ন দেখবেন না,যে দেশের ভিসা পেয়েছেন,একমাত্র সেদেশেই সরাসরি এন্ট্রি করুন,এন্ট্রি করার পর,আপনি গন্তব্য পরিবর্তন করার সুযোগ পাবেন,কিন্তু এন্ট্রি করার আগেই পালানোর চিন্তা করবেন না

ভিসা থাকলেই ইউরোপে ঢুকতে পারবেন?  না!!স্টুডেন্ট ভিসা ,কাজের ভিসা, এবং ইনভেস্টমেন্ট জাতীয়  ডি - ক্যাটাগরী ভিসাতে কোনো সমস...
21/02/2025

ভিসা থাকলেই ইউরোপে ঢুকতে পারবেন? না!!

স্টুডেন্ট ভিসা ,কাজের ভিসা, এবং ইনভেস্টমেন্ট জাতীয় ডি - ক্যাটাগরী ভিসাতে কোনো সমস্যা হয়না। কারন তারা আপনাকে লং টাইম ভিসা বা রেসিডেন্ট ভিসা দিয়ে দিয়েছে। কিন্তু ভিজিট অনিশ্চিত। ভিজিট ভিসায় এয়ারপোর্ট থেকে ব্যাক করিয়ে দেয় এই ভেবে যে, আপনি এই দেশে এসে আর আপনার দেশে ফেরত যাবেন না।

কারন ও করনীয় 👇

আগেই বলে দেই ভিজিট ভিসা হাই প্রোফাইল মানুষের জন্য। যাদের পাসপোর্ট এ অনেক দেশ ঘোরা আছে, ব্যাংক স্টেটমেন্ট ভালো, ইংরেজি জানে মোটামুটি , দেখতে শুনতে ভালো বা ভালো পেশায় যুক্ত আছেন এমন মানুষ

আপনি যদি এই বিষয় গুলি লক্ষ্য না করে টাকা দিয়ে কন্টাকে ভিসা নিয়ে , ফ্লাই করতে যান ৪০% সম্ভাবনা ব্যাক আসার।

★সাথে ৪-৫ হাজার ডলার রাখবেন( উন্নত দেশ হলে)
★ইংরেজি তে কথা বলার প্রাকটিস করে যাবেন ইমিগ্রেশন অফিসার কে যেনো সজা সাপ্টা উত্তর দিতে পারেন
★হোটেল বুকিং, রিটার্ন টিকেট , ডলার বা স্থানীয় মুদ্রা, ট্রাভেল এন্ড হেলথ ইন্সুইরেন্স , সাথেই রাখবেন, চাওয়া মাত্র দেখিয়ে দিবেন
★ভালো জামাকাপড় পড়ে যাবেন
★বড় রাস্ট্র তে যাওয়ার আগে ৫-৬ টা ছোট খাটো দেশে ঘুরে আসবেন। ফ্রেস পাসপোর্ট এ যাবেন না

সার্বিয়ার ২০২৫ এর নতুন নিয়ম অনুযায়ী সকল ডকুমেন্টস সার্বিয়ান ভাষায় ট্রান্সলেট করে নোটারী করে এম্বেসীতে জমা করে এপ্রুভাল এ...
16/02/2025

সার্বিয়ার ২০২৫ এর নতুন নিয়ম অনুযায়ী সকল ডকুমেন্টস সার্বিয়ান ভাষায় ট্রান্সলেট করে নোটারী করে এম্বেসীতে জমা করে এপ্রুভাল এর জন্য নতুন করে জমা দেওয়া হয়েছে।যার কারনে এপ্রুভাল এর আপডেট আসতে একটু সময় লাগতেছে। সময় দিয়েছেন। কিন্তু সিস্টেমের জালে কিছু কিছু কাজ আটকে যায়। আরেকটু ধৈর্য্য ধরুন। আরেকটু সময় দিয়ে পাশে থাকবেন। আশা করি ভালো কিছু হবে। আপনাদের এক টাকা ও কিছু হবে না। শুধু সময় ইনভেস্ট করতে হচ্ছে।
আপনারা অনেকেই ফাইল জমা করে সব কাজ বাদ দিয়ে সময় গুনেন। যার কারনে আপনাদের অনেকের ধৈর্য্যের বাঁধ ভেংে যায়। আপনাদের কাজ চলমান প্রক্রিয়ায় আছে। আমরা রেগুলার আপডেট নিচ্ছি। কিন্তু এম্বেসী থেকে মেইল না আসা পর্যন্ত আমরা কিছুই আপনাদের জানাতে পারছি না। কিছু কিছু জায়গায় কারোর কিছু করার থাকে না। ইউরোপ এর সিস্টেমটাই এমন।
সময় দিয়ে পাশে থাকুন।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

রাশিয়া নিয়ে সতর্কতা
08/02/2025

রাশিয়া নিয়ে সতর্কতা

🇦🇫 ক্লায়েন্টের  জন্য পর্তুগাল ওয়ার্ক পারমিট 🇦🇫 ফেব্রুয়ারী ২০২৫ লটে ফাইল নিব।   ভাগ্য সহায় হলে দেশের মধ্যে এ্যাম্বাসি ফ...
05/02/2025

🇦🇫 ক্লায়েন্টের জন্য পর্তুগাল ওয়ার্ক পারমিট 🇦🇫

ফেব্রুয়ারী ২০২৫ লটে ফাইল নিব।
ভাগ্য সহায় হলে দেশের মধ্যে এ্যাম্বাসি ফেস করা যেতে পারে ইনশাআল্লাহ(কনফার্ম না) ইউরোপ এর নিয়ম কানুন পরিবর্তনশীল।

মোট প্যাকেজ খরচ---১৩ হাজার ইউরো
অগ্রিম---২ লক্ষ টাকা
পারমিট এর পর —-২ লক্ষ টাকা

কাগজপত্র- পাসপোর্ট ও ছবি

পারমিটের পর- পুলিশ ক্লিয়ারেন্স এবং ভারতীয় ডাবল এন্ট্রি ভিসা

সময়- ৭-৮মাস।

বিশেষ সুবিধা- পর্তুগাল TRC ( 1-2 মাসের মধ্যে পৌঁছানোর পর)

শর্ত-
1. ভারত এর সকল খরচ ক্লায়েন্ট বহন করবেন।(প্যাকেজ এর বাহিরে)
2. যদি ভিসা প্রত্যাখ্যান করা হয় 750 ইউরো ফেরতযোগ্য নয়।
3. ভিসার সম্ভাবনা 99%
4. পর্তুগালে কাজ নিজে খুঁজে নিতে হবে।

বিস্তারিত জানতে শুধুমাত্র Whatsapp : 01725290039

05/02/2025

বর্তমানে বাংলাদেশ থেকে শুধুমাত্র পর্তুগাল (TRC) এবং সার্বিয়া র ফাইল জমা নেওয়া হচ্ছে।

02/02/2025
📢 সার্বিয়ার জনপ্রিয় রেস্টুরেন্টে চাকরির সুযোগ! 🍽️🇷🇸 স্থান: সার্বিয়া 💼 পদ: রেস্টুরেন্ট স্টাফ (ওয়েটার/ওয়েট্রেস, কুক, ...
02/02/2025

📢 সার্বিয়ার জনপ্রিয় রেস্টুরেন্টে চাকরির সুযোগ! 🍽️

🇷🇸 স্থান: সার্বিয়া

💼 পদ: রেস্টুরেন্ট স্টাফ (ওয়েটার/ওয়েট্রেস, কুক, ক্লিনার)
💰 বেতন:৫০০-৬০০ ইউরো।(বেসিক)
⏳ কাজের সময়: ফুল টাইম + ওভারটাইম

✅ আমরা যাদের খুঁজছি:

✔️ রেস্টুরেন্ট কাজে দক্ষ

✔️ বেসিক ইংরেজি বা সার্বিয়ান ভাষা জানা থাকলে সুবিধা

বি:দ্র: ৬ মাস মিনিমাম কোম্পানীতে কাজ করতে হবে।
৬ মাস পর কোম্পানী ui আইডি করে দিবে।

💐৫ বছর বাস করলে PR পাবেন।💐

#সার্বিয়া
# রেস্টুরেন্ট

29/01/2025

ওয়ার্ক পারমিট ভিসার বর্তমান অবস্থা: কোন দেশগুলো বন্ধ কোন দেশগুলো খোলা

বর্তমানে ওয়ার্ক পারমিট ভিসার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। নিচে দেশগুলোর বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হলো।

যে দেশগুলোতে ওয়ার্ক পারমিট ভিসা বন্ধ রয়েছে:
1. হাঙ্গেরি:
• বর্তমানে বন্ধ রয়েছে।
• তবে ফেব্রুয়ারি মাসে প্রক্রিয়া পুনরায় শুরু হতে পারে।
• মার্চ থেকে সম্পূর্ণ কাজ শুরু হওয়ার আশা রয়েছে।
2. ক্রোয়েশিয়া:
• ভিসা প্রসেসিং আপাতত বন্ধ মনে হচ্ছে।
3. পোল্যান্ড:
• আনুষ্ঠানিকভাবে খোলা থাকলেও বাস্তবে কার্যত বন্ধ।
• প্রধান কারণ:
• ড্র সিস্টেমে ডেট পাওয়া যাচ্ছে না।
• পারমিটের মেয়াদ শেষ হলেও ডেট মিলছে না।
• ইন্ডিয়ান ভিসা সমস্যার কারণে ভিসা ইস্যু হচ্ছে না।
• সব শর্ত পূরণ করেও ভিসা সাফল্যের হার বাংলাদেশিদের জন্য মাত্র ১০%।

যে দেশগুলোতে ওয়ার্ক পারমিট ভিসা চালু রয়েছে:

🎁নন-শেনজেন দেশ:🎁
• সার্বিয়া
• মালদোভা

🎉শেনজেন দেশ:🎉
• ইতালি
• পর্তুগাল
• বুলগেরিয়া
• রোমানিয়া
• স্লোভেনিয়া
• স্লোভাকিয়া

পরামর্শ ও ভবিষ্যৎ পরিকল্পনা:
• ধৈর্য ধরুন:
ভিসা প্রসেসিং সাময়িকভাবে বন্ধ হলেও, এটি শিগগিরই আবার শুরু হতে পারে।
• নতুন সুযোগের জন্য অপেক্ষা করুন:
যেসব দেশে ওয়ার্ক পারমিট চালু আছে, সেগুলোতে ফোকাস করুন।
• বিশ্বস্ত মাধ্যম ব্যবহার করুন:
প্রতারণা এড়াতে নির্ভরযোগ্য এজেন্ট থেকে তথ্য সংগ্রহ করুন।
• সময় দিন:
ইউরোপ এর কাজ নির্দিস্ট সময় নিয়ে করা একটু ডিফিকাল্ট। যে কোন সময় যে কোন নিয়ম এর পরিবর্তন হতে পারে। তাই কোনো পরিবর্তন আসলে ধৈর্য ধরুন এবং নিয়মিত আপডেট নিন।

শেষ কথা:

বর্তমান পরিস্থিতি সাময়িক। যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সঠিক তথ্য যাচাই করুন এবং পেশাদার পরামর্শ নিন। নতুন দেশগুলোতে কাজের সুযোগ তৈরি হচ্ছে, তাই ইতিবাচক থাকুন।

Address

Feni Sadar
Feni

Telephone

+8801918582968

Website

Alerts

Be the first to know and let us send you an email when RnAvhi International posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to RnAvhi International:

Share