মা-মনি এন্টারপ্রাইজ'

মা-মনি এন্টারপ্রাইজ' Travel Business
All country visha processing, ticketing, Shops

24/02/2024

air tickets available.
Contact :01833830379 01815-858785 (What'sapp)

Xiaomi Redmi 13C
19/02/2024

Xiaomi Redmi 13C

19/02/2024

এইখানে সব ধরনের স্মার্ট ফোন পাওয়া যায়।

বিঃ দ্রঃ : মার্কেট থেকে কম দামে পাওয়া যায়

26/08/2022

মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে সাধারণ কিছু প্রশ্নের উত্তরঃ

(ক) ভাই মালয়েশিয়াতে এই কোম্পানি / ওই কোম্পানির বেতন কেমন আসে?
উত্তরঃ মালয়েশিয়ায় বর্তমানে যেকোনো কোম্পানি বা সুপারশপ বা ইকোশপের বেসিক/মূল বেতন ১৫০০ রিঙ্গিত। যা বাংলাদেশি টাকায় ৩৮,০০০ হাজার বা কিছু কম-বেশী, টাকার মূল্যের উপর নির্ভর করে। বেসিক ঘন্টা প্রতিদিন ৮ ঘন্টা (মোট ৯ ঘন্টা) ১ ঘন্টা দুপুরের বিরতি। মানে আপনি সকাল ৮ টায় কাজে ঢুকলে বিকেল ৫ টা পর্যন্ত ৯ ঘন্টা হয় কিন্তু ধরা হবে ৮ ঘন্টা কারন দুপুরে ১ ঘন্টা বিরতি থাকবে। সপ্তাহে ৬ দিন মানে মাসে ২৬ দিন কাজ।

(খ) ভাই এই কোম্পানি বা ওই কোম্পানিতে কি ওভারটাইম আছে? এই বা ওই কোম্পানিতে কি ২/৩/৪/৫ ঘন্টা ওভারটাইম পাওয়া যাবে?
উত্তরঃ বর্তমানে যেকোন লোক আপনার বন্ধু, ভাই, আত্বিয় বা এজেন্সি, এজেন্ট আপনাকে ভিসা দেওয়ার সময় বলবে ওভারটাইম আছে ১০০% কিন্তু বাস্তবতা ভিন্ন। গতবার যারা কলিং এ ঢুকেছিলো তাদেরকেও সেই একই কথা বলেছিলো। কিন্তু ৫০% থেকে ৭০% লোক মালয়েশিয়া আসার পর ওভারটাইম পায়নি। তখন বেসিক বেতন ছিলো মাত্র ৯০০ রিঙ্গিত এবং টাকার রেট ছিলো অনেক কম, বাংলাদেশি টাকায় তাদের মাসিক ইনকাম ছিলো মাত্র +- ১৮,০০০ টাকা। বর্তমানে বেসিক বেতন ১৫০০ টাকা এবং টাকার রেট খুব ভালো তাই বেসিক বেতন পরবে +- ৩৮,০০০ টাকা। যাই হোক মূল কথায় আসি কোম্পানি অনুযায়ী আপনার ভাগ্য ভালো থাকলে ওভারটাইম পাবেন মিনিমাম ২ ঘন্টা থেকে সর্বোচ্চ ৩ ঘন্টা। তবে অনেক সময় ভালো কোম্পানিতে-ও ওভার টাইম পাওয়া যায়না। উদাহরণ সরুপ Panasonic কোম্পানির বেশ কয়েকটি শাখা আছে মালয়েশিয়ায় এর মধ্য মনে করেন কুয়ালালামপুর শাখায় ওভারটাইম আছে কারন কাজের চাপ বেশী আবার জহুরবারুতে(অন্য বিভাগে) ওভারটাইম নেই এমনটাও হতে পারে। আমি বলছিনা ওভারটাইম সহ কেউ ভিসা দিতে পারবেনা কিন্তু কথা হচ্ছে ১০০ তে ১০০ জন ভিসা দাতা বলবে ওভারটাইম আছে কিন্তু ১০০ তে ১০০ সবাই ওভারটাইম সহ কাজ পাবে সেটা কখনো সম্ভব নয়। অর্থাৎ পরামর্শ হচ্ছে যেনে বুঝে তারপর সিদ্ধান্ত নিন যে কোন কোম্পানিতে বা কি কাজে আসবেন। আর একটা বিষয় মাথায় রাখতে হবে আপনার বেতন ৩৮,০০০ টাকা যেটা বেসিক সেটা শিওর বাকি ওভারটাইম আপনার ভাগ্য।

(গ) মালয়েশিয়ায় বর্তমানে কত টাকা দিয়ে যাওয়া যাচ্ছে?
উত্তরঃ সেটার কোন ঠিক নেই। প্রথম ৫৩ জন নাকি ৭৫,০০০ হাজার টাকায় এসেছে, বড়ই হাস্যকর বিষয়। যাই হোক সে প্রসঙ্গে না যাই, বিপদ জনক বিষয়। তাই দুই তিন যায়গায় খোজ নিন, আসল রেট টি জানতে পারবেন। অল্প টাকায় মালয়েশিয়া এসে বেশী বেতনের আসা করা যেমন বিপদজনক ঠিক বেশী টাকা দিয়ে এসে খারাপ কাজ + অল্প বেতনের কাজ করাটাও কাম্য নয়। ভেবেচিন্তে তারপর ডিসিশন নিন।

(ঘ) মেডিক্যাল আনফিট হলে কি টাকা দিয়ে সিস্টেম করা যায়?
উত্তরঃ জ্বি যায়, বাংলাদেশও যায় আবার মালয়েশিয়াতেও যায় কিন্তু ৫০/৫০ রিক্স। মানে বাংলাদেশে যেমন সব এজেন্ট বা সব মেডিক্যাল এটা করে না ঠিক তেমন মালয়েশিয়ায় বর্তমানে বেশির ভাগ এজেন্ট বা মেডিক্যাল এই সিস্টেম বর্তমানে করছে না কারন মেডিক্যাল এখন অনলাইনে। আগে আপনার ফিংগার প্রিন্ট নিবে তারপর সরাসরি অনলাইন করে দিবে। তাই রিক্স অনেক বেশী। সেই রিক্স টা না নেয়াই উত্তম। বাংলাদেশে টাকা দিয়ে ফিট হয়ে গেলেন এজেন্ট বললো মালয়েশিয়াতে সিস্টেম করে দিবে, আপনি সম্পুর্ন টাকা পে করে মালয়েশিয়া এসে মেডিক্যাল সিস্টেম করতে পারলেন না! তারপর কি করবেন? হয় বাংলাদেশে ফেরত আসবেন না হয় অবৈধ হয়ে মালয়েশিয়া থেকে যাবেন! পরামর্শ - মেডিক্যাল ফিট হওয়ার আগে কোন এজেন্টদের ভিসার জন্য কোন টাকা পে করবেন না প্লিজ।

26/08/2022

#মালয়েশিয়া কলিং ভিসা খবরঃ

🇧🇩🇲🇾আপনার চাহিদার সব ধরনের ভিসা আছে। মেডিকেল করতে সরাসরি অফিসে এসে ডকুমেন্টস জমা দিন।

নিন্মোক্ত সেক্টর গুলোঃ
১। উৎপাদন খাত।।
২। সার্ভিস সেক্টর।
৩। কন্সট্রাকশন।
৪। এগ্রিকালচার।
৫। প্লানটেশন।

সুবিধাদিঃ
✅বেতনঃ ১৫০০রিঙ্গিত+ওভারটাইম।
✅কন্ট্রাক্টঃ ৩বছর(নবায়নযোগ্য)
✅বাসস্থান+চিকিৎসা কোম্পানির।
✅খাবারঃ নিজ।
✅ভিসার পরে টাকা(শর্ত প্রযোজ্য)

ডকুমেন্টস
#পাসপোর্ট ২বছর মেয়াদ।
#মডার্না/ফাইজার/এসট্রো ২ডোস বা সিনোভ্যাক/সিনোফার্মের বুষ্টার ডোজ।
#ছবি-১২কপি(সাদা বাকগ্রাউন্ড ম্যাট পেপারে ল্যাব প্রিন্ট)
#বয়স ১৮-৪৫বছর।
নিবন্ধন কপি।
#নমিনির আইডি কার্ড কপি।
#মেডিকেল ৭৫০০/-
#মেডিকেল ফিট হলে ১মাসের মধ্যে ফ্লাইট।

যোগাযোগ ঃ 01833830379

Address

Trank Road, Feni Sadar, Feni
Feni
3900

Telephone

+8801833830379

Website

Alerts

Be the first to know and let us send you an email when মা-মনি এন্টারপ্রাইজ' posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মা-মনি এন্টারপ্রাইজ':

Share

Category