Alomgir Feni

Alomgir Feni একজন ভালো মানুষ হওয়ার ও নিজের বলারমতো একটি গল্প তৈরী করতে চেষ্টা করে যাচ্ছি, দু’য়া করবেন
(5)

12/05/2025
17/04/2025

ফেনীতে এই প্রথম........
বিশেষ অফার............
আসসালামু আলাইকুম,
১৬৩৩ স্কয়ার ফিট ফ্ল্যাটের জমির শেয়ার বিক্রি হবে।
লোকেশন :-
মহিপাল সার্কিট হাউজ এবং বিজয় সিংহ দীঘির আধা কিলো পশ্চিমে পশ্চিম বিজয় সিংহ উচ্চ বিদ্যালয় সংলগ্ন।
সার্কিট হাউজ, জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা দায়রা জজ আদালতের বিচারকের বাসভবন থাকায় এলাকাটিতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ থাকে। ভিআইপি জোন হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারি থাকে।
জমির পরিমান - ৩০ ডিসিম।
শেয়ার সংখ্যা - ৪৮
খালি আছে - ২০ টি
শেয়ার মূল্য - তিন লাখ টাকা ।
ফ্ল্যাট সাইজ - ১৬৩৩ স্কয়ার ফিট ( জমির পরিমান ০.৬২ শতাংশ)
নীচ তলায় দোকান, পার্কিং, ওয়েটিং রুম, গার্ডরুম, জেনারেটর। সাততলা বিশিষ্ট ভবন নির্মাণ হবে। প্রতি ফ্লোরে আটটি ফ্ল্যাট হবে। প্রতি ফ্ল্যাটে ড্রই, ডাইনিং, তিন বেড, তিন বাথ, বারান্দা, কিচেন। জায়গার দুই দিকে রাস্তা হওয়ায় আজীবন আলো-বাতাস সুবিধা থাকবে।
নির্মাণ কাজ শুরুর সম্ভাব্য সময় ২০৩০ সাল।
বুকিং মানি : বিশ হাজার টাকা । রেজিষ্ট্রেশনের সময় একলাখ আশি হাজার। রেজিষ্ট্রেশনের পর দশ মাসে বাকি এক লাখ টাকা পরিশোধ করতে হবে।
ডিসেম্বর ২০২৫ রেজিষ্ট্রেশন।

ইনসাফ বিজনেস (আবাসন) এসোসিয়েশন
ফেনী অফিস
শাহআলম টাওয়ার, ৫ম তলা, এস এস কে রোড, ফেনী
মোহাম্মদ আলমগীর 01824-946060

ভুল করলেন ক্ষতিগ্রস্থ হবেন, কিন্তু ট্রানজিট হবে না।সম্প্রতি ট্রানজিট নিয়ে পরিস্কার ধারণা না থাকায় ক্ষতিগ্রস্থ হচ্ছেন অনে...
24/03/2025

ভুল করলেন ক্ষতিগ্রস্থ হবেন, কিন্তু ট্রানজিট হবে না।

সম্প্রতি ট্রানজিট নিয়ে পরিস্কার ধারণা না থাকায় ক্ষতিগ্রস্থ হচ্ছেন অনেক যাত্রী। অনেকে ভারত, মালয়েশিয়া, সিঙ্গাপুর ট্রানজিট হয়ে বিশ্বের বিভিন্ন গন্তব্যে যেতে টিকিট কাটছেন। বেশির ভাগ ক্ষেত্রে টিকিট কাটছেন অনলােইনে। কিন্তু ঢাকায় বিমানবন্দর থেকেই তাদের বাড়ি ফিরতে হচ্ছে। বাংলা এভিয়েশনের কাছে অনেকে এ বিষয়ে জানিয়েছেন। তাদের টিকিটের টাকা লোকসান হচ্ছে ভুলের কারণে। 😭
আসুন আগে জানি ট্রানজিট কী

✔️ একটি দেশ থেকে দ্বিতীয় দেশের ভূখণ্ড ব্যবহার করে তৃতীয় কোনো দেশের যাওয়া। বিশ্বের বেশির ভাগ দেশে প্রবেশ না করলে ট্রানজিটের জন্য আলাদা করে ভিসা নিতে হয় না। তবে ট্রানজিট সুবিধার জন্য আন্তর্জাতিক কিছু বিধিবিধান মেনে চলতে হয়। বিশ্বের বেশির ভাগ দেশের বিমিানবন্দরের নিয়ম হচ্ছে, আপনি সেদেশে প্রবেশ না করে ট্রানজিট সুবিধা নিতে হবে। অর্থাৎ আপনি ইমিগ্রেশন পার হতে হলে অবশ্যই ভিসা লাগবে। যারা ট্রানজিট হবেন, তারা ইমিগ্রেশন পার হবেন না।

🔎 কি ভুল করছেন যাত্রীরা ??
উদাহরণ দিয়ে যদি বলি, মফিজ সাহেব ওমান যাবেন। তিনি ইউএস বাংলার ঢাকা কলকাতার টিকিট কেটেছেন, আর ওমান এয়ারের কলকাতা –ওমান টিকিটি কেটেছেন। ঢাকায় বিমানবন্দর থেকে মফিজ সাহেবকে বোর্ডিং করেনি ইউএস বাংলা, কারণ তার ভারতের ভিসা নাই। মফিজ সাহেব, আকাশ থেকে পড়লেন, সব টাকা জলে গেলো। কিন্তু তিনি তো জানতেন ট্রানজিটে ভিসা লাগে না।
এখানে সমস্যা হচ্ছে, ঢাকা থেকে কলকাতা যাওয়ার পর মফিজ সাহেবের লাগেজ বেল্টে যাবে সেগুলো সংগ্রহ করতে হলে তাকে ইমিগ্রেশন পার হয়ে লাাগেজ বেল্টে যেতে হবে। অন্য দিকে যদি লাগেজও না থাকে,- তাকে বোর্ডিং করতে বোডিং কাউন্টারে যেতে হবে। সেখানে যেতে হলেও তাকে ইমিগ্রেশন পার হতে হবে। আর ইমিগ্রেশন পার হতে হলে অবশ্যই ভিসা লাগবে। আর কোন দেশে ভিসা ছাড়া যাত্রী নিলে এয়ারলাইনকে বড় অংকের জরিমানা দিতে হয়।
ট্রানজিট সুবিধা পেতে হলে এয়ারলাইনের মাধ্যমে নিতে হবে। অর্থাৎ ইমিগ্রেশন পার না হয়ে আপনি যাতে পরবর্তী ফ্লাইটে উঠতে পারেন, সে ব্যবস্থা করবে এয়ারলাইন। তখন আপনি দ্বিতীয় দেশের ইমিগ্রেশন পার না হয়ে তৃতীয় কোনো দেশে যেতে পারবেন।

অনুরোধ, দুটি আলাদা, আলাদা টিকিট কাটবেন না, তাতে আপনি ক্ষতিগ্রস্থ হবেন।
Collected.

আসসালামু আলাইকুম।৩৬শে জুলাই ফতহে গণভবনের পর বাংলাদেশের রাজনীতিতে এক নতুন যুগের সূচনা হলেও, জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া...
17/03/2025

আসসালামু আলাইকুম।

৩৬শে জুলাই ফতহে গণভবনের পর বাংলাদেশের রাজনীতিতে এক নতুন যুগের সূচনা হলেও, জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া বহু মানুষের কাছে কাঙ্ক্ষিত পরিবর্তন এখনও বাস্তবায়িত হয়নি।

পিলখানা, শাপলা ও জুলাই গণহত্যার মতো ভয়াবহ অপরাধের বিচার, ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের নিষিদ্ধকরণ, দুর্নীতিমুক্ত সামাজিক ও রাজনৈতিক কাঠামো নির্মাণ, ধর্মবিদ্বেষ ও ইসলামোফোবিয়ামুক্ত সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গঠন, ফ্যাসিবাদী কাঠামোর সম্পূর্ণ বিলোপ এবং আধিপত্যবাদের বিপক্ষে কার্যকর অবস্থান—এসব গুরুত্বপূর্ণ বিষয় আজ রাজনৈতিক দলগুলোর কাছে গৌণ হয়ে পড়েছে। জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহত যোদ্ধাদের স্বীকৃতি ও সম্মান দেওয়ার কাজ এখনও অসম্পূর্ণ রয়েছে।

এই পরিস্থিতিতে, আমরা জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের সকল রাজনৈতিক ও সামাজিক শক্তির সমন্বয়ে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গঠনের উদ্যোগ নিয়েছি। এর মাধ্যমে আমরা গণঅভ্যুত্থানের দাবিগুলো প্রকৃতই বাস্তবায়ন করতে চাই।

৩৬শে জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশে যে বিপ্লবের সূচনা হয়েছে, তা পূর্ণতা দেওয়ার লক্ষ্যে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। সমাজের সর্বস্তরে যোগ্য ও নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠা, সামাজিক সুবিচার ও মানবিক মর্যাদা নিশ্চিতকরণ, সামাজিক নিরাপত্তা বিধান, বিদ্যমান ফ্যাসিবাদী ব্যবস্থার মূলোৎপাটন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারলে এই বিপ্লব পরিপূর্ণতা পাবে বলে আমরা বিশ্বাস করি।

আমরা বিশ্বাস করি, নতুন রাজনৈতিক সংস্কৃতি এবং ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল সামাজিক চুক্তির ভিত্তিতে বাংলাদেশ পুনর্গঠন সম্ভব।

অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশ পুনর্গঠনের এই উদ্যোগে আপনাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানাই। আসুন, কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গঠনের এই সংগ্রামে শামিল হই।

** কমেন্টে সংযুক্ত গুগল ফর্ম পূরণ করে এই লড়াইয়ে যুক্ত থাকুন৷

আহবানে,

আলী আহসান জুনায়েদ,
'জুলাই গণঅভ্যুত্থান' শক্তির নতুন প্লাটফর্মের প্রধান উদ্যোক্তা

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ গোবিন্দপুর বাসীদের জন্য সুখবরএ সেবাগুলো এখন থেকে নুন্যতম সার্ভিস চার্জ দিয়ে  নতুন বাজার...
11/03/2025

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ
গোবিন্দপুর বাসীদের জন্য সুখবর
এ সেবাগুলো এখন থেকে নুন্যতম সার্ভিস চার্জ দিয়ে নতুন বাজার থেকেই পাবেন ইন শা আল্লাহ।
যোগাযোগ 01824-946060

25/02/2025

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ
আহলান সাহলান, মাহে রমাধান
রহমত মাগফিরাত ও নাজাতের মাস মাহে রমাধান উপলক্ষে গোবিন্দপুর ইসলামী পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদ এর উদ্যেগে রোজাদারদের জন্য শুঁকনো ইফতারীর পেকেট বিতরণ ও প্রতি শুক্রবার পাঠাগারের অফিসে ইফতার চক্রের আয়োজন করা হবে।
ইতোমধ্যে আমরা নিজেরা এবং একজন প্রবাসী মিলে একটা ফান্ড গঠন করেছি।
আমাদের গ্রামের ধনাঢ্য ব্যক্তি ও প্রবাসী ভাইদের প্রতি আহবান জানাচ্ছি, আমাদের উদ্যেগের সাথে আপনারাও সামিল হোন। আপনার দরিদ্র প্রতিবেশী ও আত্নীয়স্বজনদের তালিকা আমাদেরকে দিন, আমরা স্বসম্মানে শুকনো ইফতারীর পেকেট পৌঁছিয়ে দেবো।
ইফতারির কার্য়ক্রমে শরীক হতে যোগাযোগ করুন -
১. Shohidul Islam Patwary Babul 01834-857281
2. Mohammed Alomgir 01701747312
3. আব্দুল্লাহ আল মামুন -01814-207558
4. Abdul Ohab Jahangir 01818-266423
5. Asrafujaman Tipu Sultan 01772974433
1. ১ কেজি বুট = ১১৫/-
2. ৫০০ গ্রাম খেজুর = ২০০/-
3. তৈল ১ লিটার = ৭৫/-
4. মশরীর ডাল ১ কেজি = ১৩০/-
5. চিনি ১ কেজি =১২০/-
6. মুরি ৫০০ গ্রাম ৪০/-
7. পেয়াজ ১ কেজি=৬০/-
8. আলু ২ কেজি৷ = ৪০/-
= ৭৮০/-

আর কি কি আইটেম দেওয়া যায় এবং কি কি বাদ দেওয়া যায় পরামর্শ দিবেন।

20/02/2025

ডক্টর ইউনুসের মতো অভূতপূর্ব এক্সিলেন্ট আইডিয়া পশ্চিমা বিশ্বেও বিরল! আপনারা তাকে সমর্থন এবং সহযোগিতা করতে থাকুন। তিনি রাষ্ট্রের দায়িত্ব পাওয়ার পর তার না বলা আইডিয়াগুলো ধীরে ধীরে উদ্ভাসিত হচ্ছে! যেকোনো মূল্যে তাকে ধরে রাখতে হবে। কোনো রাজনৈতিক দল সরকার গঠন করলেও ডক্টর ইউনুসের স্টাটাস এখনই নির্ধারণ করে দিতে হবে!

Address

322, ‍Shah Alam Tower 5th Floor (Left Key-4), C Blook, S, S, K Road, Feni. (opposite The Islampur Road)
Feni
3900

Alerts

Be the first to know and let us send you an email when Alomgir Feni posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Alomgir Feni:

Share

Category