Dharitri Tours & Travels - সুন্দরবন

Dharitri Tours & Travels - সুন্দরবন Dharitri Tours & Travels- সুন্দরবন
সুন্দরবন ভ্রমণের বিশ্বস্ত প্রতিষ্ঠান। কথা এবং কাজের শত ভাগ মিল।
(10)

যেকোন জায়গায় তুলনাহীন গ্রুপ সফর প্যাকেজগুলির মধ্যে
আমরা সর্বোত্তম নির্ভরযোগ্য,ম্পট, ধারাবাহিক এবং বহিরাগত মানের পরিষেবাগুলির সাথে গ্রাহক বান্ধব সর্বোত্তম বাংলাদেশ ভিত্তিক ট্যুর প্যাকেজ সরবরাহে বিশেষী। আমরা বিশেষায়নের সাথে সমগ্র বাংলাদেশে বেশ কয়েকটি সাশ্রয়ী মূল্যের এবং বাজেট প্যাকেজ অফার করি।

15/07/2025

🌿 বৃষ্টি ভেজা #সুন্দরবনে আপনাকে আমন্ত্রণ।
🌿 বাংলাদেশের প্রকৃতি উপভোগ করার চমৎকার সময় বর্ষায়। আর তা যদি হয় চিরসবুজ সুন্দরবন তাহলে তো কথাই নেই৷ এই সময় বেঙ্গল টাইগারের আবাসস্থল সুন্দরবন অপরূপ সাজে সেজে থাকে৷
সরকারিভাবে সুন্দরবন ৩ মাস বন্ধ থাকার পর প্রতি বছরের মতো ব্যাতিক্রমী একটি ট্যুর আয়োজন করতে চলেছি। ১লা সেপ্টেম্বর থেকে সুন্দরবন খুলবে পর্যটকদের জন্য। আর সেই দিন সকালের প্রথম আলো থেকেই উপভোগ করবো রহস্যময় শ্বাসমূলীয় বন "সুন্দরবন "।
❓ কেন ভ্রমণ করবো সুন্দরবন ?
✅ আপনি যদি চমৎকার একটি নৌ ভ্রমণ চান তবে ভ্রমণে চলুন "সুন্দরবন"৷
✅ আপনি পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ উদ্ভিদের বন সাফারি করতে চাইলে আপনার যেতে হবে "সুন্দরবন"।
✅ আপনি পৃথিবী বিখ্যাত বেঙ্গল টাইগার, বিলুপ্ত প্রায় ফিনফুট, নোনা জলের কুমির, হরিণ, বানর সহ অসংখ্য বন্য জীবনের আবাসস্থলে যেতে চাইলে আপনার জন্যও উপযুক্ত একমাত্র " সুন্দরবন"।
✅ পড়ন্ত বিকেলে বঙ্গোপসাগরে জেগে উঠা ছোট দ্বীপের, নির্জন সমুদ্র সৈকতে সূর্যাস্ত উপভোগ করতে চাইলে নির্দ্বিধায় চলুন "সুন্দরবন"।
✅ আপনি কি অনুভব করতে চান তাদের জীবন, যারা রহস্যময় সুন্দরবনের নানাবিধ বিপদ মোকাবেলা করে জীবিকা নির্বাহ করে? তা চাইলে আপনার ভ্রমণ হোক " সুন্দরবন"।
❓কারা এই ট্যুরে যেতে পারবেন:
সিজনের প্রথম ট্যুর আমাদের সাজানো থাকবে বেশ কিছুটা ব্যতিক্রমী অ্যাক্টিভিটিস এর মাধ্যমে ৷ তাই আরাম প্রিয় এবং দুর্বল হৃদয়ের মানুষ এই ট্যুরে না যাওয়াই ভালো।
👉 যে যে বিষয় মনে রাখা প্রয়োজন:
▪️আগেই বলেছি এই ট্যুর Adventure Tour. তাই ভ্রমণ পিপাসু এবং Adventure পছন্দ করেন তারাই এই ট্যুরে একমাত্র আমন্ত্রিত।
▪️এই ট্যুরে প্রচুর হাটতে হবে। (শীপে বসে যারা শুধু প্রকৃতি দেখতে চান তাদের ব্যাপারটা ভিন্ন)
▪️বাচ্চা এবং সিনিয়র সিটিজেন এই ট্যুরে গেলে জঙ্গল ট্রাকিং এ নেওয়া হবে না।
▪️জঙ্গলে নামার পর সেলফি বা ছবি তোলায় আসক্ত কেউ এই ট্যুরে যাবেন না। সুন্দর যায়গায় আমরাই ছবি তোলার সুযোগ দেবো এবং অবশ্যই এই ট্যুর শুধুমাত্র প্রকৃতি প্রেমী ও বন্য জীবন সংরক্ষণের মানুষিকতা সম্পুর্নদের জন্য।
▪️কতোগুলো স্পট দেখাবেন, কি কি দেখাবেন এসব বিষয়ে আগে থেকে বেশী কৌতুহলী কাউকে এই ট্যুরে যেতে নিরুৎসাহিত করছি। আমরা আপনাকে শীপ এবং দেশী নৌকায় চমৎকার একটি নৌ ভ্রমণ, রোমাঞ্চকর জঙ্গল সাফারি, বন্যপ্রাণীর দেখার সুযোগ (অনেকাংশে ভাগ্যের ব্যাপার), সমূদ্র সৈকত ভ্রমণ এবং বনজীবিদের সান্নিধ্যে নিয়ে যাবো৷
👉 ভ্রমণ শুরু: ৩১ শে আগস্ট ২০২৫ রাত ১১:০০ খুলনা জেলখানা ঘাট থেকে।
⏹️ ভ্রমণ সমাপ্ত: ০৩ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ৭:০০।
ভ্রমণ কাল: ৩ রাত ৩ দিন
ভ্রমণ খরচ: জন প্রতি ১০,৫০০/ থেকে শুরু।
৪ দিন ৪ রাত ট্যুর হলে আলোচনা সাপেক্ষে খরচ বাড়বে
✅ এই টাকায় কি কি থাকছে:
▪️১/২/৩/৪ জনের এটাচ টয়লেট ক্যাবিনে বুকিং অনুযায়ী থাকা ▪️৩ বেলা মেইন ফুড, ২ বেলা স্নাক্স এবং পর্যাপ্ত চা/কফি▪️সুন্দরবন প্রবেশের বন বিভাগের নির্ধারিত রাজস্ব। ▪️সিকিউরিটি গার্ড▪️গাইড এবং সার্ভিস বয়৷
✳️ এই ট্যুরে সীমিত সংখ্যায় পর্যটক নেওয়া হবে৷ অগ্ৰীম ৫০% টাকা দিয়ে বুকিং কনফার্ম করতে হবে এবং বাকি ৫০% ট্যুরের ২ দিন আগে পরিশোধ করতে হবে৷
Contact for details:
Dharitri Tours and Travels- সুন্দরবন
✅Gazipur Office: Almoti plaza 1st floor, Joydebpur Madhya bazar, Gazipur.
✅ Khulna Office: 62 Khan Jahan Ali Road (Modern furniture Mor) Khulna.
Hot Line : +8801716673384
WhatsApp: +8801911270434
Email : [email protected]
[email protected]

08/07/2025

ফুল এসি লাক্সারী শীপে #টাঙ্গুয়ার_হাওর ভ্রমণ

★★(০২ দিন ০১ রাত)★★
যাত্রা পয়েন্ট: সাহেব বাড়ি ঘাট, সুনামগঞ্জ।

⭕শীপ: এমভি জল সাফারি ৪০ জন বেড ক্যাপাসিটি।
এসি রিভার ভিউ কেবিন এবং এটাস্ট ওয়াশরুম

✅ আমাদের পরবর্তী স্পেশাল ট্রিপ-
Available Date:
16,17 July
20,21,22,23,24 July
27,28 July
29,30 July few cabins available

✅ প্যাকেজ খরচ: ১০,০০০ টাকা জনপ্রতি সুনামগঞ্জ টু সুনামগঞ্জ।
✅ ফুল শীপ/ বড় গ্রুপের ক্ষেত্রে ডিসকাউন্ট হবে

⭕বুকিং করতে কল করুন:
▪️01716673384
WhatsApp : +8801911270434

⭕এই প্যাকেজে কি কি অন্তর্ভুক্তঃ
১। ২ দিন ১ রাত লাক্সারি হাউজবোট থাকা।
২। টোটাল ৫ বেলা মেইন ফুড এবং ৪ বেলা স্ন্যাকস।
৩। জেনারেটর দিয়ে ২৪ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ।
৪।পর্যাপ্ত লাইফ জ্যাকেট ও বয়া
৫।অভিজ্ঞ লোকাল ট্যুর গাইড
৬।সার্বক্ষণিক রুম সার্ভিস।
৭।সার্বক্ষণিক চা/কফি/পানি

⭕যা যা দেখবোঃ
১) টাঙ্গুয়ার হাওর
২) হাওরের ওয়াচ টাওয়ার
৩) শহীদ সিরাজ লেক
৪)টেকেরঘাট
৫) বারিক্কা টিলা , জয়নাল আবেদীনের বিখ্যাত শিমুল বাগান,যাদুকাটা নদী,লাকমা ছড়া ( অটো/বাইক দিয়ে)

⭕ট্যুর প্লান:
★১ম দিনঃ সুনামগঞ্জ পৌঁছে সেখান থেকে আমাদের নিজস্ব হাইজবোটে করে আমাদের টাঙ্গুয়ার হাওর যাএা। প্রথমেই চলে যাব ওয়াচ টাওয়ার । চার দিকে জলমগ্ন এই টাওযার থেকে পাখির চোখে দেখা যায় টাঙ্গুয়ার হাওড়। এখানে টলটলে পানিতে চলবে আবগাহন।
এর পর গন্তব্য সীমান্ত ঘেরা টেকের ঘাট। হাওরের শেষ আর ভারতের শুরু এখানে। টেকের ঘাটে আমরা ঘুরে দেখব চুনা পাথরের নীলাদ্রী লেক আর লাকমা ছড়া।

★২য় দিনঃ সকাল ৬ টার মধ্য আমরা চলে যাব বারিক্কা টিলা শিমুল বাগান ও পাহাড়ের কোল ঘেসে বয়ে চলা যাদুকাটা নদীর উদ্দেশ্যে যাত্রা। হাওড়ে গোসল করে সন্ধ্যার মধ্যে আমরা সুনামগন্জের উদ্দেশ্যে ফিরে আসব।
বিঃদ্রঃ পানির উচ্চতা, স্রোত কম-বেশী, আবহাওয়ার তারতম্য ও যান্ত্রিক গোলযোগ হলে ভ্রমণ পরিকল্পনা পরিবর্তন হতে পারে।

⭕কেন আপনি ভ্রমনের জন্য MV Jolsafari বেছে নিবেন?
১। সম্পূ্র্ণ ‍স্টিলের তৈরি বিশাল আকৃতির লাক্সারি এসি হাউজবোট (দৈর্ঘ্য ১০৫ ফুঠ প্রস্থ ২২ ফুট) যা এ যাবত কালে নির্মিত হাওরের মধ্যে সবচেয়ে বড় বোট।
২। আমাদের রয়েছে ১৬ টি প্যানারোমিক ভিউ রুম, প্রতিটিতে রয়েছে এটাস বাথরুম এবং প্রতি ক্যাবিনে রয়েছে একটি করে এসি ।
২। প্রিমিয়াম ওপেন লাউঞ্জ।
৩। বোটের ভিতর সোজা হয়ে হেঁটে বেড়ানো জন্য ৩ ফুট প্রস্থ ৭ ফুট উচ্চতা জায়গা
৪। আমাদের রযেছে ৩০ বছর অভিজ্ঞতা সম্পন্ন বাবুর্চি।
৫। জেনারেটর আইপিএস দিয়ে দিনে / রাতে ২৪ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ।
৬। সুপ্রশস্ত গ্লাস উইন্ডো
৭। পর্যাপ্ত লাইফ জ্যাকেট ও বয়া
৮। দক্ষ বাবুর্চির সহায়তায় ট্রেডিশনাল ফ্রেশ খাবার
৯। অভিজ্ঞ ট্যুর গাইড।
১০। বিশাল আকৃতির ছাদ।
১১। রুফটপ গার্ডেন কাম ডাইনিং।
১২। ছাঁদে উঠার জন্য সিঁড়ি
১৩। হাইজেনিক উপকরণ
১৪। জায়নামাজ
১৫। ফোন ল্যাপটপ চ্যার্জিং সিস্টেম
১৬। ইনডোর গেমসের বেশ কিছু উপকরণ
১৭। সার্বক্ষণিক রুম সার্ভিস।
১৮। অভিজ্ঞ গাইড
১৯। অভিজ্ঞ বাবুর্চির মাধ্যমে হাওরের বড়, ছোট মাছ, হাঁসের মাংস সহ বাহারি স্বাদের লোকাল খাবার যা আপনাকে তৃপ্তির ঢেকুর তুলতে বাধ্য করবে।

⭕আমাদের খাবার মেনু:
★১ম দিন: বোটে উঠার পর ওয়েলকাম ড্রিংকস।
মূল নাস্তা : পাউরুটি, বাটার, জেলি, সিদ্ব ডিম, কলা, মধু, কনফ্লেক্স, দুধ, চা/কফি।
স্ন্যাকসঃ কেক, কলা, চা/ কফি ।
দুপুরের খাবারঃ সাদা ভাত, আলু ভর্তা, শাক, লাউ চিংড়ি, হাওড়ের মাছ, চিকেন, ডাল, সালাদ, ডেজার্ট।
বিকালের স্ন্যাকসঃ চাওমিন, চা/কফি।
রাতের খাবারঃ চিকেন বার-বি-কিউ ,গরু/ খাসির মাংস, ফ্রাইড রাইচ,ডাল ভুনা, পরটা, সালাদ, কোল্ডড্রিংস।

★২য় দিন: সকালের নাস্তা: ভুনা খিচুড়ি, ডিম ওমলেট, আচার, ভর্তা,বেগুন ভাজি, চা/কফি।
স্ন্যাকসঃ চিকেন সেন্ডউইচ,সিজোনাল ফল,চা/কফি।
দুপুরের খাবার: সাদা ভাত, হাঁসের মাংস, হাওড়ের মাছ,কাচকি ফ্রাই, কলা ভর্তা,পালং শাক, সালাদ,ডেজার্ট।
বিকালের স্ন্যাকস: থাই সুফ/ফ্রাইড চিকেন,ফ্রেঞ্চ ফ্রাই, চা /কফি।
(বাজারের এভেইলিভিলিটির উপর নির্ভর করে খাবার মেনুতে আংশিক পরিবর্তন হতে পারে)

⭕শিশু পলিসি:----
★ ০-৩ বছরের মধ্যে ফ্রি
★ ৪-৮ বছরের ভিতরে ৫০% প্রদান করতে হবে এবং বাবা-মায়ের সাথে বেড শেয়ার করতে হবে।
🏨 Office Address:
✅Khulna Office:62 Khan Jahan Ali Road ( Modern furniture Mor) Khulna.
✅Gazipur Office: Almoti plaza 1st floor, Joydebpur Madhya bazar, Gazipur city
Hot Line : +8801716673384
WhatsApp: @ [588990579677255:13708:01911-270434]
Email : [email protected]
[email protected]

জুন, জুলাই, আগস্ট ৩ মাস বন্ধ থাকার পর ১লা সেপ্টেম্বর থেকে শুরু হবে নতুন সিজন ২০২৫-২০২৬। আমাদের নিজস্ব নন এসি শীপ বেঙ্গল ...
05/07/2025

জুন, জুলাই, আগস্ট ৩ মাস বন্ধ থাকার পর ১লা সেপ্টেম্বর থেকে শুরু হবে নতুন সিজন ২০২৫-২০২৬। আমাদের নিজস্ব নন এসি শীপ বেঙ্গল এডভেঞ্জার ৪২ বেড ক্যাপাসিটি, সকল রুমের সাথে এটাচ বাথরুম সুবিধা পাবেন । বুকিং সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন নিম্নোক্ত নাম্বারে 01911-270434 01716673384

04/07/2025

🌿 বৃষ্টি ভেজা #সুন্দরবনে আপনাকে আমন্ত্রণ।
🌿 বাংলাদেশের প্রকৃতি উপভোগ করার চমৎকার সময় বর্ষায়। আর তা যদি হয় চিরসবুজ সুন্দরবন তাহলে তো কথাই নেই৷ এই সময় বেঙ্গল টাইগারের আবাসস্থল সুন্দরবন অপরূপ সাজে সেজে থাকে৷
সরকারিভাবে সুন্দরবন ৩ মাস বন্ধ থাকার পর প্রতি বছরের মতো ব্যাতিক্রমী একটি ট্যুর আয়োজন করতে চলেছি। ১লা সেপ্টেম্বর থেকে সুন্দরবন খুলবে পর্যটকদের জন্য। আর সেই দিন সকালের প্রথম আলো থেকেই উপভোগ করবো রহস্যময় শ্বাসমূলীয় বন "সুন্দরবন "।
❓ কেন ভ্রমণ করবো সুন্দরবন ?
✅ আপনি যদি চমৎকার একটি নৌ ভ্রমণ চান তবে ভ্রমণে চলুন "সুন্দরবন"৷
✅ আপনি পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ উদ্ভিদের বন সাফারি করতে চাইলে আপনার যেতে হবে "সুন্দরবন"।
✅ আপনি পৃথিবী বিখ্যাত বেঙ্গল টাইগার, বিলুপ্ত প্রায় ফিনফুট, নোনা জলের কুমির, হরিণ, বানর সহ অসংখ্য বন্য জীবনের আবাসস্থলে যেতে চাইলে আপনার জন্যও উপযুক্ত একমাত্র " সুন্দরবন"।
✅ পড়ন্ত বিকেলে বঙ্গোপসাগরে জেগে উঠা ছোট দ্বীপের, নির্জন সমুদ্র সৈকতে সূর্যাস্ত উপভোগ করতে চাইলে নির্দ্বিধায় চলুন "সুন্দরবন"।
✅ আপনি কি অনুভব করতে চান তাদের জীবন, যারা রহস্যময় সুন্দরবনের নানাবিধ বিপদ মোকাবেলা করে জীবিকা নির্বাহ করে? তা চাইলে আপনার ভ্রমণ হোক " সুন্দরবন"।
❓কারা এই ট্যুরে যেতে পারবেন:
সিজনের প্রথম ট্যুর আমাদের সাজানো থাকবে বেশ কিছুটা ব্যতিক্রমী অ্যাক্টিভিটিস এর মাধ্যমে ৷ তাই আরাম প্রিয় এবং দুর্বল হৃদয়ের মানুষ এই ট্যুরে না যাওয়াই ভালো।
👉 যে যে বিষয় মনে রাখা প্রয়োজন:
▪️আগেই বলেছি এই ট্যুর Adventure Tour. তাই ভ্রমণ পিপাসু এবং Adventure পছন্দ করেন তারাই এই ট্যুরে একমাত্র আমন্ত্রিত।
▪️এই ট্যুরে প্রচুর হাটতে হবে। (শীপে বসে যারা শুধু প্রকৃতি দেখতে চান তাদের ব্যাপারটা ভিন্ন)
▪️বাচ্চা এবং সিনিয়র সিটিজেন এই ট্যুরে গেলে জঙ্গল ট্রাকিং এ নেওয়া হবে না।
▪️জঙ্গলে নামার পর সেলফি বা ছবি তোলায় আসক্ত কেউ এই ট্যুরে যাবেন না। সুন্দর যায়গায় আমরাই ছবি তোলার সুযোগ দেবো এবং অবশ্যই এই ট্যুর শুধুমাত্র প্রকৃতি প্রেমী ও বন্য জীবন সংরক্ষণের মানুষিকতা সম্পুর্নদের জন্য।
▪️কতোগুলো স্পট দেখাবেন, কি কি দেখাবেন এসব বিষয়ে আগে থেকে বেশী কৌতুহলী কাউকে এই ট্যুরে যেতে নিরুৎসাহিত করছি। আমরা আপনাকে শীপ এবং দেশী নৌকায় চমৎকার একটি নৌ ভ্রমণ, রোমাঞ্চকর জঙ্গল সাফারি, বন্যপ্রাণীর দেখার সুযোগ (অনেকাংশে ভাগ্যের ব্যাপার), সমূদ্র সৈকত ভ্রমণ এবং বনজীবিদের সান্নিধ্যে নিয়ে যাবো৷
👉 ভ্রমণ শুরু: ৩১ শে আগস্ট ২০২৫ রাত ১১:০০ খুলনা জেলখানা ঘাট থেকে।
⏹️ ভ্রমণ সমাপ্ত: ০৩ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ৭:০০।
ভ্রমণ কাল: ৩ রাত ৩ দিন
ভ্রমণ খরচ: জন প্রতি ১০,৫০০/ থেকে শুরু।
৪ দিন ৪ রাত ট্যুর হলে আলোচনা সাপেক্ষে খরচ বাড়বে
✅ এই টাকায় কি কি থাকছে:
▪️১/২/৩/৪ জনের এটাচ টয়লেট ক্যাবিনে বুকিং অনুযায়ী থাকা ▪️৩ বেলা মেইন ফুড, ২ বেলা স্নাক্স এবং পর্যাপ্ত চা/কফি▪️সুন্দরবন প্রবেশের বন বিভাগের নির্ধারিত রাজস্ব। ▪️সিকিউরিটি গার্ড▪️গাইড এবং সার্ভিস বয়৷
✳️ এই ট্যুরে সীমিত সংখ্যায় পর্যটক নেওয়া হবে৷ অগ্ৰীম ৫০% টাকা দিয়ে বুকিং কনফার্ম করতে হবে এবং বাকি ৫০% ট্যুরের ২ দিন আগে পরিশোধ করতে হবে৷
Contact for details:
Dharitri Tours and Travels- সুন্দরবন
✅Gazipur Office: Almoti plaza 1st floor, Joydebpur Madhya bazar, Gazipur.
✅ Khulna Office: 62 Khan Jahan Ali Road (Modern furniture Mor) Khulna.
Hot Line : +8801716673384
WhatsApp: +8801911270434
Email : [email protected]
[email protected]

কত সুন্দর ছিল কটকা অফিস পাড়, কচিখালী, সুন্দরবন
03/07/2025

কত সুন্দর ছিল কটকা অফিস পাড়, কচিখালী, সুন্দরবন

ফুল এসি লাক্সারী শীপে  #টাঙ্গুয়ার_হাওর ভ্রমণ★★(০২ দিন ০১ রাত)★★যাত্রা পয়েন্ট: সাহেব বাড়ি ঘাট, সুনামগঞ্জ।⭕শীপ: এমভি জল ...
02/07/2025

ফুল এসি লাক্সারী শীপে #টাঙ্গুয়ার_হাওর ভ্রমণ

★★(০২ দিন ০১ রাত)★★
যাত্রা পয়েন্ট: সাহেব বাড়ি ঘাট, সুনামগঞ্জ।

⭕শীপ: এমভি জল সাফারি ৪০ জন বেড ক্যাপাসিটি।
এসি রিভার ভিউ কেবিন এবং এটাস্ট ওয়াশরুম

আমাদের পরবর্তী স্পেশাল ট্রিপ-
★ জুলাই সব শুক্র এবং শনিবার বুকড
সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতিবার ফাঁকা আছে
প্যাকেজ খরচ: ১০,০০০ টাকা জনপ্রতি সুনামগঞ্জ টু সুনামগঞ্জ।

আপনাদের পছন্দ অনুযায়ী যে কোন তারিখে সর্বনিম্ন ২/৩/৪ জন বা ফুল শীপের কেবিন বুকিং দিতে পারেন।

⭕বুকিং করতে কল করুন:
▪️01716673384
WhatsApp : +8801911270434

⭕এই প্যাকেজে কি কি অন্তর্ভুক্তঃ
১। ২ দিন ১ রাত লাক্সারি হাউজবোট থাকা।
২। টোটাল ৫ বেলা মেইন ফুড এবং ৪ বেলা স্ন্যাকস।
৩। জেনারেটর দিয়ে ২৪ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ।
৪।পর্যাপ্ত লাইফ জ্যাকেট ও বয়া
৫।অভিজ্ঞ লোকাল ট্যুর গাইড
৬।সার্বক্ষণিক রুম সার্ভিস।
৭।সার্বক্ষণিক চা/কফি/পানি

⭕যা যা দেখবোঃ
১) টাঙ্গুয়ার হাওর
২) হাওরের ওয়াচ টাওয়ার
৩) শহীদ সিরাজ লেক
৪)টেকেরঘাট
৫) বারিক্কা টিলা , জয়নাল আবেদীনের বিখ্যাত শিমুল বাগান,যাদুকাটা নদী,লাকমা ছড়া ( অটো/বাইক দিয়ে)

⭕ট্যুর প্লান:
★১ম দিনঃ সুনামগঞ্জ পৌঁছে সেখান থেকে আমাদের নিজস্ব হাইজবোটে করে আমাদের টাঙ্গুয়ার হাওর যাএা। প্রথমেই চলে যাব ওয়াচ টাওয়ার । চার দিকে জলমগ্ন এই টাওযার থেকে পাখির চোখে দেখা যায় টাঙ্গুয়ার হাওড়। এখানে টলটলে পানিতে চলবে আবগাহন।
এর পর গন্তব্য সীমান্ত ঘেরা টেকের ঘাট। হাওরের শেষ আর ভারতের শুরু এখানে। টেকের ঘাটে আমরা ঘুরে দেখব চুনা পাথরের নীলাদ্রী লেক আর লাকমা ছড়া।

★২য় দিনঃ সকাল ৬ টার মধ্য আমরা চলে যাব বারিক্কা টিলা শিমুল বাগান ও পাহাড়ের কোল ঘেসে বয়ে চলা যাদুকাটা নদীর উদ্দেশ্যে যাত্রা। হাওড়ে গোসল করে সন্ধ্যার মধ্যে আমরা সুনামগন্জের উদ্দেশ্যে ফিরে আসব।
বিঃদ্রঃ পানির উচ্চতা, স্রোত কম-বেশী, আবহাওয়ার তারতম্য ও যান্ত্রিক গোলযোগ হলে ভ্রমণ পরিকল্পনা পরিবর্তন হতে পারে।

⭕কেন আপনি ভ্রমনের জন্য MV Jolsafari বেছে নিবেন?
১। সম্পূ্র্ণ ‍স্টিলের তৈরি বিশাল আকৃতির লাক্সারি এসি হাউজবোট (দৈর্ঘ্য ১০৫ ফুঠ প্রস্থ ২২ ফুট) যা এ যাবত কালে নির্মিত হাওরের মধ্যে সবচেয়ে বড় বোট।
২। আমাদের রয়েছে ১৬ টি প্যানারোমিক ভিউ রুম, প্রতিটিতে রয়েছে এটাস বাথরুম এবং প্রতি ক্যাবিনে রয়েছে একটি করে এসি ।
২। প্রিমিয়াম ওপেন লাউঞ্জ।
৩। বোটের ভিতর সোজা হয়ে হেঁটে বেড়ানো জন্য ৩ ফুট প্রস্থ ৭ ফুট উচ্চতা জায়গা
৪। আমাদের রযেছে ৩০ বছর অভিজ্ঞতা সম্পন্ন বাবুর্চি।
৫। জেনারেটর আইপিএস দিয়ে দিনে / রাতে ২৪ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ।
৬। সুপ্রশস্ত গ্লাস উইন্ডো
৭। পর্যাপ্ত লাইফ জ্যাকেট ও বয়া
৮। দক্ষ বাবুর্চির সহায়তায় ট্রেডিশনাল ফ্রেশ খাবার
৯। অভিজ্ঞ ট্যুর গাইড।
১০। বিশাল আকৃতির ছাদ।
১১। রুফটপ গার্ডেন কাম ডাইনিং।
১২। ছাঁদে উঠার জন্য সিঁড়ি
১৩। হাইজেনিক উপকরণ
১৪। জায়নামাজ
১৫। ফোন ল্যাপটপ চ্যার্জিং সিস্টেম
১৬। ইনডোর গেমসের বেশ কিছু উপকরণ
১৭। সার্বক্ষণিক রুম সার্ভিস।
১৮। অভিজ্ঞ গাইড
১৯। অভিজ্ঞ বাবুর্চির মাধ্যমে হাওরের বড়, ছোট মাছ, হাঁসের মাংস সহ বাহারি স্বাদের লোকাল খাবার যা আপনাকে তৃপ্তির ঢেকুর তুলতে বাধ্য করবে।

⭕আমাদের খাবার মেনু:
★১ম দিন: বোটে উঠার পর ওয়েলকাম ড্রিংকস।
মূল নাস্তা : পাউরুটি, বাটার, জেলি, সিদ্ব ডিম, কলা, মধু, কনফ্লেক্স, দুধ, চা/কফি।
স্ন্যাকসঃ কেক, কলা, চা/ কফি ।
দুপুরের খাবারঃ সাদা ভাত, আলু ভর্তা, শাক, লাউ চিংড়ি, হাওড়ের মাছ, চিকেন, ডাল, সালাদ, ডেজার্ট।
বিকালের স্ন্যাকসঃ চাওমিন, চা/কফি।
রাতের খাবারঃ চিকেন বার-বি-কিউ ,গরু/ খাসির মাংস, ফ্রাইড রাইচ,ডাল ভুনা, পরটা, সালাদ, কোল্ডড্রিংস।

★২য় দিন: সকালের নাস্তা: ভুনা খিচুড়ি, ডিম ওমলেট, আচার, ভর্তা,বেগুন ভাজি, চা/কফি।
স্ন্যাকসঃ চিকেন সেন্ডউইচ,সিজোনাল ফল,চা/কফি।
দুপুরের খাবার: সাদা ভাত, হাঁসের মাংস, হাওড়ের মাছ,কাচকি ফ্রাই, কলা ভর্তা,পালং শাক, সালাদ,ডেজার্ট।
বিকালের স্ন্যাকস: থাই সুফ/ফ্রাইড চিকেন,ফ্রেঞ্চ ফ্রাই, চা /কফি।
(বাজারের এভেইলিভিলিটির উপর নির্ভর করে খাবার মেনুতে আংশিক পরিবর্তন হতে পারে)

⭕শিশু পলিসি:----
★ ০-৩ বছরের মধ্যে ফ্রি
★ ৪-৮ বছরের ভিতরে ৫০% প্রদান করতে হবে এবং বাবা-মায়ের সাথে বেড সেয়ার করতে হবে।
Office Address:
✅Khulna Office:62 Khan-jahan Ali Road ( Modern furniture Mor) Khulna.
✅Gazipur Office: Almoti plaza 1st floor, Joydebpur Madhya bazar, Gazipur city
Hot Line : +8801716673384
WhatsApp: 01911-270434
Email : [email protected]

Spotted deer, Sundarban, Bangladesh
28/06/2025

Spotted deer, Sundarban, Bangladesh

Dear Travellers,Booking are ongoing for upcoming sessions 2025-2026.   Non Ac premium ship. 42 bed capacity, 8 couple ro...
28/06/2025

Dear Travellers,
Booking are ongoing for upcoming sessions 2025-2026. Non Ac premium ship. 42 bed capacity, 8 couple rooms, Family 3 bed 6 rooms, Twin bed 2 rooms, Family 4 bed 1 room. Please call for more detailed information. WhatsApp & Imo 01911-270434 , 01716673384

 ,
26/06/2025

,

ব্যাপারটা দারুন না!!!😀😄😄
25/06/2025

ব্যাপারটা দারুন না!!!😀😄😄

Address

Almoti Plaza(1st Floor), Joydebpur Madhya Bazar, Gazipur City Corporation
Gazipur

Alerts

Be the first to know and let us send you an email when Dharitri Tours & Travels - সুন্দরবন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dharitri Tours & Travels - সুন্দরবন:

Share

Category

Dharitri Tours & Travels - সুন্দরবন

ধরিত্রী ট্যুরস অ্যান্ড ট্র্যাভেলস- সুন্দরবন এটি বাংলাদেশ ভিত্তিক ট্যুর অপারেটর. যেকোন জায়গায় তুলনাহীন গ্রুপ সফর প্যাকেজগুলির মধ্যে আমরা সর্বোত্তম নির্ভরযোগ্য,ম্পট, ধারাবাহিক এবং বহিরাগত মানের পরিষেবাগুলির সাথে গ্রাহক বান্ধব সর্বোত্তম বাংলাদেশ ভিত্তিক ট্যুর প্যাকেজ সরবরাহে বিশেষী। আমরা বিশেষায়নের সাথে সমগ্র বাংলাদেশে বেশ কয়েকটি সাশ্রয়ী মূল্যের এবং বাজেট প্যাকেজ অফার করি।