15/07/2025
🌿 বৃষ্টি ভেজা #সুন্দরবনে আপনাকে আমন্ত্রণ।
🌿 বাংলাদেশের প্রকৃতি উপভোগ করার চমৎকার সময় বর্ষায়। আর তা যদি হয় চিরসবুজ সুন্দরবন তাহলে তো কথাই নেই৷ এই সময় বেঙ্গল টাইগারের আবাসস্থল সুন্দরবন অপরূপ সাজে সেজে থাকে৷
সরকারিভাবে সুন্দরবন ৩ মাস বন্ধ থাকার পর প্রতি বছরের মতো ব্যাতিক্রমী একটি ট্যুর আয়োজন করতে চলেছি। ১লা সেপ্টেম্বর থেকে সুন্দরবন খুলবে পর্যটকদের জন্য। আর সেই দিন সকালের প্রথম আলো থেকেই উপভোগ করবো রহস্যময় শ্বাসমূলীয় বন "সুন্দরবন "।
❓ কেন ভ্রমণ করবো সুন্দরবন ?
✅ আপনি যদি চমৎকার একটি নৌ ভ্রমণ চান তবে ভ্রমণে চলুন "সুন্দরবন"৷
✅ আপনি পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ উদ্ভিদের বন সাফারি করতে চাইলে আপনার যেতে হবে "সুন্দরবন"।
✅ আপনি পৃথিবী বিখ্যাত বেঙ্গল টাইগার, বিলুপ্ত প্রায় ফিনফুট, নোনা জলের কুমির, হরিণ, বানর সহ অসংখ্য বন্য জীবনের আবাসস্থলে যেতে চাইলে আপনার জন্যও উপযুক্ত একমাত্র " সুন্দরবন"।
✅ পড়ন্ত বিকেলে বঙ্গোপসাগরে জেগে উঠা ছোট দ্বীপের, নির্জন সমুদ্র সৈকতে সূর্যাস্ত উপভোগ করতে চাইলে নির্দ্বিধায় চলুন "সুন্দরবন"।
✅ আপনি কি অনুভব করতে চান তাদের জীবন, যারা রহস্যময় সুন্দরবনের নানাবিধ বিপদ মোকাবেলা করে জীবিকা নির্বাহ করে? তা চাইলে আপনার ভ্রমণ হোক " সুন্দরবন"।
❓কারা এই ট্যুরে যেতে পারবেন:
সিজনের প্রথম ট্যুর আমাদের সাজানো থাকবে বেশ কিছুটা ব্যতিক্রমী অ্যাক্টিভিটিস এর মাধ্যমে ৷ তাই আরাম প্রিয় এবং দুর্বল হৃদয়ের মানুষ এই ট্যুরে না যাওয়াই ভালো।
👉 যে যে বিষয় মনে রাখা প্রয়োজন:
▪️আগেই বলেছি এই ট্যুর Adventure Tour. তাই ভ্রমণ পিপাসু এবং Adventure পছন্দ করেন তারাই এই ট্যুরে একমাত্র আমন্ত্রিত।
▪️এই ট্যুরে প্রচুর হাটতে হবে। (শীপে বসে যারা শুধু প্রকৃতি দেখতে চান তাদের ব্যাপারটা ভিন্ন)
▪️বাচ্চা এবং সিনিয়র সিটিজেন এই ট্যুরে গেলে জঙ্গল ট্রাকিং এ নেওয়া হবে না।
▪️জঙ্গলে নামার পর সেলফি বা ছবি তোলায় আসক্ত কেউ এই ট্যুরে যাবেন না। সুন্দর যায়গায় আমরাই ছবি তোলার সুযোগ দেবো এবং অবশ্যই এই ট্যুর শুধুমাত্র প্রকৃতি প্রেমী ও বন্য জীবন সংরক্ষণের মানুষিকতা সম্পুর্নদের জন্য।
▪️কতোগুলো স্পট দেখাবেন, কি কি দেখাবেন এসব বিষয়ে আগে থেকে বেশী কৌতুহলী কাউকে এই ট্যুরে যেতে নিরুৎসাহিত করছি। আমরা আপনাকে শীপ এবং দেশী নৌকায় চমৎকার একটি নৌ ভ্রমণ, রোমাঞ্চকর জঙ্গল সাফারি, বন্যপ্রাণীর দেখার সুযোগ (অনেকাংশে ভাগ্যের ব্যাপার), সমূদ্র সৈকত ভ্রমণ এবং বনজীবিদের সান্নিধ্যে নিয়ে যাবো৷
👉 ভ্রমণ শুরু: ৩১ শে আগস্ট ২০২৫ রাত ১১:০০ খুলনা জেলখানা ঘাট থেকে।
⏹️ ভ্রমণ সমাপ্ত: ০৩ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ৭:০০।
ভ্রমণ কাল: ৩ রাত ৩ দিন
ভ্রমণ খরচ: জন প্রতি ১০,৫০০/ থেকে শুরু।
৪ দিন ৪ রাত ট্যুর হলে আলোচনা সাপেক্ষে খরচ বাড়বে
✅ এই টাকায় কি কি থাকছে:
▪️১/২/৩/৪ জনের এটাচ টয়লেট ক্যাবিনে বুকিং অনুযায়ী থাকা ▪️৩ বেলা মেইন ফুড, ২ বেলা স্নাক্স এবং পর্যাপ্ত চা/কফি▪️সুন্দরবন প্রবেশের বন বিভাগের নির্ধারিত রাজস্ব। ▪️সিকিউরিটি গার্ড▪️গাইড এবং সার্ভিস বয়৷
✳️ এই ট্যুরে সীমিত সংখ্যায় পর্যটক নেওয়া হবে৷ অগ্ৰীম ৫০% টাকা দিয়ে বুকিং কনফার্ম করতে হবে এবং বাকি ৫০% ট্যুরের ২ দিন আগে পরিশোধ করতে হবে৷
Contact for details:
Dharitri Tours and Travels- সুন্দরবন
✅Gazipur Office: Almoti plaza 1st floor, Joydebpur Madhya bazar, Gazipur.
✅ Khulna Office: 62 Khan Jahan Ali Road (Modern furniture Mor) Khulna.
Hot Line : +8801716673384
WhatsApp: +8801911270434
Email : [email protected]
[email protected]