Global Travel Services-GTS

Global Travel Services-GTS We are always ready to serve.

🇵🇹 সরকার যেসব গুরুত্বপূর্ণ নতুন সিদ্ধান্ত নিয়েছে (জুন ২০২৫):১. নাগরিকত্ব পাওয়ার নিয়ম কঠোর করা হচ্ছে • দেশের সাথে “বাস্তব...
24/06/2025

🇵🇹 সরকার যেসব গুরুত্বপূর্ণ নতুন সিদ্ধান্ত নিয়েছে (জুন ২০২৫):

১. নাগরিকত্ব পাওয়ার নিয়ম কঠোর করা হচ্ছে
• দেশের সাথে “বাস্তব সম্পর্ক” থাকতে হবে, শুধু এখানে জন্ম বা থাকা যথেষ্ট নয়।
• ছেলে-মেয়েরা নাগরিকত্ব পাবে শুধু তখনই, যখন তাদের বাবা-মা’র বৈধ রেসিডেন্স থাকবে এবং কমপক্ষে ৩ বছর ধরে দেশটিতে বসবাস করছে।
• আর নাগরিকত্ব কোনো “স্বয়ংক্রিয় বা ডিফল্ট” নিয়মে মিলবে না, আবেদনকারীকে স্বতঃস্ফূর্তভাবে আবেদন করতে হবে।



২. নাগরিকত্বের জন্য বসবাসের সময়সীমা বাড়ানো
• পর্তুগিজ ভাষাভাষী দেশ থেকে আসা লোকদের জন্য: ৭ বছর বৈধ রেসিডেন্সের প্রয়োজন।
• অন্য দেশ থেকে আসাদের জন্য: ১০ বছর বৈধ রেসিডেন্স লাগবে।
• বসবাসের সময় গণনা শুরু হবে যখন রেসিডেন্স পারমিট ইস্যু হবে, তখন থেকে।



৩. পর্তুগিজ ভাষা, সংস্কৃতি ও রাজনৈতিক ব্যবস্থা জানার প্রমাণ দিতে হবে
• নাগরিকত্বের জন্য আবেদনকারীকে:
• ভাষা ও সংস্কৃতির জ্ঞান থাকতে হবে।
• পর্তুগালের রাজনীতি ও আইনের মৌলিক ধারণা থাকতে হবে।
• মৌখিক ও লিখিত টেস্ট দিতে হবে।
• গণতান্ত্রিক আইনের প্রতি আনুগত্য প্রকাশ করতে হবে।



৪. যারা অপরাধ করেছে, তারা নাগরিকত্ব পাবে না
• যদি কাউকে কারাদণ্ড দেওয়া হয়েছে, তাহলে তিনি নাগরিকত্ব পাবেন না, দণ্ডের মেয়াদ যতই হোক।



৫. সেফার্দি ইহুদিদের জন্য বিশেষ নাগরিকত্ব নিয়ম বন্ধ
• যারা ইনকুইজিশনের সময় দেশ থেকে বিতাড়িত হয়েছিল, তাদের বংশধরদের জন্য বিশেষ নিয়ম ছিল (২০১৫ সাল থেকে)। এখন সেই নিয়ম বন্ধ হচ্ছে।



৬. পূর্বপুরুষের ভিত্তিতে নাগরিকত্বে সীমা
• এখন থেকে শুধু দাদু-নানু পর্যন্ত পূর্বপুরুষদের ভিত্তিতে নাগরিকত্বের আবেদন করা যাবে। দাদা-নানার বাবা (great-grandparents) পর্যন্ত চলবে না।



৭. গুরুতর অপরাধ করলে নাগরিকত্ব হারানো যাবে
• যাদের সম্প্রতি নাগরিকত্ব দেওয়া হয়েছে এবং তারা ৫ বছরের বেশি সাজার অপরাধে দোষী প্রমাণিত হলে, বিচারক তাদের নাগরিকত্ব বাতিল করতে পারবেন।
• যেমন: হত্যা, ধর্ষণ, রাষ্ট্রবিরোধী কার্যকলাপ ইত্যাদি।



৮. রেসিডেন্স পারমিটের মেয়াদ ১৫ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে
• যাদের রেসিডেন্স কার্ড ৩০ জুনে শেষ হওয়ার কথা ছিল, তাদের জন্য মেয়াদ ১৫ অক্টোবর ২০২৫ পর্যন্ত বাড়ানো হয়েছে।
• এই সময়ের মধ্যে AIMA (ইমিগ্রেশন এজেন্সি) নতুন চ্যানেল খুলবে যাতে আবেদনকারীরা আবেদন করে ফি দিতে পারেন।



৯. নতুন সীমান্ত পুলিশ ইউনিট গঠন
• এখন থেকে PSP (জাতীয় পুলিশ) এর অধীনে একটি নতুন ইউনিট থাকবে, যারা:
• সীমান্তে নজরদারি করবে,
• অবৈধভাবে থাকা লোকদের ফেরত পাঠাবে।
• পুরনো SEF ফিরিয়ে আনা হবে না এবং AIMA পুলিশ হিসেবে কাজ করবে না।



১০. রিঅগ্রুপমেন্ট এবং ভিসা নীতিতে কড়াকড়ি
• রিঅগ্রুপমেন্ট (পরিবার আনতে চাইলে):
• আবেদনকারীর কমপক্ষে ২ বছর রেসিডেন্স থাকতে হবে।
• শুধু কম বয়সী সন্তানদের জন্য আবেদন করা যাবে।
• অন্য আত্মীয়দের জন্য আবেদন করতে হলে, বিদেশ থেকেই ভিসা নিয়ে আবেদন করতে হবে।
• আবাসন, আর্থিক অবস্থা ও ভাষা জানা বাধ্যতামূলক।
• যারা সোশ্যাল সাপোর্ট বা ভাতা পান, তারা এখন থেকে রিঅগ্রুপমেন্ট করতে পারবেন না।
• CPLP দেশগুলোর জন্য:
• ভিসা থাকলেই চলবে, তবে নিরাপত্তা যাচাই হবে।
• এখন আর টুরিস্ট ভিসা থেকে CPLP রেসিডেন্স নেওয়া যাবে না। কনস্যুলার ভিসা দরকার।



১১. বিশেষজ্ঞ বা শিক্ষাবিদদের জন্য আলাদা বিভাগ
• “Talento Department” গঠন করা হচ্ছে AIMA-তে।
• বিদেশি গবেষক, শিক্ষক বা মেধাবীদের জন্য সহজ এবং দ্রুত প্রক্রিয়া চালু হবে।

Copy post

28/04/2025

Portugal Work Permit Visa (D1 category) এর জন্য আবেদন করতে পারেন আমাদের মাধ্যমে। 🇵🇹🇵🇹🇵🇹🇵🇹

আপনাদের সর্বোত্তম সেবা নিশ্চিত করাই আমাদের একমাত্র লক্ষ্য।
28/04/2025

আপনাদের সর্বোত্তম সেবা নিশ্চিত করাই আমাদের একমাত্র লক্ষ্য।

সরকারি ব্যবস্থাপনা বোয়েসেলের মাধ্যমে দক্ষিণ কোরিয়া, জর্ডান ও ব্রুনাইয়ে দক্ষ কর্মী হিসেবে চাকরির সুযোগ!!!
28/04/2025

সরকারি ব্যবস্থাপনা বোয়েসেলের মাধ্যমে দক্ষিণ কোরিয়া, জর্ডান ও ব্রুনাইয়ে দক্ষ কর্মী হিসেবে চাকরির সুযোগ!!!

Portugal 🇵🇹 (Bangladesh,UAE,Singapore-থেকে)  ও Bulgaria 🇧🇬(Malaysia,Singapore-থেকে)  এই দুই দেশের ওয়ার্ক পারমিট ভিসার কা...
27/04/2025

Portugal 🇵🇹 (Bangladesh,UAE,Singapore-থেকে) ও Bulgaria 🇧🇬(Malaysia,Singapore-থেকে) এই দুই দেশের ওয়ার্ক পারমিট ভিসার কাজ করছি উল্লেখিত দেশগুলো থেকে।বিস্তারিত জানতে চাইলে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে।
মোবাইল : 01670-978789

16/04/2025



Serbia Work Permit VisaGeorgia Work Permit Visa
09/04/2025

Serbia Work Permit Visa
Georgia Work Permit Visa


31/01/2025

Alhamdulillah,another Lithuania TRP decision got from Singapore 🇱🇹🇱🇹
25/11/2024

Alhamdulillah,another Lithuania TRP decision got from Singapore 🇱🇹🇱🇹

Alhamdulillah,another Lithuania TRP decision got from Singapore.🇱🇹🇱🇹🇱🇹
03/10/2024

Alhamdulillah,another Lithuania TRP decision got from Singapore.🇱🇹🇱🇹🇱🇹

Alhamdulillah
26/09/2024

Alhamdulillah




Alhamdulillah...Lithuania 🇱🇹TRP received & flight complete.
16/09/2024

Alhamdulillah...Lithuania 🇱🇹TRP received & flight complete.




Address

Cumilla

Opening Hours

Monday 10:00 - 18:00
Tuesday 10:00 - 18:00
Wednesday 10:00 - 18:00
Thursday 10:00 - 18:00
Saturday 10:00 - 18:00
Sunday 10:00 - 18:00

Telephone

+8801670978789

Website

Alerts

Be the first to know and let us send you an email when Global Travel Services-GTS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Global Travel Services-GTS:

Share

Category