Tourist Attraction of Bangladesh

Tourist Attraction of Bangladesh প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ নীলাভুমি আমাদের এই বাংলাদেশ ,আরও জানতে http://www.parjatanbd.com/details.php?id=107

“এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি ।
সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি ।“
প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ নীলাভুমি আমাদের এই বাংলাদেশ । অপরূপ এদেশের সবুজ বন-বনানি ,সুবিশাল ম্যানগ্রোভ বনরাজি ,নদ-নদী,শ্যামল পাহাড় , বিস্তীর্ণ সমুদ্র সৈকত , প্রাচীন ঐতিহাসিক ও প্রত্নতান্ত্বিক নিদর্শনসমুহ যুগ যুগ ধরে পৃথিবীর বিভিন্ন দেশের ভ্রমণ পিপাসু উৎসাহী মানুষকে আকৃষ্ট করে আসছে । যা অগোচরে রয়ে গেছে তা দেখার আন্দদই আল

াদা,দূর থেকে জানার চেয়ে কোনো কিছু প্রত্যক্ষ দেখে অভিজ্ঞতা লাভ করা সম্পূর্ণ ভিন্ন জিনিস । ভ্রমণ মানুষের জীবনে আনে বৃহত্তর আহবান । আনে অজানা সৌন্দর্যের সংবাদ । অচেনার সান্নিধ্যে তার মনে লাগে বিস্ময়ের শিহরণ,ভুলে যায় প্রতিদিনের তুচ্ছতা । প্রকৃতির নান্দনিকতা এখানে আধুনিকতার মিশেলে ধরা দিয়েছে নতুন রূপে , নতুন আঙ্গিকে । ঠিক যেন সবুজ শ্যামল চিরায়ত গ্রামীণ পরিবেশ ।
পৃথিবীর দীর্ঘতম কক্সবাজার সমুদ্র সৈকতের পাশাপাশি এই দেশে রয়েছে রয়েল বেঙ্গল টাইগার এর আবাস স্থান সুন্দরবন । সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন । দক্ষিন-পশ্চিমাংশে খুলনা জেলায় সুন্দরবন অবস্থিত। বাগেরহাট জেলায় রয়েছে খান জাহান আলীর ষাট গম্বুজ মসজিদ, ঝিনাইদহ জেলায় রয়েছে বিভিন্ন ঐতিহাসিক মসজিদ, এশিয়ার সবচেয়ে বড় বট গাছ।
ধান-নদী-খাল এই তিনের বরিশাল জেলা আছে দক্ষিন-পশ্চিমাংশে। কুয়াকাটা বাংলাদেশের অন্যতম নৈসর্গিক সমুদ্র সৈকত। পটুয়াখালীর সাগরকন্যা কুয়াকাটা, দেশের একমাত্র সৈকত যেখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই দেখা যায়। আরও রয়েছে বরগুনা জেলায় লালদিয়া সমুদ্র সৈকত, সোনাকাটা সমুদ্র সৈকত ও ইকোপার্ক।
বাংলাদেশের উত্তরে সিল্ক উৎপাদনের কেন্দ্র, পদ্মার পাড়ের রাজশাহীতে রয়েছে প্রাচীন মন্দিরের শহর পুঠিয়া , বৃহত্তম ও প্রাচীনতম প্রত্নতাত্ত্বিক স্থান বগুড়ার মহাস্থানগড়, বাংলাদেশের সর্ব উত্তরে অবস্থিত উত্তর দুয়ারী বলে খ্যাত পঞ্চগড় জেলায় রয়েছে অর্গানিক চা বা মিনা চা বাগান । দিনাজপুরের কান্তজীর মন্দির ।
দক্ষিণ-পূর্ব অংশে চট্টগ্রাম জেলায় পতেঙ্গা সমুদ্র সৈকতের পাশাপাশি রয়েছে প্রাকৃতিক ও পার্বত্য অঞ্চল। বান্দরবনে রয়েছে দেশের সবচেয়ে বড় উঁচুতে বগা লেক , সর্বোচ্চ পর্বতশৃঙ্গ তাজিংডং। মেঘের দেশ সাজেক রয়েছে খাগড়াছড়ি জেলায়, আলুটিলা পাহাড় ও এখানকার খুবই দর্শনীয় স্থান। তেমনই রয়েছে পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদীর মিলনস্থান ইলিশের বাড়ি চাঁদপুর ।
সিলেটের চা বাগানের খ্যাতি রয়েছে সারা বিশ্বজুড়ে। দেশের মোট চায়ের ৯০ শতাংশই উৎপন্ন হয় সিলেটে। এজন্য সিলেটকে দুটি পাতা একটি কুঁড়ির দেশও বলা হয় । দুটি পাতা একটি কুঁড়ির দেশ সিলেটেও রয়েছে বিছানাকান্দি, রাতারগুল। মৌলভীবাজারে আছে দেশের বৃহত্তম জলপ্রপাত মাধবকুন্ড জলপ্রপাত,দেশের বৃহত্তম হাওড় হাকালুকি হাওড়, লাউয়াছড়া জাতীয় উদ্যান।সিলেটকে ৩৬০ আউলিয়ার দেশ বলা হয়।
চারশ বছরের পুরানো বাংলাদেশের রাজধানী শহর ঢাকা তে রয়েছে জাতীয় সংসদ ভবন , জাতীয় জাদুঘর, জাতীয় উদ্যান, আহসান মঞ্জিল, লালবাগের কেল্লা সহ বিভিন্ন ঐতিহাসিক এবং আধুনিক অনেক দর্শনীয় স্থান।
বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য এবং বিভিন্ন দর্শনীয় স্থান সম্পর্কে আরও জানতে আমাদের পেজের সঙ্গে থাকুন। দেশকে জানুন । আরো জানতে ঘুরে আসতে পারেন Parjatanbd.com ওয়েবসাইট থেকে ।

Address

Tongi
Gazipura
1703

Telephone

+8801643057911

Website

http://www.prayason.com/

Alerts

Be the first to know and let us send you an email when Tourist Attraction of Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tourist Attraction of Bangladesh:

Share

Category