Circle Tour & Travels, Naogaon.

Circle Tour & Travels, Naogaon. সাধ্যের মধ্যে চলো ঘুরি দেশ

পাকিস্তান ট্যুরের নিয়মাবলী👉 সবাই চলে যান পাকিস্তান 🤓🤓🇧🇩 ✈️ 🇵🇰  ভিসা আবেদন:প্রথম ধাপেই অনলাইনে পাকিস্তানের ভিসা আবেদন করত...
05/09/2024

পাকিস্তান ট্যুরের নিয়মাবলী👉 সবাই চলে যান পাকিস্তান 🤓🤓

🇧🇩 ✈️ 🇵🇰 ভিসা আবেদন:

প্রথম ধাপেই অনলাইনে পাকিস্তানের ভিসা আবেদন করতে হবে। সহজেই ঘরে বসে বা কাছের কোনো কম্পিউটার দোকান থেকে আবেদন করা যাবে। বর্তমানে ভিসা ফ্রি হওয়ায় কোন টাকা পয়সার প্রয়োজন নেই। আবেদন সম্পন্ন করার পর আপনি ই-ভিসা পেয়ে যাবেন।

★টিকেট বুকিং:

ভিসা পাওয়ার পরেই টিকেট কনফার্ম করতে হবে। উত্তরাঞ্চল ঘুরতে চাইলে লাহোরকে বেছে নিন, কারণ ইসলামাবাদ বা করাচীর তুলনায় লাহোরের টিকেটের দাম তুলনামূলক কম। ঢাকা থেকে লাহোর রাউন্ড ট্রিপের টিকেটের দাম ৫৫ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত ওঠানামা করতে পারে। তাই নিজের সুবিধা অনুযায়ী কম খরচের একটি এয়ারলাইন্সের টিকেট বুক করুন।

★লাহোর থেকে ইসলামাবাদ:

লাহোর এয়ারপোর্টে পৌঁছে সিটি বাস স্টেশনে যেতে হবে। এখান থেকে কোনো একটি বাসে উঠে ৫ ঘণ্টার জার্নি শেষে পৌঁছাবেন ইসলামাবাদে। বাস ভাড়া প্রায় ১ হাজার টাকা।

★ইসলামাবাদে থাকা:

ইসলামাবাদে বিভিন্ন ক্যাটাগরির হোটেল রয়েছে, আপনার বাজেট অনুযায়ী একটি হোটেল বেছে নিন। ইসলামাবাদকে বিশ্বের অন্যতম সুন্দরতম রাজধানী হিসেবে বিবেচনা করা হয়, তাই এখানে কিছুদিন অবস্থান করে শহরটি ঘুরে দেখা দারুণ অভিজ্ঞতা হতে পারে।

★কারেন্সি চেঞ্জিং:

লাহোরে পৌঁছানোর পর প্রথম কাজ হবে বাংলাদেশি টাকাকে রুপিতে কনভার্ট করা। ১০০ টাকা সাধারণত ১৯০ রুপি সমান, তবে কনভার্টের সময় কিছুটা কম পাওয়া যেতে পারে।

★প্রাথমিক থাকা/হোটেল বুকিং:

পাকিস্তানে যাওয়ার আগে বা পৌঁছে প্রথমে ১-২ দিন লাহোর বা ইসলামাবাদে থাকতে হবে। আপনি চাইলে আগেই অনলাইনে হোটেল বুক করতে পারেন, তবে অনলাইন বুকিং করা হোটেলগুলো সাধারণত ব্যয়বহুল হয়। পরিবারের সাথে থাকলে আগে থেকে হোটেল বুকিং করে রাখুন।

★মূল ট্যুর:

ইসলামাবাদ থেকে শুরু হবে আপনার মূল ট্যুর। খাইবার পাখতুনখা, গিলগিট-বাল্টিস্তান এবং আজাদ কাশ্মীরের যেকোনো অঞ্চল থেকে ঘুরতে পারবেন।

★ট্যুরের পদ্ধতি:

1. স্বাধীনভাবে: নিজের ইচ্ছামতো ট্যুর করতে পারেন, তবে খরচ কম হবে।
2. ট্রাভেল এজেন্সি: একাধিক এজেন্সি আপনার জন্য গাইডসহ জিপ গাড়ির ব্যবস্থা করে দেবে। এতে খরচ কিছুটা বেশি হলেও সুবিধা বেশি।

খরচ বিবরণ:

পাকিস্তানে থাকা-খাওয়া ও অভ্যন্তরীণ যাতায়াত খরচ বাংলাদেশের মতো বা তার চেয়ে কম হতে পারে। তবে মূল খরচ হবে বিমান ভাড়া। অনুমান করা খরচ:

• ভিসা: ফ্রি
• ঢাকা-লাহোর বিমান ভাড়া: ৫৫ হাজার থেকে ১ লাখ টাকা
• লাহোর-ইসলামাবাদ বাস ভাড়া: প্রায় ২/৩ হাজার টাকা
• ১৫-২০ দিন অবস্থানের জন্য আনুমানিক খরচ: ১৫-২৫ হাজার টাকা (হোটেল, খাবার, যাতায়াত ও ঘোরাঘুরি)

ভ্রমণস্থল:

নর্থ পাকিস্তানে পর্যটন স্থানের অভাব নেই। কয়েকটি আকর্ষণীয় স্থানের মধ্যে:

1. সোয়াত: কামরাট ভ্যালি, কালাম ভ্যালি, মহোদন্ড লেক
2. হুনজা: হুনজা ভ্যালি, আতাবাদ লেক, বালতিত ফোর্ট
3. স্কার্দু: সার্ফারাঙ্গা কোল্ড ডেজার্ট, কাচুরা লেক
4. আজাদ কাশ্মীর: মুজাফফরাবাদ সিটি, নীলাম ভ্যালী

★থাকা/হোটেল:

সব প্রধান পর্যটন অঞ্চলে আবাসিক হোটেল আছে, বিশেষ করে হুনজা এবং সোয়াতে হোটেলের পরিমাণ বেশি। স্কার্দুতে হোটেল কম। বড় হোটেলের লোকেশন অনলাইনেই পাওয়া যায়। আপনি চাইলে পোর্টেবল তাবু নিয়ে নিরিবিলি স্থানে থাকতে পারেন।

★অতিরিক্ত অভিজ্ঞতা:

• কারাকোরাম হাইওয়ে: পৃথিবীর সবচেয়ে সুন্দর সড়কগুলোর মধ্যে অন্যতম।
• বাবুসর পাস: বিশ্বের সবচেয়ে উঁচু সড়ক, যেখানে মেঘও আপনার নিচে দিয়ে বইবে।

সুইজারল্যান্ডের মতো জায়গা ঘোরার খরচের তুলনায় পাকিস্তান ট্যুর অনেক সস্তা।

ধন্যবাদ সবাইকে, আশাকরি এই নির্দেশনা আপনার ট্যুরকে আরো সহজ ও আনন্দময় করে তুলবে।

আরও বিস্তারিত জানতে.... CTATN Circle Tour & Travels, Naogaon.

কক্সবাজার আগমন ইচ্ছুক সম্মানিত পর্যটকগনের প্রতি কিছু পরামর্শ ।১. বাস থেকে নামার পর নিজেদের ইচ্ছামত অটোতে উঠবেন, অবশ্যই গ...
24/05/2024

কক্সবাজার আগমন ইচ্ছুক সম্মানিত পর্যটকগনের প্রতি কিছু পরামর্শ ।
১. বাস থেকে নামার পর নিজেদের ইচ্ছামত অটোতে উঠবেন, অবশ্যই গন্তব্যস্থল উল্লেখ করে ভাড়া ঠিক করে উঠবেন।
২. সম্ভব হলে আগেই হোটেল বুকিং দিয়ে যাবেন। তবে বুকিং দেবার আগে ভাড়া ঠিক করে নেবেন। যারা কক্সবাজার এসে হোটেল ঠিক করতে চান তারা অবশ্যই অটো চালকের কথায় কোন হোটেলে যাবেন না। নিজেরা যাচাই করে, রুম দেখে ভাড়া ঠিক করে হোটেলে উঠবেন।
৩. হোটেলে উঠার সময় অবশ্যই এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধন কার্ড সাথে আনবেন এবং হোটেলে কপি জমা দেবেন।
৪. বিচে নামার সময় মূল্যবান জিনিসপত্র হোটেলে রেখে আসাই উত্তম।
৫. কিটকটে বসে কোন ম্যাসেজ বয় কে দিয়ে ম্যাসেজ করাবেন না, ম্যাসেজ বয় দেখলে কিটকটের দায়িত্বে থাকা কর্মিকে সরিয়ে দিতে বলবেন অথবা ট্যুরিস্ট পুলিশকে জানাবেন। ( ম্যাসেজের আড়ালে তারা আপনার মোবাইল, মানিব্যাগ নিয়ে যেতে পারে), ট্যুরিস্ট পুলিশ ম্যাসেজ বয়দের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে।
৬. কোন ভিক্ষুক, তৃতীয় লিঙ্গের মানুষ বিরক্ত করলে ট্যুরিস্ট পুলিশকে অবহিত করুন।
৭. বিচ থেকে ভ্রাম্যমাণ হকার উচ্ছেদে অভিযান পরিচালনা করা হচ্ছে। শীঘ্রই ভ্রাম্যমাণ হকার মুক্ত করা হবে। আপনারা ভ্রাম্যমাণ হকার থেকে কেনাকাটা থেকে বিরত থাকুন।
৮. ফটোগ্রাফার থেকে ছবি তোলার ক্ষেত্রে আগে থেকেই দরদাম ঠিক করে নিতে হবে। সম্ভব হলে তার লাইসেন্স আছে কিনা সেটা যাচাই করে নিবেন এবং মোবাইল নাম্বার ও ফটোগ্রাফারের ছবি তুলে রাখবেন।
৯. বিচবাইক, ওয়াটার বাইকে চড়ার ক্ষেত্রে তাদের রেইট নির্ধারণ করে দেয়া আছে, যাচাই করে, দাম ঠিক করে উঠবেন।
১০. পানিতে নামার ক্ষেত্রে যেখানে লাইফ গার্ড রয়েছে তার আশেপাশে নামার চেষ্টা করবেন।
১১. কোন ধরনের হয়রানি হবার সম্ভাবনা হলে ট্যুরিস্ট পুলিশের সহায়তা নিবেন।
১২. হোটেলে খাবার গ্রহণের ক্ষেত্রে মূল্য তালিকা দেখে নিবেন।
১৩. স্ট্রিট ফুড খাওয়ার ক্ষেত্রে নিরুৎসাহিত করা হচ্ছে।
১৪. কক্সবাজার বীচ এলাকা ও এর আশপাশ নিরাপদ তবে সন্ধ্যার পর ঝাউবন ও অন্ধকারাচ্ছন্ন এলাকায় না যাওয়ায় উত্তম।
১৫. জোয়ার-ভাটার সময় দেখে নিন। ভাটার সময় পানিতে নামবেন না। লাল পতাকা দেখলে বীচে গোসল পরিহার করুন।
১৬. যে কোন আইনী সহায়তা ও হয়রানি প্রতিরোধে যোগাযোগ করুন ডিউটি অফিসার ০১৩২০১৫৯০৮৭, এএসপি ০১৩২০১৫৯২০৯, অতিরিক্ত পুলিশ সুপার ০১৩২০১৫৯০৩৫
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন ২৪/৭ পর্যটকদের নিরাপত্তা ও সেবায় কাজ করে যাচ্ছে। আপনাদের সবার সহযোগিতায় একান্তই কাম্য।

সিজনের সময় এমনটিই হয়। আপনার ভ্রমণ যেন বিরক্তিকর অভিজ্ঞতায় পতিত না হয়। আগে ভাগে পরিকল্পনা করুন। পাশে আছি আমরা। আপনার ভ্রম...
26/04/2024

সিজনের সময় এমনটিই হয়। আপনার ভ্রমণ যেন বিরক্তিকর অভিজ্ঞতায় পতিত না হয়। আগে ভাগে পরিকল্পনা করুন। পাশে আছি আমরা।
আপনার ভ্রমণ নিরাপদ ও আনন্দময় করতে Circle Tour & Travels, Naogaon. CTATN থাকতে চাই আপনজন হয়ে।

19/03/2024

আগামী পহেলা মে ২০২৪ শীত পরবর্তী এই দারুণ সময়ে সাধ্যের মধ্যে চলুন ঘুরে আসি বাংলাদেশের অন্যতম সৌন্দর্য বান্দরবান-কক্সবাজার থেকে।

জনপ্রতি মাত্র ৭৮০০ টাকায় ৫ রাত ৪ দিনের প্রিমিয়াম ট্যুর প্যাকেজে পরিবার পরিজন ও বন্ধু বান্ধবদের সাথে ঘুরে আসুন অপার সৌন্দর্যের বান্দরবান-কক্সবাজার Circle Tour & Travels Naogaon এর সাথে।

স্পেশাল ফিচার :
👉 প্রয়োজনে প্রাথমিক চিকিৎসার যাবতীয় ওষুধ ফ্রী
🏠 রিসোর্ট : দি হোটেল আলম কক্সবাজার। বান্দরবান হোটেল স্কাই ব্লু।
🍛 ১২ বেলা খাবার।
❇️ ভ্রমণের তারিখঃ পহেলা মে বিকাল ৩.০০ টার সময়।
💠 প্রিমিয়াম প্যাকেজ মুল্যঃ
👉 জনপ্রতি = ৭৮০০ টাকা ( এক রুমে ৪ জন )
👉 কাপল জনপ্রতি = ৮,৫০০ টাকা (এক রুমে ২জন )
👉 শিশুদের ক্ষেত্রে ০-৪ বছর ফ্রি এবং ৪ বছরের উর্দ্ধে আলোচনা সাপেক্ষে।
👉 নারী ও শিশুবান্ধব ট্যুর‼️
👉 কোন প্রকার হিডেন চার্জ নেই‼️
✅ কনফার্মেশন সিস্টেম : বুকিং মানি ৩০০০ টাকা। বিকাশ অথবা নগদে প্রেরণের ক্ষেত্রে চার্জসহ ৩০৬০ টাকা।
💠 যে কোন জিজ্ঞাসা এবং বুকিং দিতে যোগাযোগ করুনঃ
👉 রানা- +8801737625441, ( বিকাশ/নগদ )
রনক- +8801738421711 ( বিকাশ/নগদ )

বুকিং মানি অফেরতযোগ্য। ‼️
❌ প্যাকেজে যা থাকবে নাঃ
👉 প্যাকেজে উল্লেখ নেই এমন কিছু ‼️
👉 হাইওয়ে হোটেল বিরতিতে খাবার‼️
👉 লোকাল ট্রান্সপোর্ট খরচ ‼️
👉

✳️ ভ্রমণ বিস্তারিতঃ
👉 #ভ্রমণ_বিস্তারিতঃ-- ৪ দিন ৫ রাতের ট্যুর।
পহেলা মে ২০২৪ রোজ বুধবার দুপুর ৩ টার সময় তাজের মোড় থেকে আমরা নন এসি বাস যোগে বান্দরবানের উদ্দ্যেশ্যে রওনা হবো। ইনশাল্লাহ সকাল ৭ টার মধ্যে বান্দরবান পৌছে যাবো। সকালে বান্দরবনে সকালের নাস্তা করে নিব, তারপর আমাদের নির্দিষ্ট হোটেলে যাবো। সেখান ফ্রেশ হয়ে আমরা যে যার মতো হোটেলে রেস্ট নিব। তারপর দুপুরের খাবার খেয়ে ৩ টার সময় দলবদ্ধভাবে বান্দরবানের বিভিন্ন স্থানে ঘুরে বেড়াবো এবং রাতের খাবার শেষ করে নির্দিষ্ট হোটেলে রাত্রি যাপন করব। পরের দিন অর্থাৎ ০৩/০৫/২৪ তারিখ সকালের নাস্তা করে সকাল আটটার সময় আমরা দলবদ্ধ হয়ে নীলগিরির উদ্দেশ্যে রওনা দিব। নীলগিরি চৌম্বক পাহাড় সহ বেশকিছু সাইট সিন শেষ করে আমাদের নির্দিষ্ট হোটেলে পাঁচটার সময় প্রবেশ করব। তারপরে আমাদের বাসে করে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হব। দ্বিতীয় রাত আমরা কক্সবাজার নির্দিষ্ট হোটেলে রাত্রে যাপন করব। কক্সবাজারের সকালের নাস্তা সেরে আমরা সমুদ্র স্নান করবো। তারপর আমরা দুপুরের খাবার শেষ করে বিকেল তিনটাই হিমছড়ির ইনানী উদ্দেশ্যে রওনা হব। সেখানে আমরা ঝরনা সহ পাহাড়ে উঠে সূর্যাস্ত দেখব। তারপর আমরা রাতের খাবার শেষ করে নির্দিষ্ট হোটেলে রাত্রে যাপন করব। সকালের নাস্তা শেষ করে আমরা মহেশখালীর উদ্দেশ্যে রওনা হব। মহেশখালীর বেশ কিছু স্থান দর্শন করে দুইটার মধ্যে আমরা হোটেলে চলে আসব। দুপুরের খাবার শেষ করে যে যার মত কেনাকাটা করব। তারপর সন্ধ্যা ছয়টায় কক্সবাজার থেকে নওগাঁর উদ্দেশ্যে রওনা হব কর্ণফুলী টানেল হয়ে পদ্মা সেতু হয়ে নওগাঁ পৌঁছাব ইনশাল্লাহ।
👉
✳️ খাবার মেন্যু:
✔️১ম দিন সকালঃ খিচুরি, ডিম, ভর্তা সালাদ, ইত্যাদি।
✔️ দুপুরঃ ভাত, ডাল, কয়েক রকমের ভর্তা এবং সবজি।
✔️২য় দিন সকালঃ খিচুরি, ডিম, সালাদ, চাটনি ইত্যাদি।
✔️দুপুরঃ ভাত, হাঁসের কালাভূনা/দেশি মুরগী, ডাল, কয়েক রকমের ভর্তা এবং সবজি।
✔️রাতঃ ভাত, চিংরী মাছ ডাল, কয়েক রকমের ভর্তা এবং সবজি।
৩য় ও ৪থৃ দিনের খাবার একই ভাবে পরিবেশন করা হবে।
👉 ছেলে, মেয়ে, কাপল, ফ্যামিলিসহ সকল ধরণের মানুষ অংশগ্রহণ করতে পারবেন আমাদের এই ট্যুরে। [ দক্ষ ছেলে ও মেয়ে গাইড থাকবে ]
👉 বুকিং অনুসারে আসন বিন্যাস হবে।
👉 ট্যুরে যেকোন প্রকার মাদক গ্রহন ও বহন করা সম্পূর্ণ নিষেধ। মাদকাসক্ত ব্যক্তি কিংবা মাদকদ্রব্য সহ ট্যুরে কেউ দৃষ্টিগোচর হলে তৎক্ষনাৎ তাকে ট্যুর গ্রুপ থেকে বাদ দেয়া হবে। এই ব্যপারে কোন নমনীয়তা নেই।
👉 প্রাকৃতিক দূর্যোগ, রাজনৈতিক অবস্থা কিংবা যেকোন অবস্থার পরিপ্রেক্ষিতে ট্যুর স্থগিত কিংবা পেছানোর সিদ্ধান্ত কেবল সার্কেল ট্যুর এন্ড ট্রাভেলস কর্তৃপক্ষের হাতে। রাজনৈতিক পরিস্থিতির কারণে ট্যুর পেছানো হলে কেবল মাত্র সেক্ষেত্রে বুকিং মানি রিফান্ড যোগ্য।
👉 যেকোনো ধরনের দূর্ঘটনা ও অনাঙ্ক্ষিত ঘটনা সম্পূর্ণ দৈবঘটনা। এ ব্যপারে কর্তৃপক্ষ থেকে কোন প্রকার জরিমানা বা ক্ষতিপূরণ চাওয়া যাবে না।
ভ্রমণ আড্ডা ও যেকোনো মতামত পরামর্শে যুক্ত হতে চাইলে আমাদের গ্রুপে জয়েন করুন- https://t.me/+ASffLkl61zVlMjA1
🏪 আমাদের প্রধান অফিস : নওগাঁ সদর, নওগাঁ।

18/03/2024
৪৫ জন ভ্রমণ পিপাসুদের নিয়ে আমাদের ৪ রাত ৫ দিনের কক্সবাজার - কর্ণফুলী টানেল - মাওয়া ফেরিঘাট - লালন শাহ মাজার ট্রুর সফলভাব...
25/02/2024

৪৫ জন ভ্রমণ পিপাসুদের নিয়ে আমাদের ৪ রাত ৫ দিনের কক্সবাজার - কর্ণফুলী টানেল - মাওয়া ফেরিঘাট - লালন শাহ মাজার ট্রুর সফলভাবে শেষ করলাম

08/02/2024

০৮/০২/২০২৪
আনন্দ ভ্রমণ নওগাঁ থেকে কক্সবাজার.....

16/01/2024

চলো ঘুরে আসি কক্সবাজার থেকে। কক্সবাজার ভ্রমনের জন্য সীট বুকিং চলছে। তাই দেরি না করে আজই সীট বুকিং করুন।

আগামী ০৮ ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার Circle Tour & Travels Naogaon এর আয়োজনে সল্প খরচে ৪রাত ৪ দিনবাপী কক্সবাজার ভ্রমণের সুযোগ করেছে। নারী ট্রাভেলগন আমাদের সাথে নিঃসংকোচে ভ্রমণ করতে পারবেন এবং কাপলদের জন্য রয়েছে বিশেষ সুব্যবস্থা। আপনাদের নিরাপত্তায় আমরা বদ্ধপরিকর।

>>>মাত্র ৬৫০০ টাকায় ২ রাত ৩ দিন (যাওয়া-আসা ব্যতীত) কক্সবাজার সহ কক্সবাজারের বিভিন্ন দর্শনীয় স্থানে Circle Tour & Travels Naogaon এর সাথে ঘুরে আসুন।

>>>নারী ট্রাভেলগন আমাদের সাথে নিঃসংকোচে ভ্রমণ করতে পারবেন এবং কাপলদের জন্য রয়েছে বিশেষ সুব্যবস্থা। আপনাদের নিরাপত্তায় আমরা বদ্ধপরিকর।
>>> যে সকল স্থান দেখার সুযোগ পাবেন
-কক্সবাজার সমুদ্র সৈকতের (সুগন্ধা, লাবনী ও কলাতলী) বিচ, মহেশখালী দ্বীপ, ইনানী সমুদ্র সৈকত, হিমছড়ি পাহাড় সহ আরও দর্শনীয় স্থান।

*খরচ মাত্র ৬,৫০০/-
*বুকিং বাবদ- ৩০০০/- (যা অফেরতযোগ্য)
*বুক করার শেষ তারিখ ২৫-০১-২০২৪
*আসন সংখ্যা - ৪০ জন।
#যারা আগে বুকিং করবেন তাদের আসন ই কেবল কনফার্ম হবে (মৌখিক কনফার্মেশন কোনোভাবেই গ্রহনযোগ্য হবে না)

>>>>>>>>ভ্রমণে যা যা থাকছে

31/12/2023

পরন্ত বিকেলে বছরের শেষ দিনে ছোট যমুনার পাড়ে গ্রামীণ পরিবেশে❤️❤️❤️

Address

Hat Naogaon

Alerts

Be the first to know and let us send you an email when Circle Tour & Travels, Naogaon. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category