26/08/2022
একটি মনোবিজ্ঞান টেস্ট ।
এই ছবিটা ভালো করে লক্ষ্য করুন । ছবিতে কি দেখেতে পাচ্ছেন । আগে ছবি তে কি আছে তা ঠিক করে নিন , এরপর বর্ণনা পরুন ।
বর্ণনা - মনোবিজ্ঞানী গন এই ছবি টা দীর্ঘ গবেষণার পর তৈরি করতে পেরেছে । তাদের মতে " যে সকল দর্শক ১০ সেকেন্ড এর মধ্যে বলতে পারবে যে ওই ছবি তে ৯ টি ডলফিন আছে , তাদের মন নষ্পাপ / পরিছন্ন , আর যে সকল দর্শক ছবি তেএকটি মেয়ে ও ছেলে নৃত্য ভঙ্গি দেখতে পায় , তাদের মন একটু হলেও কুলসিত " ।
বর্ণনা পরে মন খারাপ বা রাগ করার কিছু নাই । বিজ্ঞানী গন এই পরীক্ষা চালিয়েছেন ২ থেকে ৫ বছরের শিশু এবং প্রাপ্ত বয়স্ক ছেলে মেয়েদের মাঝে । শিশু রা গড়ে মাত্র ৫ sec এ বলেছে ছবি তে ৯ টি ডলফিন আছে , আর বয়স্ক রা কি বলেছে টা তো বোঝাই যায় । যাই হোক , শিশু রা সাধারনত এই রকম এর দৃশ্য দেখে অ্যস্ত নয় এবং তারা বিপরীত লিঙ্গের আকর্ষণ ও অনুভব করে না তাই তারা খুব সহজেই ৯ টি ডলফিন দেখতে পায় ।
আমি নিজেই নাচ এর ৃশ্য মনে করে ছিলাম । ছবির ব্যাপারে সব কিছু জানার পর ১২ sec এ বুজেছিলাম ডলফিন আছে , ১৯ sec এ ৯ টি ডলফিন দেখতে সক্ষম হয়ে ছিলাম । মনটা হয়তো অনেক বাজে হয়ে গেছে , তাই বলে শেষ হয়ে যায় নাই ।চেষ্টা করছি নিজের জানা বা অজনা অবস্তায় মনে জত ময়লা জমেছে সব ধুয়ে মুছে পরিস্কার করতে । ©