Orchid tours & travel

Orchid tours & travel Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Orchid tours & travel, Travel Agency, Ishurdi.

orchid is a full service agency and sells standard travel agency goods and service,including airfare and travel packages.The value added of or orchid offering is its knowledge and expertise, competitive rates, and specialty focus on adventure travel.

14/06/2025

বিদেশে প্রথম বছরের ৭টি বাস্তব সত্য — যা কেউ আগে বলে না!

এই পোস্ট তাদের জন্য, যারা পাসপোর্টে সিল পড়ার পরও দ্বিধায় ভোগে।
যারা ভাবে, “আমি পারবো তো?”
যারা চোখে স্বপ্ন নিয়ে আসে, কিন্তু বাস্তবতা দেখে অনেকসময় হতাশ হয়ে পড়ে।

১. প্রথম কয়েকমাস – আপনি ভাঙবেন।

নতুন ভাষা, নতুন পরিবেশ, একা থাকা—সব কিছুই কাঁধে ভর দেয়।
রুমে ঢুকে ফোন হাতে নেবেন, আম্মুর নাম্বার দেখে চুপ করে বসে থাকবেন।
কিন্তু এটাই শুরু…
ভাঙাটাই গড়ার প্রথম ধাপ।

২. কেউ বলবে না, “তুমি পারবা”— তবুও আপনাকেই পারতে হবে।

বিদেশে সবাই ব্যস্ত।
কেউ এসে বলবে না “চলো, আমরা একসাথে চলি।”
আপনাকে নিজের ছায়া হয়ে নিজের পাশে দাঁড়াতে হবে।

৩. আপনি কাজ শিখবেন, কিন্তু তার চেয়েও বেশি শিখবেন বিনয়।

হয়তো আপনি ছিলেন ক্লাসের ফার্স্ট বয়,
কিন্তু এখানে প্রথম কাজ হয়তো বাথরুম পরিষ্কার।
কিন্তু বিশ্বাস করুন, এই অভিজ্ঞতা আপনাকে অভিজাত করে তুলবে—মনের দিক থেকে।

৪. টাকার হিসাব আপনি ক্যালকুলেটর ছাড়াই মুখস্থ শিখে ফেলবেন।

কারণ ১টা ভুল হিসাব মানে একদিন না খেয়ে থাকা।
বাংলাদেশে হয়তো মাসে ৫০০ টাকা উড়ালেও মনে হতো না,
এখানে ৫ ডলার হিসাব করেও দম বন্ধ লাগে।

৫. আপনি বুঝবেন— “ঘুম” আর “আলসেমি” আসলে বিলাসিতা।

প্রথম কয়েকমাস এমন হবে—
ঘুমিয়েছেন ৩ ঘণ্টা,
দুইটা কাজ করছেন,
তারপরও মনে হবে, "আরেকটু চালাতে হবে নিজেকে।"

৬. আপনি সবচেয়ে বেশি কৃতজ্ঞ হবেন ছোট ছোট জিনিসের জন্য।

এক কাপ হালকা গরম চা,
একটা কল আসা দেশে থাকা কারো কাছ থেকে,
রুমে কারো একটা হাসিমাখা কথা—
সবকিছু হিরার মতো দামী লাগবে।

৭. আপনি বদলাবেন, কিন্তু আপনার ভেতরের আগুনটা আরও জ্বলবে।

কেউ হয়তো বলবে, "তুই অনেক চেঞ্জড!"
আপনি হাসবেন। কারণ আপনি জানেন, আপনার ভেতরের যুদ্ধগুলো কেউ জানে না।

এই প্রথম বছরটাই আসল।
এই এক বছর যদি কাটিয়ে দিতে পারেন—
আপনি শুধু প্রবাসী না, আপনি একজন বেঁচে থাকা যোদ্ধা
Orchid tours & travel agency

11/06/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

লাগামটা ধরেছি ঠিক কিন্তু রেচ টা তোর সাথে নারে পাগলা
12/06/2024

লাগামটা ধরেছি ঠিক কিন্তু রেচ টা তোর সাথে নারে পাগলা

08/03/2024

Korea dream

12/08/2022

দক্ষিণ কোরিয়া কর্মী নিয়োগের লক্ষ্যে কোরীয় ভাষা পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইন নিবন্ধন এ মাসে শুরু হবে। এবার বিশেষ পদ্ধতিতে কোরীয় ভাষা পারদর্শী নয় হাজার প্রার্থী সুযোগ পাবেন, তাদের পরীক্ষা সেপ্টেম্বর শুরু হবে। আর লটারি পদ্ধতিতে পনেরো হাজার সুযোগ পাবেন, তাদের পরীক্ষা ২০২৩ শুরু হবে। উক্ত কার্যক্রমের প্রস্তুতি চলছে, প্রস্তুতি সম্পন্নশেষে এ সংক্রান্ত বিজ্ঞাপন এ পেইজে প্রচার করা হবে। সংশ্লিষ্ট সকলকে প্রস্তুত থাকার পরামর্শ দেয়া হলো।

11/08/2022
শুভ হোক তোমার যাত্রা
17/06/2022

শুভ হোক তোমার যাত্রা

ডুবাই ভিজিট ভিসা এক সপ্তাহে ফ্লাইট ১০০%
16/06/2022

ডুবাই ভিজিট ভিসা এক সপ্তাহে ফ্লাইট ১০০%

যোগাযোগ ০১৭৩৬-১৪৭৪৪৭
14/06/2022

যোগাযোগ ০১৭৩৬-১৪৭৪৪৭

Address

Ishurdi

Telephone

01913162626

Website

Alerts

Be the first to know and let us send you an email when Orchid tours & travel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Orchid tours & travel:

Share

Category