
29/12/2023
ইবলিস) (আরবি: إبليس, বহুবচন: ابالسة ʾAbālisa) বা শয়তান (আরবি: شيطان, বহুবচন: شياطين Shayāṭīn) (ইংরেজি: Iblis or, Ebles)। ইবলিশ শব্দের অর্থ চরম হতাশ। কুরআন অনুযায়ী, আল্লাহ "ধোঁয়াহীন আগুন থেকে বা আগুনের বিশুদ্ধ শিখা" থেকে জিনদের তৈরি করেছেন এবং মানুষকে মৃত্তিকা[১] দ্বারা তৈরি করেছেন। ইবলিশ প্রচন্ড যেদি ছাড়াও, ইবলিসের প্রাথমিক বৈশিষ্ট্য যে, তিনি পুরুষ, নারী, এবং জিনদের হৃদয়ের মধ্যে ভালো-মন্দের পার্থক্য বুঝার পরামর্শ দিয়ে থাকেন। এছাড়া তিনি আল্লাহ তাআ'লার নির্দেশ মতো কাজ করছেন