Hajre Aswad Travels International

Hajre Aswad Travels International হজ্জ্ব ও ওমরাহ্ সার্ভিস ।
Hajj & Umrah Service’s

ربِّ اجعَل هَذا البَلَدَ آمِناً
24/06/2025

ربِّ اجعَل هَذا البَلَدَ آمِناً

30/03/2025
01/03/2025

জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সিদ্ধান্ত-
বাংলাদেশের আকাশে আজ পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে।২ মার্চ রবিবার থেকে পবিত্র রমজান মাস গণনা শুরু,
২৭ মার্চ বৃহস্পতিবার দিবাগত রাতে পবিত্র শবে কদর পালিত হবে।

আলহামদুলিল্লাহ ২০২৫ সালের হজ্বের জন্য ১লক্ষ টাকা কমেছে।সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি যারা হজ্জ্বের খরচ কমেছে বলে খুশি হচ্...
31/10/2024

আলহামদুলিল্লাহ
২০২৫ সালের হজ্বের জন্য ১লক্ষ টাকা কমেছে।

সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি যারা হজ্জ্বের খরচ কমেছে বলে খুশি হচ্ছেন তারা ওখানে যাওয়ার পর ৩-৪ কিলোমিটার দূর হতে সময়মত ক্বাবা ঘরে এসে জামাতে নামাজ আদায় করতে না পারলে তখন তারা বুঝবেন হোটেল দূরে হওয়ার অসুবিধা।
যারা আল্লাহর ঘরে অন্তত একবার গিয়েছেন তারা বুঝবেন কাঁছাকাছি হোটেল হলে ইবাদত করা কত সহজ হয় আর দূরে হলে কত কষ্ট হয়।
যারা হজ্জ বা ওমরাহতে যাবেন তারা টাকার হিসেব না করে কাছাকাছি হোটেল নেওয়ার চিন্তাটা আগে করবেন।
তাহলে ইবাদত করে শান্তি পাবেন।

বিশেষ দ্রষ্টব্য: যারা এ বছর হজ্জের খরচ কম হয়েছে শুনে খুশি হয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি সম্মানিত হাজী সাহেব আপনারা নিম্নোক্ত বিষয়গুলোকে অবগত হয়ে সিদ্ধান্ত নিবেন কোন প্যাকেজে কত টাকা খরচ করে যাবেন।

👉 মক্কা থেকে ৩ কি:মি দূরে থাকতে হবে।
👉 কুরবানীর জন্য ২৪/২৫ হাজার টাকা অথবা সমপরিমাণ ৭৫০ রিয়াল সাথে নিয়ে যেতে হবে।
👉 খাওয়ার জন্য ৪০ হাজার টাকা সাথে বাড়তি নিয়ে যেতে হবে।

আলহামদুলিল্লাহ,, ২০২৫ সালে পবিত্র হজ্জব্রত পালন করার জন্য যারা প্রস্তুত হচ্ছেন তাদের জন্য প্রাক নিবন্ধন চলমান রয়েছে। এখন...
16/08/2024

আলহামদুলিল্লাহ,,
২০২৫ সালে পবিত্র হজ্জব্রত পালন করার জন্য যারা
প্রস্তুত হচ্ছেন তাদের জন্য প্রাক নিবন্ধন চলমান রয়েছে। এখনো যারা প্রাক নিবন্ধন করেন নাই
সে সকল আল্লাহর মেহমান হাজীগণ দ্রুতসম্ভব নিবন্ধন করুন। আশা করা যাচ্ছে এ বছর সরকার ঘোষিত প্যাকেজ অনেকাংশ কম হওয়ার সম্ভাবনা।
এজন্য অনেক হাজী ফরজ ইবাদত পালন করার জন্য প্রাক নিবন্ধন করতেছেন।
কিন্তু এ বছর ২০২৫ সালে সরকার কতৃক ঘোষণা
১ লক্ষ ২৭ হাজারের বেশি হাজী হজ্জে যেতে পারবেন না। তাই ২০২৫ সালে হজ্জে যেতে চাইলে দ্রুতসম্ভব আপনার প্রাক নিবন্ধনটি সম্পন্ন করুন।

উল্লেখ্য গত ১৫/০৮/২০২৪ তারিখে ১৫ জন আল্লাহর মনোনীত মেহমানদেরকে দিয়ে প্রাক নিবন্ধন শুরু করলাম।

* প্রাক নিবন্ধনের জন্য প্রয়োজন:

# আপনার NID কার্ড।
# ১ কপি পাসপোর্ট সাইজ ছবি।
# মোবাইল নাম্বার।
# রেজিস্ট্রেশন ফি ৩০,০০০/টাকা।

* আমাদের ২০২৫ হজ্জ প্যাকেজ:

# ইকোনমি প্যাকেজ (সরকার ঘোষিত বি প্যাকেজ)
# স্ট্যান্ডার্ড প্যাকেজ (সরকার ঘোষিত এ প্যাকেজ)
# কম সময় (সংক্ষিপ্ত) প্যাকেজ।

বিস্তারিত জানতে যোগাযোগ করুন:
আব্দুল মুহিত ফয়সাল
হজরে্ আসওয়াদ ট্রাভেলস ইন্টারন্যাশনাল।
☎️ +8801711-378178, +8801611378178

22/06/2024

অপ্রিয় হলেও সত্য
সউদি রাজবংশের অনেক সমস্যা থাকলেও সবসময় একটা সুনাম ছিলো যে হাজ্বীদের হজ্ব করতে তারা মোটামুটি ভালো সুবিধার বন্দোবস্ত করতো। কিন্তু এই বছর সেইটা একেবারে তাল-মাতাল অবস্থা। ক্যা'সি'নো, বা'র এবং টুরিজমের সুযোগ সুবিধার বন্দোবস্ত করতে গিয়ে সৌদি যুবরাজ এমবিএস ওরফে করাত হুজুর এইবার হজ্বের দিকে বেশি একটা খেয়াল দিতে পারেন নাই। আগে কোনদিন শোনা যায়নাই হজ্ব করতে গিয়ে পানির কষ্টে হাজীদের হিটস্ট্রোকের ঝুকিতে পড়তে হয়েছে। হজ্বের সময় মীনা, আরাফাহ, মুজদালিফায় সকল জায়গায় রাস্তাঘাটে এতো পানি বিতরণ হইতো যে পানির কথা কাউকে ভাবতেই হতো না।
এইবার দেখা গেল এর উল্টো চিত্র মনে হয়েছে কারবালা চলিতেছে। পানির পিপাসায় ও গরমে মানুষজন অজ্ঞান হয়ে যাচ্ছে।
হজ্বের সময় ওখানে পানি পাওয়া যাবে না এইটা এক সময় বললে ঘোড়ায়ও হাসতো।
এতো বেশি পানির বোতল সবজায়গায় থাকতো যে মানুষজন অর্ধেক বোতল ফেলে দিতো। আর অপচয় দেখে খারাপ লাগতো তখন। আর এবার পানির কষ্টে হাহাকার শুনে খারাপ লেগেছে।

যাইহোক পরবর্তী বছর সৌদি হারামাইন কর্তৃপক্ষ হাজীদের সার্ভিসের বিষয়টা নজরে রাখবে।

18/06/2024

আলহামদুলিল্লাহ,,
আজ ১৪৪৫/২০২৪ এর হজ্বের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো জামারাতে শয়তানকে পাথর মারার মধ্য দিয়ে। হে আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আপনি সকল হাজ্বীগণের হজ্বকে কবুল করুন।

Address

Barandi Mollapara Dhaka Road Mor Jessore
Jessore
7400

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801711378178

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hajre Aswad Travels International posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hajre Aswad Travels International:

Share