17/01/2024
#যারা_প্রথমবার_ওমরাহ_করতে_যাবেন_তাদের_জন্য_ছোট্ট_নাসিহা!
যারা প্রথমবারের মত ওমরাহ করতে যাবেন, তাদের কাছে একটি ছোট অনুরোধ। আপনার শুধু টাকা থাকলেই, জাম্প করে ওমরাহতে চলে যেয়েন না। যাওয়ার আগে নীচের কাজগুলো করুনঃ
১। নিজেকে প্রশ্ন করুনঃ কেন আপনি ওমরাহ করতে যেতে চান?
২। ওমরাহ কি? জানুন।
৩। হারাম শরীফ (ক্বাবা ঘর) এর ব্যাপারে জানুন।
৪। তাওয়াফ করার উদ্দ্যেশ্য কি?
৫। কেন সা-ঈ করা হয়? কি হয়েছিলো এখানে?
৬। ক্বাবা ঘর এবং ওমরাহের সকল এক্টিভিটিসের হিস্ট্রী জানুন।
৭। কেন "হাজরে আসওয়াদে" চুমু খাবেন?
৮। মদিনার ব্যাপারে জানুন।
৯। নবীজির (সাঃ) রওজার ব্যাপারে জানুন।
১০। সেখানকার আদবের ব্যাপারে জানুন।
১১। দুই হারামশরীফের (মক্কা ও মদীনা) ব্যাপারে ভালোভাবে ধারণা নিয়ে নিন।
১২। হারামশরীফে আমল করলে কতটা নেকি/সাওয়াব পাওয়া যায়, সে ব্যাপারে জানুন।
আপনি যদি কোন কিছু না জেনেই ওমরাহ/হাজ্জ করতে চলে যান, তাহলে এমন সম্ভাবনা আছে যে, আপনার শুধু সেখানে যাওয়া-আসা-ই হবে। মনে হবে এখানে কেন এলাম? কেন মানুষ এই কালো ঘরটিকে (ক্বাবা) চক্কর দিচ্ছে? আপনার কাছে এগুলো মিনিংফুল মনে হবে না।
এভাবে চিন্তা করুন, আপনি যখন ফ্যামিলি বা বন্ধুবান্ধবদের সাথে নতুন কোথাও ঘুরতে যান, হোক সেটা দেশের ভেতর বা দেশের বাহিরে, আপনি কিন্তু অনলাইনে সেখানে কি কি দেখার আছে, কোথায় কি করা যায়, কিভাবে করা যায়, এসব ব্যাপারে অনেক ধারণা নেন।
তাহলে কেন ওমরাহ/হাজ্জ করতে গেলে, কিছু না জেনেই চলে যাবেন? সম্ভব হলে ❝নবীজির (সাঃ) সীরাত/জীবনী❞ পড়ে নিবেন যাওয়ার আগে।
অনেক বছর আগে আমার পরিচিত এক ভাই হঠাত করেই পরিবার নিয়ে ওমরাহ করতে যান। এবং ফিরে এসে বলেন যে, তিনি ঠিক বুঝতে পারেননি যে, কেন মানুষ এই কালো ঘরটিকে (ক্বাবা ঘর) চক্কর (তাওয়াফ) দেয়। আফসোস!