27/02/2023
Dhaka To Kolkata 👊
Day - 1
▶️ Dhaka - Benapole - Dhaka
Cost - 1500৳
Travel tex - 500৳
Port Fee - 52৳
তারপর বর্ডার ক্রস করে, অটোতে করে [বনগাঁ রেলস্টেশনে], আর সেখান থেকে ট্রেনে [দমদম রেলস্টেশনে ]।
দমদম রেলস্টেশনের সাথেই মেট্রো চলাচল করে, মেট্রোতে করে সোজা [এসপ্লানেড>ধর্মতলা]^
▶️
অটো - ৫০ রুপি
ট্রেন - ১৫ রুপি
মেট্রো - ২০ রুপি
সার্বো মোট = ৮৫ রুপি
তারপর নিউমার্কেট এরিয়াতেই ১২০০ রুপি দিয়ে রুম নিয়ে নেই। আর এই রুমেই ৪ দিন থাকি। দুইজন থাকলে এক রুমে সেহেতু ভাগে ৬০০রুপি পরবে
▶️ খরচ - ৬০০×৪
মোট ২৪০০ রুপি
Day - 2
সকাল সকাল নাস্তা সেড়ে চলে গেলাম ভিক্টোরিয়া মেমোরিয়াল এ। ভাড়া বাচাতে চলে গেলাম মেট্রো স্টেশন এ, সেখান থেকে মেট্রোতে করে 'ময়দান' নামলাম। গুগল ম্যাপ চালু করে পায়ে হেটে ২-৩ মিনিট চলে গেলাম ভিক্টোরিয়া মেমোরিয়াল এ।
তারপর রাতে নিউমার্কেট এরিয়ায় ঘুরাঘুরি 🌚
▶️ মেট্রো - ১০ রুপি
এন্ট্রি টিকেট - ইন্ডিয়ান ৩০/ বাংলাদেশ ১০০ / ইউরোপ ৫০০
মোট - ৪০ রুপি
Day - 3
সারাদিন আশেপাশে ঘুরলাম ফিরলাম রাতে মুভি দেখলাম যেহেতু তাদেরথিয়েটার এক্সপ্রিয়েন্স খুবি ভালো। বাংলাদেশের সিনেপ্লেক্স থেকে ফার বেটার
▶️ মুভি টিকেট - ২৯০ রুপি
Day - 4
দুপুরের দিকে বাসে করে চলে গেলাম হাওড়া। সেখানে থেকে জেঠি ঘাট থেকে লঞ্চে উঠে ফটোশুট করলাম। হাওড়া স্টেশন এ গেলাম ঘুরে দেখলাম সব
▶️ ভাড়া - ৪০ রুপি আসা যাওয়া
লঞ্চ এ পারাপার - ৬+৬= ১২ রুপি
মোট = ৫২ রুপি
অনেক ক্ষেত্রেই মাত্রা ছাড়িয়ে খরচ হতে পারে,, সেগুলো এখানে উল্লেখ করিনি। এখানে জাস্ট ৪ দিন থাকা আর কোথায় কি যাতায়াত উল্লেখ করেেছি
▶️ প্রতিদিন খাবার খরচ ৮০০ রুপি। ৮০০× ৪ = ৩২০০ রুপি
▶️ মোট খরচ ছিলো
বাংলাদেশে - ২০৫২ টাকা
ইন্ডিয়ায় - ৬০৬৭ রুপি
শপিং এর খরচ ব্যাক্তিগত।