Unique Tourbazz.

Unique Tourbazz. It’s a tour suggesting page for you.we provide the best option for your holliday.

08/08/2024

যে দলটা শহীদের র'ক্ত শুকানোর আগেই সমাবেশ করে ! আর যাইহোক সে যে দেশসেবা করতে আসে নাই, সেটা বুঝার জন্য রকেট সাইন্স জানা লাগে নাহ।

14/12/2023
এ বছরের শেষেই চালু হবে ঢাকা-কক্সবাজার সরাসরি ট্রেন। ঢাকা থেকে ভাড়া হবে - ৭০০ টাকা। সময় লাগবে মাত্র ৮ ঘন্টা। চট্টগ্রাম থে...
17/03/2023

এ বছরের শেষেই চালু হবে ঢাকা-কক্সবাজার সরাসরি ট্রেন।
ঢাকা থেকে ভাড়া হবে - ৭০০ টাকা। সময় লাগবে মাত্র ৮ ঘন্টা। চট্টগ্রাম থেকে সময় লাগবে ২.৩০ ঘন্টা।

যাদের বাসে বমি হয়,ক্লান্তি আসে,গন্ধ লাগে এবং যারা ফ্যামিলি নিয়ে ঘুরাঘুরি করেন তাদের জন্য এটা বড়সড় এক সুসংবাদই বটে।

প্রতিদিন ট্রেন চলাচল করবে।এছাড়াও চট্টগ্রাম টু কক্সবাজার বেশ কয়েকটি ট্রেন চলবে। ❤️

pic ©

27/02/2023

Dhaka To Kolkata 👊

Day - 1
▶️ Dhaka - Benapole - Dhaka
Cost - 1500৳
Travel tex - 500৳
Port Fee - 52৳

তারপর বর্ডার ক্রস করে, অটোতে করে [বনগাঁ রেলস্টেশনে], আর সেখান থেকে ট্রেনে [দমদম রেলস্টেশনে ]।
দমদম রেলস্টেশনের সাথেই মেট্রো চলাচল করে, মেট্রোতে করে সোজা [এসপ্লানেড>ধর্মতলা]^

▶️
অটো - ৫০ রুপি
ট্রেন - ১৫ রুপি
মেট্রো - ২০ রুপি

সার্বো মোট = ৮৫ রুপি

তারপর নিউমার্কেট এরিয়াতেই ১২০০ রুপি দিয়ে রুম নিয়ে নেই। আর এই রুমেই ৪ দিন থাকি। দুইজন থাকলে এক রুমে সেহেতু ভাগে ৬০০রুপি পরবে

▶️ খরচ - ৬০০×৪
মোট ২৪০০ রুপি

Day - 2
সকাল সকাল নাস্তা সেড়ে চলে গেলাম ভিক্টোরিয়া মেমোরিয়াল এ। ভাড়া বাচাতে চলে গেলাম মেট্রো স্টেশন এ, সেখান থেকে মেট্রোতে করে 'ময়দান' নামলাম। গুগল ম্যাপ চালু করে পায়ে হেটে ২-৩ মিনিট চলে গেলাম ভিক্টোরিয়া মেমোরিয়াল এ।

তারপর রাতে নিউমার্কেট এরিয়ায় ঘুরাঘুরি 🌚

▶️ মেট্রো - ১০ রুপি
এন্ট্রি টিকেট - ইন্ডিয়ান ৩০/ বাংলাদেশ ১০০ / ইউরোপ ৫০০

মোট - ৪০ রুপি
Day - 3
সারাদিন আশেপাশে ঘুরলাম ফিরলাম রাতে মুভি দেখলাম যেহেতু তাদেরথিয়েটার এক্সপ্রিয়েন্স খুবি ভালো। বাংলাদেশের সিনেপ্লেক্স থেকে ফার বেটার

▶️ মুভি টিকেট - ২৯০ রুপি

Day - 4
দুপুরের দিকে বাসে করে চলে গেলাম হাওড়া। সেখানে থেকে জেঠি ঘাট থেকে লঞ্চে উঠে ফটোশুট করলাম। হাওড়া স্টেশন এ গেলাম ঘুরে দেখলাম সব

▶️ ভাড়া - ৪০ রুপি আসা যাওয়া
লঞ্চ এ পারাপার - ৬+৬= ১২ রুপি
মোট = ৫২ রুপি

অনেক ক্ষেত্রেই মাত্রা ছাড়িয়ে খরচ হতে পারে,, সেগুলো এখানে উল্লেখ করিনি। এখানে জাস্ট ৪ দিন থাকা আর কোথায় কি যাতায়াত উল্লেখ করেেছি

▶️ প্রতিদিন খাবার খরচ ৮০০ রুপি। ৮০০× ৪ = ৩২০০ রুপি

▶️ মোট খরচ ছিলো

বাংলাদেশে - ২০৫২ টাকা
ইন্ডিয়ায় - ৬০৬৭ রুপি
শপিং এর খরচ ব্যাক্তিগত।

17/06/2022
যাত্রা শুরু হল ঢাকা - নিউ জলপাইগুড়ি - ঢাকা ট্রেন মিতালী এক্সপ্রেস এর। সময়সূচী: মিতালী এক্সপ্রেস (ট্রেন নাম্বার ৩১৩১/৩১৩২...
03/06/2022

যাত্রা শুরু হল ঢাকা - নিউ জলপাইগুড়ি - ঢাকা ট্রেন মিতালী এক্সপ্রেস এর।

সময়সূচী: মিতালী এক্সপ্রেস (ট্রেন নাম্বার ৩১৩১/৩১৩২)। পোর্ট ভিসায় উল্লেখ থাকতে হবে: বাই ট্রেন জলপাইগুড়ি।
নিউ জলপাইগুড়ি থেকে ছাড়বে প্রতি রবিবার ও বুধাবার
ঢাকা ক্যান্টমেন্ট থেকে ছাড়বে প্রতি সোমবার ও বৃহস্পতিবার
নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ছাড়বে ভারতীয় সময় সকাল ১১:৪৫ মিনিটে। ঢাকা ক্যান্টমেন্ট পৌছাবে রাত ১০:৩০ মিনিটে।
অপরদিকে ঢাকা ক্যান্টমেন্ট থেকে ছেড়ে যাবে রাত ৯:৫০ মিনিটে আর নিউ জলপাইগুড়ি পৌছাবে সকাল ৭:১৫ মিনিটে।
ভাড়া: মিতালী এক্সপ্রেসে এসি বার্থ/সিট চারটি ও এসি চেয়ার চারটি কম্পার্টমেন্ট থাকবে। ভাড়া নির্ধারণ করা হয়েছে এসি বার্থ ৫,২৫৫ টাকা, এসি সিট ৩,৪২০ টাকা, এসি চেয়ার ২,৭৮০ টাকা। এ ভাড়ার মধ্যে ৫০০ টাকা ট্রাভেল ট্যাক্স অন্তর্ভূক্ত রয়েছে। ১-৫ বছর বয়সী শিশুদের টিকেট ৫০% কম। যাত্রার ৩০ দিন আগ পর্যন্ত টিকেট অগ্রীম কাটা যাবে। একজন যাত্রী বিনা ভাড়ায় সর্বোচ্চ ৩৫ কেজি মালামাল বহন করতে পারবেন।
টিকেটের প্রাপ্তীস্থান: বাংলাদেশে ঢাকার কমলাপুর ও চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে কাটা যাবে মৈত্রী এক্সপ্রেসের টিকেট। অপরদিকে ভারতের নিউ জলপাইগুড়ি স্টেশন ও কলকাতার ফেয়ারলী প্যালেস থেকে টিকেট কাটা যাবে।

তথ্যের ভান্ডারঃ ইন্টারনেট।

01/06/2022

Address

Joydebpur

Telephone

+8801999490098

Website

Alerts

Be the first to know and let us send you an email when Unique Tourbazz. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Unique Tourbazz.:

Share

Category