Sand & Sea -স্যান্ড এন্ড সী

Sand & Sea -স্যান্ড এন্ড সী A platform that arranges your dream tour by offering customized package in a seamless ecosystem.

Discover An Array Of Travel Packages And Top-Notch Facilities, Both Domestically And Internationally, Exclusively Brought To You By Us.

03/07/2025

ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি

ইমরান আহমেদ

(মেকানিক্স ব্যান্ডের ফাউন্ডার, প্রাক্তন গিটারিস্ট)

খাদ্যনালী ক্যান্সারে আক্রান্ত।

কেমোথেরাপি ও সার্জারীর জন্য অনেক টাকার দরকার। খরচ এত বেশি যে পরিবারের পক্ষে সেটা বহন করা সম্ভব নয়। তাই এই লড়াইয়ে টিকতে ইমরানের দরকার সবার আর্থিক সাহায্য।

আমরা তার বন্ধু, মিউজিশিয়ানরা ও শুভাকাঙ্ক্ষীরা এক হয়েছি ইমরানের পাশে দাঁড়াতে। সবাই শেয়ার করব, সহযোগিতা করব।

একসাথে থাকলে, পথটা সহজ হয়।
চলুন আমরা ইমরানের পাশে দাঁড়াই।

সাহায্য পাঠানোর জন্য -

বিকাশ/নগদ - 01716 009 844 পার্সোনাল)
বিকাশ - 01818956153 (মার্চেন্ট/পেমেন্ট নম্বর)

**ব্যাংক এ্যাকাউন্ট ডিটেইলস -
A/C Name : SYED IMRAN AHMED
A/C Number : 105 103 00 63486
Branch : Motijheel Branch
Bank : Dutch Bangla Bank PLC

A/C Name : SYED IMRAN AHMED
A/C Number : 106 126 00 15821
Branch : Dhanmondi Branch
Bank : Eastern Bank PLC

যারা বিদেশ থেকে টাকা পাঠাতে চান -
Paypal Id - [email protected]

ইমরানের সাথে সরাসরি যোগাযোগের নম্বর -
SYED IMRAN AHMED
+88 01716 009 844

Commet section এ লিঙ্ক দাওয়া আছে যেই খানে সব আপডেট পাওয়া যাবে।

Hello Travelers!Sand & Sea is back in Sreemangal.Keep your eays on Sand & Sea -স্যান্ড এন্ড সী page.To book res...
02/07/2025

Hello Travelers!
Sand & Sea is back in Sreemangal.
Keep your eays on Sand & Sea -স্যান্ড এন্ড সী page.
To book resort & bus ticket please contact us.

01765-253697
sandandseabd.com

ঈদের সকালটা যেন এক নতুন সূর্যের আলো নিয়ে আসে—শান্তি, ভালোবাসা আর সম্মিলনের বার্তা নিয়ে।এই বিশেষ দিনে, প্রার্থনা করি—আমাদ...
07/06/2025

ঈদের সকালটা যেন এক নতুন সূর্যের আলো নিয়ে আসে—শান্তি, ভালোবাসা আর সম্মিলনের বার্তা নিয়ে।
এই বিশেষ দিনে, প্রার্থনা করি—আমাদের প্রতিটি পেশাদার পদক্ষেপ হোক সফল, মন থাকুক প্রশান্ত, আর শরীর থাকুক সুস্থ।

আপনাদের এবং আপনাদের পরিবারকে জানাই ঈদের আন্তরিক শুভেচ্ছা।
ঈদ মোবারক।

🎯 পজিশন: "Executive-Tour management ( Part Time)"-------------------------------------------------------📍 লোকেশন: কক্সবা...
21/05/2025

🎯 পজিশন: "Executive-Tour management ( Part Time)"
-------------------------------------------------------
📍 লোকেশন: কক্সবাজার
👥 পদ সংখ্যা: ২
🎓 যোগ্যতা: এইচএসসি/অনার্স/ব্যাচেলর/মাস্টার্স (চলমান ছাত্রছাত্রীরা অগ্রাধিকার পাবে)
🎂 বয়স সীমা: সর্বোচ্চ ৩০ বছর
💰 বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে
----------------------------------------------------
✨ দায়িত্ব:
🛬 এয়ারপোর্ট/বাস/ট্রেন স্টেশন থেকে অতিথিদের রিসিভ ও হোটেলে পৌঁছে দেওয়া
🚐 অতিথিদের জন্য সাইট সিয়িং ট্রান্সপোর্টের ব্যবস্থা
🍽️ খাবারের ব্যবস্থা বা গাইড করা
🏨 হোটেল/রিসোর্ট বুকিংয়ের জন্য রুম খোঁজা
📊 সেলসের হিসাব রাখা ও তথ্য রিপোর্ট করা
📞 বুকিং ও ক্লায়েন্ট কমিউনিকেশন
-----------------------------------------------------
💼 সুবিধাসমূহ:
🎉 ২টি উৎসব বোনাস
🚗 যাতায়াত ভাতা
📱 মোবাইল বিল
💸 বিক্রয় কমিশন
💵 বেতন আলোচনা সাপেক্ষে
---------------------------------------------------
🌊 About Sand & Sea:
We create unforgettable travel, stay, and event experiences. From resorts and cafés to event solutions and travel bookings—we do it all with heart.
Our Brands:
🏨 Sand & Sea Hotels & Resorts
☕ Café Sand & Sea
🎉 Ayojon Event Management
🏡 Sand & Sea StayFinder
🎫 Sand & Sea Ticket Trak
🍵 Sand & Sea Premium Tea & Coffee
---------------------------------------------------------
📩 How to Apply: Send your CV to: [email protected]
📞 Hotline: +8801814-484486
📱 WhatsApp: +8801765-253697
🌐 Visit us: sandandseabd.com
📘 FB: sandandsea.tourism

“রিজিকের অঙ্ক”------------------- “লাভ-লোকসানে আটকে থাকা জীবন”:রুবেল এখন ঢাকায় কর্পোরেট চাকরি করে, মাসিক বেতন ২৭,০০০ টাক...
19/05/2025

“রিজিকের অঙ্ক”
-------------------
“লাভ-লোকসানে আটকে থাকা জীবন”:
রুবেল এখন ঢাকায় কর্পোরেট চাকরি করে, মাসিক বেতন ২৭,০০০ টাকা—কিন্তু মাস চলে কেবল ২০ তারিখ পর্যন্ত।এক্সেল শীটে প্রতিবার শেষে ভেসে ওঠে একটি লাল দাগ: “নেট লস” । জীবন মনে হয় শুধু হিসাব আর টেনশনের আরেক নাম।
-----------------------------
”কোরবানি ও আত্মত্যাগের বাস্তব রূপ”:
রুবেল একদিন অফিস থেকে বাসায় ফিরছিল। আসার পথে চোখে পড়ল কোরবানির গরুর একটি বিশাল হাট—চতুর্দিকে ভিড়, হাকডাক, দামাদামি। হঠাৎ ঠিক সেই মুহূর্তে তার মোবাইলে ফোন এল। গ্রামের বাড়ির এক স্কুলবন্ধু ফোন করে বলল, “চল ভাই, সাতজন মিলে একটা মাঝারি গরু নিই।” রুবেলের ভাগ পড়ে ১৫,৭১৪ টাকা। চোখ বন্ধ করে হিসাব করে সে—ঈদের বোনাস ১৩,০০০ টাকা, জমা আছে ২,৭১৪। হিসাব মিলে যায়, হুবহু একদম ঠিকঠাক। তবুও মনে হয়, “না দিলেই বা কী হয়?” কাঁপা হাতে টাকা পাঠিয়ে দেয় বিকাশে।
কিন্তু তখন চোখের সামনে ভেসে ওঠে—মা-বাবার মুখ, ভাইবোনের হাসিমাখা ঈদের সকাল। তখন সে বুঝে যায়, এই কোরবানি শুধু একটি গরুর অংশ নয়—এটা একরকম ভালোবাসার হিসাব।
রুবেল হিসাব কষে বুঝল—এবার আর বাড়ি ফেরা সম্ভব নয়, যাতায়াতের খরচটাই অনেক বেশি। সেদিনই সে বাড়িতে ফোন করে বাবামাকে মিথ্যে বলে, “এই ঈদে আসতে পারছি না… ঈদের ছুটিতেই অফিসে একটা গুরুত্বপূর্ণ কাজ পড়ে গেছে ছুটির মধ্যেই।”
---------------------------------------
“ঈদের সকাল: ভালোবাসার রিপোর্ট”:
ঈদের সকালে আজানের শব্দে ঘুম ভাঙে রুবেলের। চোখ খোলার সাথে সাথেই ফোনটা বেজে ওঠে—স্ক্রিনে ভেসে ওঠে “আম্মু কলিং।” কলটা ধরে সে, আর ওপাশে বাবা-মা, ভাই-বোন সবাই একসাথে লাউডস্পিকারে বলে ওঠে, “ঈদ মোবারক!” দূরত্ব যেন ফোনের ভেতরেই গলে যায়। রুবেল কিছু বলতে পারে না। গলা ভার হয়ে আসে, চোখের কোণে জমে ওঠে চেপে রাখা জল। দুপুরে তার মেসে খাবার ছিল স্রেফ ভাত, ডিম আর ভাজি। কিন্তু ফোনের ওপাশে যাদের কণ্ঠে ছিল আনন্দ, ভালোবাসা আর অপেক্ষা—তাদের মুখে হাসি ফুটেছে তার ছোট্ট ত্যাগেই। ঈদের সত্যিকারের আনন্দটা যেন এবার নতুন করে বুঝে যায় রুবেল।
-------------------------------------
“অর্থনীতির বড় ছবিতে এক অদৃশ্য হিসাবরক্ষক”:
কোরবানির ঈদ মানে শুধু ধর্মীয় উৎসব নয়, এটি এক বিশাল অর্থনৈতিক তরঙ্গ। কোরবানির সময় হাজার কোটি টাকার বাণিজ্য হয়—খামারি, গরু ব্যবসায়ী, কসাই, চামড়া বিক্রেতা, ট্রাকচালক। কিন্তু এই অর্থনীতির মঞ্চের নেপথ্যে দাঁড়িয়ে থাকে রুবেলের মতো হাজারো নামহীন মানুষ, যাদের মাসিক আয় প্রায় শেষ হয়ে যায় একটি গরুর এক ভাগেই। তবুও তারা হাসিমুখে দেয়, কারণ এটাই তাদের কাছে ভালোবাসার ইনভেস্টমেন্ট। এই আত্মত্যাগে তৈরি হয় অর্থনীতির প্রাণ, লেখা হয় হৃদয়ের ব্যালেন্স শীটে।
--------------------------------
“রিজিক: বিশ্বাসের এক অদৃশ্য ফাইনান্সিয়াল টুল”:
রুবেল এখন জানে, রিজিক মানে শুধু টাকা নয়—এটা বিশ্বাস।
রিজিক মানে সেই দরজা, যা ঠিক সময়মতো খুলে যায়—যদিও তা এক্সেল শীটে দেখা যায় না।
রুবেল এখন আর আয়-ব্যয়ের খাতায় লাভ খোঁজে না।সে খোঁজে শান্তি, সম্পর্ক, ভালোবাসা আর মানুষের মুখে হাসি। কারণ সে বুঝে গেছে—আসল লাভ দাঁড়ায় তখনই, যখন ত্যাগের অঙ্ক মিলে যায় হৃদয়ের ব্যালেন্স শীটে।
------------------------------------------
“রিজিকের অঙ্ক: সবচেয়ে বড় সম্পদ- বিশ্বাস”:
হয়তো এমনই একজন রুবেলকে নিয়ে কোনো একদিন লিখব—যার চাকরিটা ঈদের ঠিক আগে চলে গেছে, তবু তার হৃদয়ে ঈদের আলো নিভে যায়নি। উনি সম্ভবত এবার ঈদটা ঢাকাতেই কাটাবেন। বাড়ি যাওয়া-আসার খরচটা এখন তার পক্ষে বহন করা বেশ কষ্টকর হয়ে উঠেছে। হয়তো এবারের কোরবানিটাও আর দেয়া হবে না তার। সবকিছু মিলিয়ে এবারের ঈদটা হবে একটু নিরব, একটু সংযত।
আল্লাহ, তার ঈদটা যেন শান্তির হয়।দোয়া করি, তার রিজিকের অঙ্ক মিলে যাক আস্থার ব্যালেন্স শীটে।
-------------------------
গল্পকথক:
সৈয়দ নাসিম সৌরভ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আইবিএ – ৩৮ ব্যাচ
প্রতিষ্ঠাতা, Sand & Sea – স্যান্ড অ্যান্ড সী
মোবাইল: 01814484486

14/05/2025

"শুভ মা দিবস: মৌলভীবাজারের চা-বাগানের ছোট্ট সংসারের রাণীকে নিয়ে কিছু কথা"
------------
"রাণী" নামে এক মমতার ডাক:
ছোটবেলায় আমার কানে বারবার বাজত এক ডাক—"রাণী!"
আব্বু আম্মুকে সবসময় এই নামেই ডাকতেন।
আমি ভাবতাম, নিশ্চয়ই আম্মুর নাম রাণী।
একদিন স্কুলে শিক্ষক যখন জিজ্ঞেস করলেন, “তোমার মায়ের নাম কী?”
আমি গর্ব করে বললাম—“রাণী!”
পরে সেই শিক্ষক বাসায় এসে হাসতে হাসতে ঘটনাটা বললেন।
তখনই বুঝলাম—“রাণী” কোনো নাম নয়, এটা এক ভালোবাসার উপাধি, এক মায়ের জন্য স্বামীর শ্রদ্ধা ও মমতার সেরা স্বীকৃতি।
--------------
'সবুজে ঘেরা রাজত্বে আমাদের ছোট সংসার:'
আমার শৈশব কেটেছে মৌলভীবাজারের সবুজে ঢাকা এক চা-বাগানে।
চারপাশে কুয়াশার চাদর, দূরে চা শ্রমিকদের গান, আর মাঝে এক ছোট্ট রাজ্য—আমাদের পরিবার।
আম্মু, আব্বু, আমি আর আমার ছোট ভাই শোভন।
আর ছিলেন আমাদের হুজুর, যিনি চার বছর বয়স থেকে কোরআন শেখাতেন।
তাঁকে নিয়ে একদিন অবশ্যই লিখব—কারণ তিনিও এই সংসারের নীরব এক আশীর্বাদ।
------------
"প্রতিদিন শুরু হতো চা আর ভালোবাসায়':
আমার প্রতিদিনের সকাল শুরু হতো আম্মুর হাতের চাপটি আর চায়ের সুবাসে। চা কিন্তু আব্বু বানাতেন—উনি সকালে চা বানানোটা খুব পছন্দ করতেন।
--------
"চকচকে তেল আর ঠান্ডা মাথার ক্লাস ফার্স্ট:"
সকাল ৯টায় স্কুলের প্রস্তুতি—আম্মুর হাতে মাথায় নারকেলের তেল, চুল আঁচড়ে দিতেন ভালোবাসায়।ভাবতাম, আম্মু বুঝি আমাকে আনস্মার্ট বানিয়ে ফেলছেন।
কিন্তু যখন প্রতিবছর ক্লাসে প্রথম হতাম, তখন বুঝতাম—এই মাথার তেল আর মায়ের যত্নই তো আমার সাফল্যের মূল।
-------
"টিফিনে পিঠা :"
সকালের সবচেয়ে সুখের অংশ ছিল আম্মুর হাতের গরম ভাত আর ভর্তা।
আর স্কুলে যাওয়ার আগে ব্যাগে যেত পাউরুটি, নুডলস, আর কখনো সেই প্রিয় তেলের পিঠা।
-------
"ক্রিকেটের মাঠে আম্মুর বারান্দা পাহারা"
স্কুল শেষে বিকেল মানেই ছিল চা-বাগানে ক্রিকেট। আমি, শোভন আর আব্বু মিলে বল হাতে দৌড়াতাম, ছক্কা মারতাম, উইকেট পেতাম। আর দূরে বারান্দায় বসে থাকতেন আম্মু—চোখে একটা প্রশান্তি। সন্ধ্যায় বাসায় ফিরে আম্মু গল্প করতেন, “আজ কার ছক্কা বেশি? কে উইকেট বেশি নিল?” তখন বুঝতাম না, কিন্তু আজ জানি—সেই বারান্দা থেকে তাকিয়ে থাকা চাহনি ছিল এক মায়ের ভালোবাসায় ভেজা পাহারা।
-----------
""এক কাপ চা, আর এক না-ভোলা অভ্যাস "":
এসএসসি শেষ করে আমি ঢাকায় চলে আসি।
একদিন শুনি—আম্মু এক সকালে অভ্যাসবশত চার কাপ চা বানিয়েছেন।
এক কাপ তুলে নিয়ে গেছেন আমার পড়ার টেবিলে, ডাকছেন—“সৌরভ, চা খেয়ে নে।”
তারপর হঠাৎ থমকে গেছেন—টেবিলে কেউ নেই।
তখন মনে পড়েছে—আমি তো ঢাকায়।
এই গল্প যখন শুনি… চোখের জল আটকে রাখতে পারিনি।
জানলাম, সেই ঘটনার পর সাত দিন আম্মু আর চা বানাননি।
-----------
"রাত জেগে থাকা :"
মাগরিবের পর শুরু হতো আমার পড়াশোনার যুদ্ধ।
আমি দশ মিনিটের মাথায় ঘুমিয়ে পড়তাম, আর আম্মু জেগে থাকতেন—শুধু এই আশায়, যদি আবার উঠে পড়ি।
রাত ১১টা পর্যন্ত সেই পাহারা চলত।
মাঝে এক ঘণ্টা বিরতি—রাতের খাবার আর বিটিভির নাটক।
চারজন মিলে নাটক দেখা, সেই ছোট সংসারে ছিল এক আনন্দ।
-----------
" সাফল্যের আড়ালে এক রাণী":
আম্মু, তোমার সেই ‘রাণী’ নামটা শুধু আব্বুর ভালোবাসার ভাষা নয়—
ওটা আমাদের জীবনের সবচেয়ে সুন্দর সংজ্ঞা।
তুমি না থাকলে, এই জীবন এত সুন্দর, এত গুছোনো—কখনোই হতো না।
-----
গল্পকথক:
সৈয়দ নাসিম সৌরভ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আইবিএ – ৩৮ ব্যাচ
প্রতিষ্ঠাতা, Sand & Sea – স্যান্ড অ্যান্ড সী
মোবাইল: 01814484486

08/05/2025
ঈদ মানেই আনন্দ, প্রিয়জনের সাথে সময় কাটানো, মিষ্টি মুখ, আর গল্প-আড্ডা। Sand & Sea -স্যান্ড এন্ড সী পরিবারের পক্ষ থেকে স...
30/03/2025

ঈদ মানেই আনন্দ, প্রিয়জনের সাথে সময় কাটানো, মিষ্টি মুখ, আর গল্প-আড্ডা।

Sand & Sea -স্যান্ড এন্ড সী পরিবারের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা!

**এই ঈদে শুরু হোক নতুন এক গল্প, Sand & Sea - স্যান্ড এন্ড সী এর সাথে! ✨কিছু ভ্রমণ গল্প কেবল স্বপ্নেই থেকে যায়, কিন্তু এব...
18/03/2025

**এই ঈদে শুরু হোক নতুন এক গল্প, Sand & Sea - স্যান্ড এন্ড সী এর সাথে! ✨কিছু ভ্রমণ গল্প কেবল স্বপ্নেই থেকে যায়, কিন্তু এবার সেই স্বপ্নকে সত্যি বানাতে Sand & Sea নিয়ে এসেছে বিশেষ হানিমুন প্যাকেজ “২ DAYS & ২ NIGHTS”! ✨
----------------------------------
✨ এই ঈদে উপভোগ করুন ৫% ডিসকাউন্ট! ✨
Stories Package: ৬,৯৯৯ টাকা প্রতি ব্যক্তি
Memories Package: ৮,৯৯৯ টাকা প্রতি ব্যক্তি

প্যাকেজের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে:
• কাপল রুম - ২ দিনের থাকার ব্যবস্থা
• ৩ দিনব্যাপী নাস্তাসহ
• কাপল টি-শার্ট/মাগ
• ফটোশুট
• সেলিব্রেশন কেক
• ক্যান্ডেল লাইট ডিনার (Memories Package এর জন্য) - ১ দিন
• কক্সবাজারের জনপ্রিয় স্থানে ভ্রমণ

---------------------------------------------------------
***আপনি যদি শুধু রুম/অ্যাপার্টমেন্ট বুক করতে চান:
A. কাপল রুম: শুরু মূল্য ৩,৪৯৯ টাকা
B. টুইন বেডরুম / অ্যাপার্টমেন্ট: শুরু মূল্য ৪,৪৯৯ টাকা
----------------------------------------------
আজই বুক করুন আপনার স্বপ্নের ট্যুর!
📞 01765253697
📞 01814484486 (Hotline)
📧 [email protected]
📱 Sand & Sea - স্যান্ড এন্ড সী
🌐 sandandseabd.com

15/03/2025

Address

Kalabaga

Alerts

Be the first to know and let us send you an email when Sand & Sea -স্যান্ড এন্ড সী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sand & Sea -স্যান্ড এন্ড সী:

Share