10/10/2024
মাত্র ৪৯৯৯/-টাকায় কক্সবাজার রিল্যাক্স ট্যুর
.....সমুদ্র বিলাস......
ভেলা The Travel Group আগামী ১৭ অক্টোবর আয়োজন করতে যাচ্ছে মাত্র ৫৯৯৯ টাকায় ৩ রাত ২ দিনের কক্সবাজার রিল্যাক্স ট্যুর।
১৭,১৮,১৯ অক্টোবর ২০২৪।
✅ ইভেন্ট ফি:
📌 সিঙ্গেল বুকিং ৪৯৯৯/-
(গ্রুপ বুকিং এ আকর্ষণীয় ডিসকাউন্ট)
🌍 ভ্রমণ শুরু হবে: ১৭ অক্টোবর, বৃহঃস্পতিবার রাত ১০ টায়। (ঢাকার কলাবাগান থেকে)
⬇️ঢাকার উদ্দেশ্যে রওনা: ১৯ অক্টোবর, শনিবার রাত ১০:০০ টায়। (কক্সবাজার থেকে)
⬇️যা যা দেখবো:
❤️ কক্সবাজার
❤️ সুগন্ধা পয়েন্ট
❤️ লাবনী পয়েন্ট
❤️ ঝাউবাগান সি বীচ
❤️ বারমিজ মার্কেট
❤️ হিমছড়ি
❤️ হিমছড়ি পাহাড়
❤️ ইনানি বিচ
❤️ মেরিন ড্রাইভ
😁ফুড মেন্যু:
> প্রথম দিন:
★ সকাল: পরোটা, ডাল/সবজী/ডিম;
★ দুপুর: মুরগির মাংস, সাদা ভাত, ভর্তা, ডাল;
★ রাত: চিকেন বিরিয়ানি/ভাত, মাছ/মাংস, ভর্তা ও ডাল।
দ্বিতীয় দি:
★ সকাল: পরোটা, ডাল/সবজী, ডিম খিচুড়ি;
★ দুপুর: সামুদ্রিক মাছ/গরুর মাংস, সাদা ভাত, ভর্তা, ডাল;
★ রাত: মাছের বার বি কিউ সাথে পরোটা।
তৃতীয় দিন:
★ সকাল: ডিম খিচুড়ি সাথে সালাদ;
★ দুপুর: সামুদ্রিক মাছ/মাংস, সাদা ভাত, ভর্তা/ভাজী, ডাল।
✅ প্যাকেজে যা যা থাকছে:
• ঢাকা-কক্সবাজার-ঢাকা লাক্সারিয়াস এসি বাস সার্ভিস;
• ৯ বেলা মানসম্মত খাবার;
• এসি হোটেলে থাকা সাথে প্রয়োজনীয় ফাস্ট এইড ব্যবস্থা।
🌹🌹 যেকোনো প্রয়োজনে অথবা বুকিং কনফার্ম করতে:
✆ 01621 323 923
বুকিং পলিসিঃ
সিট খালি থাকা সাপেক্ষে আমাদের অফিসে এসে বুকিং কনফার্ম করতে হবে। বুকিং কনফার্ম করতে জনপ্রতি নু্ন্যতম ১৫০০/- টাকা (অফেরতযোগ্য) জমা দিতে হবে। যারা অফিসে আসতে পারবেন না তারা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমেও বুকিং কনফার্ম করতে পারবেন।
❌ মৌখিক বুকিং গ্রহণযোগ্য নয়।
★ #বিকাশ: (personal) 01304456002
★ #নগদ: (personal) 01304456002
⏩ কর্পোরেট/ফ্যামিলি ট্রিপের জন্য সরাসরি কল করুন 01621323923
👨>> ০ থেকে ৩ বছরের বাচ্চাদের ক্ষেত্রে কোন ফি লাগবে না এবং ৩ বছরের বেশি বয়সি বাচ্চাদের ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে।
↖️সরাসরি আমাদের অফিসে এসেও বুকিং দিতে পারেন
↖️ঢাকা অফিস: 59/4/1, West Rajabajar, Panthapath, Dhaka
💢মেয়েদের নিরাপত্তার ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকায় মেয়েরাও নিশ্চিন্তে যেতে পারেন আমাদের সাথে।
🕓 #অফিস_টাইম: সকাল ১০:০০ টা থেকে সন্ধ্যা ০৬:০০ টা পর্যন্ত।
🛑🛑বি: দ্র: যেকোনো প্রতিকূল পরিস্থিতি বিবেচনায় কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
♥️সমদ্র বিলাস♥️
Event COX-02
BHella The Travel Group Lets' Explore The Creator 😍